Blog

  • নলছিটিতে দলিল লেখকের দাখিলা জালিয়াতির দায়ে কারন দর্শানোর নোটিশ

    নলছিটিতে দলিল লেখকের দাখিলা জালিয়াতির দায়ে কারন দর্শানোর নোটিশ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক ও আওয়ামীলীগ নেতা মোঃ মোহাসীন কবির খানের জালজালিয়াতি ধরা পড়ায় তার সনদ স্থগীত করে কারন দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক তার লেখা উপজেলা সাব রেজিস্ট্রী অফিসে নিবন্ধনের জন্য জমাকৃত একটি দলিলের ফাইলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভূয়া দাখিলার স্কান কপি সংযুক্ত করায় তার সনদ সাময়িক স্থাগীত করে সাব রেজিস্ট্রার। উপজেলা সাব রেজিস্ট্রী অফিস সূত্রে জানা যায়, সনদ নং ১১০/২০১৫ এর সত্বাধীকারী মোঃ মহাসীন কবির খান জালিয়াতি করে ভুয়া দাখিলা যুক্ত করে দলিল জমা করায় তার সনদ সাময়িক স্থগীত করে ও কারন দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। বিধি মোতাবেক কেন তার লাইসেন্স স্থায়ী বাতিল করা হবেনা তার লিখিত জবার দিতে সময়ে বেঁধে দেয়া হয়েছে। এ বিষয় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান খান জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলিল নিবন্ধনের জন্য জমা করা আইন ও বিধিসম্মত নয়। এতে সংশ্লিষ্ট দলিল লেখক জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দ্রুত তার বিরুদ্ধে সভা করে সাংগঠনিক নেয়া হবে। এ বিষয় অভিযুক্ত দলিল লেখক মোঃ মহাসীন কবির খান সনদ স্থগীত ও কারণ দর্শানোর চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, অনিচ্ছাকৃত ভুলবশত একটি দলিলে সঠিক কাগজ দেয়া যায়নি।তাই কর্তৃপক্ষ চিঠি দিয়েছে।আমি নির্ধারিত তারিখের মধ্যে লিখিত জবাব দিয়েছি। এ বিষয় নলছিটির সদ্য সাবেক উপজেলা সাব রেজিস্ট্রার মো.ইফতেখারুল ইসলাম জানান,ভুয়া কাগজপত্র দিয়ে দলিল লেখা বিধি বহিভূত কাজ ও শাস্তি যোগ্য অপরাধ বিধায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুয়ায়ী দলিল লেখক মহাসীন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
    এদিকে অভিযুক্ত দলিল লেখক ও আওয়ামীলীগ নেতা মোঃ মহাসীন কবির খানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া গেছে। সাব রেজিস্ট্রী অফিসে তার দুর্নীতির খবর ফেসবুক ছড়িয়ে পড়লে ভুক্তোভোগীরা তার বিগত দিনের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। জানা গেছে, বিগত আওয়ামী সরকারের আমলে নিজের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি দখলে নিয়ে বসতঘর নির্মাণ করেছেন।ওই স্কুলটি উপজেলার একটি প্রাচীনমত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি রয়েছে । এটি বিট্রিশ সরকার তৎকালীন গোটা বাকেরগঞ্জ মহাকুমায় শিক্ষা বিস্তারে প্রত্যন্ত অঞ্চল চিহ্নিত করে আখরপাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন বলেও জানা যায়। সাম্প্রতিক আম্বিচরণ এইচ.ই স্কুলের জমি উদ্ধার কমিটি নামে স্থানীয় একটি
    সংগঠন আন্দোলনে নেমেছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, সেবাপ্রার্থীর টাকা নিয়ে দলিল সম্পন্ন না করা, ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে দলিল লেখা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানী, মসজীদ ও মাহফিলের অর্থ লোপাটের অভিযোগও রয়েছে। নানা অপকর্মের হোতা মোঃ মহাসীন কবির খানের সাব রেজিস্ট্রী অফিসে দুর্নীতি ধরা পড়ায় এলাকাবাসী তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ।

  • মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার সচল না থাকায়  সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে   জমির নামজারি ও খাজনা বন্ধ

    মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার সচল না থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে জমির নামজারি ও খাজনা বন্ধ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: দেশের দক্ষিনাঞ্চলের বৃহত্তর একটি উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সফটওয়্যার উন্নয়ন কাজের কারণে প্রায় ১ মাস দিন ধরে ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না বললেই চলে। এতে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। জমি কেনাবেচা না করতে পেরে এই উপজেলার মানুষ নানাবিধ সংকটে পড়েছে।

    উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস এলেই জমি কেনাবেচা বৃদ্ধি পায়। সেই হিসেবে সপ্তাহে সাব-রেজিস্ট্রি অফিসে শতাধিক দলিল হয়, যা থেকে সরকার আনুমানিক ৫০ লাখ টাকার রাজস্ব অর্জন করে। কিন্তু গত ১ মাস ধরে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা গ্রহণ বন্ধ রয়েছে।

    কয়েকজন দলিল লেখক জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে।

    উপজেলা ভুমি অফিসে কর্মরত একজন জানান ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না,এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।

    নদীতীরবর্তী একটি ইউনিয়ন তেলিগাতী থেকে মোরেলগঞ্জ উপজেলা ভুমি অফিসে সেবা নিতে এসেছিলেন মহাতাব উদ্দিন,সার্ভার সচল না থাকার কারনে তিনি নামজারি আবেদন করতে পারেন নি। ভুমি অফিস থেকে তাকে বুজিয়ে বলে দেয়া হয়েছে যে সার্ভার সচল হলে আবেদন করতে পারবে।

    এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সাবরেজিস্টার হীরা খাতুন বলেন,সাধারণত ডিসেম্বরে জমি রেজিস্টি বেশি থাকে,কিন্তুু ভুমি সেবা সার্ভার সাময়িক বন্ধ থাকার কারনে রেজিস্টি এমদম সীমিত,সরকারের রাজস্ব কমে যাচ্ছে,আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

    বিষয়টি নিয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: বদরুদ্দোজা জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সাময়িকভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ রয়েছে। আবার কোনো কোনো সময় কাজও করছে। তিনি বলেন, জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও দ্রুতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।আবেদন নিষ্পত্তি করার স্বার্থে দ্বিতীয় ভার্সনটি পুরোপুরি চালু করা যায়নি। কারিগরি কিছু ক্রটির কারণে সার্ভারটি সম্পুর্ন সচল হয়নি। আগের ভার্সনটি এখন সচল, ধীরে ধীরে দ্বিতীয় ভার্সনটি চালু হচ্ছে। এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পুরোপুরি সার্ভারটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

    গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ও বক্তব্য রাখবেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

    এ কর্মী সম্মেলন উপলক্ষে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতৃবৃন্দ। স্থানীয় দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখার পক্ষে এসব তথ্য জানানো হয়।

    সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার,জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।।

  • গাইবান্ধায় জামায়াত আমিরের আগমনে সুন্দরগঞ্জে শোডাউন

    গাইবান্ধায় জামায়াত আমিরের আগমনে সুন্দরগঞ্জে শোডাউন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সুন্দরগঞ্জে জামায়াতের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন করা হয়েছে। 

     সোমবার সকালে এ উপলক্ষে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে  উপজেলার জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মোটর সাইকেল নিয়ে শোডাউন শুরু করেন।

    মোটরসাইকেলের শোডাউনটি উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    এসময় পৌর জামায়াতের আমির একরামুল হক, আবু সোলায়মান সাজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    গত রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের মাঝে গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে উপস্থিত থাকার জন্য লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে বিশেষ ভাবে আহব্বান জানান  নেতাকর্মীগণ।

  • বানারীপাড়ায় নূর আলী মহাজনের দাফন সম্পন্ন-বিভিন্ন মহলের শোক

    বানারীপাড়ায় নূর আলী মহাজনের দাফন সম্পন্ন-বিভিন্ন মহলের শোক

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

    বরিশালে বানারীপাড়ায় ধান চাল ব্যবসায়ী মোঃ নূর আলী মহাজনের(৮১) ২৩ শে ডিসেম্বর সোমবার আসর বাদ তার বাড়ির সম্মুখে খৈলান মাঠে আসর বাদ জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। ২৩ ডিসেম্বর সোমবার সকাল ৭ ঘটিকার সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বানারীপাড়া সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার ও ইন্টারনেট ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেনের পিতা। মৃত্যু কালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযা নামাজে মানুষের ঢল নামে। তার জানাযার নামাজে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের লোক উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি বানারীপাড়ায় অতি সুনামের সাথে ধান চালের ব্যাবসার জড়িত ছিলেন।

    তার মৃত্যুতে রাজনৈতিক,সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • আ”লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির

    আ”লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের কালাইয়ে মহান বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন ফকিরের অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও পুনট ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান মো.ইব্রাহিম হোসেন ফকির। এমন অনুষ্ঠানে আওয়ামী লীগের সক্রিয় কর্মী থাকায় উপজেলার নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
    জানা গেছে, গতকাল শনিবার সন্ধায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব সমাজের এবং কুলি শ্রমিক বৃন্দের সার্বিক তত্তাবধানে মহান বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনের সঞ্চালক নাজমুল ছিলেন মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় নেতা। নাজমুল হোসেন ফকিরের বিরোদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলনের ছত্রছায়াই জলমহাল দখল, পুকুর, বাড়িঘর দখল, চুরি, মাদক, লুটপাট, চাঁদাবাজি, অপহরণ, নিরীহ মানুষদের মারধর ও মামলার ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়াসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে। নাজমুলের বিরোদ্ধে উঠা সকল অভিযোগগুলো পাত্তা না দিয়ে তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় বিএনপির উপজেলার আহবায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন ফকিরের উপর অসন্তুষ্ট বিএনপির নেতা ও কর্মীরা।
    উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট সকাল ৯ টা পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের উপর চরাও ছিল আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন ফকির। বিগত সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট ডাকাতি করে হুইপ ও সাবেক উপজেলা চেয়ারম্যানের আস্থাভাজন হয়ে উঠেছিল নাজমুল।
    মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জলি জানান, বিগত সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান ও হুইপের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে নাজমুল। মাত্রাই ইউনিয়ন বিএনপিতে চরম অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের দৌরাত্য বেরেছে। বর্তমান নাজমুল হোসেন ফকিরকে উপজেলা বিএনপির আহবায়কের মদদে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে ।
    মাত্রাই ইউনিয়ন বিএনপির নেতা বলেন, বিএনপির সুদিনের সম্ভাবনায় এখন অনেক হাইব্রিড নেতা জুটতে শুরু করেছে, আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী খোলস পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। হাইব্রিড নেতাদের কারণে বর্তমান মাত্রাই ইউনিয়ন মূল বিএনপি নেতারা অনেক বীপদে রয়েছে। হাইব্রিড নেতা নাজমুল বৈষম্যবিরোধী আন্দোলনের বেপারীতে আওয়ামী লীগের সঙ্গে ছিলো। কালাই উপজেলা বিএনপির আহবায়ক মো.ইব্রাহিম হোসেন ফকির এখন বিএনপির সুনামকে নষ্ঠ নিয়ে মহা ব্যস্ত রয়েছে।
    মাত্রাই বাজারের প্রবীণ আওয়ামী লীগ কর্মী মোসলেম উদ্দিন ও মোন্না পাড়ার আমজাদ হোসেন সহ অনেকেই জানান, নাজমুল আগস্টের ৫ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ করছে। এখন শুনছে আবার ইব্রাহিমের সাথে বিএনপির রাজনীতি করছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানরে আয়োজক এক কুলি শ্রমিক বলেন, আমাদের কুলি সমিতির পক্ষে এতবড় আয়োজন করা সম্ভব নয়। আমাদের নাম দিয়ে নাজমুল এই অনুষ্ঠান আয়োজন করছেন।
    এই বিষয়ে নাজমুল হোসেন ফকির জানান, আমি মাত্রাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতে বাধ্য হয়েছি। তবে আমার বিরোদ্ধে আনিত অন্যান্য অভিযোগগুলোর কোন সত্যতা নাই।
    কালাই উপজেলার বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির জানান, নাজমুল হোসেন ফকিরের বাবা মাত্রাই ইউনিয়নের বিএনপির প্রতষ্ঠাতা সভাপতি ছিলেন। অনুষ্ঠান নাজমুলের সঞ্চালনায় থাকলেও আমি মুলত গিয়েছি মাত্রাই ইউনিয়ন যুব সমাজের দাওয়াতে।

  • একাত্তর আমরা ভুলতে পারি না: ফখরুল

    একাত্তর আমরা ভুলতে পারি না: ফখরুল

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকেই বলে একাত্তর সাল ভুলে যাবে। একাত্তর সাল আমরা ভুলতে পারি না। একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি নিজেকে চিনতে পেরেছি এই একাত্তর সালে।

    রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বারবার জেলে গেছি। সারা বাংলাদেশেই একটা ভয়, ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছিলো হাসিনা। মানুষ চায়নি, জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছিলো। সে ভেবেছিলো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। কিন্তু পালাতে হয়েছে। ফ্যাসিবাদের পরিণতি এমনই হয়।

    মির্জা ফখরুল বলেন, আমাদের জন্য আবার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলবো। সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। গত ১৫ বছর আমাদের ছেলেরা ভোট দিতে পারেনি। আমরা ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সাজাবে। এটাই আমরা চাচ্ছি।

    পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কন্ঠশিল্পী বেবী নাজনীন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সবে পাঁচবারের মেয়র ।

    ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন ধর্মাবলম্বীরাও অংশ নেন। বক্তব্য শেষে ২৪ এর অভ্যুত্থানে পঞ্চগড়ের ৫ শহীদের পরিবার এবং দলীয় কর্মসূচিতে পুলিশি হামলায় নিহত একজনের পরিবারকে অর্থসহায়তা দেন বিএনপি মহাসচিব।

  • ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন আগামীকাল

    ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন আগামীকাল

    শহিদুল ইসলাম।
    বিশেষ প্রতিনিধিঃ

    ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর উপস্থিতিতে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখা এর পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব, এস. রহমান হলে আগামীকাল ২৩শে ডিসেম্বর ২০২৪, সোমবার , সকাল ১১:৩০ হতে চলমান রাজনৈতিক সংকট ও মুক্তির উপায় মানবতার রাজনীতি, জীবন- দ্বীন-দেশ-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা-নিরাপত্তা-অধিকার রক্ষায় সংবাদ সম্মেলনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    উক্ত কর্মসূচির সার্বিক সাফল্যে আপনাদের সকলের সহায়তা কামনা করছি এবং আপনার পত্রিকা/টিভি’র পক্ষ থেকে ছবি ধারণও সম্প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন

    বার্তা প্রেরক,এমদাদ সায়ীফ,সাধারন সম্পাদক
    ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (চট্টগ্রাম জেলা)

  • রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে পঁচিশ হাজার টাকা জরিমানা

    রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে পঁচিশ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে ২২.১২.২০২৪ ইং তারিখে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

    উক্ত অভিযানে স্যানিটারী ন্যাপকীন পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স আসমানী স্যানিটারী ন্যাপকীন আলহাজ্বনগর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব জাকিয়া সুলতানা রোজী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও সন্দীপ দাস, পরিদর্শক (মেট্রোলজি)। 

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছায় মাঠে মাঠে হলুদ ফুলের সমারহ

    পাইকগাছায় মাঠে মাঠে হলুদ ফুলের সমারহ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় সরিষার ক্ষেত হলুদ ফুলে ভরে গেছে। সরিষার আবাদ ভালো হয়েছে। ক্ষেতের পর ক্ষেত হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মন আলোড়িত হচ্ছে। মধু আহরনে মৌমাছিরা মেতে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। ক্ষেতের পর ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে উঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে।

    বৃস্টি ও ঘন কুয়াশা না পড়ায় সরিষা চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের সরিষার বীজ ও সার দেওয়ায় সরিষার আবাদ বেড়েছে। তবে সময় মত মাটিতে জো না আসায় সরিষার আবাদ কিছুটা দেরি শুরু হয়েছে। উপকূলের লবনাক্ত এলাকা চাষাবাদ অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভর করে। অন্য এলাকায় আগাম মাটিতে জো আসলেও উপকূল এলাকার নিঁচু মাটিতে জো আসতে দেরি হয়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সরিষার চাষের উপযোগী ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলি সরিষার আবাদ হয়। আর চাঁদখালী, গড়ইখালী ও দেলুটিতে উচু এলাকার সামান্য জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা বারি সরিষা ১৪,১৮ বিনা-৯ ও স্থানিয় জাতের সরিষা আবাদ করেছে। উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছে।
    উপজেলার গোপালপুর গ্রামে সরিষা চাষী আনছার আলী, আব্দুস সামাদ,হিতামপুর ব্লকের জিয়া সরদার ও সলুয়ার শহিদ জানান, তাদের ক্ষেতের আবাদকৃত সরিষা ভালো হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল ইসলাম জানান, ধান কাটতে দেরি হওয়ায় সরিষা আবাদ করতে কিছুটা দেরি হয়েছে। কৃষকরা যদি আগাম জাতের ধান চাষ করে তাহলে ধান কাঁটার পর সময়মত সরিষা চাষে পূরা সময় পাবে। এ ব্যাপারে কৃষকদের আগাম জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাছাড়া উপকূল এলাকার নিচু জমিতে জো আসে দেরিতে সে জন্য ফসল লাগাতেও দেরি হয়। এবছর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোন বিপর্যয়ের সৃষ্টি না হলে সরিষার আশানুরুপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।