Blog

  • স্বরূপকাঠিতে খামারিদের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    স্বরূপকাঠিতে খামারিদের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা//

    পিরোজপুরের জেলা প্রশাসক স্বরূপকাঠির প্রান্তিক লেয়ার খামারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মঙ্গলবার দুপুরে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের করফা বাজার সংলগ্ন মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, খামারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো.বেলায়েত হোসেন। খামারীদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন বেলায়েত হোসন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তাদের কথা শোনেন এবং তাদের সমস্যার কথা গুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

    পরে প্রধান অতিথি হিসেবে উপজেলার এগারগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্র (কম্বল), সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট লোড পয়েন্টে দরিদ্রদের মাঝে শুকনা খাবারের প্যাকেট, উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক পর্যায়ে অসচ্ছল কৃষকদের মাঝে কৃষি উপকরণ (বীজ ও সার) ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এবং উপজেলা চত্তরে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করেন।

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভুইয়া, সহকারী কমিশনার(ভুমি) মো. রায়হান মাহামুদ,উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে নতুন ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস প্রথম যাত্রীরা টিকিট পেয়ে ভীষণ খুশি

    নড়াইলে নতুন ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস প্রথম যাত্রীরা টিকিট পেয়ে ভীষণ খুশি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে নতুন ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায়। পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। নতুন এই ট্রেনটি বিরতি দিয়েছে নড়াইল স্টেশনেও। প্রথম যাত্রায় যাত্রী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নড়াইলবাসী। এই ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। এখন থেকে আড়াই ঘণ্টার মধ্যেই ঢাকায় যাতায়াত করতে পারবেন নড়াইলবাসী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম ট্রেনটি নড়াইল স্টেশনে পৌঁছায়। চার মিনিট যাত্রাবিরতির পর সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম দিন নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি পরে ঢাকায় পৌঁছে সকাল সাড়ে দশটায়।
    নড়াইল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। উদ্বোধনী যাত্রায় ৫০ জন যাত্রীই ট্রেনে ঢাকায় গিয়েছেন। এদিকে নড়াইল থেকে ঢাকায় যেতে পেরে ভীষণ খুশি যাত্রীরাও। কালের সাক্ষী হতে পেরে তাদের মধ্যে ছিলো অন্যরকম অনুভূতি।
    এদিন ভোর থেকেই ট্রেন দেখার অপেক্ষায় শত শত মানুষ স্টেশনে ভিড় করেন। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সোয়া সাতটার দিকে নড়াইল স্টেশনে পৌঁছানোর কথা ছিলো। তবে প্রথম দিন হওয়ায় ২০ মিনিটের একটু বেশি দেরিতে স্টেশনে প্রবেশ করে ট্রেন। স্টেশনে পৌঁছানোর পর উপস্থিত উৎসুক জনতা হাত নেড়ে যাত্রীদের শুভেচ্ছা জানান। যাত্রীরাও হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা জানান।
    ট্রেন যাত্রী মিশকাতুজ্জামান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, এক সময় নড়াইল থেকে বাসে ঢাকায় যেতে ৭-৮ ঘণ্টা সময় লাগত। পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতু হওয়ার পর ৩-৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যায়। এখন ট্রেন চালু হওয়ার কারণে আমরা আড়াই ঘণ্টার মধ্যে ঢাকা যেতে পারব। আজকে প্রথম যাত্রী হতে পেরে ভীষণ খুশি লাগছে। নড়াইল জেলা যোগাযোগের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।
    আরেক যাত্রী মহিদুল ইসলাম বলেন, আমি প্রথম যাত্রায় ঢাকার টিকিট পেয়ে ভীষণ খুশি। আমি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পেরে ভীষণ খুশি। নড়াইল জেলা এক সময় অবহেলিত থাকলেও এখন আমরা যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলাম। প্রথম দিনে যাত্রী হতে পেরেও খুশি।
    নড়াইল শহরের ভওয়াখালী এলাকার ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, নড়াইল জেলার ওপর দিয়ে ট্রেন চলাচল করবে কল্পনাও করতে পারিনি। ট্রেন চলাচল করবে শুনে সকাল সাড়ে ৬টার দিকে এসেছি। আমার মতো শত শত মানুষ স্টেশনে এসেছে। সবার মাঝে অন্যরকম একটা আনন্দ বিরাজ করছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রেন আসার পর কেমন লাগছিলো সে অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারব না। ইচ্ছা হচ্ছিলো ঢাকায় চলে যাই।
    গণমাধ্যমকর্মী মো. ইমরান হাসান বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য ভোর সকালে স্টেশনে এসেছি। পেশাগত জীবনে অনেক নিউজ কাভার করেছি। তবে আজকের নিউজটা কাভার করতে গিয়ে অন্যরকম অনুভূতি। আমরা নড়াইলবাসী এগিয়ে যাচ্ছি। এক সময়ের অবহেলিত জেলা নড়াইল ট্রেন যোগাযোগের আওতায় আসায় ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ট্রেন চলাচলের মাধ্যমে আর্থিকসহ সামগ্রিকভাবে নড়াইল জেলা উন্নয়নের দিকে ধাবিত হবে।
    নড়াইল রেল স্টেশনে মাস্টার উজ্জ্বল বিশ্বাস এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, নড়াইলে বাণিজ্যিকভাবে আজ থেকে ট্রেন চলাচল শুরু হল। এই স্টেশনে প্রথম মাস্টার হতে পেরে আমি গর্বিত। নড়াইল থেকে ঢাকায় স্টেশনের জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। টিকিট চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। অনেকে দাঁড়িয়ে ঢাকায় গিয়েছে। প্রথম দিকে অনেক চাহিদা থাকায় প্রত্যাশা অনুযায়ী যাত্রীরা টিকিট পায়নি। আশা করা যায় আগামীতে সমস্যা থাকবে না। তিনি বলেন, ঢাকা-ভাঙ্গা-নড়াইল হয়ে মোট দুটি ট্রেন চলাচল করবে। একটি ট্রেন খুলনা থেকে ছেড়ে এসে নড়াইল হয়ে ঢাকায় যাবে। আরেকটি ট্রেন বেনাপোল থেকে নড়াইল হয়ে ঢাকায় যাবে। ওই ট্রেন দুটি আবার ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে খুলনা ও বেনাপোলে যাবে।
    উল্লেখ্য, রেলওয়ের সময়সূচি অনুযায়ী ট্রেনটি খুলনা থেকে সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নড়াইলে পৌঁছাবে সকাল সোয়া ৭টার দিকে। চার পাঁচ মিনিটের যাত্রাবিরতির পর নড়াইল থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে ১০টার দিকে। ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটের সময় ছেড়ে নড়াইল হয়ে বেনাপোল পৌঁছাবে ২টা ৪৫ মিনিটে। বেনাপোল থেকে ওই ট্রেনটি কিছুটা যাত্রা বিরতি করে সাড়ে ৩টা ছেড়ে নড়াইল হয়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইল হয়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।
    রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘চিত্রা এক্সপ্রেস’। আর একটি ‘নকশিকাঁথা’ কমিউটার ট্রেন চলাচল করে। নতুন করে যুক্ত হচ্ছে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এতে প্রায় ৮ ঘণ্টার বেশি সময় লাগছে। অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু যমুনা সেতু হয়েই চলাচল করছে। এই ট্রেনের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের বেনাপোলে যায়। এতে সময় লাগছে সাড়ে ৭ ঘণ্টা। আর ঢাকা-খুলনা রুটের কমিউটার ট্রেন নকশিকাঁথায় ১০ ঘণ্টারও বেশি সময় লাগে।

  • তানোরে ইউএনও’র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যটারী জব্দ

    তানোরে ইউএনও’র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যটারী জব্দ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তনোরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ্স্কেভেটর(ভেকুঁ) মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। তবে মেশিন রেখে চালক ও জমির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
    গত ২৩ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর মাঠে অভিযান চালিয়ে এসব ব্যাটারী আটক করা হয়েছে। তানোর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরের নিভৃত পল্লী এলাকায় গভীর রাতে এমন অভিযান চালিয়ে ফসলি জমি ও রাস্তা রক্ষা করায় ইউএনও’র এই সাহসী পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।
    এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে পরম স্বত্তি বিরাজ করছে। সচেতন মহলও ইউএনও’র এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও এসব রাস্তা রক্ষায় এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ইউএনও খাইরুল ইসলাম।
    স্থানীয়রা জানান, উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামের প্রভাবশালী জাহাঙ্গীর আলম কবরস্থান ভরাটের নামে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছেন।এদিকে এসব মাটি পরিবহন করতে গিয়ে এলাকার রাস্তা নস্ট ও পরিবেশ দুষণে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠে।কিন্ত্ত ভয়ে প্রকাশ্যে কেউ তার প্রতিবাদ করতে পারে না। তবে ভেকুঁ দালাল হাসান আলী বলেন, জমির মালিক তাকে বলেছে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ি ম্যানেজ করা হয়েছে,মাটি কাটতে সমস্যা নাই।
    প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও ভেঁকুঁ মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম বলেন, নীতিমালা অনুসরণ করে পুরাতন পুকুর পুনঃখননে কোনো বাধা নাই, তবে রাস্তা নষ্ট করে বা পরিবেশ ক্ষতি করে মাটি বাণিজ্যের কোনো সুযোগ নাই। তিনি বলেন,জমির শ্রেণী পরিবর্তনেরও কোনো সুযোগ নাই। তিনি বলেন, তার একার পক্ষে এসব বেআইনি কাজ প্রতিরোধ করা দুরুহ, তিনি জনসাধারণকে সচেতন হবার পাশাপাশি এসব বেআইনি কাজ প্রতিরোধে সকলকে সহযোগীতার আহবান জানান।#

  • লালমনিরহাটে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লালমনিরহাটে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে গোয়েন্দা শাখার বিশেষ অভিযান চালিয়ে ২কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, এর নেতৃত্বে জেলার সদর থানাধীন কুলাঘাট ইউনিয়ন  কুলাঘাট মৌজার আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ২কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ দুই জন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন নাজমা বেগম (৪৫),স্বামী-মৃতঃ আব্দুল মজিদ, পিতা-মৃতঃ রমজান খা, গ্রাম-ফতে মোহাম্মদপুর (ঈশ্বরদী পৌরসভা), থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা, আনিছা বেগম (৫৫),পিতা-মৃতঃ আব্দুর সাত্তার, গ্রাম-মালগ্রাম (ডাবতলা, সিদ্দিকের মোড়), থানা ও জেলা- বগুড়া। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে একটি  মামলা রুজু  হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কুলাঘাট ইউনিয়ন বিশেষ অভিযান চালিয়ে ২কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ দুই জন নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২৭অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২৭অনুষ্ঠিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫-২০২৭ খ্রীঃ অনুষ্ঠিত হয়েছে। ২৩/১২/২০২৪ খ্রীঃ রোজ সোমবার উপজেলা কেন্দ্রীয় মসজিদের দোতলায় ২০২৫-২৭ সালের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন, হাফেজ মাওলানা ফজলুল হক, ইমাম ও খতিব উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ আগৈলঝাড়া, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুহতামিম বাশাইল ইকরা নূরানী তালীমূল কুরআন মাদ্রাসা।এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুফতী মাওলানা ডাঃ এম এ সালাম,বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বরিশাল মহানগর,আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বরিশাল জেলা, উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, উপজেলা গৌরনদী, অধিকাংশ ইমাম গনের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে।

  • গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীর ডা. শফিকুর রহমান

    গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীর ডা. শফিকুর রহমান

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,আগামীর বাংলাদেশ হবে সাম্যের,বাংলাদেশ হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে,যেখানে সংখ্যাগুরু,সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। ক্ষমতায় গেলে নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না,তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    ২৪শে ডিসেম্বর মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে তিনি এ বক্তব্য রাখেন। তিনি আরও বলেন,অফিস- আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি,দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। জামায়াত আমীর বলেন,গত ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আয়না ঘরে বন্দী রেখে জঙ্গীবাদের নাটক করা হয়েছে। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে,গুম করা হয়েছে। জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশি রাতে ভোট হয়েছে এবং ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবি করেছে। ডা. শফিকুর রহমান আরও বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না। মসজিদ যদি পাহারা দেয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেয়া লাগবে না,সকলেই শান্তিতে সহাবস্থান করবে। তিনি এসময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অত্যাচার,বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না, তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানান বর্তমান সরকারের কাছে।

    জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহীম সরকার,সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার,জেলা সেক্রেটারী জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান,জেলা জামায়াতে সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম লেবু,পলাশবাড়ী উপজেলা আমীর আবু বক্কর সিদ্দিক সহ জেলা উপজেলার আমীরগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।।

  • খ্রিষ্টধর্মাবলম্বীদের মহা উৎসব শুভ বড় দিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী

    খ্রিষ্টধর্মাবলম্বীদের মহা উৎসব শুভ বড় দিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী

    বান্দরবান (থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার মায়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের শেরকর পাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী (চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন বাকলাইপাড়া সাব জোনের তামলোপাড়া টিওবি’র ক্যাম্প কমান্ডার।

    বড়দিনের অনুদান পেয়ে শেরকরপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চের  ধর্মগুরু লাল জাই থাং ও কারবারি  তুম থন বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

    বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর।

  • যশোরের বাগআঁচড়ায় টিসিবির কার্ড বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

    যশোরের বাগআঁচড়ায় টিসিবির কার্ড বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

    আজিজুল ইসলামঃ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)’র দেয়া বিগত সরকার প্রদত্ব কার্ড বাতিল ও নতুন ভাবে কার্ড প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ করা হয়েছে।

    বিক্ষোভ শেষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু ও সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

    এসময় সেখানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,মিকাইল হোসেন মনা,আনোয়ার হোসেন বাবু, শাহাজান কবির, বিএনপি নেতা মোনায়েম হোসেন, আলমঙ্গীর কবিরা, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক কবির হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু মোল্লা, জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ বেলালি প্রমূখ।

  • মোরেলগঞ্জে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

    মোরেলগঞ্জে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০ জন নারী ইকমার্স উদ্যোক্তার মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাজমুল ইসলাম। আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হার পাওয়ার প্রকল্পের উদ্যোগে ইকমার্সে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
    এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন,নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান ।
    এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, হার পাওয়ার প্রকল্পের আইসিটি অফিসার ত্রিদিপ সরকার,উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম শামীম আহসান মল্লিক, সহ-সভাপতি মোঃরমিজ উদ্দিন শেখ, সহ -সাধারণ সম্পাদক শীব সজল জিশু ঢালী ,সহ সম্পাদক মোঃ এখলাস শেখ ,অর্থ ও প্রচার সম্পাদক মোঃনাজমুল ইসলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলার মোরেলগঞ্জ উপজেলার ৮০ জন নারী ইকমার্স উদ্যোক্তাকে ৬ মাসের প্রশিক্ষণ দেয়ার পর তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ৮০ জন নারীকে ল্যাপটপ দেয়া হয়েছে।এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়লে আরও বেশি সংখ্যক নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

    এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে মোরেলগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

  • সাদুল্লাপু‌রে যৌতু‌কের দাবী‌তে স্ত্রীকে মারপিট হাসপাতালে ভর্তি

    সাদুল্লাপু‌রে যৌতু‌কের দাবী‌তে স্ত্রীকে মারপিট হাসপাতালে ভর্তি

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার সাদুল্লাপু‌রে ২ লাখ টাকা যৌতু‌কের দাবী‌তে ২ সন্তা‌নের জননী স্ত্রী সা‌হিদা খাতুনকে শারী‌রিক নির্যাতন করার অ‌ভি‌যো‌গে থানায় অ‌ভি‌যোগ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হা‌মিদ মোল্লা ওর‌ফে আলা মিয়া।

    ঘটনা‌টি ঘ‌টে‌ছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপ‌জেলার ৬নং ধা‌পেরহাট ইউ‌নিয়‌নের বকশিগঞ্জ এলাকার বোয়ালীদহ গ্রা‌মে।

    থানার অভিযোগ ও ভুক্ত‌ভোগী প‌রিবার সু‌ত্রে প্রকাশ,বিগত ২০ বছর পূ‌র্বে বোয়ালীদহ গ্রা‌মের মৃত কা‌দের মন্ড‌লের পুত্র মিজানুর রহমা‌নের সা‌থে একই উপ‌জেলার ঢোলভাংগা এলাকার মাজমপুর গ্রা‌মের আব্দুল হা‌মিদ মন্ড‌লের কন‌্যা সা‌হিদা খাতু‌নের বি‌য়ে হয়। বি‌য়ের পর থে‌কেই যৌ‌তুক লোভী স্বামী মিজানুর রহমান ২ লাখ টাকা যৌতু‌কের জন‌্য স্ত্রী সা‌হিদা‌কে নানাভা‌বে শারীরিক ও মানসিক নির্যাতন সহ প্রায়ই মার‌পিট কর‌তো। এমতাবস্থায় গত ১৯শে ডি‌সেম্বর রা‌ত ৯ টার দিকে সা‌হেদার নিকট স্বামী মিজানুর রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী ক‌রে। দাবীকৃত টাকা দি‌তে অস্বীকার কর‌লে মিজানুর সহ তার বা‌ড়ির লোকজন সাহিদা খাতুন‌কে মার‌পিট ক‌রে রক্তাক্ত জখম ক‌রে। এ সময় সা‌হিদা খাতু‌নের ডাক‌চিৎকা‌রে প্রতি‌বে‌শি লোকজন তা‌কে উদ্ধার ক‌রে। পরবর্তীতে ২৩শে ডিসেম্বর পুনরায় যৌতুকের জন্য দ্বিতীয় দফা মারপিটে গুরুতর আহত করে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে ২৪শে ডিসেম্বর পুলিশে খবর দিলে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।

    এ ব‌্যাপা‌রে সা‌হিদার পিতা বাদী হ‌য়ে ৪ জন‌কে বিবাদী ক‌রে সাদুল্লাপুর থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌খিন ক‌রেন।