Blog

  • কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জে  বিশেষ অভিযান চালিয়ে  ৯৬বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ।জেলার পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক এর নেতৃত্বে এসআই/ এরশাদ হোসেন,এসআই/ নুরুল হক সরকার ও সঙ্গীও ফোর্স সহ থানার ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্থ জনৈক আব্দুল মজিদ (৫০) এর ভাই ভাই নার্সারীর সামনে কালভাটের উপর বিশেষ অভিযান চালিয়ে  একটি ব্যাটারি চালিত অটো ইজিবাইক তল্লাশী করে, ৯৬বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল  উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন জাহাঙ্গীর হোসেন(২৮),লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আইয়ুব আলী, ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলা নং-১৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৩(গ)/৩৮ রুজু করা হয়। পরে গ্রেফতারকৃত  আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের ভাই ভাই নার্সারীর সামনে বিশেষ অভিযান চালিয়ে ৯৬বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল  উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করে পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

    গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় : গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদল।

    আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিগত পনের বছরে স্বৈরাচার হাসিনার সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতন শিকার হন তারা। গুম-খুনের সাথে যারা জড়িত ছিলো তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

  • দক্ষতা-মানবিক গুনাবলীর অবদানে বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন ইউএনও জুয়েল

    দক্ষতা-মানবিক গুনাবলীর অবদানে বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন ইউএনও জুয়েল

    আরিফ রব্বানী,
    ময়মনসিংহ প্রতিনিধি।।

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ । সততা, দক্ষতা ও মানবিক আচরণে পাল্টে দিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের চিত্র। নানা কর্মগুণে উপজেলায় প্রশংসিত তিনি। সরকারের বিভিন্ন প্রকার উন্নয়ন বরাদ্দকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিবেশে উপজেলার প্রতিটি নাগরিকের ঘরে-ঘরে পৌছে দিতে কাজ করেছেন ইউএনও জুয়েল আহমেদ।সেবার মান বাড়িয়েছেন উপজেলা প্রশাসনে। তার জনবান্ধব আচরণ, সেবা নিশ্চিত করণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও মানবিক গুনাবলীর স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা পেলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

    গত ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
    বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা তুলে দেন
    ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

    ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    ইউএনও জুয়েল আহমেদ ৩৪ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ একজন প্রশাসন কর্মকর্তা। গত ২০২৩ সালের ১৭ এপ্রিল তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। তার যোগদানের পর থেকে উপজেলায় সকল পেশাশ্রেণীর মানুষের মাঝে প্রশাসনিক সেবায় আস্থা ফিরে আসে।
    এছাড়াও বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন ও আলোকসজ্জা দিয়ে উপজেলাকে বেশ পরিবর্তন এনেছেনে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,সুশীল সমাজ গণমাধ্যমকর্মীসহ সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অবেহেলিত মানুষদের সহযোগিতা করে পাশে দাড়িয়েছেন তিনি।

  • চারঘাটে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে সুধীজনদের মতবিনিময়

    চারঘাটে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে সুধীজনদের মতবিনিময়

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার মহোদয়ের সাথে সকল কর্মকর্তা, প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান ও সাংবাদিকসহ গণ্যমান্য বাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

    এ সময় জেলা প্রশাসক চারঘাট উপজেলার সুধীজনদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পর্যায় ক্রমে তা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া মাদকের ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারী বাড়াতে ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, উপজেলা প্রকৌশলী রতন ফৌজদার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুলর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, ডিজিএম রঞ্জন কুমার, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য বাক্তিবর্গগন।

    সবশেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে মহুয়া গাছ রোপণ করে। এবং উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • সুন্দরগঞ্জে সাহাবুল হ-ত্যা মামলায় ভাইরাল শ্যামল গ্রেফতার

    সুন্দরগঞ্জে সাহাবুল হ-ত্যা মামলায় ভাইরাল শ্যামল গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জামাত সমর্থক শাহাবুল ইসলামকে হত্যা মামলায় সি ইউ নট ফর মাইন্ড খ্যাত ভাইরাল শ্যামল চন্দ্র (৩৮) কে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    শ্যামল চন্দ্র ওই এলাকার নেপাল চন্দ্রের ছেলে। শ্যামল ১নং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। এছাড়াও স্যোশাল মিডিয়ায় সি ইউ নট ফর মাইন্ড চিল রে মামা চিল এই উক্তিটির মাধ্যমে ভাইরাল হয়েছিল সে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে জামায়াত সমর্থক শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন।

    উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গা মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে চলতি বছরের ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ হতে ৫০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। 

     থানার ওসি তদন্ত মোঃ সেলিম রেজার সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা মামলায় জামিন হয়নি তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান অব্যাহত থাকবে।

  • বরগুবার তালতলীতে দখলকৃত খালের লিজ বাতিল করে খননের দাবি

    বরগুবার তালতলীতে দখলকৃত খালের লিজ বাতিল করে খননের দাবি

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে চলমান মোল্লারখালটি প্রভাবশালীরা লিজ নিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। লিজ বাতিল করে খাল খননের দাবী জানিয়েছেন এলকাবাসী।
    সোমবার (০৯) ডিসেম্বর বেলা ০১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.মান্নান
    জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জলাশয় এ মোল্লার খালটির প্রায় আড়াই কিলোমিটার। এ জলাশয় দিয়ে প্রায় ৫’শ একর জমিতে ৩ ফসলী জমি চাষাবাদ করা হয়। তবে প্রভাবশালী মহল মোটা অংকের উৎকোচের বিনিময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খালটি লিজ নিয়ে মাছ চাষ করেন। এ কারণে জলাশয় বদ্ধ হয়ে যাওয়ায় চাষাবাদে বিঘ্ন ঘটে। পানি প্রবাহ বন্ধ থাকায় ৩ ফসলী জমি বর্ষা মৌসুমে চাষাবাদ করা হলেও শুকনা মৌসুমে জমি চাষাবাদ করা সম্ভব হয়না। ফলে শুকনা মৌসুমে জমি অনাবাদী থাকে। এতে খালের দুই পাড়ের ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই খালটি কিছু অংশ বর্তমানে সুন্দরবন কোয়ালিশন প্রকল্প নামের একটি খাল পুন:খনন করলেও বাকিটুকু দখল মুক্ত করে খনন করলে ঐ এলাকার ৫’শ একর জমির চাষাবাদসহ স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার সহজ হবে।
    মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.মান্নান বলেন, এই খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করেন। দ্রুত খালটি দখল মুক্ত করে দেওয়ার দাবি জানান ।

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, মোল্লারখাল পুনরুদ্ধারের জন্য স্মারকলিপি পেয়েছি । লিজ বাতিল করে খাল পূণঃখননের ব্যবস্থা নেয়া হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • সুজানগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    সুজানগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা স্লোগানে পাবনার সুজানগর উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনা এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সুজানগর পাবনার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক জাফরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব, আলাউদ্দিন,ডাঃ সাইফুল্লাহ, গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এম মনিরুজ্জামান, মঞ্জু,বকুল, রফিকুল ইসলাম তুষার,ছাত্র প্রতিনিধি দীপ মাহমুদ, শেখ রাফি, তাসফিয়া, আশিক, মানিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।মানববন্ধন পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,ছাত্র প্রতিনিধি তাসফিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে। দূর্নীতির কারণে বৈষম্যের সৃষ্টি হয়। পরিবার থেকে দূর্নীতি বিরোধী শপথ নিতে হবে- নিজে দূর্নীতি করবো না, অপরকে দূর্নীতি করতে দেব না। তাহলে দূর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। এবং পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন আলোচনা সভায় বক্তারা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজশাহী অঞ্চলে ১৪ লাখ তালগাছের হদিস নাই

    রাজশাহী অঞ্চলে ১৪ লাখ তালগাছের হদিস নাই

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর বরেন্দ্র অঞ্চল প্রচন্ড বজ্রপাত ও খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।ফলে বরেন্দ্র অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করে।
    প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ টাকা। রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় এসব তালবীজ রোপণ করার কথা। সেই অনুযায়ী এতদিনে তালগাছ মাটি ছেড়ে বেশ বড় হওয়ার কথা। কিন্তু প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে তালগাছ খুঁজে পাওয়া যায়নি। ফলে খাতা-কলমে প্রকল্প ঠিকঠাক থাকলেও বাস্তবে প্রায় অস্তিত্বহীন। কাজির গরু কেতাবে আছে,গোয়ালে নেই।
    জানা গেছে, ওই সময় বিএমডিএর চেয়ারম্যান ছিলেন নওগাঁ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরী। ওই সময় তার ঘনিষ্ঠ ঠিকাদাররাই তালবীজ রোপণের কাজ পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
    সূত্র জানায় রাজশাহী ও রংপুর বিভাগে ১৪ লাখ তালবীজ লাগানোর কথা। দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন গ্রামীণ সড়ক ও খালের কাছে রোপণ করার কথা এসব বীজ। দরপত্রের শর্ত অনুযায়ী, এক বছর পাহারা ও পরিচর্যা শেষে তালগাছ বুঝে নেওয়ার কথা প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিএমডিএর।
    সরেজমিন কাজের মান দেখে খুশি হয়ে বিলও পরিশোধ করা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারদের। কিন্তু এখন সেসব গাছের অস্তিত্ব নেই।
    জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মির্জাপুর খাড়ির প্রথম সোলার থেকে বান্ধারা ক্রসড্যাম পর্যন্ত ১২ কিলোমিটারে ১২ হাজার, সরমংলা খাড়ির বেইলি ব্রিজ থেকে জগপুর ব্রিজ খালের পাড় পর্যন্ত ৮ কিলোমিটারে ৪ হাজার এবং সরমংলা খাড়ির ভাসপুর মৌজার সীমানা থেকে সয়িলা মৌজা পর্যন্ত ৮ কিলোমিটারে ৪ হাজার তালবীজ রোপণ করার কথা। পুঠিয়া উপজেলার বিহারিপাড়া শাহবাজপুর কান্দ্রা থেকে বাড়ইপাড়া খালের পাড়ে ১৪ কিলোমিটারে ২০ হাজার, চারঘাটের জয়পুর বাজার থেকে তারাপুর শলুয়া বালাদিয়াড় পর্যন্ত খালের দুই পাড়ের ১০ কিলোমিটারে ২০ হাজার, তানোর উপজেলার জোহাখালি খাল-জুরানপুর থেকে চান্দুড়িয়া পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটারে ২০ হাজার, কাঁকনহাট রেলগেট থেকে কুন্দলিয়া পর্যন্ত সড়কের দুই পাশে ১৫ কিলোমিটারে ২০ হাজার তালবীজ রোপণ করার কথা।এছাড়াও পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের (ইউপি) চকপ্রসাদপাড়া ক্রসড্যাম থেকে বাকশিমইল পর্যন্ত খাড়ির ধারে ২০ হাজার তালবীজ লাগানোর কথা।
    কিন্ত্ত সরেজমিন বিভিন্ন উপজেলার প্রকল্প এলাকা ঘুরে শতকরা ১০ ভাগ গাছও চোখে পড়েনি। গোদাগাড়ির কাঁকনহাট রেলক্রসিং থেকে কুন্দলিয়া হয়ে মালমপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ লাগানোর কথা ছিল। কিন্তু সড়কটিতে বাস্তবে হাতেগোনা কয়েকটি ছাড়া তালগাছ নেই।
    স্থানীয়রা জানান, কোথাও কোথাও গর্ত খুঁড়ে তালবীজ লাগানো হয়েছিল। আবার কোথাও কোথাও না লাগিয়েই তড়িঘড়ি করে বীজ ফেলে পালিয়ে যান ঠিকাদার। ঠিকমতো বীজ না লাগানোর কারণে পবা উপজেলা দর্শনপাড়ার খাড়িধার এলাকায় ঠিকাদারের লোকজন গ্রামবাসীর তোপের মুখেও পড়েছিল।
    বরেন্দ্র এলাকায় তালবীজ রোপণ কর্মসূচির প্রকল্প পরিচালক ও বিএমডিএর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের সব তালগাছ নেই। কোথায় আছে আর কোথায় নেই তাও বলা যাচ্ছে না। তবে বিভিন্ন উপজেলার কমিটি গণনা শেষে প্রতিবেদন দেওয়ার পর বিল পেয়েছেন ঠিকাদাররা। শর্ত ছিল, রোপণ করা চারার ৫০ শতাংশ গাছ না পেলে বিল পাবেন না ঠিকাদার। সেই হিসাবে ৮১ জন ঠিকাদারের মধ্যে বিল পাননি ১৩ জন। এ কারণে কিছু টাকা বেঁচে গিয়েছিল। মন্ত্রণালয় থেকে প্রকল্পটির মেয়াদ বাড়াতে বলা হয়েছিল। কিন্তু তা আর হয়নি।

  • নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

    নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমন মোল্যা(১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমন মোল্যা (১৯) লোহাগড়া থানাধীন কুমারকান্দা মোঃ নিপুল মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (৮ ডিসেম্বর)’রাতে লোহাগড়া থানা পৌরসভাধীন কুমারডাঙ্গা ব্রিজ সংলগ্ন বাবুলের মুদি দোকানের সামনে কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ ইলিয়াস বেপারী, এএসআই (নিঃ) মিকাইল হোসেন ও এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমন মোল্যা (১৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
    নড়াইল ডিবি কর্তৃক পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম (২৬) ও মোঃ এনামুল শেখ (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম (২৬) নড়াইল জেলার সদর থানাধীন মহিষখোলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও মোঃ এনামুল শেখ (১৯) নড়াইল জেলার সদর থানাধীন নয়নপুর গ্রামের মোঃ চাঁন মিয়া শেখের ছেলে। গত শনিবার (৭ ডিসেম্বর)রাতে নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন দূর্গাপুর গ্রামস্থ জনৈক বসির খানের বসত বাড়ীর সামনে জেলখানা থেকে টি,টি,সি গামী পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম (২৬) ও মোঃ এনামুল শেখ (১৯) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • কাল্পনিক ও অসত্য সংবাদের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা

    কাল্পনিক ও অসত্য সংবাদের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা

    হারুন অর রশিদ,
    স্টাফ রিপোর্টার::

    সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মোমিন কে জড়িয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝড় তুলেছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা। এরা হলেন, সাদিকুন নুর, মনর উদ্দিন, সুমন মিয়া, ডাঃ জামাল আমির উদ্দিন, আব্দুর রশিদ, কামাল মিয়া, ফালু মিয়া, আব্দুর নুর, বাদল মিয়া, জিলু মিয়া, আমিন উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, নুর আলম, সাবেক ইউপি সদস্য সাদিকুর রহমান, আব্দুর রশিদ, মহর আলী, আঃ লতিফ, ফরিদ মিয়, আব্দুল সামাদ, সুমন রাজা, বাবুল মিয়, দেলোয়ার হোসেন, আব্দুল হেকিম, আলী হোসেন, আরব আলী, ছিদ্দিকুর রহমান, রবি মিয়া, রুস্তম আলী, রইছ মিয়া আবু হানিফা, মহাজ উদ্দিন, বাবলু আব্দুল্লাহ প্রমুখ।

    বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে আমাকে জড়িয়ে একটা পক্ষ বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করায় স্থানীয় জনতা মিথ্যা সংবাদের বিরুদ্ধে একই পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছেন।

    আব্দুল মোমিন বলেন, একটা পক্ষ আমাদেরকে সামাজিক ভাবে হেয়প্রতিন্ন করতে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে অসত্য সংবাদ পরিবেশন করছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।