Blog

  • বরগুনায় তারুণ্যের উৎসবে  ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত

    বরগুনায় তারুণ্যের উৎসবে ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত

    বরগুনা প্রতিনিধি:

    দেশব্যাপী তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ভয়েস ফর ক্লাইমেট জাস্টিস স্লোগানে বরগুনায় ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সামিটের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশের জন্য বিশ্বের ধনী দেশগুলোর দায় দায়িত্ব এবং জলবায়ু ন্যায় বিচার পেতে করণীয় বিষয় নিয়ে এ সামিটে বক্তব্য রাখেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারপার্সন ফারিহা অমি,
    ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবাল-এর সদস্য এস এম শাহিন আলম।

    বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সামিটের আয়োজন করে দুর্বার তারুণ্য ইয়োথ নেটওয়ার্ক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বরগুনা প্রেসক্লাব।

    এ সামিটে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিয়া, বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাড. সোহেল হাফিজ এবং জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় বিশিষ্টজন।

    এর আগে তরণণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

  • কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ওসি চাঁদ এর আহ্বান

    কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ওসি চাঁদ এর আহ্বান

    স্টাফ রিপোর্টারঃ কিশোর গ্যাং, সাইবার ক্রাইম, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন থেকে শিক্ষার্থীদের সতর্ক রাখার জন্য সকলকে সচেতন থাকাসহ তাদেরকে বাজে আড্ডা দেওয়া থেকেও আহবান জানিয়েছেন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি চাঁদ মিয়া। এসময় তিনি বলেন, একটা অসংগঠিত সমাজ ব্যবস্থায় নেতিবাচক ফল হলো কিশোর অপরাধ। পারিবারিক কাঠামোর দ্রুত পরিবর্তন, অপসংস্কৃতি ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। তারা এলাকায় আধিপত্য বিস্তারে মাঝে মধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে। এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। তাই যেখানেই কিশোর গ্যাং দেখা যাবে, দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং, সাইবার ক্রাইম ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

    সোমবার (৩০শে ডিসেম্বর) সকালে উপজেলার শিমলা বাজারে অবস্থিত শাহীন স্কুল আয়োজনে বার্ষিক আমষ্টিক মুল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি চাঁদ মিয়া।

    তিনি আরো বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে প্রথমে পরিবারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উঠতি বয়সী শিশু-কিশোরদের প্রতি পরিবারের স্নেহ মমতা, ভালবাসা ও যত্ন বাড়াতে হবে। পিতা-মাতাকে অবশ্যই সন্তানদের যথেষ্ট সময় দিতে হবে। পরিবারের সবার মনে রাখতে হবে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং একটি পরিবার, সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বিষয়ে সচেতন ও
    মাদক, কিশোর গ্যাং, বাজে আড্ডা থেকে বিরতও
    থাকতে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

    তিনি বলেন, বর্তমান টেকনলজি নির্ভর যুগে সাইবার অপরাধীরা ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিত্য নতুন অপরাধ সংগঠিত করছে। সাইবার বুলিংয়ের শিকার হলে বিষয়টি গোপন না রেখে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে তারুন্যের উৎসব পালিত

    উজিরপুরে তারুন্যের উৎসব পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ ও উজিরপুর পৌরসভার যৌথ উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।পরে একটি রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ করে। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কর্মসুচির ও শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও  উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থী।

  • বিশিষ্ট কবি ও লেখক ডাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

    বিশিষ্ট কবি ও লেখক ডাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

    চাটমোহর (পাবনা)প্রতিনিধিঃ

    পাবনা জেলার বিশিষ্ট কবি ও লেখক সাহিত্য সংগঠক সমাজ সংগঠক কবি তাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃর্ত্যুবার্ষিকী আজ ৩১শে ডিসেম্বর ২০২৪ইং। কবি ডাঃ আঃ হালিম মাস্টার ১২ই নভেম্বর ১৯৫৮ইং পাবনা জেলার আটঘটিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করলেও শৈশব কেটেছে পারিপার্শ্বিক ও অবজ্ঞা অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্যে।

    তিনি শৈশবে প্রথম আজব ফুল নামে একটি কবিতা লিখে জনসম্মুখ্যে আসেন কবি হিসাবে।
    অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হওয়ার প্রেক্ষিতে আঠার বছর বয়সে প্রথম তার স্কুলের হাতে খড়ি ঘটে
    তিনি শিশু শ্রমেও অনেকটা সময় শৈশবে ব্যয় করেছেন। অভিজ্ঞতা লদ্ধ জীবনে তিনি কর্মের সন্ধানে দিগ্বিদিক ছুটেছেন সমান তালে।

    তিনি দেশের বিভিন্ন জেলা পরিভ্রমন করার পর পশ্চিম বঙ্গও ভ্রমন করেছেন। তিনি বাস্তব ও জীবন ঘনিষ্ঠ লেখার মাঝে নিজেকে মেলে ধরেছেন সর্বাত্মক ভাবে সবত্র সবখানে।
    তিনি ব্যক্তি জীবনে বহুমাত্রিক একজন সৃজনশীল মনের মানুষ। তিনি হিড়িন্দা হালিমপুর হাট বাজার, হিড়িন্দা দাখিল

    মাদ্রাসা, হিড়িন্দা বাজার জামে মসজিদ, কচুগাড়ী বায়তুন নূর জামে মসজিদ, হিড়িন্দ। ঈদগাহ ময়দান সহ অনেক ধর্মীয় ও দাতব্য সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠক ছিলেন। মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরীর প্রধান উপদেষ্টা ও প্রজন্ম বিতর্ক সংসদ, স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, বাংলাদেশ কবিতা ফোরাম, সাহিত্য পত্রিকা “ঝংকার ও সজন” এর প্রধান সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক সাহিত্য সংগঠন “বাংলাদেশ কবিতা সংসদ” পাবনা, কবি সংসদ বাংলাদেশ, ঢাকা ও উত্তরণ সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ, পাবনার জীবন সদস্য। চলনবিল সাহিত্য কুটির, চলনবিল সাহিত্য সংসদ সহ অসংখ্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

    তিনি হিড়িন্দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন ও প্রথম অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি অসংখ্য কবিতা, গল্প ও ছড়া, গীতিকথা লিখেছেন। শতাধিক যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে।

    শতাধিক পত্র পত্রিকায় তার কবিতা প্রকাশিত অব্যাহত রয়েছে।তার একক কাব্য গ্রন্থ “স্মৃতির পাতা” ও “স্নাতির পাতা-২” প্রকাশিত হয়েছে।

  • পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা 

    পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা 

    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর  ইউনিয়নের অধীনস্থ ৯ টি ওয়ার্ডে বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

    সোমবার সন্ধায় বানেশ্বরে সোবাহান সরকারের মুড়ির মিলে এই কমিটি ঘোষণা করা হয়। 

    নবগঠিত এই কমিটিগুলোর অনুমোদন দেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার ও সদস্য সচিব আব্দুল মজিদ। 

    দিঘলকান্দি ১ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি  হাসেম মোল্লা সাধারণ সম্পাদক রেন্টু  এবং সাংগঠনিক সম্পাদক মুনতাজ আলী।

    নামাজগ্রাম ২ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আলীমুল সরকার, সাধারণ সম্পাদক ওয়াহাব মোল্লা  এবং সাংগঠনিক সম্পাদক আয়ব আলী।

    বালিয়াঘাটি ৩ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি বয়েন আলী সাধারণ সম্পাদক শেকু  এবং সাংগঠনিক সম্পাদক আকবর আলী।  

    শিবপুর ৪ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আব্দুস সোবহান মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক -মোঃ নওশাদ আলী।

    বিড়ালদহ ৫ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি নরুল ইসলাম নবী, সাধারণ সম্পাদক নূর আলম এবং সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল।

    রঘুরামপুর ৬ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আজাহার আলী  এবং সাংগঠনিক সম্পাদক লাভলু

    শাহাবাজপুর ৭ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান। 

    ভাড়রা ৮ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আজবাহার আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

    নয়াপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম,  সাধারণ সম্পাদক জাহিদুল হক মৃধা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক।

    কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার জানান, দীর্ঘ এক মাস ধরে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে গিয়ে গিয়ে তিন পদের নাম প্রস্তাব আমরা নিয়েছি। যাচাই বাচাই শেষে তদারকি কমিটির প্রধান আল মামুন খানের স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি সকলের উপস্থিতিতে ঘোষনা করা হয়।

    মাজেদুর রহমান ( মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী । 

  • ভালুকায়  তারুণ্য উৎসব পালন করতে ইউএনও’র মাসব্যাপী  কর্মসূচি

    ভালুকায় তারুণ্য উৎসব পালন করতে ইউএনও’র মাসব্যাপী কর্মসূচি

    স্টাফ রিপোর্টারঃ

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ও বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে যুবসমাজকে উজ্জীবিত করতে ২০২৫ সালে যুবদের নতুন স্বপ্নে জাগিয়ে তোলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায়, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন এর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ভালুকা উপজেলা প্রশাসন।

    উৎসবটি ব্যাপকভাবে উদযাপনের লক্ষ্যে
    ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি উপজেলায় ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, একটি কাবাডি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি
    পালন করবে উপজেলা প্রশাসন। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসব্যাপি এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    তিনি জানান-এবারের তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” (Change the Country, Change the World)। তারুণ্যের উৎসব – ২০২৫ এর উদ্দেশ্য হলো ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা। তরুণদের মাঝে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচার করা। দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে জাগিয়ে তোলা। দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব পালন করা। যুবকদের আত্ম-উন্নয়ন ও চরিত্র গঠনের সুযোগ প্রদান করা এবং নেতৃত্বের গুণমান, পারস্পরিক সহনশীলতা ও সহানুভূতি ধারণ করা।

    এব্যাপারে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি-বেসরকারি সম্মিলনে সারাদেশের ন্যায় ভালুকা উপজেলায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।এর অংশ হিসাবেই আগামী জানুয়ারি মাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসব পালিত হবে। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে। তিনি জানান-তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে লিড মিনিস্ট্রি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে।তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষে এমন কর্মসূচি নেয়া হয়েছে।

    উল্লেখ্য, আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

  • মোরেলগঞ্জে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা

    মোরেলগঞ্জে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় উপজেলা পর্যায়ের মিয়মিত টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার ২৯ ডিসেম্বর উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ধুমপান ও তামাকজাতদ্রব্য কুফল সম্পর্কে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম,যুবউন্নয়ন কর্মকর্তা একেএম ইখতিয়ার হোসেন,বৈশম্য বিরুধী ছাত্র আন্দোলনে শহীদ মাহফুজ এর পিতা মো.আবদুল মান্নান, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সমাজ সেবক সনিয়া আকতারসহ উপজেলা পরিষদ এর বিভিন্ন পর্যায়ের অফিসার ও স্হানীয় সুধীসমাজ।
    আলোচনায় বক্তারা বলেন ধুমপান ও তামাকজাত দ্রব্য কুফল সম্পর্কে জনসাধারণের মাঝে ব্যাপকভাবে প্রচার প্রচারনার মাধ্যমে অবহিত করে সচেতনতা বৃদ্ধি করে সুন্দর একটি পরিবেশ গডে তোলার জন্য সকলের এগিয়ে আসতে হবে এবং এজন্য চাই সকলের আন্তরিক সহযোগীতা। **ছবি সংযুক্ত আছে**

  • রংপুর ও নীলফামারী জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর ও নীলফামারী জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।।

    অদ্য ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌ মুবিন উল ইসলাম এর নেতৃত্বে রংপুর ও নীলফামারী জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

    যে সকল প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়:

    ১। মেসার্স লুনা ব্রিকস, শেরমস্ত, চিকলী, তারাগঞ্জ, রংপুর। 

    ২। সোনালী ব্রিকস ফিল্ড, দোয়ালীপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর, 

    ৩। এস বি এস ব্রিকস-২, দোয়ালিপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর। 

    ৪। এম জেড এইচ ব্রিকস, আলমপুর, চিকলী বাজার, তারাগঞ্জ, রংপুর। 

    ৫। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ৬। এম এইচ ই ব্রিকস, নিজবাড়ি, কুজিপুকুর, চিকলী, সৈয়দপুর, নীলফামারী। 

    ৭। এ*বি ব্রিকস-১ আইসঢাল, কলাবাগান, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ৮। এ*বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

    ৯। সোনার বাংলা ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১০। ভাই ভাই ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১১। মেসার্স আফতাব ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১২। বিপিএল ব্রিকস, দলুয়া, মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী। 

    ১৩। মেসার্স এ এস বি ব্রিকস-৩, দলুয়া, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১৪। এ এন বি ব্রিকস-১, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

    ১৫। এ এন বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর,  সৈয়দপুর, নীলফামারী।

    ১৬। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

    ১৭। এম এ বি অটো ব্রিকস, বাউলের ডাঙ্গা, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

    ১৮। মায়িদা ব্রিকস, সোনাখুলী, জিয়ারবাজার, সৈয়দপুর, নীলফামারী।

    ১৯। মেসার্স এস কে ব্রিকস, বোতলাগাড়ী, বাইপাস সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী। 

    ২০। এম বি বি ব্রিকস, কালীতলা, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২১। এম এ এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২২। এ আর এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২৩। মামা চিপস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

    ২৪। মুসা ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর,  নীলফামারী। 

    ২৫। আর এস বি ব্রিকস, চৌমুহনী বাজার, সৈয়দপুর, নীলফামারী। 

    ২৬। এস এম এন ব্রিকস, লক্ষণপুর, সৈয়দপুর, নীলফামারী। 

    অভিযানে আরও অংশগ্রহণ করেন প্রকৌ: জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌ: মো: তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১টি প্রতিষ্ঠান সীলগালা

    কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১টি প্রতিষ্ঠান সীলগালা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর উদ্যোগে ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে কুড়িগ্রাম জেলা একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত অভিযানে প্রিয়ম ফিলিং স্টেশন, উলিপুর রোড, সদর, কুড়িগ্রাম এবং নজরুল ইসলাম ফিলিং স্টেশন, দূর্গাপুর বাজার , উলিপুর, কুড়িগ্রাম এর পেট্রোল, ডিজেল, অকটেন পরিমাপের সঠিকতা যাচাই করা হয়। পরিমাপে সঠিক পাওয়ায় উক্ত ফিলিং স্টেশন দুটিকে ধন্যবাদ প্রদান করা হয়। এছাড়া বিসিক শিল্প নগরে অবস্থিত মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্রান্ডের নকল চিপস তৈরি করায় বিএসটিআই আইন, ২০১৮ আইনের সংশ্লিষ্ট ধারায় ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব এম শরীফ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুড়িগ্রাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) ।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছায় ঘরের চালে চালে  শোভা পাচ্ছে চাল কুমড়া

    পাইকগাছায় ঘরের চালে চালে শোভা পাচ্ছে চাল কুমড়া

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় ঘরের চালে চালে শোভা পাচ্ছে চুন সাদা চালকুমড়া। ঘরের চালে এ সবজি ফলানো হয় বলে এটি চাল কুমড়া নামে পরিচিত। তবে চাল কুমড়া শুধু চালে নয়, এই সবজি এখন মাচায় এবং জমিতেও চাষ করলে ফলন ভালো হয়। চাল কুমড়া সবজি হিসাবে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়। সবুজ কচি চাল কুমড়া তরকারি হিসেবে খাওয়া হয়। শুধু চাল কুমড়াই নয় এর কচি পাতা ও ডগা খাওয়া যায়। বড়ো হলে চুনের মত সাদা চাল কুমড়া দিয়ে বড়ি, মোরব্বা ও হালুড়া তৈরি করা যায়।

    পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ির ঘরের চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে। চাল কুমড়া চাষ করতে ঘরের কোনায় মাদায় গাছ তৈরী করা হয়। ঘরের চালে চাল কুমড়া লাগাতে জমিতে কোন চাষ করা লাগেনা। ঘরের কোনায় পতিত জায়গায় চালকুমড়া গাছ লাগিয়ে কৃষকরা লাভবান হচ্ছে। উপজেলার সরল গ্রামের নিরাপদ মণ্ডল জানান, তার ঘরের কোনায় মাদা করে চারটি চালকুমড়ার বিজ বপন করেছিল। গাছ বড় হয়ে ঘরের চাল ঢেকে যায়। ছয়টি গাছে একশটির বেশি চালকুমড়া হয়েছিল। সবুজ চালকুমড়া ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি করেছে। আরও প্রায় ৩০টি চালকুমড়া ঘরের চালে সংরক্ষন করে রেখেছে। কুমড়া বড়ি তৈরির করার জন্য। কুমড়া বড়ি তৈরির চাল কুমড়ার ব্যাপক চাহিদা রয়েছে। ছয়টি গাছের কুমড়া থেকে প্রায় আট হাজার টাকার বেশি বিক্রি হবে বলে তিনি জানান।
    দেশে উন্নত ফলনশীল চালকুমড়ার জাত উদ্ভাবন করা হয়েছে। যা বরো মাস চাষ করা যায়।এর মধ্যে বারি চালকুমড়া-১ অন্যতম। হাইব্রিড জাতের বীজও বাজারে পাওয়া যাচ্ছে। এসব জাতের মধ্যে জুপিটার, ভেনাস, নিরালা, বাসন্তি, পানডা, মাধবী অন্যতম। এসব জাতের বীজের গাছ থেকে বারো মাস চালকুমড়া পাওয়া যায়। তাছাড়া নার্সারি থেকে চালকুমড়ার চারা সংগ্রহ করা যায়। চারা লাগানোর দুই মাস পর থেকে গাছে ফলন ধরে।
    কুমড়া বা কুমড়ো দুই রকমের হয়, যেমন মিষ্টিকুমড়ো এবং চালকুমড়ো। মিষ্টিকুমড়া ফলজাতীয় সবজি। মিষ্টিকুমড়ার আকার পেটমোটা গোল এবং পাকা অবস্থায় এর ভিতরের অংশ উজ্জ্বল কমলা বর্ণের হয়ে থাকে। জালিকুমড়া এটি সবুজ রঙের হয়। চালকুমড়া পুষ্টিকর একটি সবজি। এতে বিভিন্ন ধরণের ভিটামিন, মিনারেল ও ফাইবার রয়েছে তাই চাল কুমড়ার উপকারিতা অনেক। যক্ষা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকসহ বহু রোগের উপশম করে চাল কুমড়া। চাল কুমড়া তরকারি হিসেবে খাওয়া ছাড়াও মোরব্বা, হালুয়া, পায়েস এবং কুমড়া বড়ি তৈরী করেও খাওয়া হয়। শুধু চাল কুমড়াই নয় এর কচি পাতা ও ডগাও শাক হিসেবে খাওয়া যায়।
    এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল ইসলাম বলেন, বিনা চাষে কম খরচে ঘরের চালে চাল কুমড়া ফলানো যায়। তাই গ্রামের বাড়ির চালে চালে কৃষকরা চালকুমড়ার আবাদ করছে। চালকুমড়া সবজি হিসাবে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকরা চালকুমড়া লাগিয়ে লাভবান হচ্ছে। বাড়ি কোনার পতিত জমি ফেলে না রেখে চালকুমড়া বা মিষ্টি কুমড়া লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।