Blog

  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

    সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

    মো: আজিজুল ইসলাম ইমরান :
    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা আলআমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
    সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুর জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপররিষদ সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানে শহীদ আসিবের পরিবারসহ ৪৮ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পাঠানো আর্থিক সহযোগীতার চেক তুলে দেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো তাহলে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চুড়ান্ত পরিনতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি।

    তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে তান্ডব চালিয়েছিলো তা পৃথিবীর ইতিহাসে কোন হায়ওয়ান জানোয়ারও এই আরচন করতে পারে না। তারা সেদিন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। এছাড়া তারা বিডিআর এর ৬৪ জন চৌকস সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছিলো। শাপলা চত্তরে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নির্মমভাবে হামলা ও গুলি চালিয়ে ছিলো। কত লোক সেখানে মারা গিয়েছে তা আজ পর্যন্ত উদঘাটন করতে পারেনি। দিগন্ত টিভির কাছে সেই তথ্য ছিলো বলে তারা সেদিন দিগন্ত টিভিও বন্ধ করে দিয়েছিলো।

    তিনি আরো বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন বাংলাদেশের ইতিহাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর তা হায়েনার মতো স্বৈরাচারী সরকার ও তার পেটুয়া বাহিনী মানুষ হত্যা করার জন্য যে অভিযান চালিয়েছে তা বিশ্ববাসী দেখেছে। ১৬ শতাধিক মানুষ সারা দেশে তারা হত্যা করেছে। তাদের পৈশাচিকতায় ৩২ হাজারের উপরে মানুষ আহত হয়েছে। কেউ চোখ হারিয়েছে, অনেকে হাত ও পা হারিয়েছে। তারা যে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশে যে পরিমান ক্ষতি হয়েছে তা আগামী ৫০ বছরেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছে তারা জাতির শেষ্ঠ সন্তান। এরাই আমাদের প্রেরণার উৎস। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং শহীদদের পরিবারের সদস্যদেরকে সবর করার তৌফিক দেন এবং কুরআন সুন্নাহ্ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারি সেই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।’
    তিনি বলেন, ‘২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত কত লোক তারা হত্যা করেছে গুম করেছে তার কোন হিসাব নেই। তারা ১৭ বছর ধরে নির্মম জুলুম নির্যাতন চালিছে জনগণের উপর। তারা বিগত ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল সহ বিবিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে গুম ও হত্যা করেছে। তাদের সেই অপরাধের বিচার একদিন এদেশের জনগণ করবে। ’
    অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। এ সময় তারা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামাতে এবং ছাত্রশিবির এর সকল জনশক্তিকে আহ্বান জানান। ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারে সেই জন্য তারা দাবি জানান। এসময় শহীদ পরিবারের সদস্যদের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে।
    অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

    থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যের বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এবং উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়নে, দুর্নীতি দমন কমিশন সহযোগিতায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য যোহন ত্রিপুরা, মোঃ আব্দুল গণি ও অন্যান্য বক্তাগন। অতিথিদের বক্তব্যে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি শূন্য অবস্থান রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমি, আপনি, আমরা সবাই দুর্নীতি মুক্ত থাকবো। নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট হবো, অন্যকে সহযোগীতা করবো। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও দুর্নীতির মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

  • থানচিতে রোকেয়া দিবসে সফল নারী  নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা

    থানচিতে রোকেয়া দিবসে সফল নারী  নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন প্রমুখ।

    এসময় উপস্থিত অতিথিদের বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে আলোচনার করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহকে না বলতে হবে, নারীর সহিংসতা বন্ধ করতে হবে, যৌতুককে না বলতেই হবে। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুললে তবেই হবে নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ। যৌন হয়রানি মুলক সকল প্রকার কাজ বন্ধ করতে হবে, বাল্যবিয়ে রুখতে হলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।

    পরিশেষে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে থানচি উপজেলায় নির্বাচিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এবছর অর্থনৈতিক ভাবে সফল নারী তেরেজা ত্রিপুরা ও সফল জননী অবদানের জন্য খ্যাইউপ্রু মারমাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

  • রাজশাহীর চারঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

    রাজশাহীর চারঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশে ন্যায় রাজশাহীর চারঘাটেও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে “জয়িতা অন্মেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    সবশেষে  “জয়িতা অন্মেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জন সফল নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ছাত্রীদের টিসি না দিয়ে হয়রানি

    খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের টিসি না দিয়ে হয়রানি

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান রহস্যজনক কারণে ৪জন ছাত্রীকে টিসি বা ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড না দিয়ে দেড় বছর যাবত হয়রানি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের।

    অভিযোগে ও সরেজমিনে প্রকাশ,গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের বৌলেরপাড়া গ্রামের বাসিন্দা সুজন মিয়ার কন্যা মাফি আক্তার ও একই গ্রামের যথাক্রমে রফিকুল ইসলামের কন্যা রিয়া মনি,শরিফুল ইসলামের কন্যা সম্পা আক্তার ও রেজাউলের কন্যা রিমু আক্তার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করছিল। কিন্তু এ বিদ্যালয়ে লেখাপড়ার মান নিম্নমুখী হওয়ায় ওই চারজন ছাত্রী বৌলেরপাড়া বাজারে অবস্থিত নিউ পিস্ মিশন স্কুলে প্রায় দেড় বছর আগে নবম শ্রেণিতে ভর্তি হয়ে লেখা পড়া চালিয়ে যাচ্ছে।

    এদিকে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদয়ালয়ে ভর্তির সময় ওই চারজন ছাত্রীর মূল রেজিষ্ট্রেশন কার্ড জমা নেন প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান। এখন অন্য স্কুল থেকে রেজিষ্ট্রেশন করতে হলে তাদের ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড বা পূর্বের স্কুল ত্যাগের জন্য টিসি নিতে হবে। কিন্তু ওই প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান ছাত্রী ও তাদের অভিভাবকদের ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড বা টিসি আজ দেবো কাল দেবো বলে দেড় বছর হলো হয়রানি করছেন যা রহস্যজনক।

    এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান গণমাধ্যম কর্মীদের ক্যামেড়ার সামনে অজ্ঞাত কারণে কথা বলতে রাজি হননি।

    ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকরা মূল রেজিষ্ট্রেশন কার্ড বা টিসি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

  • কালীগঞ্জে ৪৫০বোতল ফেন্সিডিলসহ  খগেন চন্দ্র গ্রে-ফতার

    কালীগঞ্জে ৪৫০বোতল ফেন্সিডিলসহ  খগেন চন্দ্র গ্রে-ফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৪জন পলাতক ।

      জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসালাম, সঙ্গীয় ফোর্স সহ থানার ০৬নং গোড়ল ইউপির ২ নং ওয়ার্ডের সেবকদাস মৌজাস্থ পলাতক আসামী মৃনাল চন্দ্র (৩৫),পিতা-মৃত অক্ষয় মোল্লার, বাড়িতে অভিযান চালিয়ে আঙ্গিনায় থাকা বাদাম গাছের পালার নিচে হইতে ৪৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক জনকে গ্রেফতার করেন গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ। এবং  পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪জন আসামী সুকৌশলে পালিয়ে যায়। 

    গ্রেফতারকৃত আসামী হলেন খগেন চন্দ্র রায় (৪০), জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবকদাস গ্রামের অক্ষয় মোল্লা,ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয় মামলা নং-১১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউপির অন্তর্গত সেবকদাস এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে ৪৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ  ১জন মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেন গোড়ল তদন্ত কেন্দ্র  পুলিশ। 

    হাসমত উল্লাহ।।

  • নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হ-ত্যা মামলার আসামি ছি-নতাই

    নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হ-ত্যা মামলার আসামি ছি-নতাই

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার আসামি ছিনতাই।
    নড়াইলে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
    দুই সপ্তাহের ব্যবধানে নড়াইলের কালিয়া উপজেলায় ফের হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ (২৫) নামে হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাব্বির শেখ উপজেলার আলিম শেখের ছেলে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন।

  • মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক সভা অনুষ্টিত

    মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক সভা অনুষ্টিত

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

    ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া দেশ, জাতি, মানবতার মুক্তি নাই। অতএব দেশের প্রত্যেকটি সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ।

    ৭ ডিসেম্বর শনিবার,সকাল ১০টায় ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সিপাহীপাড়া জেলা কার্যালয়ে ডিসেম্বর মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক
    মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী
    সঞ্চালনায় মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক সভা অনুষ্টিত ।
    এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বেপারী, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফারুক হাওলাদার, যুগ্ন সাধারন সন্পাদক
    মুফতি সানাউল্লাহ কাসেমী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সোহরাব হোসেন ফারুকী, সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী , কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ত্রান ও কল্যাণ সম্পাদক মোঃ মুসা ঢালী, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাকিম ঢালী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইরফান আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ মজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাঈদ আহমদ, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জালাল আহমেদ, জেলা সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার, সদস্য হাফেজ মনসুর আহমদ মুসা, জেলা সদস্য মোহাম্মদ সালেহীন মোল্লা, জেলা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ

    সভায় বক্তারা বলেন ,ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অতএব রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সর্বক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি , রাজনীতি, ধর্মীয়, সকল বিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    বক্তারা আরো বলেন , ভারতীয় আগ্রাসন মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

  • চুয়াডাঙ্গা শহরের নামকরা কালু ভাইয়ের হোটেলে জরিমানা

    চুয়াডাঙ্গা শহরের নামকরা কালু ভাইয়ের হোটেলে জরিমানা

    মোঃ মুনাইম হোসেন (জীবননগর) প্রতিনিধি :

    চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের দায়ে একটি হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার দুপুরে সদর পৌর এলাকার রেল গেটের অদৃরে কালুর হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। হোটেলের স্যানিটারি লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে রেডি খাবার উন্মুক্ত রাখা পাওয়া যায়। এছাড়া কর্মচারীরা টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করছেন। যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন রেডি খাবার খোলা অবস্থায় রাখা এবং অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে হোটেল মালিক শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

    অভিযানে সহযোগিতা করেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মাসুদ এর নেতৃত্বে সেনাবাহিনীর টিম।

  • নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তারেক রহমানের নির্দেশে কাজ করছে বিএনপি – ড. ফরিদ

    নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তারেক রহমানের নির্দেশে কাজ করছে বিএনপি – ড. ফরিদ

    বায়জিদ হোসেন, মোংলা :

    নারীদের রাজনীতিতে সম্পৃক্ত না করলে সমাজ এগিয়ে যাবেনা। নারীদের নিয়ে বিএনপির আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে নারীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, শক্তিশালী রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। অসাম্প্রদায়িক দল বিএনপি সব শ্রেণীর মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই নারীদের নিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
    শনিবার (৭ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার সদর বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নারীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান ধর্মের কয়েক হাজার নারীরা অংশ নেন।
    এ সময় বিএনপি নেতা ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। তাই তারেক রহমানের নির্দেশে সব ধর্মের লোকজনের সাথে সম্প্রতি বজায় রেখে কাজ করছেন তারা। গত ৫আগষ্টের পর মোংলা-রামপালের মন্দির-গির্জা পাহারা দিয়ে সম্প্রতি বজায় রেখেছি। গত ৫আগষ্টের পর বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন ও বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশের সম্প্রতি নষ্ট করতে উসকে দিচ্ছে। আমরা তাতে পা দিবোনা।
    নারীদের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, নারীরা সংসারে অনেক কষ্ট করেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব নারীদের জন্য তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তারেক রহমান নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার কথা বলেছেন। সেভাবে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

    নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, আলতাব হোসেন বাবু, লুৎফর রহমান, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপি নেতা হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও তরফদার মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বয়ক মোল্লা শোভন ইসলাম।