Blog

  • জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিতা বিরামপুরে গ্রে-প্তার

    জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিতা বিরামপুরে গ্রে-প্তার

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা (৬৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

    শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন। এর আগে, শুক্রবার রাত পৌনে ২টায় জেলার বিরামপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতা বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে ও দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

    অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    মো: জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • তেঁতুলিয়ায় ব্যালেটে সীল মেরে ফেসবুকে ছবি পোস্ট করা সেই ইউপি চেয়ারম্যান আশরাফুল আ-টক

    তেঁতুলিয়ায় ব্যালেটে সীল মেরে ফেসবুকে ছবি পোস্ট করা সেই ইউপি চেয়ারম্যান আশরাফুল আ-টক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নিবাচনে ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ।

    আজ শনিবার দুপুরে আশরাফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

    এর আগে শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় তার নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ৷

    জানা গেছে,আটক আশরাফুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।

    পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টায় তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এছাড়া জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) নামে আরেক কৃষকলীগ নেতাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানা।

    এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ ২জনকে আটকের পর আজ শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ,এই যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা,ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান৷

  • প্রাণীদের পাশে মানবিক উদ্যোগ, পঞ্চগড়ে প্রাণীকল্যাণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন

    প্রাণীদের পাশে মানবিক উদ্যোগ, পঞ্চগড়ে প্রাণীকল্যাণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধিঃ মানুষ কথা বলতে পারে, নিজের কষ্ট জানাতে পারে। কিন্তু নীরব প্রাণীরা পারে না। সেই নীরব কণ্ঠগুলোর হয়ে কথা বলা এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক ব্রত নিয়েই পঞ্চগড়ে কাজ করে যাচ্ছে “Panchagarh Animal Rescue And Adoption Group” নামে একটি স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণমূলক সংগঠন।
    প্রাণী বাঁচলে মানবতা বাঁচবে—এই দর্শনকে সামনে রেখে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের ধাঁনসিড়ি চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রাণীদের নিয়ে চলমান কার্যক্রম, সমাজে প্রাণীকল্যাণের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর মাহসান স্বপ্ন ও তৌহিদা অনয়, সংগঠনের উপদেষ্টা ডা. ফয়সাল খালেকুজ্জামান, সভাপতি ইমামুল মুরছালিন, স্থানীয় সাংবাদিক লুৎফর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
    “Panchagarh Animal Rescue And Adoption Group” একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন হিসেবে পঞ্চগড় অঞ্চলে দীর্ঘদিন ধরে অবহেলিত, আহত ও পথপ্রাণীদের উদ্ধার, চিকিৎসা ও আশ্রয় প্রদান করে আসছে। সড়ক দুর্ঘটনায় আহত প্রাণী, অসুস্থ কুকুর-বিড়াল কিংবা অনাহারে থাকা পথপ্রাণীদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা সংগঠনটির নিয়মিত কাজের অংশ।
    এছাড়াও স্থানীয় জনগণের মাঝে প্রাণীকল্যাণ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রাণীদের জন্য খাবার, টিকা ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে সংগঠনটি। প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। মানবিক এই সংগঠনের একটি ব্যতিক্রমী উদ্যোগ হলো প্রতি শুক্রবার অবহেলিত কুকুরদের জন্য মাংস কিনে খাওয়ানো। নিয়মিত এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণীর প্রতি দয়া দেখানো কোনো বিলাসিতা নয়, এটি মানবিক দায়িত্ব। সমাজে প্রাণীদের প্রতি সহমর্মিতা বাড়লে সহিংসতা ও নিষ্ঠুরতাও কমে আসবে। প্রাণীকল্যাণ নিশ্চিত করা মানেই একটি সভ্য ও মানবিক সমাজ গড়ে তোলা।
    সংগঠনের সদস্যরা জানান, মানুষের সহযোগিতা ও সচেতনতা বাড়লে ভবিষ্যতে প্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। তারা সকলকে প্রাণীর প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

  • প্রিয় সলঙ্গার গল্প’র ফ্রি মেডিকেল ক্যাম্প অ-নুষ্ঠিত

    প্রিয় সলঙ্গার গল্প’র ফ্রি মেডিকেল ক্যাম্প অ-নুষ্ঠিত

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    “মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন” এ স্লোগানকে সামনে রেখে “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলঘ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চীফ এডমিন শাহ আলম।এ সময় উপস্থিত ছিলেন,
    রেব হেডকোয়ার্টার এর আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল,সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,উপদেষ্টা এস.এম ফারুক হায়দার,সহকারি অধ্যাপক বেলাল হোসেন,প্রভাষক তাজউদ্দীন,এডমিন তুষার,হারুন অর রশিদ,শাহিদুল,হাফিজ,মিলন, রাকিব,ফরহাদসহ অনেকে।সহযোগীতায় ছিলেন,আব্দুল আলিম হজ্ব কাফেলা,জুম ইলেট্রনিক্স,লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা।
    বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ,শিশু-কিশোর ও বৃদ্ধ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।এ ছাড়াও রক্তের গ্রুপ,ওজন,প্রেসার ও ডায়াবেটিস বিনামূল্যে পরীক্ষা করা হয়।
    সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম,
    মুখ,চোয়াল ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,সার্জারী বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ অলি আহমেদ পারভেজ ও মেডিসিন,চর্ম যৌন রোগে অভিজ্ঞ ডা.মোঃ আব্দুল্লা আল কাফি এবং ডা: সুমাইয়া বিনতে সাত্তার (এমবিবিএস,এমআরসিওজি (লন্ডন)।

  • ভালুকায় মব সৃষ্টি কারখানা শ্রমিককে হত্যা.পুলিশ ও র্যাবের পৃথক অ-ভিযানে গ্রে-ফতার-১০

    ভালুকায় মব সৃষ্টি কারখানা শ্রমিককে হত্যা.পুলিশ ও র্যাবের পৃথক অ-ভিযানে গ্রে-ফতার-১০

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে মব সৃষ্টি করে শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িত থাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে মোট ১০জন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহীনী । গ্রেফতারকৃত আসামিরা হলেন-ভালুকা উপজেলার মোঃ আজমল হাসান সগীর (২৬), মোঃ শাহিন মিয়া (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ নাজমুল (২১),মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।।গ্রেফ” তারকৃত আ” সা” মি” দেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    শুক্রবার (২০ডিসেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভালুকা থানা পুলিশের যৌথ অভি” যানে ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম দিপু চন্দ্র দাশ। তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।উপজেলার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন দিপু। উক্ত ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে তারা হলেন-ভালুকা উপজেলার মোঃ আজমল হাসান সগীর (২৬), মোঃ শাহিন মিয়া (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ নাজমুল (২১।

    অপরদিকে র্যাবের অতিরিক্ত ডিআইজি নঈমুল হাসান জানান একই ঘটনায় আরো ৭ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। গ্রেপ্তাররা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

    স্থানীয় সুত্রের বরাদ দিয়ে অতিরিক্ত জেলা পুলিশ (সুপার অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানায়-
    হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ক “টু” ক্তির অভি” যোগে ভালুকা থানাধীন ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার্স নীটওয়্যারস (বিডি) লিঃ ফ্যাক্টরির শ্রমিক ও উত্তেজিত জনতার দ্বারা গণ”পি”টু” নির শি”কা”র হয়ে নিহত হন
    উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ও তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে
    দিপু চন্দ্র দাশ। উ” ত্তে”জিত শ্রমিক-জনতা লাশ মহাসড়কে নিয়ে গিয়ে অব”রোধ করে এবং লা” শে অ” গ্নি-সংযোগ করে। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেলসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উ” ত্তে” জি”ত জনতাকে নিবৃত্ত করেন এবং থেকে লাশ উদ্ধার করেন, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। থানায় লা” শে” র সুরতহাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ম” র্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা, মা” মলা নং ২৬, তারিখ: ১৯/১২/২০২৫ খ্রি:* রুজু হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মা” মলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ, ধারণকৃত ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভালুকা থানা পুলিশের যৌথ অভি” যানে ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে ২০/১২/২০২৫ খ্রি: মধ্যরাতে তিনজনকে গ্রেফ” তার করা হয়েছে। গ্রেফ” তারকৃত আ” সা” মিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লো” গা” নের মাধ্যমে উৎসুক জনতাকে
    উ” স্কানি দিয়ে মব ভায়োলেন্স সৃষ্টি করে হ” ত্যা” কাণ্ড সংঘটিত করে এবং লা” শ ঝুলিয়ে আ” গু” ন দেয়ার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

    অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরও জানান- এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আ”সামিদের গ্রেফ” তারে পুলিশের অভি” যান অব্যাহত রয়েছে।ঘটনার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

  • মুকসুদপুরে আওয়ামীলীগের ১০ নেতৃবৃন্দের প-দত্যাগ

    মুকসুদপুরে আওয়ামীলীগের ১০ নেতৃবৃন্দের প-দত্যাগ

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতৃবৃন্দ একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।

    আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টায় দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা সকলেই একযোগে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

    সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

    পদত্যাগের ঘোষণা দেওয়া নেতৃবৃন্দরা হলেন জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সদ্য সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদ্য সাবেক সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী বলেন, আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে আমরা সকলেই একযোগে আওয়ামী লীগের সকল পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। যা এখন থেকেই কার্যকর হবে।

  • ময়মনসিংহ-৭ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন এডভোকেট এটিএম মাহবুব

    ময়মনসিংহ-৭ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন এডভোকেট এটিএম মাহবুব

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ-৭ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এনসিপির
    অন্যতম সংগঠক, জুলাই গনঅভ্যুত্থানেের রাজপথ যোদ্ধা,এন পি এস গন মাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মানবাধিকার কর্মী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম

    বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকির হাত থেকে তার পক্ষে এনসিপির অন্যতম কর্মী ইসমাইল হোসেনের নেতৃত্বে এনসিপির তিন রাজপথ কর্মী যৌথভানে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন

    মনোনয়ন পত্র সংগ্রহের পরপরেই কার্যালয়ে অবস্থান করা ত্রিশাল উপজেলা এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় মুখরিত করে তুলেন।

    মনোনয়ন পত্র সংগ্রহের পর এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমরা জারি রেখেছি। বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনা সরকারের পতন করেছি আমরা। ৫আগস্টের সেই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আমি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ-৭ আসনে দীর্ঘদিন আওয়ামী লীগের কুখ্যাত গডফাদাররা জোড়পূর্বক এমপি পদে বিনা ভোটে জগদ্দল পাথরের মত বসে ছিলো। মানুষের নূন্যতম সেবা নিশ্চিত না করে এই ত্রিশালের লাখ লাখ মানুষকে কষ্ট দিয়েছে।
    পরিকল্পিতভাবে পুরো ত্রিশালকে বসবাসের অযোগ্য করে তুলেছিলো আওয়ামী ফ্যাসিবাদী শক্তিরা। এই অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত সমৃদ্ধ উপজেলা হিসাবে উপহার দিবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন এটিএম মাহবুব উল আলম।

    উল্লেখ্য, ময়মনসিংহ-৭ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসাবে ডাঃ মাহবুবুর রহমান লিটন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল,ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল,স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মরহুম আব্দুল খালেক এমপির পুত্র বিএনপি নেতা আনোয়ার সাদাত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

  • টিকটকে নাচ নিয়ে বি-বাদ: স্ত্রীকে হ-ত্যার পর লা-শ গু-ম করার চেষ্টা

    টিকটকে নাচ নিয়ে বি-বাদ: স্ত্রীকে হ-ত্যার পর লা-শ গু-ম করার চেষ্টা

    ​নিজস্ব প্রতিবেদক-হেলাল শেখঃ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫)
    ​বগুড়ায় টিকটকে নাচের ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ টয়লেটের হাউজে (সেপটিক ট্যাংক) লুকিয়ে রাখার এক রোমহর্ষক ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিখোঁজের নাটক সাজিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ঘাতক স্বামী মুকুল মিয়ার।

    ​ঘটনার বিবরণ,​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর (শনিবার) রাতে একটি বিয়ের অনুষ্ঠানে নিহতের নাচানাচি ও সেই ভিডিও টিকটকে প্রচার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী মুকুল মিয়া (৩১) উত্তেজিত হয়ে স্ত্রী মারুফাকে (২৫) গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

    ​লাশ গুম ও নিখোঁজের নাটক
    ​হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের জন্য ওই রাতেই মুকুল তার নিজ বাড়ির টয়লেটের হাউজে স্ত্রীর মরদেহ ফেলে দেন এবং হাউজের মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে আটকে দেন। ঘটনা ধামাচাপা দিতে তিনি শ্বশুরবাড়ি ও আশপাশের মানুষকে জানান যে, মারুফা বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গত ১৫ ডিসেম্বর বগুড়া সদর থানায় স্ত্রীর নিখোঁজ সংবাদ জানিয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি।

    ​যেভাবে ধরা পড়ল ঘাতক
    ​জিডির প্রেক্ষিতে সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার ওসি ইকবাল বাহার ও ইন্সপেক্টর মোঃ রাজু কামালের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) মুকুল মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টয়লেটের হাউজ থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।

    ​একনজরে অভিযুক্ত ও ভুক্তভোগী:
    ​গ্রেপ্তারকৃত: মোঃ মুকুল মিয়া (৩১), গ্রাম: নুড়ুইল মধ্যপাড়া, শেখেরকোলা ইউনিয়ন।
    ​নিহত: মোছাঃ মারুফা (২৫), গ্রাম: নন্দীপাড়া পীরগাছা, নারীপাড়া ইউনিয়ন। ​আইনি পদক্ষেপ
    ​বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • আশুলিয়ায় জমির দাম বৃদ্ধিতে কমছে কৃষি জমি, জলাবদ্ধতায় বাড়ছে পরিবেশ দূ-ষণ

    আশুলিয়ায় জমির দাম বৃদ্ধিতে কমছে কৃষি জমি, জলাবদ্ধতায় বাড়ছে পরিবেশ দূ-ষণ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দ্রুত হারে কমে যাচ্ছে কৃষি জমি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও পোশাক কারখানা থেকে নির্গত নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি খোলা জায়গায় ফেলা হয় এবং রাস্তায় ময়লা ফেলায় মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    এ বিষয়ে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বলেন, “জমির দাম বেড়ে যাওয়ায় কৃষি জমিতে একের পর এক বাড়িঘর ও কারখানা গড়ে উঠছে। এতে কৃষি উৎপাদন যেমন কমছে, তেমনি পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

    শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ১৮ বছর আগে যেখানে প্রতি শতাংশ কৃষি জমির মূল্য ছিল মাত্র ১০ হাজার টাকা, বর্তমানে সেই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। জমির এই মূল্যবৃদ্ধির সুযোগে কৃষি জমি ভরাট করে অপরিকল্পিতভাবে আবাসিক ভবন ও কলকারখানা নির্মাণ করা হচ্ছে।
    এলাকাবাসীর অভিযোগ, এ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসাবাড়ি ও পোশাক কারখানার বর্জ্যপানি রাস্তায় ও খোলা জায়গায় জমে থাকছে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
    সচেতন মহল মনে করেন, দ্রুত পরিকল্পিত নগরায়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি জমি রক্ষায় কঠোর আইন প্রয়োগ না করা হলে ভবিষ্যতে আশুলিয়ায় পরিবেশগত সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

  • ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে বেহাল রাস্তায় ধানগাছ রোপণ করে ব্যতিক্রমী প্র-তিবাদ

    ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে বেহাল রাস্তায় ধানগাছ রোপণ করে ব্যতিক্রমী প্র-তিবাদ

    হেলাল শেখঃ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভূমি রেজিস্ট্রি অফিসের ঠিক সামনের রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। জানা যায়, আশুলিয়ার জামগড়ায় এরকম বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা।

    স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তার দুরবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

    এ অবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। ভাঙা রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে তারা প্রতীকীভাবে দেখিয়ে দিয়েছেন-রাস্তাটি এখন যেন চলাচলের পথ নয়, চাষের জমিতে পরিণত হয়েছে।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা আমাদের কৌতুক নয়, চরম হতাশা থেকে করা প্রতিবাদ। রাস্তা না থাকলে আমরা ধানই লাগাবো।” আরেকজন জানান, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

    এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তার টেকসই সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। এখন দেখার বিষয়, এই ব্যতিক্রমী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কার্যকর পদক্ষেপ নেয় কি না। গাজীপুর ও আশুলিয়ার এ বিষয়ে বক্তব্য দেয়ার লোকজনের অভাব নাই কিন্তু কাজ করার লোকজন পাওয়া যায় না।