Blog

  • শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন 

    শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন 

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার  ঠেঙামারি, মাখলা ও গোমর বিল সহ ছোট বড়ো ৫২ টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাগআঁচড়া বাজারে অনুষ্ঠিত  এ মানববন্ধনে কায়বা, গোগা ও বাগআঁচড়া ইউনিয়নের ৫শতাধিক কৃষক অংশ নেন ।

    মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কয়বা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষক বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবি জানান। এছাড়াও বিলের পানি নিস্কাসনের টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবী তোলেন কৃষকরা। শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  রুহুল কুদ্দুস কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন, চলতি মৌসুমে ইরিধান সময় মত রোপন করতে না পারলে এই অঞ্চলের কয়েক হাজার পরিবার খাদ্য সংকটে থাকবেন বলে বক্তারা মন্তব্য করেন। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের দৃষ্টি আকর্ষণ করে এক মাসের মধ্যে বিলের পানি নিষ্কাশন করে ইরি ধানের বীজতলা তৈরি ও ইরিধান রোপনের সুব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

    উল্লেখ্য ঠেঙামারি, মাখলা, ও গোমর বিলে এখনো ৬ থেকে ৮ ফুট পানি রয়েছে। ঠেঙামারি বিলে ৫০০ একর, মাখলা বিলে ৪০০ একর ও গোমর বিলে ২০০ একর জমিতে ইরিধানের চাষ করা হয়। বিলে জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমী ঠেঙামারি ২৫০ একর, মাখলা বিলে ২০০ একর ও গোমর বিলে ১০০ একর জমি পতিত থাকার সম্ভাবনা রয়েছে।

  • পটিয়ায় রাতের আঁধারে মাটি লুট

    পটিয়ায় রাতের আঁধারে মাটি লুট

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি মহল।

    সরেজমীনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা ধর পাড়া এলাকা থেকে রাতের আঁধারে ১০ থেকে ১৫টি ট্রাক দিয়ে টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে অসাধু মহল। জানতে চাইলে সাইফুল নামে একজন জানান, আমার কাছে অনুমোদন আছে মাটি বিক্রি করার। পুলিশও এই বিষয়ে অবগত আছেন।

    এছাড়াও উপজেলার হাঈদগাও ইউনিয়নে প্রায় প্রতিদিন রাতের আঁধারে রাজঘাটা ব্রীজ এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল।

    স্থানীয়রা জানান, আওয়ামী সরকার আমলে নেতাকর্মীরা যেমন ভাবে মাটি ও বালু বিক্রি করেছে। তার পুনরাবৃত্তি ঘটাচ্ছে এখন একটি মহল। এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কার্যকরি ভূমিকা চান তারা।

    এই বিষয়ে পটিয়া উপজেলা প্রশাসক ফারহানুর রহমান জানান, আমি সদ্য যোগদান করেছি। ইতিপূর্বে কয়েকটি স্পটে মাটি কাটার খবর শুনেছি। যারা অবৈধভাবে এই মাটি কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।#

  • আগৈলঝাড়ার বাশাইল উদয়ন সংঘের নতুন কমিটি গঠন

    আগৈলঝাড়ার বাশাইল উদয়ন সংঘের নতুন কমিটি গঠন

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন বাশাইল উদয়ন সংঘ-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাশাইল স্কুল রোডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপদেষ্টা মণ্ডলী ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ সামি ইসলাম রোকন-কে সভাপতি এবং তাকবীর রহমান শাওন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন হাওলাদার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন রনি, প্রচার সম্পাদক আলভী হাওলাদার এবং সদস্য পদে নিজারুল ইসলাম, ইকরামুল হাচান আকাশ, মাসুদ সরদার ও রাজিব মোল্লা।সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ইমরান হোসেন, রুবেল ফকির, মিন্টু সরদার, মাসুদ হোসেন এবং রানা হাওলাদার তাদের বক্তব্যে বলেন, বাশাইল উদয়ন সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। এর মধ্যে রয়েছে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি।সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ সামি ইসলাম রোকন বলেন, “সমাজের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা তরুণদের নিয়ে একসাথে কাজ করে সমাজকে এগিয়ে নিতে চাই।”
    সাধারণ সম্পাদক তাকবীর রহমান শাওন বলেন, “সংগঠনের চলমান সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতাই আমাদের মূল শক্তি।নতুন কমিটি সমাজের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করে বাশাইল উদয়ন সংঘকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

  • সুন্দরগঞ্জে সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন

    সুন্দরগঞ্জে সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ বিজয় দিবস পালন করেছেন।

    সোমবার সকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের আয়োজনে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ কলেজ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকারের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক আবু সোলায়মান সাজা, হাজী মশিউর রহমান,সাইফুজ্জামান পাভেল, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোখতারুল আলম।

  • নাগেশ্বরীতে বিকাশ সাধন প্রকল্পে বেকার নারীদের কর্মসংস্থানের প্রশিক্ষন

    নাগেশ্বরীতে বিকাশ সাধন প্রকল্পে বেকার নারীদের কর্মসংস্থানের প্রশিক্ষন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীতে তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় চাঁর ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

    জানা গেছে, বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় কুড়িগ্রাম জেলায় একটি মাত্র প্রকল্প নাগেশ্বরী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কার্যালয়ে তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে মধ্যবিত্ত দরিদ্র পরিবারসহ অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট চাঁর ধরনের বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা হয়ে আসছে।

    উল্লেখ, ২০২১সাল থেকে নাগেশ্বরী উপজেলা পয়ার্য়ে ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং ,ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যাজেমেন্ট ও বিজনেস ম্যানেজন্টে এ্যান্ড ই-কমার্স, ৫টি ট্রেডে প্রায় ২হাজারের অধিক অসহায়, বেকার নারী প্রশিক্ষণার্থী বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষন নিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হয়েছে। জাতীয় মহিলা সংস্থার তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নাগেশ্বরী শাখার প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের পরিচালনা ও নিরলস পরিশ্রমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকদের মাধ্যমে বিকাশ সাধন প্রকল্পে সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

    সম্প্রতি, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে সচ্ছতার মাধ্যমে মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই বাচাই করে ২শত জন নারী প্রশিক্ষণার্থী নিয়েছেন। গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ২শত জন নারী প্রশিক্ষণার্থীর ৮০দিনের বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট চাঁর ধরনের প্রশিক্ষণ দুই সিপ্টে শুরু হয়েছে। ৭ ডিসেম্বর ২৪ তারিখে নতুন করে বিজনেস প্রশিক্ষণের জন্য ৪০জন নারী শিক্ষার্থীদের অনলাইনের আবেদন যাচাই বাচাই শেষ পর্যায়ে এবং প্রশিক্ষণের কার্যক্রম চলছে। প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের নিরলস পরিশ্রমে বিকাশ সাধন প্রকল্প সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে এবং নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে নিজের পায়ে দাড়াচ্ছেন।

    প্রশিক্ষণে অংশ গ্রহণকারী নারী উদ্যোক্তা রহিমা বেগম, রাবেয়া খাতুন, আনিছা বেগম ও অনেকে বলেন, জাতীয় মহিলা সংস্থার আওতায় নাগেশ্বরীর হেলিপ্যাড সংলগ্ন কার্যালয়ে বিকাশ সাধনে প্রকল্পে অনলাইনে আবেদন করে যাচাই বাচাই এ যোগ্যতা ও সচ্ছতার মাধ্যমে প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে পেরেছি। প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের নিরলস পরিশ্রম আর বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকদের মাধ্যমে বিকাশ সাধন প্রকল্পে সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে প্রশিক্ষণ। বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করে আত্ম-কর্মসংস্থান ও সাবলম্বি হতে পারবো।

    নাগেশ্বরী শাখার প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নাগেশ্বরী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কার্যালয়ে তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে মধ্যবিত্ত দরিদ্র পরিবারসহ অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট চাঁর ধরনের বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

  • তারাগঞ্জে দেয়াল ভাঙ্গে কাপড়ের দোকান চুরি

    তারাগঞ্জে দেয়াল ভাঙ্গে কাপড়ের দোকান চুরি

    খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জে বাজার রোড সিঙ্গার শোরুমের পাশে রাতের আঁধারে আমতলী বস্ত্রালয়ের পিছনের দেওয়াল ভেঙে কাপড়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে আমতলী বস্ত্রালয়ে এ চুরির ঘটনা ঘটে।

    আমতলী বস্ত্রালয়ের প্রোপাইটার হায়দার আলী জানান, তিনি রবিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। সোমবার সকাল ১০ টায় শাটার তুলে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের পিছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকটি তাক (র‍্যাক) থেকে দামি বয়েল কাপড়ের শাড়ি ও থ্রি পিস নিয়ে গেছে চোর চক্র। চুরি হওয়া কাপড়ের মূল্য প্রায় এক লক্ষ টাকা। তাছাড়া ক্যাশ বাক্সে থাকা নগদ ১,১১,০০০/- হাজার টাকা নিয়ে যান চোরেরা। সবমিলিয়ে তার ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক হায়দার আলী।

    তারাগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ জানান, ‘প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে এ দোকানে চুরি হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সুজানগর উপজেলা প্রশাসন

    জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সুজানগর উপজেলা প্রশাসন

     এম এ আলিম রিপনঃ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সুজানগর উপজেলা প্রশাসন । সোমবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস,উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস,সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম,পৌর আমীর রফিকুল ইসলাম,নায়েবে আমীর আব্দুল মমিন,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাকির হোসেন ও  ছাত্র প্রতিনিধি দ্বীপ মাহবুব প্রমুখ। সঞ্চালনা করেন  সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক জহুর আহম্মেদ নিক্সন। শেষে  মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একটি স্বপ্ন নিয়ে হয়েছিলÑ সমতা, মানবিক মর্যাদা, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন।সেই চেতনা ধারণ করে সেদিন এদেশের মানুষ  মহান মুক্তিযুদ্ধে ঝঁাপিয়ে পড়েছিল।   বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,নতুন প্রজন্ম জানে না, সেদিন ২৫শে মার্চের কালরাতে কী হয়েছিল। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কীভাবে নেতৃত্ব্ব দিয়েছিলেনÑএমন অনেক প্রশ্ন এখনো ইতিহাসের পাতা থেকে স্পষ্ট হয়নি।আজকে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হোক।  গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিভিন্নভাবে বিতর্কিত করা হয়েছে মন্তব্য করে তারা বলেন,যারা মুক্তিযুদ্ধের সোল এজেন্সি দাবি করে এসেছে, তাদের আসল অবদান কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন, অথচ আজ নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন।এই মিথ্যা দাবির বিরুদ্ধে সত্যিকারের ইতিহাস সামনে আনতে হবে। আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে চাই।  অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি বৈষম্য, নির্যাতন থাকবে না। মানুষের ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান, এবং মানবিক মর্যাদা নিশ্চিত হবে। এই চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব এবং প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। 

  • বিজয় দিবসে সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    বিজয় দিবসে সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

     এম এ আলিম রিপনঃ মহান বিজয় দিবস উপলক্ষে সুজানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামায়াত ইসলাম।সোমবার (১৬ ডিসেম্বর) সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে ক্ষমতায় ঠিকে ছিল। বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।আমীর আরও বলেন, জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে সব বৈষম্যের ঊর্ধ্বে উঠে সুখী, শান্তি, সম্প্রীতিময় সোনার বাংলাদেশ রচিত হবে। আমীর এ সময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও  নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করেন।সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কেরামত আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারক-ই আযম,সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল মমিন ও সেক্রেটারী  কেএম মকবুল হোসেন(বকুল মাস্টার) প্রমুখ। শেষে মহান মুক্তিযুদ্ধে ও ছাত্র-জনতার আন্দোলনে  নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম।

  • পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃ-ত্যু

    পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃ-ত্যু

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় পুলিশের গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিল হেমেশ চন্দ্র মণ্ডলের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানায়, রাতে পুলিশ বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। তখন তিনি পাশের বাড়িতে ছিলেন। তিনি পালানোর জন্য ওই বাড়ির ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

    স্থানীয় লোকজন জানান, হেমেশ চন্দ্র মণ্ডলের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।
    পাইকগাছা থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, হেমেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরে খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • বিজয় দিবসে ঝিনাইদহ বিএনপির  বর্নাঢ্য শোভাযাত্রা

    বিজয় দিবসে ঝিনাইদহ বিএনপির বর্নাঢ্য শোভাযাত্রা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    মহান বিজয় দিবসে শোভাযাত্রা ও র‌্যালি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির আয়োজনে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। বিরাট শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এতে জেলা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। ঝিনাইদহ প্রেসক্লাব স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, এম সাইফুল মাবুদ, আসিফ ইকবাল মাখন, এম, রবিউল ইসলাম রবি, আব্দুল হাই, সোহেল আহম্মেদ, শিপলু জামান প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনেও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ