Blog

  • তানোরে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সভা

    তানোরে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, গত ২১ ডিসেম্বর শনিবার জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতের সম্পাদক ডিএম আক্কাশ আলীর সঞ্চালনায় ও সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠ চত্বরে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, সভাপতি শিক্ষা বিভাগ ড, ওবাইদুল্লাহ,
    পশ্চিম নায়েবে আমির আব্দুল হাসান, জেলা পশ্চিম শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা পশ্চিম ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা পশ্চিম কর্মপরিষদ সদস্য জালাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক জামাল উদ্দিন, প্রফেসর একে আজাদ,বিশিষ্ট শিক্ষাবিদ আরজান আলী মাষ্টার, রমজান আলী, মাওলানা আনিসুর রহমান,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির জুয়েল রানা, আজাহার আলী ও কাজী আফজাল হোসেনপ্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর প্রকাশ্যে জামায়াতের এমন কর্মসুচিতে নেতা ও কর্মী-সমর্থকদের ঢল নামে। গোল্লাপাড়া ফুটবল মাঠ কানায় কানায় পুর্ণ হয়ে উঠে। দীর্ঘদিন পর জামায়াতের প্রকাশ্যে কর্মসূচিতে নেতা ও কর্মী-সমর্থকদের স্বত্ত্বঃস্ফুর্ত অংশগ্রহণে কর্মী সভা স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রুপ লাভ করে।
    অপরদিকে দলের স্বেচ্ছাসেবী কর্মীরা জনদুর্ভোগ এড়িয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।এবিষয়টি সর্ব মহলের প্রশংসা কুড়িয়েছে। কর্মী সভায়
    জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছে তবে সুস্পষ্ট কথা এখনো বলেনি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন। ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। তিনি আরো বলেন, গত ১৪,১৮ ও ২৪ সালের মত নির্বাচন আমরা এ দেশে আর দেখতে চাই না, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো তবে আগামীতে ইসলামের মাধ্যমে দেশ চলবে ঘুষ, চাঁদা কমিশন ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়তে জামায়াত ইসলাম রাজপথে ছিলো এবং আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল
    খালেক বলেন, এক ফ্যাসিবাদ গিয়েছে আরেক ফ্যাসিবাদের সূচনা শুরু হচ্ছে দেশে। জামায়াত ইসলাম যতদিন দেশে আছে ততদিন এই দেশে ফ্যাসিসের জন্ম হতে দিবে না। আগামীতে রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের দ্বারাই ইনশাল্লাহ।#

  • দুর্বার তারুণ্যের বংকিরার পক্ষ থেকে  শীত বস্ত্র বিতরণ

    দুর্বার তারুণ্যের বংকিরার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    এতো শীত এলো গেলো ইরাম করে কম্বল কেউ দিইনি, শীতির কম্বল পেয়ে রাতি ওমে হবেনে, ভালো করে ঘুমতি পারবানে- দূর্বার সংগঠনের কম্বল পেয়ে কথা গুলো বলছিলো বংকিরা গ্রামের প্রতিবন্ধী সায়েম সরদার ওরফে মেছের।ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের তরুণ্যের অরাজনৈতিক সামাজিক সংগঠন দূর্বার এর উদ্যোগে আশিটি দরিদ্র ব্যক্তির পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করে। কম্বল পেয়ে বংকিরা, হাজরা, গোবিন্দপুর গ্রামের এ সকল সহজ- সরল মানুষের মুখে হাঁসি ফুটে ওঠে।শুক্রবার সকাল দশটায় স্কুল মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব হায়দার আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ আয়োজনে স্বাগত বক্তব্য দেয় সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক রকি। উপস্থিত ছিলেন প্রতিভাস ঝিনাইদহের পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসান,বংকিরা পুলিশ ক্যাম্পেন ইনচার্জ আলমগীর হোসেন উপদেষ্টা সদস্য আনোয়ার পাশা বিদ্যুৎ, শিক্ষক মাসুদুর রহমান, ব্যবসায়ী হামিদুর রহমান, বাউল সাধক লতিফ সাইজিসহ দূর্বার সংগঠনের সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী, জসিম উদ্দীন,আল আমিন হোসাইন,উন্নত চক্রবর্তী, শিহাব আহমেদ সহ দুর্বার এর সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছার জনজীবন বিপর্যস্ত

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছার জনজীবন বিপর্যস্ত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শীত মৌসুমে প্রথম শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছাসহ উপকূলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলায় নিচু জমিতে দেরিতে আমন ধান কর্তন শুরু হওয়ায় ক্ষেতের পাকা ও কাটা ধানের ক্ষতির শঙ্কা বাড়ছে।

    গতকাল শুক্রবার গভীর রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি এই বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে রোদের দেখা মেলেনি। ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। শহর ও গ্রামের বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। যা ব্যবসায়ীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। একদিকে শীত, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে তারা কাজেও যেতে পারছেন না। শীত ও বৃষ্টি উপেক্ষা করে দিনমজুর ও ভ্যানচালকরা যারা কাজে বের হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে।
    বৃষ্টিতে শীতের দাপট আরও বেড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা, হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।
    দিনমজুর কওছার আলী বলেন, রোদ ওঠেনি তার ওপর গুড়ি গুড়ি বৃষ্টি। কনকনে শীতে হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবে বাড়িতে বসে থাকলে তো আর মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে এই শীত-বৃষ্টির মধ্যে কাজের সন্ধানে বের হয়েছি। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আবহাওয়ার এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

    খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

    বান্দরবান ( থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১২টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    দি ম্যাজেস্টিক টাইগারস এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী(চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।

    অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্তিষ্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

    বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

  • ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

    ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপার আজিজুল ইসলামককে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ পুলিশ সুপার আখতার উল আলমকে বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ডিআইজি ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার
    শুরুতে ময়মনসিংহ জেলার বিদায়ী পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার মোঃ কাজী আখতার উল আলম কে ফুল দিয়ে বরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে রেঞ্জ পুলিশের সকল সদস্যরা। এসময় ডিআইজিসহ উপস্থিত সকলে বিদায়ী ও নব যোগদানকৃত কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ময়মনসিংহ জেলা; মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্)[পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ময়মনসিংহ জেলা; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), মো: মেজবাহ উদ্দিন, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

  • হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা”

    হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা”

    মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) থেকেঃ

    আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে রাজশাহীর চারঘাট উপজেলার গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা”। একটা সময় গেরস্থের বাড়িতে ধানের গোলা ছিল।

    ‘গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ’। প্রচলিত প্রবাদটি আজও মানুষের মুখে শোনা যায়। কিন্তু গ্রামের পর গ্রাম ঘুরেও দেখতে পাওয়া যায় না বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা।ধান ছাড়াও রাখা হতো চাল, গম ভুট্টাসহ নানা খাদ্যশস্য।

    মাঠের পর মাঠ ধানক্ষেত থাকলেও উপজেলার অধিকাংশ কৃষকের বাড়িতে এখন নেই ধান, গম মজুত করে রাখার বাঁশ-বেত ও কাদা দিয়ে তৈরি গোলাঘর। 

    এ উপজেলার বেশির ভাগ মানুষের প্রধান পেশা কৃষি। এক সময় এখানে সমাজের নেতৃত্ব নির্ভর করত কার কয়টি ধানের গোলা আছে। এই হিসাব কষে কন্যা পাত্রস্থ করতেও বর পক্ষের বাড়ি থেকে ধানের গোলার খবর নেওয়া হতো। যা এখন রূপকথা।

    গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে গোল আকৃতির তৈরি করা ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলা নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকায় আগে দক্ষ শ্রমিক ছিল। এখন আর গোলা নির্মাণ শ্রমিকদের দেখা মেলে না।

    পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন তারা। গ্রামে-গঞ্জে দক্ষ কারিগরদের হাতে তৈরি বাঁশের ধানের গোলা এক সময় গ্রামীণ জনপদে ব্যাপক চাহিদা থাকলেও কালের বিবর্তনে তা বিলুপ্তির পথে। 

    মানুষের জীবন-মানের পরিবর্তনের ফলে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাদের পারিবারিক ব্যবহার্য উপকরণে। ফলে ঐতিহ্যবাহী বাঁশের ধানের গোলার জায়গা দখল করে নিয়েছে পাটের বস্তা আর টিন বা প্লাস্টিকের তৈরি ড্রাম।

    এগুলো তৈরি ঝামেলামুক্ত ও সহজে বাজারে পাওয়া যায় বলে মানুষ বাঁশের গোলার পরিবর্তে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে হারিয়ে যাচ্ছে বাঁশের গোলার কদর।

    শনিবার সকালে (২১ ডিসেম্বর ২৪) সরজমিনে চারঘাট উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে গোল আকৃতির তৈরি করা ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলার মাথায় থাকত টিনের বা খড়ের তৈরি পিরামিড আকৃতির মতো ছাউনি। গোলা নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকায় আগে দক্ষ শ্রমিক ছিল। গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ ফাটিয়ে ও কঞ্চি দিয়ে প্রথমে গোল আকৃতির কাঠামো তৈরি করা হতো। এরপর তার গায়ের ভেতরে বাইরে মাটির আস্তরণ লাগানো হতো। এর মধ্যে প্রবেশপথ রাখা হতো। যাতে করে প্রয়োজনে ধান রাখা বা বের করা যায়। মাটির তৈরি গোলাতে ধান ভালো থাকে। একটি গোলায় বছরের অধিক সময় পর্যন্ত ১০০-২০০ মণ ধান ভালোভাবে সংরক্ষণ করা যায়।

    ৭৬ বছর বয়সী মরিয়ম বিবি বলেন, আমাদের সময় প্রায় সব বাড়িতে ধানের গোলাঘর ছিলো। সারা বছর গোলা থেকে ধান বের করে তা সিদ্ধ-শুকান করে ঢেঁকিতে পাড় দিয়ে চাল বেড় করতাম। এখন আর তা করতে হয় না। মিল-কারখানা আর চাতালে এসব কাজ হয়।

    কৃষক লোকমান হোসেন বলেন, কালের বিবর্তনে ধানের গোলা আজ বিলুপ্ত প্রায়। আশির দশকের দিকে ওই সব ধানের গোলা কৃষক ও সাধারণ মানুষ ব্যবহার করতো। এখন এসব আর হয় না, আধুনিকতার ছোঁয়ায় সব হারিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃ-ত্যু

    মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃ-ত্যু

    আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর মোটরসাইকেলের ১জন মারাত্মক ভাবে আহত হয়েছে।
    শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মজিবুর রহমান ও তার বড় ছেলে জাহিদ মোটরসাইকেল যুগে আশ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি বলে জানা যায়।
    প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রা বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে ছেলে জাহিদ তার বাবাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি বড় আশ্রার দিকে রওনা হয়।
    পথিমধ্যে মধুপুর দিক থেকে বেপরোয়া ভাবে আসা অপর মোটরসাইকেলের চালক খুব দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি লাগিয়ে দিলে বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন।
    এঘটনায় অপর মোটরসাইকেলের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
    ঘটনায় নিহত মজিবুর রহমান মহিষমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ও আশ্রা বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ছিলেন।
    পিতাপুত্রের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার 

    কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের দুলালী মৌজায় আলাউদ্দিন (৫০), এর ধান ক্ষেতের দক্ষিণ পাশে থাকা কমলারটারী মন্দির হইতে রাজমাল্লী গামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন নীল রঙের HONDA LIVO 110 CC মোটরসাইকেল ও ৩৫বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামি হলে জামিনী কান্ত রায় (৪৮), লালমনিরহাটের, আদিতমারী উপজেলার 

    ০৪ নং ওয়ার্ড, চন্দ্ন পাট ( ব্রাহ্মণের বাসা), গ্রামের-মৃত সুরেশ চন্দ্র, ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলা নং-৩১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৩(খ)/৩৮ রুজু করা হয়। পরে  আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউনিয়নের দুলালী মৌজায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ৩

    রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ৩

    পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত বাসের চাপাই মোটরসাইকেল চালক সহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। 

    শনিবার দুপুর ১:৩০ মিনিটে পুঠিয়া উপজেলার শিবপুর হাট আলুর কোলেস্টরের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন  পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৩),

     বিরালদহ পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন (১৯) ও মোছাঃ বিথী খাতুন (১৫) সম্পর্কে তারা তিনজন শালী দুলাভাই ও স্ত্রী । আত্মীয়তার সূত্রে জানা যায় তারা রাজশাহী থেকে  শপিং করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। 

    পবা হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসাইন জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহীগামী দ্রুত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হয়। এবং আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ফাকা স্থানে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিতে বাসটি পালিয়ে যায়। আমরা সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লাশ পরিবারের হাতে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।

    মাজেদুর রহমান  (মাজদার)

    পুঠিয়া, রাজশাহী। 

  • ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪

    ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এ উপজেলা পর্যায়ে বালক ও বালিকা দলের ফাইনাল খেলা জেলা স্কুল হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক কণিকা রাণী সাহা।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন-স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়াতে খেলাধুলার নিকল্প নেই। একই সাথে আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন- খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও ময়লার ভাগাড়ে পরিণত। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাব খেলাধুলা কমিয়ে দিচ্ছে। ফলে বর্তমান প্রজন্ম হচ্ছে শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে বিষণ্ন্ন। এসময় তিনি- খেলাধুলার প্রচার ও উপযুক্ত মাঠের ব্যবস্থা করে বর্তমান প্রজন্মকে সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে অভিভাবক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহবান জানান।