Blog

  • গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকল ইউনিয়নের পূর্বচরসরিকলে গতকাল ১৮ ডিসেম্বর বুধবার সন্ধায় হিন্দু মুসলিম ঐক্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির সরিকল ইউনিয়ন উপদেষ্টা আব্দুর রব হাওলাদার, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মৃধা “আহ্বায়ক” শরিকল ইউনিয়ন বিএনপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান (বাসার) “সদস্য”সচিব সরিকল ইউনিয়ন বিএনপি।

    এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি মোঃ রক্তনালী শিকদার,মোঃ দুলাল শিকদার, মোঃ সালাউদ্দিন নিপু,মোঃ মজিবর শিকদার,যুবদলের মোঃ মাইন উদ্দিন হাং,আমিনুল ইসলাম মুরাদ,অলিউল প্যাদা,মোঃরিয়াজ শিকদার, স্বেচ্ছাসেবক মেহেদী হাচান (জনি)ছাত্র দল আবির হোসেন সিয়াম,মোঃইমন, মোঃরায়হান মোঃরিয়াদ মোঃ ওয়াহিদুজ্জামান মোঃ তরুন প্যাদা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পুর্ব চর সরিকলের সনাতন ধর্মমম্বলীর বিশিষ্ট জন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন হিন্দু মুসলিম ভাই ভাই। এদের মধ্য কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। কেউ যদি বিভেদ সৃষ্টি করার চিন্তে করেন তাকে কঠিন হস্তে দমন করবেন তারা। ধর্ম নিয়ে নিয়ে ভ্রাতিত্বের বন্ধনকে ছিন্ন করা যাবেনা। সভার উপরে মানবজাতি এ কথাটা স্মরন রাখতে হবে। মানব ধর্মই পরম ধর্ম। আমরা একে অন্যের পরিপুরক হয়ে কাজ করবো। এমনটাই ব্যাক্ত করেন তারা।

  • মোরেলগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত

    মোরেলগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জে পশু জবাইকারীর লাইসেন্স না থাকা, বর্জ্য ব্যবস্থাপনা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই প্রভৃতি অপরাধে ৫জন মাংস জবাইকারী ও বিক্রেতাকে মোট ৩৯০০০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভোর থেকে মোরেলগঞ্জের বিভিন্ন যায়গায় এই অভিযান চালানো হয়।

    ভ্রাম্যমান আদালত জানায়, মোরেলগঞ্জ যারা গরু জবাই এবং বিক্রি করে তাদের নামে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অভিযোগ আসে এবং অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার ভোর ৬টায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৫ জন মাংস জবাইকারী ও বিক্রেতাকে মোট ঊনচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম মোবাইল কোট পরিচালনা করেন, এসময় তিনি বলেন এমন অভিযান চলমান থাকবে অবশ্যই সকল পশু জবাইকারীর লাইসেন্স থাকতে হবে,সঠিক বর্জ্য ব্যবস্থা থাকতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করতে হবে। এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি যানান।

  • তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম খান

    তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম খান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে পুরষ্কার তুলে দেন জেলার পুলিশ সুপার আজিজুল ইসলাম । নভেম্বর-২০২৪ মাসের কাজের স্বীকৃতি হিসেবে তাঁর কর্মস্থল কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে তৃতীয় বারের মত এই স্বীকৃতি পেলেন তিনি।

    জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম কে। তিনি বলেন, ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার আজিজুল ইসলাম স্যারকে। আমার কাজের মূল্যায়ন করে পূর্বের ন্যায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (নভেম্বর- ২০২৪) এ তৃতীয় বারের মতো আমাকে আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে মানুষের সেবায় কাজ করার সুযোগ প্রদানের জন্য।

    জানা যায়, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কোতোয়ালি থানাকে নির্বাচিত করা হয়।

    তিনি বলেন, আমার এই স্বীকৃতি আবারো আমার কোতোয়ালি মডেল থানার আপামর সকল জনগণসহ সকল অফিসার ও ফোর্সদেরকে উৎসর্গ করলাম।

  • দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ফরমেটে ফিরে আসছে ফ্যাসিস্ট দোসররা- তারাকান্দায় জেলা প্রশাসক

    দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ফরমেটে ফিরে আসছে ফ্যাসিস্ট দোসররা- তারাকান্দায় জেলা প্রশাসক

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট মফিদুল আলম বলেছেন-ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন রুপে আবির্ভাব হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করে তুলতে, কখনো মুক্তিযোদ্ধা রূপে, কখনো আনসার রূপে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য,বিভিন্ন ফরমেটে ফিরে আসছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে ও কার্যক্রমে প্রশাসনকে সবাই সহযোগিতা করতে হবে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক ও সুশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মফিদুল আলম।

    তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও উপজেলা জামায়াতে আমির মো: আব্দুল হান্নান,ছাত্র সমন্বয়কদের পক্ষে আব্দুস সোবহান প্রমূখ ।
    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ প্রমুখ। মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মফিদুল আলম উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মানাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজ এর উদ্বোধন ও তারাকান্দা থানা এবং ভূমি অফিস পরিদর্শন করেন।
    জেলা প্রশাসক মফিদুল আলম তারাকান্দায় আগমন উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে তারাকান্দা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

  • কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা  

    কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা  

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১৮.১২.২০২৪ ইং তারিখে নাগেশ্বরী উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার বাজার রোডে অবস্থিত মেসার্স মেহেদী অয়েল মিল নামক প্রতিষ্ঠানে সরিষার তেল পণ্যের সিএম না থাকায় এবং পণ্যটি সকল তথ্যসহ বোতলজাত করে বিক্রয় না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- জরিমানা আদায় করা হয়। 

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদুল হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আলমাস মিয়া।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা উত্তরণে সেমিনার

    সুজানগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা উত্তরণে সেমিনার

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজনগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা ও সমস্যা উত্তরণে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর  রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আফাজ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শফিকুল কাউসার ও জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার হাফিজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। সেমিনারে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও মসজিদের ইমামসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠি সমাজের মূল  স্রোতধারায়  ফিরিয়ে আনার জন্য সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যা সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা ও পৌর শাখার নতুন সভাপতি নির্বাচিত

    শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা ও পৌর শাখার নতুন সভাপতি নির্বাচিত

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলার রস্তম আলী মোল্লা নতুন সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার তারিকুল ইসলাম নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৫-২০২৬ সেশনের জন্য তারা উপজেলা ও পৌর শাখার নতুন সভাপতি নির্বাচিত হন। এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি রস্তম আলী মোল্লা ও নব নির্বাচিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার সভাপতি তারিকুল ইসলাম জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তারা যেন তাদের উপর অর্পিত  দায়িত্ব সততা,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। 

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সমাবেশ

    সুজানগরে কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সমাবেশ

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ সংখ্যাগরিষ্ট  কৃষক জনগোষ্ঠিকে  সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে  ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে  কৃষক সমাবেশের অংশ হিসেবে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল  সাগরকান্দি ইউনিয়ন শাখার  উদ্যোগে স্থানীয় সাগরকান্দি রিয়াজ উদ্দিন  উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সাগরকান্দি ইউনিয়ন কৃষকদলের  আহ্বায়ক  মিজানুল হক বুলবুলের সভাপতিত্বে  ও  সদস্য সচিব  সুমন খানের সঞ্চালনায়  কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ(হারুন হাজারী), জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী শেখ ও জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল । 

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • কোটচাঁদপুর থেকে ৮ জুয়াড়ী যৌথ  বাহিনীর হাতে আটক

    কোটচাঁদপুর থেকে ৮ জুয়াড়ী যৌথ বাহিনীর হাতে আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনী বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, বাংলা মদ ও নগগ টাকাসহ আট জুয়াড়ীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ডের মালিক হারুনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আকটকৃতা হলেন, কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সেলিম, একই উপজেলার পারলাট গ্রামের ওয়াহাবের ছেলে বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হক, ঝিনাইদহ শহরের নতুনকোর্টপাড়ার আইয়ুব মুন্সির ছেলে মা: শাহিন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ফকির আহম্মেদের ছেলে মোঃ রবিউল ইসলাম, একই গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে মনির উদ্দীন, কোটচাঁদপুর আদর্শপাড়ার মালেক সরদারের ছেলে অমেদুল সরদার ও ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর গ্রামের নাওশাদ শাহ’র ছেলে আহসান হাবিব। অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১৩ হাজার ৬৫৯ টাকা, জুয়ার ওয়ান টেন বোর্ড, ডার্ক পিন, জুয়ার গুটি, মদ, মোমবাতি, গোলাপ পানি ও বেশ কয়েকটি মোবাইল সেট জব্দ করে। আটককৃতারা পুলিশকে জানিয়েছেন, ঝিনাইদহের বিপ্লব ও কোটচাঁদপুরের হারুন এই জুয়ার বোর্ডের মালিক। ৫ আগষ্টের পর কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে এই চক্রটি গোপনে জুয়া খেলা চালিয়ে আসছিল। এসব জুয়ার বোর্ডে দেশের দক্ষিনাঞ্চলের জেলা থেকে আগত জুয়াড়িরা অংশ নিয়ে থাকে। কোটচাঁদপুর মডেল থাকার ওসি কবির হোসেন মাতুব্বর খবর নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, আটক জুয়াড়িদের বুধবার সকালে কোর্টে চালান করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • গোড়লে ১৫০বোতল ফেনসিডিল উদ্ধার

    গোড়লে ১৫০বোতল ফেনসিডিল উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ১৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন।

    জেলার পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম, এএসআই হাচানুর রহমান, আম্মান  হাসিন, হেলাল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ০৬ নং গোড়ল ইউপির অন্তর্গত  ০৭ নং ওয়ার্ডের গোড়ল (পাইকারটারী) মৌজার পাইকারটারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে থাকা জগদীশ চন্দ্র (৪২),এর পুকুর পাড়ে মালিক বিহীন পতিত্যাক্ত অবস্থায় ১৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। 

     কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৬নং গোড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাইকারটারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পুকুর পাড়ে মালিক বিহীন পতিত্যাক্ত অবস্থায় ১৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।