আতিকুর রহমান,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিজয় দিবস অনুষ্ঠানের অব্যবস্থাপনা দেখে মানুষ ক্ষুদ্ধ হয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মেকে হেনস্থা করেছে। এ সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সোয়া ৮টার দিকে কোটচাঁদপুর শহরের বালক বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে। প্রত্যাক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি বিজয় দিবসের দিন মনোরম করে সাজানো হয়। প্রতিবছর উপজেলা এবং পৌরসভা শহীদ মিনার ধোয়ামোছা ও পরিস্কার করলেও এবার করা হয়নি। মাইকের কোন ব্যবস্থা ছিল না। বিশৃংখলা রোধে নিরাপত্তা বেষ্টনিও তৈরী করা হয়নি। তাছাড়া সকাল ৮টায় উপজেলা প্রশাসন প্রথম শ্রদ্ধা জানানোর পরই রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু ইউএনও উছেন মে আসেন নির্ধারিত সময়ের পর। এতে উপস্থিত জনতা আরো ক্ষুদ্ধ হয়ে ওঠেন। ইউএনও’র দেরীতে আসার সঙ্গে যোগ হয় অব্যাস্থপনার চিত্র। সকাল ৮টা পাঁচ মিনিটে গাড়ি থেকে নামার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় ইউএনও উছেন মে প্রতিউত্তর দিতে গেলে বিক্ষুদ্ধ জনতা তাকে হেনস্থা করে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ইউএনওকে উদ্ধার করে নিরাপদে পৌছে দেন। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী কর্মকর্তা উছেন মে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। এ সময় কিছু মানুষ ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষোপ করে ভাংচুর করে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল জানান, পুলিশ সুপার ও কোটচাঁদপুর ইউএনওর ফোন পেয়ে ঘটনাটি জানতে পারি। তারপর অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সরকারী সব অনুষ্ঠান সঠিক ও সুচারু ভাবে পালিত হয়েছে। জেলা প্রশাসক বলেন, স্থানীয় পৌরসভার দায়িত্ব ছিল শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নসহ ব্যবহার উপযোগী করা। কিন্তু সেখানকার পৌর প্রশাসন অচল। এ কারণে কিছু মানুষ সংক্ষুদ্ধ হয়ে এমন কান্ড ঘটায়।
Blog
-

কোটচাঁদপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনা ইউএনও হেনস্থ গাড়ি ভাংচুর
-

নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাজ্জাদুর রহমান(২২) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাজ্জাদুর রহমান (২২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন বসুপটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১৫ ডিসেম্বর) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন এড়েন্দা চৌরাস্তা মোড় এর পুর্ব দিকে ফুটবল খেলার মাঠের দক্ষিনে নড়াইল টু ঢাকা মহাসড়কের পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ওবায়দুল্লাহ্ শেখ, এসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম সিদ্দিক ও এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাজ্জাদুর রহমান (২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
লোহাগড়া থানা পুলিশ একশত গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ স্বপন শেখ (৩২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ স্বপন শেখ (৩২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মৃত হারেজ শেখের ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লক্ষীপাশা ইউনিয়নের নওয়াপাড়া সাকিনস্থ গোলাম কিবরিয়ার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাসুদুর রহমান, এএসআই(নিঃ) মোঃ মাজহারুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ স্বপন শেখ (৩২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। -

নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, যোগ্যতা ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা যোগ্যতা ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যখ দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। গৌরবময় বিজয়ের এই দিনে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ জেলা শিল্পকলা একাডেমী, পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নড়াইল জেলা পুলিশ সুপার। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় দিবস মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল ।
অতঃপর পুলিশ সুপার জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এ সময় কিশোর রায়, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে
পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
————————————
সোমবার (১৬ই ডিসেম্বর) পুলিশ লাইনস্ ড্রিল শেডে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মহোদয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নড়াইল সদর থানাধীন ৭ জন, লোহাগড়া থানাধীন ১৭ জন, কালিয়া থানাধীন ০৮ জন এবং নড়াগাতী থানাধীন ১৯ জনসহ মোট ৫১ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা অনেক স্মৃতি তুলে ধরেন। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তিতিক্ষা, কারো সন্তান হারানোর বেদনা, কারো সহকর্মী শহীদ হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিশেষে পুলিশ সুপার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্যে বলেন, নড়াইল জেলা পুলিশ ভবিষ্যৎ প্রজন্মদের কাছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ইতিহাস স্মরণীয় করে রাখতে একটি স্মরণিকা প্রকাশ করবে। এ বিষয়ে তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার”র এমন সুন্দর সিদ্ধান্তে পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ সাধুবাদ জ্ঞাপন করেন। পরিশেষে পুলিশ সুপার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় কিশোর রায়, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকেনড়াইলে সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ২১ জন। সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুর জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়। নড়াইল জেলায় সেপ্টেম্বর-২০২৪ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে মোট ১৭৫৮ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৬৯ জন প্রার্থী কৃতকার্য হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ১৯ জন পুরুষ ও ২ জন নারী মোট ২১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে মেধা কোটা (পুরুষ)-১৮ জন;
মেধা কোটা (নারী)-২ জন;
মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ)-১ জন। ২৬ নভেম্বর (মঙ্গলবার) উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে ১৯ জন পুরুষ ও ০২ জন নারীসহ মোট ২১ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয় । এছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় দুইজনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান জনাব কাজী এহসানুল কবীর মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন “সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তোমরা উত্তীর্ণ হয়েছো”। নির্বাচিত প্রার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। এ সময় অভিভাবকগণ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সন্তানরা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় কিশোর রায়, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -

মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় দিবস পালিত
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালী, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় মধুপুর বাসস্ট্যান্ডের নিকটে নবনির্মিত ব্রীজের নিকট থেকে একটি বিশাল র্যালী বের হয়ে মধুপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিণ শেষে মধুপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে পূনরায় ব্রীজের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। -

কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির ১৬ ডিসেম্বর পালন
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০ টায় মহানগরীর ২৭টি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া সরকারি বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
২৩ নং ওয়ার্ড কোটবাড়ি বিশ্বরোডের, বাতাবাড়িয়া গ্রামে নিয়ে গঠিত যেখানে জুলাই আন্দোলনের বহু ছাত্র-জনতা আশ্রয় গ্রহণ করে। ছাত্র-জনতা থেকে আশ্রয় দেয়ার কারণে গ্রামবাসী ও নির্যাতিত হয়। বাদ যোহর ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটি থেকে একটি মসজিদে ‘৭১ ও ‘২৪-র শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয় এবং তারপর শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ ও কবর জেয়ারত করেন মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বাদ আসর কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদে ‘৭১ ও ‘২৪-র শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। বাদ এশা শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করে এতিমও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়। কর্মসূচিগুলো বাস্তবায়ন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে স্বৈরাচার প্রতিরোধী আন্দোলনে যোগদান করেন। কারণ মানুষ মনে করে তরুণ নেতৃবৃন্দ দেশের পরিবর্তন আনতে সক্ষম। তাই আমরা গতানুগতিক কর্মসূচির পরিবর্তে জনগণকে ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন বাংলাদেশের পরিবর্তনে প্রতিটি ভালো কাজের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে, জনমনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে আমাদের কর্মকাণ্ডগুলো। -

রাজশাহীর চারঘাটে উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চারঘাট উপজেলা জামায়াত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
চারঘাট উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বর্ণাঢ্য র্যালীটি চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় হতে শুরু হয়ে চারঘাট বাজাবের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে চারঘাট শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্লী বিদ্যুৎ মোড়ে র্যালী শেষে জামাতেরর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা।
এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, শোয়েব আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, সহকারী জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি রুবেল আলী, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, চারঘাট পৌর জামায়াতের আমীর নকিব উদ্দিন, চারঘাট উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি গণ, চারঘাট উপজেলা শিবিরের সকল নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিথি বৃন্দ জাতির সূর্য সন্তান সকল শহীদদের যথাযথ সম্মান প্রদান এবং উক্ত দিবসের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহবান জানান।
বক্তারা, ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনায় সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণ
মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযজ্ঞ মর্যাদায় বিজয় দিবস ‘২৪ উদযাপন উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস ২০২৪ যথাযজ্ঞ মর্যাদায় উদযাপিত হয়। উক্ত স্কুলের তত্ত্বাবধানে বিজয় দিবস রেলি করা হয়। উক্ত রেলিতে প্রধান শিক্ষক মো: শরীফ উদ্দিন, ম্যানেজিং কমিটি সদস্য আহাদ খান এজাজ, মো: নজরুল ইসলাম খানসহ সকল শিক্ষক এবং ছাত্রীবৃন্দ অংশগ্রহন করে।
এরপর বিজয় দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
নাগরপুর, টাঙ্গাইল।।
-

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিজয় দিবস পালন করেছে সিটি করপোরেশন
স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন । সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় স্থাপিত স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলোও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ময়মনসিংহ সিটি করপোরেশন দিবসটি পালন উপলক্ষে সকালে র্যালী, আলোচনা সভা ও নগর ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হলে খেলায় অংশ গ্রহণ করে জেলা প্রশাসন একাদশ বনাম সিটি করপোরেশন একাদশ।
দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে প্রীতি ফুটবল ম্যাচটি ড্র করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনে দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোখতার আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় লাভ করেছে। আজ বিজয় দিবস আমাদের আনন্দের দিন। তিনি আরো বলেন,তরুণদের মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলায় অন্যান্যদের মাঝে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী,
জেলা প্রশাসক মফিদুল আলম,সিটি সচিব সুমনা আল মজীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),আজিম উদ্দীন,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,প্রধান প্রকৌশলী ( চঃদাঃ) মোঃ রফিকুল ইসলাম মিঞা,প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর
প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার
প্রধান ভান্ডার কর্মকর্তা আসাদুজ্জামান,প্রধান হিসাব রক্ষণ র্কমর্কতা (চঃদাঃ) অসীম কুমার সাহা সহ ময়মনসিংহ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। -

রাঙ্গাবালীতে বিজয় দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী, পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজনে মহান বিজয় দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে র্যালী ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের অন্তত সহস্রাধিক নেতা কর্মীরা অংশ নেন।
বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সকাল ৮.৩০মিনিটে চরমোন্তাজ স্লুইজ বাজার থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও সহ-সভাপতি মো: রুহুল আমীনের নেতৃত্বে বিজয় র্যালী বের করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে র্যালীযোগে চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে কলেজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধ ও শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা মো রাসেদুল ইসলাম, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব হোসেন, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি সরোয়ার হোসেন, আলী আহম্মদ, অলিউল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ খান রিপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব সাকিব হাসান, ছাত্রদল সভাপতি মিঠু মাতবর, সেক্রেটারি তাহসিন আহমেদ মুসা সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
-

ময়মনসিংহে শহীদ মিনারে সদর উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স ভোরে নগরী ব্রীজ মোড় এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সদর উপজেলা কমিশনার(ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন।
।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন,স্বাধীনতা বাংলাদেশের জাতীয় সম্পদ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে এ স্বাধীনতা অর্জন করে। তাই আমাদেরকে এ বিজয়কে স্মরণ করে একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে।