Blog

  • বিএনকেএস আয়োজনে ঐতিহাসিক আদিবাসী নারীদের ঘিলা খেলা অনুষ্ঠিত

    বিএনকেএস আয়োজনে ঐতিহাসিক আদিবাসী নারীদের ঘিলা খেলা অনুষ্ঠিত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা

    “নারীর মর্যাদা রক্ষা, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে বিএনকেএস আয়োজনে ডিয়াকোনিয়া সহযোগিতায় ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকালে বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়ার প্রাঙ্গণে ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়। গোলাপ দল বনাম কৃষ্ণচূড়া দল মধ্যকার ১১ জন বিশিষ্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হয়ে দীর্ঘ ৩ ঘন্টার পর কৃষ্ণচূড়া দল বিজয় হয়।

    আদিবাসীদের ঐতিহাসিক ঘিলা খেলা বিজয়ী কৃষ্ণচূড়া নারী দলকে খেলার আয়োজক প্রতিষ্ঠান বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যসাপ্রু মারমা ও বিএনকেএস বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা প্রমুখ।

    এছাড়া নাইক্ষ্যং পাড়া জনসাধারণের মধ্যে নারী-পুরুষ ও বিএনকেএস এনজিও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

  • যমুনার চর কেটে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ- ভেকু ও ট্রাকসহ পাইপ ভাঙচুর

    যমুনার চর কেটে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ- ভেকু ও ট্রাকসহ পাইপ ভাঙচুর

    আল আমিন শোভন
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি।।

    শুকনো মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চরাঞ্চলের কৃষকদের রোপন করা ফসলি জমির বালুমাটি অবৈধভাবে কেটে তা বিক্রির মহোৎসবে মেতে উঠেছে কিছু অসাধু বালু ব্যবসায়ী। এসব বালুমাটি রাতের আঁধারে প্রশাসনের আড়ালে ট্রাকযোগ অবাধে বিক্রি করছেন তারা। ফলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বালু উত্তোলনের প্রতিবাদে উপজেলার বলরামপুর, তারাই ও গারাবাড়ি এলাকার ক্ষতিগ্রস্থ স্থানীয়রা ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের গারাবাড়ী এলাকায় সড়কে আগুন ধরিয়ে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    এ খরব পেয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের তিনিও একই আশ্বাস দেয়।

    এরআগে সকালে স্থানীয় লোকজন তারাই স্কুল মাঠে সমবেত হন। পরে সেখান থেকে এলাকাবাসী গারাবাড়ী এলাকায় অবৈধ বালুঘাটে গিয়ে বালু উত্তোলনের বেশ কয়েকটি ভেকু (মাটিকাটার যন্ত্র), একটি ড্রাম ট্রাক ও পাইপ ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পরে পাইপগুলো মহাসড়কে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেন তারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ক্ষতিগ্রস্থ কৃষক জানান, স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হোসেন ওরফে সুইট, মোজাম্মেল হোসেন ও যুবদল নেতা টিপুর নেতৃত্বে এই বালুঘাটটি পরিচালনা হতো। তাদের একাধিকবার বাধা দিলেও শোনেনি। তারা রাতের আধারে আমাদের ফসলি জমি কেটে অবাধে বালু বিক্রি করে।

    এছাড়াও ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার তারাই, কুঠিবয়ড়া, অর্জুনা, জগৎপুরা ও নলিন এলাকার বেশ কয়েকটি পয়েন্টে যমুনা নদীতে বাঁধ দিয়ে ও পানি উন্নয়ন বোর্ডের গাইড ভেঙে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করে চর কেটে বালু বিক্রি করছে এবং স্থানীয় প্রভাবশালীরা এসব বালুর ঘাট নিয়ন্ত্রণ করছে।

    তারাই গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক রজমান আলীসহ অনেকে বলেন, যমুনা নদী শুকিয়ে যাওয়ার পর বিএনপি নেতাদের নেতৃত্বে বালু কাটা শুরু হয়েছে। দিন-রাত ভেকু দিয়ে বালু কেটে ট্রাকযোগে বিক্রি করছে। এতে ফসলি জমি কেটে নিচ্ছে তারা। এছাড়া এভাবে নদীর চর কাটায় পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্ষা মৌসুমে।

    স্থানীয় সিফাত বলেন, যেভাবে বালু কাটা হচ্ছে তাতে আগামী বন্যায় ঘরবাড়ি ভেঙে যাবে। আমাদের জমিও কেটে নিচ্ছে। বাঁধা দিলেই হুমকি দেওয়া হয়। স্থানীয় বিএনপির নেতারা জোরপূর্বক বালু উত্তোলন করছে। প্রশসানের কাছে দাবি, বালু উত্তোলন বন্ধে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করব।

    তারাই এলাকার বিএনপি নেতা আনোয়ার হোসেন সুইট বলেন, আমি কিছু বলতে পারব না। অপর বিএনপি নেতা মোজাম্মেল বলেন, স্থানীয়দের দাবির বিষয়টি উর্ধ্বতন নেতাদের জানানো হয় এবং তাদের মানববন্ধন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরও সড়ক অবরোধ এবং ঘাটের ভেকু ও গাড়ি ভাঙচুর করেছে তারা।

    এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর বালু ঘাট বন্ধে আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন। বালু উত্তোলনে জড়িতদের বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন অভিযোগ পেয়েছি স্থানীয়দের কাছ থেকে। এছাড়া সড়ক অবরোধ ও বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধে তাদের আশ্বাস দেওয়া হয়।

  • রাজশাহীর চারঘাটে কুমড়া বড়ি তৈরিতে ব্যস্ত নারীরা

    রাজশাহীর চারঘাটে কুমড়া বড়ি তৈরিতে ব্যস্ত নারীরা

    মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী)  থেকেঃ

    দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। শীত আসলেই কুমড়ো বড়ির কথা মনে পড়ে যায়। শীতের খাবারে মুখরোচক স্বাদ আনতে মাছ-সবজিতে কুমড়ো বড়ির প্রচলন দীর্ঘ দিনের। 

    রাজশাহীর চারঘাটে কুমড়ো বড়ি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা।

    মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে নারীদের। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীণ নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল বেলা কুমড়ো বড়ি তৈরি করছে নারীরা।

    কুমড়ো বড়ি তৈরির প্রধান উপকরণ মাসকালাইয়ের ডাল আর চালকুমড়া। এর সাথে সামন্য মসলা। কুমড়ো বড়ি তরকারির সঙ্গে রান্না করে খাবারের একটি মুখরোচক উপাদান। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা।

    শীতের আগমনের সাথে সাথে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা বেড়েছে গ্রাম অঞ্চলের নারীদের মাঝে।আশ্বিন মাস থেকে ফাল্গুন এই ৬ মাস কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে যায় গ্রামে গ্রামে। শীতকাল কুমড়ো বড়ি তৈরির ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি কুমড়ো বড়ি তৈরি করা হয়। এতে করে পরিবারের চাহিদা মিটিয়ে নিতে কাজ করছেন গ্রামের নারীরা।

    উপজেলার জরিনা বেগম বলেন, ৫ কেজি কুমড়ার সাথে দুই কেজি মাসকালাইয়ের মিশ্রণে কুমড়ো বড়ি ভাল তৈরি হয়। আগে মাসকালাই পানিতে ভিজিয়ে পরিস্কার করা, আর ঢেঁকিতে বা পাটায় বেটে বড়ি তৈরি করতে প্রচুর পরিশ্রম হত, সেই সাথে অনেক সময় লাগতো। এখন খোসা ছাড়ানো মাসকালাই বাজারে ক্রয় করতে পাওয়া যায়। মাসকালাই পানিতে ভিজিয়ে মেশিনের সাহায্যে মাড়াই করে অল্প সময়ে বড়ি তৈরির মিশ্রণ তৈরি করা খুব সহজ হয়েছে। এতে করে অল্প সময় প্রচুর পরিমাণ কুমড়া বড়ি তৈরি করা সম্ভব হচ্ছে। পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে।

    মনোয়ারা বলেন, অনেক পরিশ্রম এই কুমড়ো বড়ি তৈরিতে। রাত জেগে শীল-পাটায় কেজি কেজি ডাল বাটা সহজ কাজ নয়। তবুও পেটের তাগিদে অনেক কষ্ট করে আমাদের কুমড়োবড়ি তৈরি করতে হয়। শীত মৌসুমে এ বড়ি তৈরি করে সংসারে বাড়তি আয় কিছু করা সম্ভব হয়।

    ব্যবসায়ী আকরাম আলী বলেন, বাজারে বিক্রির পাশাপাশি উপজেলার বাহিরে বিভিন্ন এলাকাতে পাইকারি ভাবে বিক্রয় করছে। শীতের সময় কুমড়ো বড়ির চাহিদা থাকে বেশী, আর গ্রাম অঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়ো বড়ি তৈরি করছেন বলে তিনি জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • মধুপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে  বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে চালক আহত

    মধুপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে চালক আহত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে খুটির সাথে আটকে যায়। ট্রাকটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়, এতে চালক গাড়ির ভিতর আটকা পড়ে। এঘটনায় চালক গুরুতর আহত হয়েছে।
    সোমবার (২ ডিসেম্বর) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলাধীন আশুরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
    মধুপুর ফায়ার স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, রাত ৯ টার দিকে সংবাদ পাই টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের আশুরা নামক স্থানে একটি ট্রাক মধুপুর হতে টাঙ্গাইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে আছে এবং গাড়ির ড্রাইভার ভিতরে আটকা পড়েছে। সংবাদ পেয়ে ট্রেশন অফিসার বোরহান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, গাড়ির সামনের অংশ ধুমরে মুচড়ে গিয়ে ড্রাইভার ভিতরে আটকা পড়ে। গাড়ীর সামনের অংশ কেটে ড্রাইভারকে উদ্ধার করে বিভাগীয় এম্বুলেন্স যোগে জরুরী ভিত্তিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানে হয়েছে । আহত ড্রাইভারের নাম নাইম। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের নুর আলমের ছেলে।

  • পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে  বিশাল ছাত্র সমাবেশ

    পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা,পৌর ও কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান,দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ২ ডিসেম্বর বিকালে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হক। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন মোরসালিন।

    প্রধান আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ মৌদী,জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা।

    এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জিম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।

    আরো বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হাসান হানিফ,পলাশবাড়ী উজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজীব সরকার,মোত্তালিব হোসেন সুহাদ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া,সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল সহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন,গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন।

    এ সমাবেশের আগে পলাশবাড়ী সরকারি কলেজ,পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ,পলাশবাড়ী আর্দশ ডিগ্রি কলেজ,পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এক মত বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।।

  • পুঠিয়ার বানেশ্বরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা 

    পুঠিয়ার বানেশ্বরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা 

    পুঠিয়া, প্রতিনিধিঃ

    পুঠিয়ার বানেশ্বরে  বীজ প্রত্যয়ন এজেন্সী, রাজশাহী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী এর যৌথ উদ্যেগে ও উপজেলা কৃষি অফিস, পুঠিয়া, রাজশাহীর সার্বিক সহযোগিতায় বানেশ্বর বাজারে চলতি রবি মৌসুমে কৃষকদের মানসম্পন্ন  বীজ প্রাপ্তি নিশ্চত করণের  লক্ষ্যে  বীজের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

     সোমবার দুপুর ১২ টার দিকে মেরী কীটনাশক ও বীজ ভান্ডার এবং ভাই-ভাই বীজ ভান্ডার, বানেশ্বর বাজার, পুঠিয়া, রাজশাহীর দোকানে  মেয়াদ উর্ত্তীন বীজের প্যাকেট এবং সরকারি অনুমোদন ব্যতীত বীজ বিক্রয়ের কারণে মেরী কীটনাশক ও বীজ ভান্ডারকে ৫০০০ হাজার  এবং ভাই-ভাই বীজ ভান্ডারকে ৬০০০ হাজার করে মোট ১১০০০ হাজার টাকা জরিমানা করা হয়। 

     উক্ত অভিযানে হুসনা ইয়াছমিন, বহিরাংগন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রাজশাহী, ইব্রাহিম হোসেন, উপপরিচালক ও মাসুম আলী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,রাজশাহী,  নিভাষ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, পুঠিয়া, রাজশাহী এবং গোলাম সাকলাইন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,পুঠিয়া, রাজশাহী উপস্থিত ছিলেন। জন সম্মুখে ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করেন এবং  ব্যবসায়ীগণকে সরকারি বিধি বিধান মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

    মাজুদুর রহমান( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী 

  • কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

    কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

    সুজানগর প্রতিনিধিঃ কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেলা। এদিন ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে দুপুর ৩টায় কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ও পদ্মা কলেজের অধ্যাপক ফারুক-ই আযম, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ইয়াকুব আলী প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সাফা, হোমিও চিকিৎসক সাইফুল্লাহ ফুল, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন , উপজেলা পোস্ট মাস্টার আফজাল হোসেন,ছাত্র প্রতিনিধি শেখ রাফি, স্থানীয়দের মধ্যে ফিরোজ রানা, বাদশা, হিরা, উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর প্রামানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক শাহীন এবং সহকারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন চঞ্চল। উদ্বোধনী দিনের খেলায় কাঁচারীপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে সাতবাড়ীয়া উপেন্দ্রনগর ক্রিকেট একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদেও বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।

  • ইসকন নিষিদ্ধের দাবিতে সুজানগরের নাজিরগঞ্জে বিক্ষোভ মিছিল

    ইসকন নিষিদ্ধের দাবিতে সুজানগরের নাজিরগঞ্জে বিক্ষোভ মিছিল

    এম এ আলম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাজিরগঞ্জ ছাত্র সমাজের ব্যানারে রবিবার বিকাল ৪টায় বের হওয়া এ বিক্ষোভ মিছিলে ছাত্র প্রতিনিধি তৌফিক,রাতুল,আহাদসহ অসংখ্য ছাত্র-জনতা অংশ নেন। বিক্ষোভকারীরা জানান, ইসকন নিষিদ্ধের পাশাপাশি চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে।ছাত্র-জনতার পক্ষ থেকে বক্তারা বলেন, আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ

    ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সোমবার ঝিনাইদহের মহেশপুর শহরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষাভ মিছিল কর্মসুচি পালিত হয়। মিছিলটি মহেশপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ষ্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ ও মাওলানা আবু দাউদ। সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না?। এসময় ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বিপ্লবী সরকার এত ভীত হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পাইকগাছায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে

    পাইকগাছায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে

    ইমদাদুল হক, পাইকগাছা, (খুলনা)।।
    পাইকগাছায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আমন ধান কর্তন শুরু হয়েছে। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন ও ঝাড়াই চলছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরের কোন আমন ক্ষেতের ধানে ফুল ফুটছে, দুধ এসেছে ও কোন ক্ষেতের ধান সবুজ রং ধারণ করেছে মাত্রে। ২০ থেকে ২৫ দিন পরে এসব ক্ষেতের ধান কাটার উপযোগী হবে। তবে উচু ক্ষেতের ধান আগামী ১০/১২ দিনের মধ্যে কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে।
    বৈরি আবহাওয়ার জন্য কৃষকরা সময় মত আমনের আবাদ করতে পারেনি। কৃষকরা আগাম কিছু ক্ষেতে সেচ দিয়ে চারা রোপন করেছে আবার দেরিতে প্রচুর বৃস্টি হওয়ায় নাবি আবাদ করতে হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অন্য এলাকা থেকে উপকূল এলাকায় এক মাস পরে কৃষি কাজের পরিবেশ তৈরি হয়। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘের গুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন ধান কাটাও দেরিতে শুরু হয়। নতুন আমন ধান আশানারূপ দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি সাড়ে ১৪শ থেকে সাড়ে ১৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা বেশী লাভবান হচ্ছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫ হাজার ৪২৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলায় উঁচু ক্ষেত্রের প্রায় ৫ হাজার ৩শত হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কর্তনকৃত ধানের হেক্টর প্রতি ফলন হাইব্রীড ৫.৯ মেট্রিকটন ও উফশী ৫.৬ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। আর নাবিতে লাগানো ক্ষেতের ১০ ভাগ ধানে ফুল ধরেছে, ২০ ভাগ ক্ষেতের ধানে দুধ হয়েছে ও ৭০ ভাগ ক্ষেতের ধান কাচা ধারণ করেছে।

    উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক আলাউদ্দিন, পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া ব্লকের কৃষক শফিকুল জানান, বৈরি আবহাওয়ার পরও তাদের ক্ষেতের আমনের ফলন ভালো হয়েছে। মটবাটি গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, তার মৎস্য ঘেরে আবাদকৃত ক্ষেতের ধান সবে ফুল ধরেছে। তাছাড়া মাজড়া পোকা লাগায় অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে। কিছু কিছু ক্ষেতের ধানে চিটার পরিমানও বেশী হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: একরামুল ইসলাম জানান, আমনের ফলন ভাল হয়েছে। আবহাওয়ার কারণে কৃষকদের আমন আবাদ শুরু করতে কিছুটা দেরি হলেও পরে প্রচুর বৃষ্টিতে লবণাক্ত মাটি পরিশোধিত হওয়ায় আমনের ফলন ভাল হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।