Blog

  • ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা

    ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা

    ঘাটাইল প্রতিনিধি মো রায়হান মিয়া

    টাংগাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধলাপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার (৭ডিসেম্বর) বিকেল ৩টায় ধলাপাড়া হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

    দীর্ঘ ১৮ বছর পর ধলাপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে, মুহুর্তের মধ্যেই জনসভা জন সমুদ্রের পরিনিত হয়। ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমুলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ধলাপাড়া হাই স্কুল মাঠ।

    ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোহার সভাপতিত্বে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক সফল মন্ত্রী ও আধুনিক ঘাটাইলের রুপকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,  টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্র নেতা মোঃ শামীম মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খান পালন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলালুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল, জিয়া মঞ্চ নেতা রিপন প্রমুখ।

  • চারঘাটে তুলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

    চারঘাটে তুলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

    মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) থেকেঃ

    খরচ যেমন কম, তেমনি আছে লাভ। রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদের তুলা চাষে দিন দিন বাড়ছে আগ্রহ। খরচের তুলনায় বেশি বেশি লাভ পাচ্ছেন এই তুলা চাষে। তুলার যেন নেই কোনো তুলনা।

    তুলা চাষে সংসারে সচ্ছলতা আসায় চাষিরাও আগ্রহী হচ্ছেন। অনুর্বর জমিতে কম পুঁজিতে নামে মাত্র শ্রমে ও সরকারি সহযোগিতা পাওয়ায় উপজেলায় তুলা চাষের পরিমাণ ও চাষির সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের উৎপাদিত তুলা সরাসরি তুলা উন্নয়ন বোর্ড ন্যায্য দামে কিনে নেয়। ফলে কৃষকরা অন্য ফসলের তুলনায় তুলাতে অধিক লাভবান হচ্ছেন।

    শনিবার দুপুরের সরজমিনে চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর, পাটিয়াকান্দি, মুংলী, অনুপমপুর, কালুহাটি ঘুরে দেখা গেছে কার্পাস তুলা চাষে কৃষকরা বেশি আগ্রহী হয়ে উঠেছে। এখন কৃষকরা তুলা ক্ষেতের পরিচর্যার কাজ নিয়ে ব্যস্ততা সময় পার করছে।

    উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের জবদুল সরদারের সাথে কথা হলে তিনি বলেন, আমি গত বছর ৪ বিঘা জমিতে তুলা চাষ করেছিলাম। তাতে আমার মনে হলো খরচের চেয়ে লাভ বেশি হয়েছে তাই এ বছর ১০ বিঘা জমিতে তুলা চাষ করেছি। আশা করি এ বছর ভালো ফলন পাবো বলে আমি মনে করি। এর কারণ আবহাওয়া অনুকুলে আছে।

    কৃষক খলিল বলেন, এবার আমি ২ বিঘা তুলা চাষ করেছি। দেশি তুলা বিঘাপ্রতি ১২ এবং হাইব্রিড ১৫ মণ ফলন পাওয়া যায়।তুলায় সেচের তেমন একটা প্রয়োজন হয় না। সরকার নির্ধারিত দামে বিক্রি করে বীজ-সারের দামও পরিশোধ করা যায়। তাই এ ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে।

    এ ব্যাপারে চারঘাট উপজেলার কটন ইউনিট অফিসার হোসেন আলী বলেন, গত বছর চারঘাট উপজেলায় ৪০০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছিলো। চলতি মৌসুমে ৪৩৫ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। গত বছর তুলার মূল্য ছিলো ৩৯০০ টাকা মণ। চলতি মৌসুমে মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। কারণ তুলার মূল্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেয়। তবে উপজেলায় কার্পাস তুলা চাষে ব্যাপক ফলন হয়েছে।তিনি বলেন, তুলা চাষিদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে তিনি জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • নলছিটিতে সড়ক দূ-র্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহ-ত -২

    নলছিটিতে সড়ক দূ-র্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহ-ত -২

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার(৬নভেম্বর) রাত এগারোটার সময় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের যাইটপাকিয়ায় এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুস ছালাম।
    নিহতরা হলেন, ঝালকাঠি সদরের নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা এলাকার মৃত অসিমুদ্দির পুত্র বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান(৮৫) এবং মোটরসাইকেল চালক মাদারীপুর জেলার বকুলতলা এলাকার সিরাজুল হক তাহেনীর ছেলে আল আমিন তাহেনী(৪৫)। মোটরসাইকেল চালক আল আমিন ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(০৬নভেম্বর) রাত আনুমানিক এগারোটার দিকে ঝালকাঠি থেকে আগত বরিশালগামী একটি মোটরসাইকেল ষাইটপাকিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় সড়ক পার হতে যাওয়া একজন পথচারীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও পথচারী উভয়ই ছিটকে পরে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
    নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মো. আবদুস ছালাম জানিয়েছেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খান,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন। এছাড়াও ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের (ইউপি) প্রতিনিধি, এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এদিন জাতীয় দুটি দিবস সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।এছাড়াও প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা ও উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস ও বিজয় মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।#

  • র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকার গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ০৭ জন সদস্য গ্রেফতার।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। ইং গত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর” চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গাড়িটি আটক করা হয়। আটকের পর ধৃত আসামীগণ নি¤েœাক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত ০২নং আসামী পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধান পূর্বক এবং অন্যান্য ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে সমবেত হয়ে মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

    ৩। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জমির খান (৩৯), পিতা-মৃত জহির উদ্দিন, সাং-বামনকুমার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়, ২। চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), পিতা-মৃত আব্দুস সালাম মুন্সি, সাং-বিজিডাঙ্গা, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়া, থানা-লবনচরা, জেলা-খুলনা, ৩। মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), পিতা-মৃত মোতালেব ওরফে মাসুদ শেখ, সাং-কাঁটাখালি বটতলা, ইউনিয়ন-দেবগ্রাম, থানা-গোয়লন্দ, জেলা-রাজবাড়ি, এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), পিতা-আব্দুল কাদের, সাং-ধনঞ্জয়, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, এ/পি-নুরেরচালা নতুন বাজার, থানা-ভাটারা, জেলা-ঢাকা, ৫। মীর সোহেল হোসেন(২৬), পিতা-মীর নায়েব আলী, সাং-কাশিনাথপুর, থানা-মধুখালি, জেলা-ফরিদপুর, এ/পি-সিটি লেন আনন্দপুর থানা-সাভার, জেলা-ঢাকা, ৬। মোঃ রাজু(৩১),পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-উত্তর দেউলি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি-নরসিনপুর হামিমগ্রæপ ০৩নং গেট,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। আইয়ুব মোল্লা(৫২), পিতা-মৃত আফতাব মোল্লা, সাং-নকুরিরচর, থানা ও জেলা-গোপালগঞ্জ।

    ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হওয়া সত্বেও তারা ঢাকার আশেপাশে স্থানে বসবাস করে এবং ডাকাতি করার সময় তারা সকলে একত্রিত হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়।

    ৫। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ০২.২৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন ও নগদ ১৫০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোছাঃ নিলুফা ইয়াসমিন (৩৫), স্বামী- মোঃ সাহাবুল ইসলাম, সাং- জাদুপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১২৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১.০৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ৪৭০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলিফ হোসেন (২৩), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- মহাড়াপুর, ওয়ার্ড নং-০৭, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা

    নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা

    মোহাম্মদ বাবুল হোসেন.পঞ্চগড় :

    পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম (৪৫) নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

    বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দীন বলেন, ঘটনার পর এলাকায় গিয়েছিলাম। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

  • সাভারে সেনানিবাসে সিএসপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

    সাভারে সেনানিবাসে সিএসপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): ঢাকার সাভারে সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি এসময় বিএনসিসির ট্রেনিং একাডেমির নতুন ভবন উদ্বোধন করেন।

    বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন, এ-সময় সেনা প্রধান সিএমপি কোরের অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এরপরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং অধিনায়কদের সাথে ফটোসেশানে যোগ দেন।

  • সুন্দরগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল

    সুন্দরগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল

    মোঃ আনিসুর রহমান, আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

     গাইবান্ধার  সুন্দরগঞ্জে বিআরডিবি’র আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্হাপনা কমিটির নির্বাচন-২০২৪ ইং এর নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়ছে। 

    বৃহস্পতিবার দুপুরে বিআরডিবির অফিস কার্যালয়ে এ ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমান এবং সার্বিক সহযোগিতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম।

    উপজেলা বিআরডিবি’র ব্যবস্হাপনা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মোঃ ইফতেখার হোসেন পপেল। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক । এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাইদুল ইসলাম,জয়নাল আবেদিন, মাশরাফুল ইসলাম, মমিনুল ইসলাম, তাহেরা বেগম।

    এসময় উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিক,পৌর বিএনপি’র আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন,সদস্য সচিব মিজানুর রহমান লিপু,‌ সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল,যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম,বিএনপি নেতা আতাউর রহমান,যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান রিয়েল,সদস্য সচিব হারুনর রশীদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যান বলেন,সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি বর্তমানে তলাবিহীন ঝুঁড়ির মত অবস্থায় রয়েছে। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আমি যেন বিআরডিবি’র এই তলাবিহীন ঝুঁড়ির বদনাম ঘুচাইতে কাজ করতে পারি।