Blog

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ফেরদৌস মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ফেরদৌস মোল্যা (২৪) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দেবী গ্রামের মোঃ পিয়ার মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গতকাল নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের দেবী সাকিনস্থ পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে ব্রিজের উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ফেরদৌস মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা

    পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা

    পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধিঃ

     রাজশাহী–৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের সমম্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মাইনউদ্দিন ডা. মো. মনসুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে বলা হয়, আসামির নামে ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২  টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামীয় ৩টি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১০ লাখ বা ততোধিক টাকা করে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা ও পরে স্থানান্তর ও হস্তান্তর করেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

    দুদক রাজশাহীর সহকারী পরিচালক মাইনউদ্দিন জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী। 

  • আজ খ্রীস্টধর্মালম্বীদের মহা উৎসব শুভ বড়দিন পালন

    আজ খ্রীস্টধর্মালম্বীদের মহা উৎসব শুভ বড়দিন পালন

    বান্দরবান( থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    আজ খ্রীষ্টধর্মাবলম্বীদের নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে রুমা উপজেলা দুর্গম এলাকায়  ‘রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চের ‘ যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে শুভ বড়দিন পালন করা হয়।
    এদিন যীশু খ্রীষ্ট জন্মদিন  উপলক্ষ্যে সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-যুব/যুবতী  ও বৃদ্ধ  পুরুষ মহিলা  সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন খ্রীষ্টবিস্বাসীরা । প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির  জীবনযাপন চলারপথ  প্রত্যাশা করেন।

    বুধবার (২৫ ডিসেম্বর) সকাল১০:০১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে যার যার গীর্জায় প্রতিষ্ঠান খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

    বড়দিন উপলক্ষে(২৪ ডিসেম্বর)  সন্ধ্যায় ৭:০০ ঘটিকায় সময়ের রামদু পাড়া ব্যাপ্টিস্ট চার্চের প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন আয়োজন উদ্বোধন  করা হয়।
    আরও জানা যায় বান্দরবান জেলায় উপজেলা   ত্রিপুরা,বম, খিয়াং, খুমি, লুসাই, ম্রোসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় অন্যতম মহাউৎসব শুভ  বড়দিন  উদযাপন করছেন। ওই সময় গির্জায়  বড়দিনে ধর্মীয় গান পরিবেশনা করা হয়। গানের গানে সুরে সুরে নেচে নেচে তালে তালে  মেতে উঠেন এবং নিজেদের ঐতিহ্যে পোশাক পরিধান  পড়ে খ্রিষ্টান বিশ্বাসী  ধর্মাবলম্বীরা। এদিনে জেরুজালেম বেথলেহেম শহরে এক গোয়াল ঘরে  কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। এরপর থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতিবছরের ২৫ শে ডিসেম্বরকে শুভ বড়দিন হিসেবে পালন করে আসছে।

    সকাল থেকে বান্দরবান জেলা রুমা উপজেলা দুর্গম এলাকায় রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট  গীর্জায় সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে পরিবেশন করেন যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠান। এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। ওই সময় প্রার্থনা ও প্রচার বক্তা ছিলেন , যোগেশ ত্রিপুরা,  রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চ।

    এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভবড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি দুর্গম এলাকায় পাড়ায় পাড়ায়  গীর্জায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

  • ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কু-পিয়ে গুরুতর জ-খম

    ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কু-পিয়ে গুরুতর জ-খম

    ইমান বিমান,
    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর আহত। গত ২৪ ডিসেম্বর বিকেলে জেলার সদর উপজেলাধীন দারাখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

    হামলায় গুরুতর আহত মতি লালের স্ত্রী পরসি মন্ডল (৫৫) ও ছেলে রিদয় মন্ডলকে (১৮) স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পরসি মন্ডলেকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।

    এ বিষয় আহত রিদয় মন্ডল বলেন, জমি নিয়ে বিরোধের কারনে প্রতিবেশী সুনীল মন্ডল ,গৌতম  মন্ডল , পিতা ঐসিন্নি  মন্ডল হঠাৎ দেশি অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে,আমার  মা আমাকে বাচাঁতে আসলে তার উপর ও হামলা করে দেশিও অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় । আমার মা মাটিতে লুটিয়ে পড়ে।

     স্থানীয়রা উদ্ধার করে আমাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। আমার মায়ের মাথায় ৬টি সেলাই দিয়েছে ডাক্তার।

    এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে আমার মায়ের অবস্থা খুবই খারাপ তাকে নিয়ে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছি। আমরা এর বিচার চাই আমরা হামলাকারীর বিরুদ্ধে মামলা করব। 

    এবিষয়ে অভিযুক্ত সুনিল মন্ডল কে ফোন দিলে তিনি রিসিভ করেননি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি‌ অপরদিকে এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মনিরুজ্জামান বলেন, এ বিষয় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নাটোরের বড়াইগ্রাম জোনাইল পারর্বণী চার্জে শুভ বড়দিন উদযাপিত

    নাটোরের বড়াইগ্রাম জোনাইল পারর্বণী চার্জে শুভ বড়দিন উদযাপিত

    মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার :

    খ্রিস্টান ধর্মাবলাম্বীদের নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম জোনাইল পারর্বণী ক্যাথলিক চার্জের’যীশু খ্রীষ্টের জন্মদিন স্মরণে শুভ বড়দিন পালন করা হয়, এই দিন৷ যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শীতের সকালের চাদর মোড়ানো সকালের ঝলমলে আলোর বেষ্টনীর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে, যীশু খ্রীষ্টের জন্মদিন, বুধবার (২৫ ডিসেম্বর)শুভ বড়দিন /যীশু খ্রীষ্টের জন্মদিন এই উপলক্ষে, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন তিনি নাটোর জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জোনাইল পারর্বণী মিশন পরিদর্শনের সময় সাথে ছিলেন ,নাটোর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আসমা খাতুন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোছাঃ লায়লা জান্নাতুল ফেরদৌস, সাথে নিয়ে জোনাইল পারর্বণী মিশন পরিদর্শন শেষে বলেন বড়দিন উপলক্ষে আমরা প্রশাসনিক প্রস্তুত মূলক সভা করে আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারিভাবে যে নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে সেগুলোকে আমরা প্রশাসনিক কর্মকা তাদের নির্দেশনা দিয়েছি, বিশেষ করে লোকাল বড়াইগ্রাম উপজেলা থানার
    সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি আরো বলেন এছাড়া আমরা তাৎক্ষণিক ভাবে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য সেখানে আমরা অভিযোগ কেন্দ্র রেখেছি, পুলিশ বাহিনী ও সেনাবাহিনী সার্বক্ষণিক আপনাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে নিয়োজিত, বিভিন্ন মানুষের কথার পরিপ্রেক্ষিতে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, তিনি বলেন আমার কাছে অনেকেই অভিযোগ করেছে যে বড়দিন উপলক্ষে যদি আরেকদিন বেশি ছুটি ঘোষণা করা হয় তাহলে হয়তো তাদের পরিবার অপরিজন নিয়ে বড়দিনের উৎসবটা আরো মুখরিতভাবে পালন করতে পারে, তারিখ প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন তিনি বলেন, এই বিষয়টা নিত্যান্ত অপর মহল মন্ত্রলয় বিষয় সেখান থেকে যদি বড়দিনের ছুটি বাড়ানো হয় তাহলে হয়তো সেটা সম্ভব, তিনি আরো বলেন আমি আজকে জোনাইল পারর্বণী মিশনে এসে পরিবেশগত বিষয়গুলো দেখে অনেকটাই খুশি হয়েছি। প্রিয় খ্রিষ্টান ভাই ও বোনেরা তোমাদের সবাইকে নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শুভ বড়দিন।

  • পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হচ্ছে বোরো ধান

    পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হচ্ছে বোরো ধান

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    কৃষি ফলন বাড়াতে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে বোরো ধান রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোপন কার্যক্রমের উদ্বোধন করেন, পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম।কৃষির সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে।জানা গেছে, ২০২৪-২৫ বোরো মৌসুমে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদী লক্ষ্যমাত্রা ৫০ একর। এর মধ্যে ব্রিধান ৬৭ জাত ১৩ একর, ব্রিধান ৯৭ জাত ৭ একর এবং ব্রিধান ৮৮ জাত ৩০ একর জমিতে আবাদ করা হবে। বোরো আবাদী লক্ষ্যমাত্রা ৫০ একরের মধ্যে ২৫ একর ধান রোপন মেশিন বা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হবে। আর ২৫ একর জমি হাতে রোপন করা হবে। আগামী মৌসুম হতে সম্পূর্ণটাই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হবে।

    এ বিষয় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম বলেন, বোরো মৌসুমে পাইকগাছায় কূষি শ্রমিক সংকট দেখা দেয়। এসময় ঐলাকার শ্রমিকরা ইটভাটা ও সমুদ্রে মাছ ধরার কাজে যায়। শ্রমিকের অভাবে সময়মত ধান রোপন করা যায় না। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো মৌসুমে ২০-২৫ দিনের চারা রোপন করা সম্ভব হয়। মেশিন বা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক দিনে ১০-১২ বিঘা জমিতে ধান রোপন করা যায়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপন করলে ধানের কুশি বেশি হয়, ফলনও বৃদ্ধি পায়, শ্রমিক কম লাগে এবং সময়মত ক্ষেতে ধান রোপন করা সম্ভব হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • সভাপতি – অমরেশ, সম্পাদক -শফিয়ার  পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    সভাপতি – অমরেশ, সম্পাদক -শফিয়ার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় সভাপতি সম্পাদক সহ ৯ প্রার্থীর সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সভাপতি অমরেশ কুমার মন্ডল, সহ সভাপতি এসএম আব্দুল হালিম, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, কোষাধ্যক্ষ পলাশ রায়, ৫ সদস্য যথাক্রমে উত্তম কুমার নাথ, ইকরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম সহিদ ও শামীম আক্তার সানা। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আমির হোসেন ও ব্যবসায়ী কার্তিক চন্দ্র দেবনাথ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, জিএম আব্দুস সালাম কেরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওহাব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বন কর্মকর্তা প্রবীর দত্ত, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মুরাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, ইউনুস মোড়ল, শেখর ঢালী, খোরশেদুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। সভার শুরুতে বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া সভায় বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন, পৌর এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ, গাড়ির গতিরোধ, নেটপাটা অপসারণ, জলাবদ্ধতা নিরসন, ধান কাটা ও চিংড়ি ঘেরে নিয়ে বিরোধ নিষ্পত্তি, ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ঘের মালিকদের দ্বারা সংস্কার, ডেঙ্গু প্রতিরোধ, সরকারি জায়গা দখল মুক্ত করা, মাদক ও বাল্যবিবাহ বন্ধ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ডাঃ শফিকুর রহমানের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে- মাওলানা আবুল কালাম আজাদ

    ডাঃ শফিকুর রহমানের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে- মাওলানা আবুল কালাম আজাদ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে নতুন স্বাধীনতার সুফল পৌঁছে দিতে চাই। তিনি বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীন দেশে পরাধীন ছিল। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৫ বছর দেশের মানুষ কে জিম্মি করে রেখেছিল। এ সময়ে সীমাহীন দুর্নীতি ও মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশের মানুষ নতুন করে স্বাধীন পেয়েছে । মাওলানা আবুল কালাম আজাদ বলেন গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাখো লাখো নেতাকর্মী দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। রাত জেগে মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। এ কারণে বাংলাদেশ সহ বহির্বিশ্বে জামায়াতে ইসলামী প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জাতীয় নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান ২৬ ডিসেম্বর পাইকগাছা কয়রা সফর করবেন। তিনি সকাল ৮ টায় গদাইপুর ফুটবল মাঠে আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে ইতোমধ্যে মাসব্যাপী প্রচার প্রচারণা সহ ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি বাড়িতে সমাবেশের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। এদিন কোন পুরুষ বাড়িতে থাকবে না এবং পথ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি। তিনি মঙ্গলবার দুপুরে সমাবেশ সফল করার লক্ষ্যে আল আমিন ট্রাস্টস্থ দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ময়নুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী, মাওলানা বুলবুল আহমেদ, নুরুজ্জামান মল্লিক, আব্দুল খালেক, মাওলানা আব্দুল হান্নান, আতাউর রহমান, পৌর নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু জার গিফারী। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • হরিণাকুন্ডু শিক্ষা অফিসে জাল সনদের রমরমা বাণিজ্য

    হরিণাকুন্ডু শিক্ষা অফিসে জাল সনদের রমরমা বাণিজ্য

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    টাকার বিনিময়ে শিক্ষক নিবন্ধন সনদ, কৃষি ডিপ্লোমা ও বিএড কোর্সের সনদ সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। অফিস সহকারী মুকুল মিয়া মোটা অঙ্কের টাকা’র বিনিময়ে উপজেলার একাধিক ব্যক্তিকে ভুয়া সনদ সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি জাল সনদে নিয়োগ পাওয়া আরজান আলী নামে এক বহিষ্কৃত শিক্ষকদের লিখিত কারণ দর্শানোর নোটিশে চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে এসেছে। বহিষ্কৃত শিক্ষক আরজান আলী উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদে ১৩ বছর চাকরি করেছেন। পরে তার সনদ ভুয়া বলে প্রমাণিত হলে তিনি চাকুরিচ্যুত হন। এদিকে আরজান আলীকে চাকুরিচ্যুত করার পর তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হলে জবাবে তিনি জানান, মোটা অংকের টাকার বিনিময়ে হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়া জাল বিএড সনদ সরবরাহ করেন। শিক্ষক আরজান আলীর লিখিত জবাবের পর একের পর এক হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় জাল সনদে নিয়োগের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষক-কর্মচারী পদে নিয়োগের জন্য জাল সনদ সরবরাহের জন্য চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন মুকুল মিয়া। সনদ সরবরাহের জন্য হাতিয়ে নিতেন বিপুল পরিমাণ টাকা। সেই টাকা চলে যেতো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী’র পকেটে। উপজেলার ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা জাল শিক্ষক নিবন্ধন সনদে ১২ বছর চাকরী করে আসলেও তার বিরুদ্ধে দৃশ্যত কোন ভ্যবস্থা গ্রহন করা হয়নি। অথচ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাই-বাছাই করে ভুয়া বলে প্রমান করে চিঠি দিয়েছে। এদিকে হরিণাকুন্ডু উপজেলার পার ফলসি দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্যানুসন্ধানেও জাল সনদ সরবরাহের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ উঠেছে, জাল কৃষি ডিপ্লোমার সনদ দিয়ে একই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন আবু সালেহ ওল্টু মিয়া। তাকে এই সনদ সরবরাহ করেছেন ২৫ বছর ধরে একই স্থানে চাকরী করা শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়া। এছাড়া একই শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক রুহুল আমিনের বিপিএড সনদ জাল বলে চিহ্নিত হয়েছে। আইনানুযায়ী, ডিগ্রি পাশের পরে বিপিএড কোর্সে ভর্তি হওয়ার নিয়ম থাকলেও শিক্ষক রুহুল আমিন ডিগ্রী পাস করার আগেই বিপিএড কোর্সের সনদ সংগ্রহ করেন এবং ওই সনদ দিয়েই তিনি পার ফলসি দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। তাকে জাল সনদ সরবরাহ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মুকুল। এই কাজের জন্য মুকুল নিয়েছেন এক লাখ টাকা। পার ফলসি মাদ্রাসার সুপার ইয়ারুল ইসলাম জানান, তার মাদ্রাসার জমিজমা সংক্রান্ত ত্রæটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ একাধিক শর্তে নিরাপত্তা কর্মচারী পদে ৮ লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিন নামে একজনকে নিয়োগ দেয়া হয়। জসিম উদ্দিনের কাছ থেকে ওই টাকা গ্রহণ করেন মুকুল। হরিণাকুÐু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান শিলু এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন মুকুল ও তার অফিসার আব্দুল বারী হরিণাকুন্ডুর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এ ব্যাপারে মুকুল মিয়া জানিয়েছেন, আমি বিপ্লব ও আবু সালেহ নামে দুইজনের কাছ থেকে টাকা গ্রহন করেছিলাম। এরমধ্যে এক লাখ টাকা ফেরৎ দিয়েছি। হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ