Blog

  • ময়মনসিংহে সরকারী দপ্তর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করেছে পুলিশ

    ময়মনসিংহে সরকারী দপ্তর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করেছে পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ – ময়মনসিংহে অভিযান চালিয়ে সরকারি প্রতিষ্ঠান মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সরকারি এ দপ্তরে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচার ব্যবসা। নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে।

    রোববার (২২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালিয়ে পুলিশ এসব অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান। এ সময় তিনি আরও জানান- প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে। এই ঘটনায় ফারজানা শান্তা (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন । গ্রেফতারকৃত ফারজানার স্বীকারোক্তি অনুযায়ী এগুলো তার স্বামী হৃদয় মিয়া (২৪) ও তন্ময় ( ২৫) এর বলে জানান তিনি। তারা এসব ক্রয় বিক্রয় করে । উভয় আসামী পলাতক রয়েছে বলে রেঞ্জ ডিআইজি জানান । তবে এসব অস্ত্র এতো অল্প বয়সের যুবকের কাছে কি করে আসলো, এদের সাথে কাদের যোগাযোগ রয়েছে তা ক্ষতিয়ে দেখে তাদের কে দ্রুত গ্রেফতার করার কথাও বলেন তিনি। এসময় নবাগত জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর তদন্ত মোঃ সাইফুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন এস এম নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

    এব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্য প্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।

    ওসি বলেন, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

  • ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার মমিন সভাপতি ও রুহুল সম্পাদক নির্বাচিত

    ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার মমিন সভাপতি ও রুহুল সম্পাদক নির্বাচিত

    এম এ আলিম রিপন : সুজানগর পৌর শহরের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মমিনকে সভাপতি   এবং শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার  ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন  কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে  জাতীয় ওলামা মাশায়েখ এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে কুরআন সুন্নাহ অনুযায়ী, সাহাবিদের নমুনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে ওলামায়ে কেরাম এর অংশগ্রহণ সময়ের অপরিহার্য দাবী রাখে।তারা আরও বলেন, জমিনের সর্বস্তরে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও অন্যায়, জুলুম নির্যাতন পাপাচার রোধ করতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারা।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০ টাকা জরিমানা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর উদ্যোগে ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মৌসুমি বেকারী, পান্থাপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে বিস্কুট ও ব্রেড এবং এস ডি বেকারি, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে চানাচুর ও কেকের মোড়কজাত সনদ ও গুণগত মানসনদ না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    উক্ত অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) সন্দীপ দাস।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল  ফেলে পালালো চোরাকারবারীরা

    সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাংগা এলঅকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একি অভিযানিক দল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ  শেষে সনদপত্র বিতরণ

    বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে তিন দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু। এ সময় ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পাদক নাজিয়া আফরিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে গত শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশ গ্রহণ করেন।
    সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাংগা এলঅকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একি অভিযানিক দল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় প্রাইভেট কারে মাদকদ্রব্য পরিবহনকালে ৬১ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০২টি প্রাইভেট কার জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, দুপুর ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ জাকস ফাউন্ডেশন এর সামনে ঢাকা হতে রংপুরগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০২টি প্রাইভেট কার এবং নগদ ৪,৮০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ হুমায়ূন কবির (৪২), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-নিমধি, ২। মোঃ আল আমিন (৩০), (ড্রাইভার), পিতা-মোঃ আলম, সাং-ইন্দ্রকুল, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা-মোঃ সিরাজ বেপারী, সাং-চর ফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৪। মোঃ ফরিদ (৩০), (ড্রাইভার), পিতা-মৃত শহিদুল্লাহ, সাং-দোইয়ারা একাতরী, থানা-শাহারাস্থী, জেলা-চাঁদপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    জি এম রাঙ্গা।।

    ২৩ ডিসেম্বর সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের পক্ষে রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস শীতার্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে রেঞ্জ কমান্ডার বলেন, “এটা বিষয়ের মাস, এমাসেই দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, সেখানে আনসার বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যন্ত সূচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ বাহিনীর কার্যক্রম বিস্তৃত। যা দেশের ৬১ লক্ষ সদস্য-সদস্যা নয় বরং ৬১ লক্ষ পরিবারের এক বিশাল জনসংখ্যা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং এ লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।” শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজুর রহমান, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • ত্রিশ বছরের পুরানো রাস্তা জোরপূর্বক কেটে ফেলে দেয়ার অভিযোগ জনদুর্ভোগে বেশ কয়েকটি পরিবার

    ত্রিশ বছরের পুরানো রাস্তা জোরপূর্বক কেটে ফেলে দেয়ার অভিযোগ জনদুর্ভোগে বেশ কয়েকটি পরিবার

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//

    ত্রিশ বছরের ব্যাবহার করা রাস্তা কোদাল দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়েছে, খালের উপর পারাপারের সুপারি গাছের সাকোটিও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে ছিদ্দিক এর ছেলে আসলাম গংদের বিরুদ্ধে। ফলে মানবেতর জীবনযাপন করছে মোকলেসুর রহমান এর পরিবার ও তার আসে পাশের বেশ কয়েকটি পরিবার।মোকলেসুর রহমান ঘরের পাশেই রয়েছে একটি ডিপ টিউবওয়েল। এখন টিউবওয়েল থেকে পানি আনতে পারছেনা পরিবার গুলো। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুনিয়ারি গ্রামে ঐ ঘটনা ঘটে।

    ঘটনা স্থালে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, তবে আসলাম এর দাবি ঐ যায়গা আমাদের এতোদিন গায়ের জোরে হাটছে এখন আর হাটতে দিবে না।

    এবিষয়ে মোকলেসুর রহমান এর মেয়ে জানান, এই রাস্তা দিয়ে আমার ত্রিশ বছর ধরে হাটাচলা করছি। হটাৎ করে সরকার পতনের পর আমাদের এই রাস্তা দিয়ে হাটতে দিচ্ছেনা। ছিদ্দিকের ছেলে আসলাম কোদাল দিয়ে রাস্তার মাটি কেটে ফেলে দিয়েছে সুপারি গাছের চারটিও ফেলে দিয়েছে আমারা এখন ঘর বন্ধি হয়ে থাকি, অনেক কষ্ট করে ঘর থেকে বের হই। আব্বা বয়স্ক মানুষ অনেক কষ্ট করে হাট বাজারে যায়।

    অথচ এলাকার মেম্বার চেয়ারম্যান মিলে এই রাস্তা দিয়ে আমাদের হাটতে দিয়েছে। ৪০ দিনের কর্মসূচি দিয়ে রাস্তাটি তৈরি করে দিয়েছে। এখন সরকার পতনের পর হটাৎ করে আমাদের এই রাস্তা দিয়ে হাটতে দিচ্ছে না আমাদের। কারন আমার আওয়ামিলীগ করি এবং নৌকায় ভোট দিয়েছিলাম। এমনকি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছে কিছুই বলতে পারিনি। এখন আমাদের দাবি অন্তত রাস্তাটি আমাদের ব্যাবহার করতে দেয়া হোক।

    ভুক্তভোগী মোকলেসুর রহমান বলেছেন, গত ত্রিশ বছর যাবত ওই রাস্তা দিয়ে বাড়ীতে আসাযাওয়া করছি। হটাৎ করে ছিদ্দিকের ছেলে আসলাম বাড়ীতে যাওয়ার রাস্তাটি কেটে ফেলেছে এবং সুপারি গাচের সাকোটি ফেলে দিয়েছে। এতে আমাদের ঘরবন্ধি হয়ে থাকতে হচ্ছে। অনেক কষ্ট করে খাল,জঙ্গল ডিঙিয়ে দশ মিনিট হেটে বাড়ীতে প্রবেশ করতে হচ্ছে।

    এ বিষয়ে ছিদ্দিককুর রহমান বলেন,এ যায়গা আমারা ক্রয় সূত্রে মালিক মোকলেসুর রহমান এর জামাই কামাল জোর করে আমাদের যায়গার উপর থেকে রাস্তা তৈরি করেছিলো আমরা ঢাকায় থাকার সুযোগে।তাদের উত্তর পাশে যায়গা আছে সেখান থেকে রাস্তা তৈরি করে হাটাচলা করুক আমাদের যায়গা থেকে তারা হাটতে পারবে না।

    এ বিষয়ে এলাকার মেম্বার মাজেদ মিয়া বলেন,যায়গাটা ছিদ্দিকের এটা নিয়ে পরিষদে কয়েকবার বৈঠক করেছিলাম। চেয়ারম্যানও বিষয়টি জানে। ৪০ দিনের কর্মসূচি দিয়ে রাস্তাটি করা হয়েছিলো। এখন তাদের যায়গা থেকে হাটতে না দিলে আমরা কি করতে পারি।

  • মোরেলগঞ্জে বিএনপি নেতার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে সভা

    মোরেলগঞ্জে বিএনপি নেতার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে সভা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মরহুমের কবর জিয়ারত করেন এবং পরে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

    উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায় ,এফ এম শামীম আহসান,পোর বিএনপি যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, মশিউর রহমান শফিক, থানা বিএনপি যুগ্ন-আবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের উপজেলা সভাপতি পল্লী চিকিৎসক রমিজ উদ্দিন এবং স্থানীয় সুধীজন। প্রায়াত বিএনপি নেতা রুহুল আমীন ফারুকীর সহধর্মিনী জোসনেয়ারা ফারুকী ও তার ছেলে সায়মন জিয়ন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।** ## **

  • সাবেক হুইপ সামশুলের স্বপরিবারে ব্যাংক হিসাব তলব দুদকের 

    সাবেক হুইপ সামশুলের স্বপরিবারে ব্যাংক হিসাব তলব দুদকের 

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া সংবাদদাতা।। আলাদিনের চেরাগের মতো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ  সামশুল হক চৌধুরী ওরফে বিচ্ছুকে নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠেছিল। তাঁর মত রাজনীতিতে আদর্শ বিচ্যুত অনুপ্রবেশকারীদের অনিয়ম দুর্নীতির কারণে আওয়ামী লীগের আজ করুণ অবস্থা। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। 
    আওয়ামী লীগের সুসময়ে এমপি মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়েছেন সামশুল হকরা। কিন্তু দলের দু:সময়ে মামলা মোকদ্দমা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে কারাগারে যাচ্ছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমদের মত অসংখ্য ত্যাগী নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে পটিয়ায় দলের ত্যাগী নেতাকর্মীরা মামলা হামলার শিকার হলেও খোঁজখবর নিচ্ছেন না সামশুল হক চৌধুরীসহ সুবিধাভোগী কোন জন প্রতিনিধি। 
    চট্টগ্রাম -১২ পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি বিরোধী সংস্থা
     দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক বিতর্কিত হুইপ ও  সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড,এলজিইডি,সড়ক ও জনপদ বিভাগের কাজে প্রকৃত মূল্যের চেয়ে শতকরা ৪০ থেকে ৫০ ভাগ বেশি দরে প্রাক্কলন তৈরী করে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক চোরাকারবারির নিকট হতে কমিশন গ্রহণ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১(পটিয়া)’র সাবেক বহিস্কৃত চেয়ারম্যান আলমগীর খালেদের মাধ্যমে বিলের উপর অতিরিক্ত অর্থ আদায়সহ পল্লী বিদ্যুৎ,পানি উন্নয়ন বোর্ড,সড়ক ও জনপদ, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্নসাৎ পূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ।
    দুদকের মহাপরিচালক (তদন্ত-২) এর সিদ্ধান্ত মতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সামশুল হক চৌধুরী, তার স্ত্রী মিসেস কামরুন নাহার চৌধুরী, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন,মেয়ে তাকলিমা নাছরিন চৌধুরী,তাহমিনা নাসরিন চৌধুরী,ভাই ফজলুল হক চৌধুরী, মজিবুল হক চৌধুরীর নামে দেশের সকল ব্যাংকের যে কোন শাখায় কোন সঞ্চয়ী/চলতি/এফডিআর/ডিপিএস/ঋণ/লকার/সঞ্চয়পত্র বা অন্য কোন হিসাব থেকে থাকলে সেগুলোর হিসাব বিবরণী এবং তৎসংক্রান্ত রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত কপি অতীব জরুরি বিবেচনা করে সরবরাহের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিতে সংশ্লিষ্ঠদের অনুরোধ করা হয়। 

    দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলার উপ পরিচালক আতিকুল আলম জানান, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি মাত্র। তার ব্যাপারে সব দপ্তরে তদন্ত করা হবে। অনিয়ম দুর্নীতির সন্ধান পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।