সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ অন্যান্য সংগঠনগুলো (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সলঙ্গা থানা শাখার উদ্যোগেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়।গত ১৬ ডিসেম্বর সকালে সলঙ্গা কদমতলা চত্তর মওলানা তর্কবাগীশ
পাঠাগার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এরপর সলঙ্গা ডিগ্রি কলেজ শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সলঙ্গা থানা শাখার সভাপতি আব্দুল মমিন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,সহ- সভাপতি মমিনুল ইসলাম মমিন,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি/ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Blog
-

সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চি-কিৎসকদের বিজয় দিবস পালন
-

ঢাকা-১৯ এ জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন জনগণের কাছে ভোট ও দো-য়া চাচ্ছেন
হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনে (সাভার ও আশুলিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী-কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে তিনি আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।
প্রচারণাকালে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
-

সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পা-লিত
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে সুজানগর টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সুজানগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. সফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সুজানগর শাখার কর্মকর্তা জাকির হোসেন, আসিয়াবের কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ। এছাড়াও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
-

নেছারাবাদে যুব ফোরামের সদস্যদের দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ
নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধিঃ
জার্মানির সহযোগী সংস্থা হেলভেটাস (Helvetas) ও জার্মান সরকারের আর্থিক সহায়তায়, রূপান্তর (Rupantar) কর্তৃক বাস্তবায়িত ‘ইকো সুন্দরবন’ প্রকল্পের আওতায় সুন্দরবন অঞ্চলের যুব ফোরামের সদস্যদের জন্য দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দূষণ হ্রাস ও সুন্দরবনের বাস্তুতন্ত্র উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৭ ও ১৮ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেছারাবাদ উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রূপান্তরের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্যে তিনি পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় যুব নেতৃত্বের ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে নেছারাবাদ উপজেলা যুব ফোরামের ৩১ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে যুব ফোরামের সদস্যরা পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর। -

ঝিনাইদহে আন্তর্জাতিক অ-ভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। উদ্যোগে সকালেই ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মীও অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রেরণার কথা শেয়ার করেন।আতিকুর রহমান
ঝিনাইদহ।। -

পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দো-য়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় নারীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের নির্দেশনায় এলাকার নারীরা এ দোয়া মাহফিল এর আয়োজন করে। পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা আক্তার, তামান্না ইয়াসমিন, ফাতেমা খাতুন, নুরজাহান বেগম, কুলসুম বেগম, সোনিয়া খাতুন, পারুল বেগম, যমুনা রাণী ঢালী, সালমা খাতুন, সুমিত্রা ঘোষ, অনিমা রাণী ঢালী, তনুশ্রী মন্ডল, রেখা রাণী সানা, পার্বতী মন্ডল, সুমী হালদার, অর্চনা সরকার, কবিতা সানা, অঞ্জনা, লক্ষী রাণী, শেফালী, সরস্বতী, কাকলী ও আরতী। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সেলিনা আক্তার।
-

পাইকগাছায় দু-র্যোগ ঝুঁ-কি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে ” প্রডাক্টিভ রেডিনেস এন্ড আর্লি প্রটেকশন এগেনেস্ট সাইক্লোন রিস্ক ( পিআরইপিএআর) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ উপজেলা পর্যায়ে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিপিপি’র উপ পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল ও সুকুমার কবিরাজ। নবলোকের ফোকাল পার্সন রিয়াদুল করিম এর চেয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিনতা সরকার, চম্পক বিশ্বাস, আসমা বেগম, নাসিমা বেগম, লক্ষীরাণী সরকার, মেরী রাণী সরদার, নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, এনজিও প্রতিনিধি আয়ূব আলী, মোস্তফা কামাল সরদার ও বাদশা। কর্মশালায় উপজেলা পর্যায়ে সাইক্লোন প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করা, বাস্তবসম্মত সমাধান নির্ধারণে অংশীজনদের মধ্যে যৌথ প্রতিফলন সৃষ্টি করা, দুর্যোগ প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, কমিউনিটি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাইক্লোন প্রস্তুতির চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর বিষয় সমূহ এবং সম্ভাব্য করণীয় সংক্রান্ত গুরুত্বারোপ করা হয়।
-

পাইকগাছায় আন্তর্জাতিক অ-ভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি)। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে ” দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের
সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা -

গোপালগঞ্জে ১০ লক্ষ টাকা, প্রাইভেট কার সহ সওজ’র এক কর্মচারী ও চালককে আ-টক করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে নগদ ১০ লক্ষ টাকা ও প্রাইভেট কার সহ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে কর্মরত এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। সেই সাথে নগদ ১০ লক্ষ টাকা ও প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪ টার সময় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালীন সময়ে কালো রঙের উক্ত প্রাইভেট কার যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো (গ ৩৭-৬৮৪১) তল্লাশি করে প্রাইভেট কারের ভেতর একটি ব্যাগের মধ্যে দুইটি খামে মোট ১০ লাখ টাকা দেখতে পান।
পুলিশের জিজ্ঞাসাবাদ কালে প্রাইভেট কারের যাত্রী জনৈক মোশারফ হোসেন (৬০) যিনি নিজেকে সড়ক ও জনপথ অধিদপ্তর শরীয়তপুর জেলায় পিয়ন পদে কর্মরত রয়েছেন বলে জানান। এ সময় টাকার বৈধ উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোশারফ বলেন, টাকাগুলো তিনি গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে পুলিশ তাকে এবং প্রাইভেট কারের চালককে আটক করে থানায় নিয়ে যান সেই সাথে নগদ টাকা সহ প্রাইভেট কারটিও জব্দ করেন। আটককৃত মোশারফ হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু এলাকায়। সে মৃত কালু মোল্যার ছেলে। ধৃত অপর ব্যক্তি প্রাইভেট কার চালক মোঃ মনির হোসেন। সে শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন পোপালগঞ্জ জেলা পুলিশ।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ঘুষের টাকা হতে পারে। এতগুলো টাকা সহ সওজ এর একজন কর্মচারী পুলিশের নিকট আটক হওয়া এবং গোপালগঞ্জ সড়ক বিভাগের একজন উপ-সহকারী প্রকৌশলীর নাম উঠায় বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ টাকা গুলোর বৈধ উৎস কি? কাকে দেওয়ার জন্য এতোগুলো টাকা শরীয়তপুর থেকে গোপালগঞ্জে আনা হলো? ওই পিয়নের একার পক্ষে এত বড় ঝুঁকি নেওয়া কোন অবস্থাতেই সম্ভব নয়? এর সাথে সওজ এর কারা কারা জড়িত? তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী সাধারণ জনগণ ও সচেতন মহল।
-

মোবাইল ফোন ও ফেসবুকভিত্তিক কিভাবে সম্পর্কে পরকীয়া হয়-বাড়ছে আ-ত্মহত্যার ঘটনা
হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেন্দ্রিক কিভাবে সম্পর্ক হয় আর কিভাবে পরকীয়াজনিত বিরোধের জেরে নারী ও পুরুষদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে বিষপানে আত্মহত্যা বা ঘরের ভেতর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
সূত্র জানায়, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, ফেসবুক ও মেসেঞ্জারে গড়ে ওঠা অবৈধ সম্পর্ক, টিকটকসহ বিভিন্ন ভাবে দাম্পত্য কলহ, সন্দেহ ও পারিবারিক অশান্তির কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। একপর্যায়ে হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ।
সাম্প্রতিক সময়ে সারাদেশের চেয়ে অনেক বেশি আশুলিয়ার জামগড়া, বাইপাইল, ইয়ারপুর, নরসিংহপুর ও ধামসোনা এবং আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কজনিত পারিবারিক বিরোধের তথ্য উঠে এসেছে।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“অনেক ঘটনায় দেখা যাচ্ছে, ফেসবুক বা মোবাইল ফোনে গোপন সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। এসব বিষয় প্রকাশ পাওয়ার পর মানসিক চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা করছেন। আমরা প্রতিটি ঘটনায় তদন্ত করছি।”
এ বিষয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতাই এসব ঘটনার মূল কারণ। সময়মতো কাউন্সেলিং ও পারিবারিক সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সচেতন মহলের দাবি, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করা, পারিবারিক সমস্যা সমাধানে স্থানীয়ভাবে পরামর্শ কেন্দ্র চালু করা জরুরী ভাবে দরকার।