Blog

  • শৈলকুপায় ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

    শৈলকুপায় ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত বাদশা মোল্যা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হামলার ঘটনাটি শুক্রবার বিকালে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের দীঘলগ্রামে। এ সময় বাদশা মোল্যা সহ আরো সাত ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে বাদশাকে গুরুত্বর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে তার মৃত্যু হয়। বাদশার মৃত্যুর খবর গ্ৰাম পৌঁছালে প্রতিপক্ষের তিনটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দীঘলগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত বাদশা মোল্যার ভাই মিরাজ মোল্যা জানান, পূর্বশত্রুতা ও গরু চুরির ঘটনা নিয়ে দীঘলগ্রামের বাহারুল মোল্যা ও রহিম মোল্যার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ( ৬ ডিসেম্বর) বিকালে বাহারুলের স্ত্রী রীনা খাতুনের সাথে রহিম মোল্যার পরিবারের ঝগড়া বাঁধে। এ সময় বাদশা মোল্যাসহ তার পরিবারের সদস্যরা বাহারুল ও রহিমের স্ত্রীদের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করতে থাকে। ঝগড়ার মাঝে হঠাৎ রহিম মোল্যা (৫০) ও তার ছেলে টিপু মোল্যা (৩৫), টিটুল মোল্যা (৩২), মিটুল মোল্যা (৩০) ও একই গ্রামের নুর ইসলাম (৩২), মজনু মোল্যা(৪৫) ও বিল্লাল হোসেন (৩৫) জোট বদ্ধ হয়ে বাদশা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। এঘটনায় আহত হয় আরো সাত ব্যক্তি। আহত বাদশাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ সোমবার তার মৃত্যু হয় বলে জানান বাদশার ভাই মিরাজ মোল্যা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, শুক্রবার বিকালে শৈলকুপার দীঘলগ্রামে দুই প্রতিবেশীর ঝগড়ার ঘটনায় হামলায় আহত বাদশা মোল্যা নামের এক ব্যক্তির চিকিৎিসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হত্যা মামলায় রুপ নেবে বলে জানান। দীঘলগ্রামে হামলা ও মৃত্যু পরবর্তী ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • দোয়ারাবাজারে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

    দোয়ারাবাজারে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমকে সামনে রেখে দোয়ারাবাজারে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে জয়িতাদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান, স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করে সমাজের সাধারণ নারীদের মধ্যে আস্থা সৃষ্টি করা। নারীদের জয়িতা হতে অনুপ্রাণিত করা। নারীর অগ্রযাত্রায় সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে জয়িতাদের অগ্রসর হওয়ার পথ সুগম করা।সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত পাঁচ নারীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
    সোমবার (৯ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর”র আয়োজনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক উপজেলা পর্যায়ের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে এ বছর প্রাথমিকভাবে নির্বাচিত ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয় ।এবার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে সুরমা ইউনিয়নের টিলা গাও গ্রামের মোছাঃ নার্গীস পারভীন।
    শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নরসিংপুর ইউনিয়নের দীনেরটুক গ্রামের মাহমুদা বেগম। সফল জননী নারী বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোছাঃ কুলছুম বিবি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমী নারী বোগলা বাজার ইউনিয়নের কান্দা গাও গ্রামের মোছাঃ গুলজান, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাবাজার ইউনিয়নের বিচংগেরগাও গ্রামের মোছাঃ জয়তুন নেছা এ সম্মাননা পান।

    উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ দাশ, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাশ, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধিত্ব করেন অফিস সহকারী এনামুল হক, এছাড়াও উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্টিত : সাংবাদিক পত্নীকে ফুলেল শুভেচ্ছা

    কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্টিত : সাংবাদিক পত্নীকে ফুলেল শুভেচ্ছা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সাবরিনা শরমীন আজমী (স্বর্না), শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুস সামাদ ও কলেজের অধ্যক্ষ এবং কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ বাহার। এদিকে সভা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজের সহ-ধর্মীনি সাবরিনা শরমীন আজমী (স্বর্না) কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে পাইকগাছার কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্হিত ছিলেন সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এম মোসলেম উদ্দীন আহমেদ, এন ইসলাম সাগর, এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও আশরাফুল ইসলাম সবুজ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় পাখি শিকারী কে জরিমানা

    পাইকগাছায় পাখি শিকারী কে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় শিকারের উপকরণ সহ সুভাষ বিশ্বাস নামে এক পাখি শিকারী কে আটক করা হয়েছে। আটক শিকারী কে জরিমানা ও শিকারের উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক পাখি শিকারী সুভাষ (৫০) উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার সোহাগ গাজী এবং ভিডিপি সদস্য জাবির মাহমুদ অভিযান চালিয়ে পাখির সুরের মিউজিকযুক্ত ২টি সাউন্ড বক্স, ১২টি ফাঁদজাল, একটি পাখির ঝুড়ি এবং ১টি শিকারকৃত ডুংকর প্রজাতির পরিযায়ী পাখি সহ সুভাষ বিশ্বাস কে হাতে নাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় আটক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধার করা অতিথি পাখিকে অবমুক্ত করেন।

  • পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে৷ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়ের উপর দুর্নীতি প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ। জামিনুর ইসলাম ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সততা সংঘের তুরানি আক্তার রাসা। এসময় মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এইউইও শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্রভাষক কুসুম কলি সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, প্রভাষক বজলুর রহমান, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সুভাষ রায়, কবিন্দ্র মন্ডল, সততা সংঘের সদস্য, রোভার স্কাউট, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

    পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, জয়ন্ত ঘোষ, জিএম জাকারিয়া, আলতাফ হোসেন, প্রভাষক কুসুম কলি সরকার ও শিক্ষার্থী তুরানী আক্তার রাসা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫ জয়িতা কে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী ক্যাটাগরিতে অঞ্জলি বিশ্বাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন যে নারী ক্যাটাগরিতে চম্পা বিশ্বাস, সফল জননী যে নারী ক্যাটাগরিতে শামিমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে লক্ষী গাইন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে তৃপ্তি রাণী রায়।

  • রাজশাহীতে জেঁকে বসেছে শীত আসেনি শীতবস্ত্র

    রাজশাহীতে জেঁকে বসেছে শীত আসেনি শীতবস্ত্র

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত আসেনি প্রয়োজনীয় শীতবস্ত্র। ঘন কুয়াশাঁর সঙ্গে হালকা ফোটা ফোটা বৃষ্টি।দিনভর দেখা মেলেনি সুর্যের। দিনের বেলাতেও হেডলাইন জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। অগ্রহায়ণের শেষদিকে এসে হঠাৎ জেঁকে বসেছে শীত নেমেছে।
    ভোরের প্রকৃতি ঢেকে থাকছে ঘন কুয়াশায়। বেলা না গড়ানো পর্যন্ত ঠাণ্ডা কমছে না। আবার বিকালের পর থেকেই অনুভূত হচ্ছে শীত। বইছে হিমেল হাওয়া। ফলে আরও শীত বাড়ছে। এর ফলে শীতে কাঁপছে মানুষ। এরইমধ্যে শহর ও গ্রামের ফুটপাতে গরম কাপড়ের দোকান বসেছে। সেখানে ভিড় বাড়ছে মানুষের। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় অনেকেই গরম কাপড় কিনতে পারছে না। ফলে শীতে কষ্ট পাচ্ছেন নিম্নআয়ের ছিন্নমূল মানুষ। তাদের জন্য এখনও পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র নিয়ে আসেনি কেউ।
    রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, ৯ ডিসেম্বর সোমবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরেই রাজশাহীতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
    এবিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘এখন কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। তবে এখনই শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। এদিকে শীত নামলেও রাজশাহী শহর বা মফস্বল এলাকায় সরকারি বা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। সম্প্রতি শুধু একটি সামাজিক সংগঠনকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় কিছু শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে। এর বাইরে কোথাও কাউকে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়াতে দেখা যায়নি। এবিষয়ে রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল ওয়াদুদ বলেন, ‘আমাদের এখনও শীতবস্ত্র বরাদ্দ আসেনি। বরাদ্দ আসলে জেলার সবখানেই তা বিতরণ করা হবে।

  • ঝিকরগাছায় মসজিদ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    ঝিকরগাছায় মসজিদ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    আজিজুল ইসলামঃ
    যশোরের ঝিকরগাছায় হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

     

    রবিবার দুপুরে  ঝিকরগাছার রঘুনাথপুর গ্রামে হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন নান্নু মুন্সী উদ্বোধন করেন।

    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে ও মুন্সী মেহেদী হাসানের পরিচালনায় এসয়ম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমি দাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সী।

    হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযোগিতায় রয়েছেন সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি।

  • সড়ক দূর্ঘটনায় আহত  পাথরঘাটা সদর  ইউপি চেয়ারম্যান  ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

    সড়ক দূর্ঘটনায় আহত পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সগির আলম(৫৫) বিআরটিসি বাস ও মোটরবাইকের সংঘে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় সগির বাসা থেকে তার মোটরবাইযোগে পাথরঘাটা শহরে আসছিলেন। সন্ধয়া ৬টার দিকে শহরের থানার সমনের সড়কে আাসলে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।এবং বাইকসহ সগির রাস্তায় লুটিয়ে পরেন#

    অমল তালুকদার ।।

  • বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট  শিশুর জন্ম

    বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা বিশিষ্ট এক ছেলে শিশুর জন্ম হয়েছে।

    অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

    সোমবার রাত ১১.৩০ মিনিটে বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। শিশুটির বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।

    নুরুননবী জানান, তারা জানতেন তার স্ত্রীর জমজ সন্তান হবে। সোমবার রাত ৮ টার দিকে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিলো। জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছিলো। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওখানে ভর্তির ২ ঘন্টা পর শিশুটি মারা যায়।

    বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন জানান, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং জন্মের পর ও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।