Blog

  • পাইকগাছায় শীত মৌসুমে চোরা পাখি শিকারীদের দৌরাত্ব বেড়েছে

    পাইকগাছায় শীত মৌসুমে চোরা পাখি শিকারীদের দৌরাত্ব বেড়েছে

    ইমদাদুল হক , পাইকগাছা(খুলে)।। পাইকগাছার বিভিন্ন বিলে পাখি শিকারীরা ফাঁদ পেতে দেশি ও পরিযায়ী পাখি শিকার উৎসবে মেতে উঠেছে চেরা শিকারীরা। এলাকার বিভিন্ন ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের থেকে শিকারীরা এসব পাখি শিকার করছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিকারীদের বিরুদ্ধে দু’একটি ব্যবস্থা গ্রহণ করলেও যথাযথ তদারকি না থাকায় শিকারীরা তৎপর রয়েছে পাখি শিকারে।

    উপজেলার পুরাইকাটি, বয়রা, কচুবুনিয়া, বাসাখালী, বাইসারাবাদ,বেতবুনিয়া তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, অকাইবাসী, ঠাকুনবাড়ী, আমিরপুর, বাইনবাড়ীয়া, কুমখালী ও পৌরসভা সহ বিভিন্ন এলাকায় ধানের ক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের থেকে পাখি শিকার করা হচ্ছে। এ সব খাল বিলে শীত মৌসুমের শুরুতে পরিযায়ী পাখির আগমন ঘটে। পাখিরা এসব বিলের ধান ক্ষেত থেকে পোকা মাকড়সহ খাদ্য সংগ্রহ করে। এ সময় ঘেরে এলাকার লোকজনসহ শিকারীরা পূর্ব থেকেই ওই সব স্থানে বিভিন্ন মাছ ও ফড়িং জাতীয় প্রাণীতে বিষ মিশিয়ে ফাদ পেতে রাখে। তাছাড়া শিকারীরা পাখি শিকারে অভিনব পদ্ধতি বের করেছে। ইন্টারনেট থেকে পাখির ডাক রেকর্ড করে সেই পাখির স্বর ধান ক্ষেতে সাউন্ড বক্সের মাধ্যমে বাজিয়ে পাখি শিকারে ফাঁদ পেতে পাখি শিকার করছে। সাউন্ড বক্সে পাখির ডাক শুনে পরিযায়ী ও স্থানীয় পাখিরা ফাঁদে গিয়ে ধরা পড়ছে। তাছাড়া দুই/তিন একর জুড়ে বাঁশ পুতে কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি শিকার করছে। এভাবেই শিকারীরা প্রতিদিন ফাঁদ ও বিষ টোপ দিয়ে পাখি শিকার অব্যাহত রেখেছে।
    প্রতি বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে হাওর-বাঁওর, নদ-নদী, বিল, পুকুর-জলাশয়ে পরিযায়ী বা অতিথি পাখির আগমন ঘটে। শীত প্রধান দেশের তীব্র শীত ও তুষার পাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে ও অস্তিত্ব রক্ষার্থে খাবারের খোঁজে বাংলাদেশের মত কম শীত প্রধান দেশে পাখির আগমন ঘটে। পৃথিবীর সব দেশে পাঁখি আছে। পৃথিবীতে ১০ হাজারেরও বেশি প্রজাতির পাখি রয়েছে।
    পাখি বাংলাদেশের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। জলবায়ু পরিবর্তন ও মানুষের সৃষ্ট নানা করণে পাখিরা বিপন্ন হয়ে পড়েছে। পরিবেশ বিপর্যয় ও খাদ্যের অভাবের কারণে পাখিরা প্রতিবছর শীতকালে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদী, খাল-বিল, হাওর-বাওর ও জলাশয়ে আশ্রয় নেয়। পরিযায়ী পাখির নিরাপদ জীবন যাপন ও পরিবেশ অনিরাপদ হয়ে উঠছে। শীত মৌসুমে অনেকে শখ মেটাতে পাখি শিকার করেন। আবার অনেকে শীত মৌসুমটাকে পাখি শিকার পেশা হিসাবে গ্রহণ করেন। পাখি শিকারীরা ফাঁদ, বিষটোপ, জালপেতে ও গুলি করে পরিযায়ী পাখি শিকারে মেতে ওঠেন। বাজারেও পাখি বিক্রয় করতে দেখা যায়। অনেকেই রসনা তৃপ্তি মেটাতে পাখি কিনে বাড়ি নিয়ে যান। কেউ শখের বসেই পাখি শিকার করুক, আর কেউ অসচেতনতার কারণে শিকার করুক; পাখি শিকার আইনত দন্ডনীয় অপরাধ।
    এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসিম। পরিবেশবান্ধব এই প্রাণীরা মানুষের সুস্থ্য জীবনধারাকে টিকিয়ে রাখতে সহায়তা করে। পাখি শিকার বন্ধে প্রশাসন সব সময় তৎপর রয়েছে এবং পাখি শিকারীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাখি শিকার বন্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

  • দোয়ারাবাজারে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজারে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

    হারুন-অর-রশিদ।।
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে কুরআন অবমাননা’র ঘটনায় জড়িত ও উস্কানিদাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

    বুধবার (৪ডিসেম্বর) বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেছেন। এসময় লিখিত বক্তব্যে উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আমাদের শান্তিপূর্ণ দোয়ারাবাজার এলাকাকে অশান্ত করে তোলার অপরাধে এবং ‘কুরআন অবমাননার ঘটনায় জড়িত উগ্রবাদী হিন্দু আকাশ দাসকে রিমান্ডে নিয়ে তার ইন্ধন দাতাসহ রিঙ্কু দাসকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের হাতে আটক আকাশ দাস একজন ইসকন সদস্য। ওই উগ্র সংগঠনের নেতারা ওই ঘটনায় এখনও কোন বিবৃতি দেয়নি কিংবা দুঃখ প্রকাশ করেনি। আমারা মনে করি বর্তমান পরিস্থিতি আরও ঘোলাটে করতেই আকাশ দাসের ইন্ধনদাতা ইসকন জড়িত রয়েছে। অপরদিকে ওই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির কিংবা বাড়িঘর দোকান পাটে কোন রকম হামলা ভাঙচুর এবং ক্ষতিসাধন থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানাই। ‘

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা ফয়জুল করীম, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হুসাইন আহমদ ক্বাসেমী, সহসভাপতি মাওলানা আবদুল হামিদ, মাওলানা মঈনুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা রফিক আহমদ, মাওলানা জাকির হোসেন সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ শাহীন আহমদ, মাওলানা হুসাইন আহমদ, হাফিজ জমিরউদ্দীন, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

  • হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 

    হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।। 

    হবিগঞ্জে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (৪ ডিসেম্বর)  সকালে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

    র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় মিলিত হন। 

    এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংসু সোম মহান।

    সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকতার্ রোমানা আক্তার। এতে বক্তব্য রাখেন কবি তাহমিনা বেগম গিনি, সুমি আক্তার। বক্তারা বলেন আজ নারীরা অত্যাচার, বৈষম্য, নানা সমস্যা থেকে দুরে। নারীদের স্থান এখন পুরুষের সমপর্যায়ে। তবে এখনও নারীদেকে বৈষম্যে শিকার হতে হ্েচ্ছ। নারীরা লেখাপড়া শিখতে হবে। তাহলেই নারীরা তাদের অধিকার বুঝতে।।

  • থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত

    থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    “ঘরে বাইরে অনলাইনে, কিশোরীরা থাকুক নিরাপদে সবখানে” এই প্রতিপাদ্য নিয়ে বিএনকেএস আয়োজনে, ডিয়াকোনিয়া সহযোগিতায় বান্দরবানের থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে বলিপাড়া ইউনিয়নের ডাকছৈ পাড়া হতে বিএনকেএস অফিস পর্যন্ত কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। বাইসাইকেল র্যালীতে ১০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

    বিএনকেএস বার্ষিক পরিকল্পনা আওতায় ১৬ দিন কর্মসূচির আওতায় পরিস্কার-পরিচ্ছতা অভিযান, আদিবাসী ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন, ডিয়াকোনিয়া বাংলাদেশ ও আয়োজনে বিএনকেএস এনজিও। বিএনকেএস এনজিও এই উপজেলায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সকল স্তরের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি লক্ষ্যে নারীদের এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস এনজিও প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বিএনকেএস এনজিও বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা, বিএনকেএস এনজিও কর্মকর্তা মংক্য ওয়াং মারমা ও বিএনকেএস এনজিও কর্মকর্তা ক‌্যথুই মারমা সহ বিএনকেএস এনজিও প্রকল্পের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন

    পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে অবৈধভাবে গড়ে উঠা “কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

    অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়।

    ৪ঠা ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটির চুল্লি গুলো ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের পৃথক টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

    এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে,কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।।

  • বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জন আটক

    বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জন আটক

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো: কাওছার আলম এর দিক নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানায় কর্মরত এসআই মো: মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১নং সলুকাবাদ ইউনিয়ন এর চালবন এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধ বালু ভর্তি ড্রামট্রাক সহ ১জনকে আটক করা হয়। আটককৃত আসামি মোঃ আবুল হাসিম(৩২), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নাগপুর, উপজেলা, থানা- দূর্গাপুর, জেলা -নেত্রকোনা। এই সংক্রান্তে বিশ্বম্ভরপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৪ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-২৫৩, তারিখ- ০৪ ডিসেম্বর, ২০২৪; সময়- ১২:০৫ ঘটিকা, ধারা- ১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ রুজু করা হয় এবং আটককৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##

  • চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতে সেক্রেটারি আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    আলোচনা সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

    গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসম্বর বুধবার বাদ আছর গৌরনদীর সরিকলের সেনের হাট বাজারের আধুনা ৩ নং ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সরিকল ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহেল কাজীর সঞ্চালনায় মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদি ( বিএনপির) সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অব পুলিশ মোঃ ফোরকান হোসেন হাওলাদার,গৌরনদী স্বেচ্ছাসেবক দল বিএনপির আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, বিএনপি নেতা মোঃ আনিসুর রহমান হাওলাদার,গৌরনদী উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান মৃধা,নবনির্বাচিত সরিকল বন্দর কমিটির সভাপতি ও বিএনপির নেতা মোঃ হেদায়েত হোসেন মৃধা, সরিকল ইউনিয়ন যুবদল নেতা এইচ এম জসিম উদ্দিন হাওলাদার মোঃ শাহীন কাজি,মোঃ রুহুল আমিন মৃধা, মোঃ মাছুম মৃধা সহ এ ছারাও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, দেশ জুড়ে মাদক ও সন্ত্রাসে রাজত্ব কায়েম করেছিলেন স্বৈরাচারী সরকার শেখহাসিনা ও তার দোষররা যে কোন মুল্যেই হোক না কেন এর বিজ উৎপটন করতে হবে। এবং এর শিকর কোথায় খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপে দেশ থেকে মাদক ও সন্ত্রাসীদের আস্হানা উপচে ফেলার অঙ্গিকার ব্যাক্ত করেন সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভার উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দরা।

  • থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের যৌথভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

    থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের যৌথভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

    থানচি (বান্দরবান) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    ‘আসুন সবাই মিলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহন করি’– এই স্লোগানকে ধারণ করে বান্দরবানের থানচিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রেসক্লাবের সাংবাদিক, বিএনকেএস এনজিও সংস্থার বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারী, কলেজে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ক্লিন স্বেচ্ছাসেবক ও সেচ্ছাসেবীরা এতে অংশ নেন। বাজারে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ ও সাধারণ জনগণ।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনকেএস এনজিও সংস্থার ও থানচি প্রেসক্লাব যৌথ আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ,  একশনএইড,  বিএসআরএম,  মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় উপজেলা সদরে ত্রি-মুখী থেকে শুরু করে বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। বাজার রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। বিএনকেএস এনজিও সংস্থার ও প্রেসক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।

    অভিযানে নেতৃত্ব দেন– বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস এর প্রকল্প পরিচালক ভানুনসিয়াম বম প্রমুখ। এই কর্মসূচির পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের থানার ইনর্চাজ নাছির উদ্দিন মজুমদার, পিআরএলসি প্রকল্প ম্যানেজার উক্যনু মারমা’সহ প্রেসক্লাবের সাংবাদিক, কলেজে শিক্ষার্থী ও বিএনকেএস এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

    বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা বলেন, বিএনকেএস এনজিও সংস্থার থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ১৬ দিনের কর্মসূচী হাতে নিয়েছি। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এই কর্মসূচিতে একটি অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলার গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। থানচি বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকল দোকানিদের উদ্বুদ্ধ করা হয়েছে।

  • খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে  চ্যাম্পিয়ন মারিশ্যা জোন 

    খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন 

    নুরুল ইসলাম টুকু, খাগড়াছড়ি, প্রতিনিধি।

    খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ২ – ১ গোলে মহালছড়ি জোন’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। 

    মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলার ৫ মিনিটের মাথায় মঞ্জুরুল আলমের গোলে মারিশ্যা ১ গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় আবারো একটি মঞ্জুরুলের গোলে  ২-০ তে এগিয়ে যায় মারিশ্যা জোন। দ্বিতীয়ার্ধর ১৫ মিনিটে একটি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনে মহালছড়ি জোন। দ্বিতীয়ার্ধের অবশিষ্ট খেলায় উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করলেও কোন দল জালে প্রবেশ করাতে পায়নি। খেলায় ফলাফল ২-১ গোলের ব্যবধানে নিয়ে মাঠ ত্যাগ করে মরিশ্যা ও মহালছড়ি জোন।

    খেলা শেষে চ্যাম্পিয়ন  ও রানার আপ দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন। 

    খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

    এছাড়াও অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ ভূঁইয়াকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ ২০ হাজার টাকার অর্থ প্রদান করা হয়।

    খেলার সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এই টুর্নামেন্ট পাহাড়ের সম্প্রীতি রক্ষায় যুব সমাজদের ক্রিয়া মুখি করবে। পাহাড়ের ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে বলেন। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি।