Blog

  • রংপুর ও নীলফামারী জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর ও নীলফামারী জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।।

    অদ্য ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌ মুবিন উল ইসলাম এর নেতৃত্বে রংপুর ও নীলফামারী জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

    যে সকল প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়:

    ১। মেসার্স লুনা ব্রিকস, শেরমস্ত, চিকলী, তারাগঞ্জ, রংপুর। 

    ২। সোনালী ব্রিকস ফিল্ড, দোয়ালীপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর, 

    ৩। এস বি এস ব্রিকস-২, দোয়ালিপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর। 

    ৪। এম জেড এইচ ব্রিকস, আলমপুর, চিকলী বাজার, তারাগঞ্জ, রংপুর। 

    ৫। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ৬। এম এইচ ই ব্রিকস, নিজবাড়ি, কুজিপুকুর, চিকলী, সৈয়দপুর, নীলফামারী। 

    ৭। এ*বি ব্রিকস-১ আইসঢাল, কলাবাগান, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ৮। এ*বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

    ৯। সোনার বাংলা ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১০। ভাই ভাই ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১১। মেসার্স আফতাব ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১২। বিপিএল ব্রিকস, দলুয়া, মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী। 

    ১৩। মেসার্স এ এস বি ব্রিকস-৩, দলুয়া, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১৪। এ এন বি ব্রিকস-১, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১৫। এ এন বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর,  সৈয়দপুর, নীলফামারী।

    ১৬। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

    ১৭। এম এ বি অটো ব্রিকস, বাউলের ডাঙ্গা, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

    ১৮। মায়িদা ব্রিকস, সোনাখুলী, জিয়ারবাজার, সৈয়দপুর, নীলফামারী।

    ১৯। মেসার্স এস কে ব্রিকস, বোতলাগাড়ী, বাইপাস সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী। 

    ২০। এম বি বি ব্রিকস, কালীতলা, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২১। এম এ এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২২। এ আর এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২৩। মামা চিপস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২৪। মুসা ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর,  নীলফামারী। 

    ২৫। আর এস বি ব্রিকস, চৌমুহনী বাজার, সৈয়দপুর, নীলফামারী। 

    ২৬। এস এম এন ব্রিকস, লক্ষণপুর, সৈয়দপুর, নীলফামারী। 

    অভিযানে আরও অংশগ্রহণ করেন প্রকৌ: জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌ: মো: তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১টি প্রতিষ্ঠান সীলগালা

    কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১টি প্রতিষ্ঠান সীলগালা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর উদ্যোগে ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে কুড়িগ্রাম জেলা একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত অভিযানে প্রিয়ম ফিলিং স্টেশন, উলিপুর রোড, সদর, কুড়িগ্রাম এবং নজরুল ইসলাম ফিলিং স্টেশন, দূর্গাপুর বাজার , উলিপুর, কুড়িগ্রাম এর পেট্রোল, ডিজেল, অকটেন পরিমাপের সঠিকতা যাচাই করা হয়। পরিমাপে সঠিক পাওয়ায় উক্ত ফিলিং স্টেশন দুটিকে ধন্যবাদ প্রদান করা হয়। এছাড়া বিসিক শিল্প নগরে অবস্থিত মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্রান্ডের নকল চিপস তৈরি করায় বিএসটিআই আইন, ২০১৮ আইনের সংশ্লিষ্ট ধারায় ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব এম শরীফ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুড়িগ্রাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) ।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছায় ঘরের চালে চালে  শোভা পাচ্ছে চাল কুমড়া

    পাইকগাছায় ঘরের চালে চালে শোভা পাচ্ছে চাল কুমড়া

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় ঘরের চালে চালে শোভা পাচ্ছে চুন সাদা চালকুমড়া। ঘরের চালে এ সবজি ফলানো হয় বলে এটি চাল কুমড়া নামে পরিচিত। তবে চাল কুমড়া শুধু চালে নয়, এই সবজি এখন মাচায় এবং জমিতেও চাষ করলে ফলন ভালো হয়। চাল কুমড়া সবজি হিসাবে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়। সবুজ কচি চাল কুমড়া তরকারি হিসেবে খাওয়া হয়। শুধু চাল কুমড়াই নয় এর কচি পাতা ও ডগা খাওয়া যায়। বড়ো হলে চুনের মত সাদা চাল কুমড়া দিয়ে বড়ি, মোরব্বা ও হালুড়া তৈরি করা যায়।

    পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ির ঘরের চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে। চাল কুমড়া চাষ করতে ঘরের কোনায় মাদায় গাছ তৈরী করা হয়। ঘরের চালে চাল কুমড়া লাগাতে জমিতে কোন চাষ করা লাগেনা। ঘরের কোনায় পতিত জায়গায় চালকুমড়া গাছ লাগিয়ে কৃষকরা লাভবান হচ্ছে। উপজেলার সরল গ্রামের নিরাপদ মণ্ডল জানান, তার ঘরের কোনায় মাদা করে চারটি চালকুমড়ার বিজ বপন করেছিল। গাছ বড় হয়ে ঘরের চাল ঢেকে যায়। ছয়টি গাছে একশটির বেশি চালকুমড়া হয়েছিল। সবুজ চালকুমড়া ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি করেছে। আরও প্রায় ৩০টি চালকুমড়া ঘরের চালে সংরক্ষন করে রেখেছে। কুমড়া বড়ি তৈরির করার জন্য। কুমড়া বড়ি তৈরির চাল কুমড়ার ব্যাপক চাহিদা রয়েছে। ছয়টি গাছের কুমড়া থেকে প্রায় আট হাজার টাকার বেশি বিক্রি হবে বলে তিনি জানান।
    দেশে উন্নত ফলনশীল চালকুমড়ার জাত উদ্ভাবন করা হয়েছে। যা বরো মাস চাষ করা যায়।এর মধ্যে বারি চালকুমড়া-১ অন্যতম। হাইব্রিড জাতের বীজও বাজারে পাওয়া যাচ্ছে। এসব জাতের মধ্যে জুপিটার, ভেনাস, নিরালা, বাসন্তি, পানডা, মাধবী অন্যতম। এসব জাতের বীজের গাছ থেকে বারো মাস চালকুমড়া পাওয়া যায়। তাছাড়া নার্সারি থেকে চালকুমড়ার চারা সংগ্রহ করা যায়। চারা লাগানোর দুই মাস পর থেকে গাছে ফলন ধরে।
    কুমড়া বা কুমড়ো দুই রকমের হয়, যেমন মিষ্টিকুমড়ো এবং চালকুমড়ো। মিষ্টিকুমড়া ফলজাতীয় সবজি। মিষ্টিকুমড়ার আকার পেটমোটা গোল এবং পাকা অবস্থায় এর ভিতরের অংশ উজ্জ্বল কমলা বর্ণের হয়ে থাকে। জালিকুমড়া এটি সবুজ রঙের হয়। চালকুমড়া পুষ্টিকর একটি সবজি। এতে বিভিন্ন ধরণের ভিটামিন, মিনারেল ও ফাইবার রয়েছে তাই চাল কুমড়ার উপকারিতা অনেক। যক্ষা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকসহ বহু রোগের উপশম করে চাল কুমড়া। চাল কুমড়া তরকারি হিসেবে খাওয়া ছাড়াও মোরব্বা, হালুয়া, পায়েস এবং কুমড়া বড়ি তৈরী করেও খাওয়া হয়। শুধু চাল কুমড়াই নয় এর কচি পাতা ও ডগাও শাক হিসেবে খাওয়া যায়।
    এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল ইসলাম বলেন, বিনা চাষে কম খরচে ঘরের চালে চাল কুমড়া ফলানো যায়। তাই গ্রামের বাড়ির চালে চালে কৃষকরা চালকুমড়ার আবাদ করছে। চালকুমড়া সবজি হিসাবে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকরা চালকুমড়া লাগিয়ে লাভবান হচ্ছে। বাড়ি কোনার পতিত জমি ফেলে না রেখে চালকুমড়া বা মিষ্টি কুমড়া লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • বাঙ্গালপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

    বাঙ্গালপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

    ।।জি এম রাঙ্গা।।

    ২৮ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে ৫ম বার্ষিকী তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে তাফসির পেশ করেন বাইতুল জান্নাত জামে মসজিদ, ঢাকার খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কালাম আজাদ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসা, লালমনিরহাটের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ বুরহানুর রহমান সালেহী, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাছরা আজিজিয়া আলিম মাদ্রাসা, নাজিম খাঁন, রাজারহাটের উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুস্তম আলী এবং দক্ষিণ কিশামত পুনকর জামে মসজিদ, রাজারহাটের খতিব কে এম মস্তাফিজুর রহমান মোস্তাক।মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যক্ষ শাহজালাল সবুজ। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা।

  • বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায়  দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

    বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায়  দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

    শেখ তৈয়ব আলী খুলনা।

    ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার ২৯ ডিসেম্বর রাত ০৩:০০ ঘটিকায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করে।  অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো:পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা  তিতলী (২৮) কে (সে সকল সত্রাসী কার্যকলাপে সক্রিয় সদস্য)আটক করা হয় ।

    পরবর্তীতে, তাদের জিজ্ঞাসাবাদ করলে পলাশ এর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ০৫টি ককটেল বোমা, ০২টি রামদা, ০২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা  থানায় ০৮ টি  হত্যা, মাদক ও অস্ত্র  মামলা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদেরকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

    বর্ণিত  সন্ত্রাসীদেরকে  আটক করার ফলে উক্ত এলাকার জনগণ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

    উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

  • সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

    সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

    ২৩শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাদুল্লাপুর উপজেলা আহবায়ক শফিয়াজ্জামান শেখ ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক দলীয় প্যাডে ৭নং ইদিলপুর ইউনিয়নের কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

    আর এই কমিটি অনুমোদন পাওয়ার পর,নবগঠিত কৃষক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক মমিন মিয়া’র বিরুদ্ধে পদ বঞ্চিত কতিপয় ব্যক্তি বিভিন্ন মিথ্যা ও বানোয়াট প্রপাগাণ্ডা ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন সহ বিভ্রান্তি ছড়াচ্ছে।

    তারা এসব মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত প্রপাগান্ডার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ডা. মইনুল হাসান সাদিক,জেলা কৃষক দলের নেতৃবৃন্দ সহ দলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।।

    এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের নিকট নবগঠিত ৭নং ইদিলপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মমিন মিয়া,যুগ্ম আহবায়ক শাহীন মিয়া,সুজন মিয়া ও মেহেদুল ইসলাম ভিডিওতে তাদের বক্তব্য উপস্থাপন করেন।।

  • বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান (সিআইপি) এর পক্ষ থেকে জীবননগরে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান (সিআইপি) এর পক্ষ থেকে জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস

    আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকালে জীবননগর স্টেডিয়াম মাঠে উপজেলার ১হাজার ৩৫০টি গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    সাংবাদিক তুহিনুজ্জামানের সভাপতিত্বে কম্বল বিতরণ করা হয়েছে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

    জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, আইটি বিভাগের ম্যানেজার জনাব রাসেল আহমেদ, এইচ আর বিভাগের ডেপুটি ম্যানেজার জনাব নুরুজ্জামান নাসির, এসিস্ট্যান্ট ম্যানেজার জনাব আব্দুল মাবুদ রাজু,

    মোঃ মমিন মিয়া, মোঃ চান মিয়া, মোঃ সাইদুর রহমান, সাংবাদিক ওমর ফারুক,

  • উজিরপুরে গভীর রাতে শীতার্থদের মাঝে ইউএনওর কম্বল বিতরন

    উজিরপুরে গভীর রাতে শীতার্থদের মাঝে ইউএনওর কম্বল বিতরন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে শ্রমজীবী, রিক্সা চালক ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আলী সুজা ২৮ ডিসেম্বর রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ড, নতুন শিকারপুর, জয়শ্রী বাস স্ট্যান্ড, সানুহার বাস স্ট্যান্ড ও সর্বশেষ শিকারপুর বন্দরের অসহায় শ্রমজীবী মানুষ, রিক্সা চালক , অটো চালক, সবজি বিক্রেতার সহ শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী বৃন্দ।

  • সুজানগরে খাজা স্মৃতি সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

    সুজানগরে খাজা স্মৃতি সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

     

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে খাজা স্মৃতি সংঘের  উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিনিয়র টিমে জারা জান্নাত ও জুনিয়র টিমে খাজা স্মৃতি সংঘ চ্যাম্পিয়ান হওয়ার  গৌরব অর্জন করেন। সিনিয়র টিম  জারা জান্নাত ক্লাবে অন্তর ও সোম এবং   জুনিয়র টিম খাজা স্মৃতি সংঘের পক্ষে খেলায় অংশ নেন ফজলে রাব্বী ও ফিয়াদ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। খাজা স্মৃতি সংঘের সভাপতি আব্দল লতিফ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রাজা সেখ,সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাকির হোসেন, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা এম এ আলিম রিপন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক ফজলু, পৌর যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক রতন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান রব, শেখ রাফি,  মহব্বত আলী রনি, মামুন খান , বাদশা,  নিক্কন মল্লিক,গেন্টু খান,বরকত শেখ, সুজন শেখ, মনি খান,সুরুজ বিশ্বাস,আলামিন বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনায় ছিলেন  প্রয়াত  খাজা ময়নুদ্দিন এর আপন ভাই উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রাজা শেখ।  রেফারীর দায়িত্ব পালন করেন খাজা স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু ।  উপস্থাপনায় ছিলেন দি মুসলিম টাইমস্ পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আলামিন।

     সুজানগরে খাজা স্মৃতি সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে খাজা স্মৃতি সংঘের  উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিনিয়র টিমে জারা জান্নাত ও জুনিয়র টিমে খাজা স্মৃতি সংঘ চ্যাম্পিয়ান হওয়ার  গৌরব অর্জন করেন। সিনিয়র টিম  জারা জান্নাত ক্লাবে অন্তর ও সোম এবং   জুনিয়র টিম খাজা স্মৃতি সংঘের পক্ষে খেলায় অংশ নেন ফজলে রাব্বী ও ফিয়াদ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। খাজা স্মৃতি সংঘের সভাপতি আব্দল লতিফ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রাজা সেখ,সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাকির হোসেন, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা এম এ আলিম রিপন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক ফজলু, পৌর যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক রতন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান রব, শেখ রাফি,  মহব্বত আলী রনি, মামুন খান , বাদশা,  নিক্কন মল্লিক,গেন্টু খান,বরকত শেখ, সুজন শেখ, মনি খান,সুরুজ বিশ্বাস,আলামিন বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনায় ছিলেন  প্রয়াত  খাজা ময়নুদ্দিন এর আপন ভাই উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রাজা শেখ।  রেফারীর দায়িত্ব পালন করেন খাজা স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু ।  উপস্থাপনায় ছিলেন দি মুসলিম টাইমস্ পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আলামিন।

  • আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে কবর দিয়েছিল – শেখ ফরিদুল ইসলাম

    আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে কবর দিয়েছিল – শেখ ফরিদুল ইসলাম

    বায়জিদ হোসেন, মোংলা।
    বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের প্রিয় দল। বিএনপি কারো সম্পদ জোরপূর্বক লুটপাট করেনা, যারা এগুলো তারা দাঙ্গাবাজ ও বাটপার। কোন বাটপারকে বিএনপিতে জায়গা দেয়া হবেনা। বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্মে জড়ালে তার দায়ভার তাকেই নিতে হবে, দল কোন অপকর্মের দায়ভার নিবে না।

    তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসিমুখে কারাবরণ করেছেন কিন্তু দেশ ছেড়ে কোথাও যাননি। তাকে বারবার বলা হয়েছে রাষ্ট্রপতি কাছে ক্ষমা চাইতে কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে। জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুঁকি থেকে উন্নত রাষ্ট্র গঠনের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া নারীদের ভাগ্য উন্নয়নের জন্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে দল ক্ষমতায় আসলে দেশের কল্যানে কী কী কাজ করবেন সেটা পরিষ্কারভাবে ৩১ দফার মাধ্যমে জনগণকে জানিয়ে দিয়েছেন।

    তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে কবর দিয়েছিল। বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। নেতা-কর্মীদের গুম খুন করা হয়েছে। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব সমস্যা দূর হবে। নারীদের স্বাবলম্বী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের পাশেই রয়েছে মোংলা বন্দর, সুন্দরবন ও ইপিজেড। আমাদের এগুলো কাজে লাগাতে হবে। আপনারা আমাদের জানাবেন কী করলে আপনাদের উপকার হবে আমরা এগুলো বিএনপির কাছে উপস্থাপন করবো। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে বেতকাটা স্কুলমাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর ফরিদুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমানসহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।