Blog

  • মধুপুরে বন বিভাগের উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    মধুপুরে বন বিভাগের উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    আমার মাটি, আমার মা! উচ্ছেদ হতে দেবো এ স্লোগানকে বুকে ধারন করে টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের উচ্ছেদের ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সাধারণ জনতা।
    সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় মধুপুর উপজেলা বিএনপি’র আয়োজনে জলছত্র ফুটবল মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
    মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে এবং মধুপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক নাছিম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আদিবাসী নেতা এড. জনজেত্রা, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স প্রমুখ।
    টাঙ্গাইলের মধুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন, বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মধুপুর অঞ্চলের শত বছরের বসতভিটা উচ্ছেদ করতে এলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
    বন বিভাগের লোকেরা যদি বাড়ি ভাঙতে আপনার বাড়িতে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবেন।’ এ সময় তিনি মাইকে তাঁর মুঠোফোন নম্বরটি জানান; আর সমাবেশে আসা লোকজন সেই নম্বর মুঠোফোনে যুক্ত (সেভ) করে নেন।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ৫০,২০০ টাকা জরিমানা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ৫০,২০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, সাঘাটা, গাইবান্ধা এর  উদ্যোগে ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে ২ টি প্রতিষ্ঠান: মেসার্স ন্যাশনাল ফুড, ভাঙ্গারমোড়, সাঘাটা, গাইবান্ধা এবং মেসার্স আল্লাহর দান বেকারি, কুকড়ারহাট, সাঘাটা, গাইবান্ধাকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার ১০০ করে মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠান দুটি বিএসটিআই এর অনুমোদন না নিয়ে অবৈধভাবে বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুর ইত্যাদি পণ্য তৈরি করে আসছিল এবং মানসনদ গ্রহণ না করে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করছিল।

    উক্ত অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরের শীতার্তদের পাশে ছাত্রদল নেতা সৌরভ

    সুজানগরের শীতার্তদের পাশে ছাত্রদল নেতা সৌরভ

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায়  শীতার্ত অসহায়  মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে ।  বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর   সহ-সাধারণ সম্পাদক  ওমর ফারুক সৌরভের উদ্যোগে সোমবার সুজানগর উপজেলার অসহায় দরিদ্র মানুষদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে শীতবস্ত্র বিতরণকালে ওমর ফারুক সৌরভ বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই বাকশাল বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। তারেক রহমান দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংষ্কার শেষে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।আগামী নির্বাচন জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ  হবে ইনশাআল্লাহ এবং তারেক রহমানের নেতৃত্বেই হবে আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ বলেও জানান তিনি।

    এম এ আলম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায়   খুলনা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা খুলনা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে অনুষ্ঠিত। ডিআইজি, খুলনা রেঞ্জ নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম’র নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ আনুষ্ঠানিকভাবে আগমন উপলক্ষে পুলিশ লাইনস্ ড্রিলসেডে নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয় ।
    উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
    এছাড়াও নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সাউন্ড ও ডেকোরেটর ব্যবসায়ীদের কর্মবিরতি ও মানববন্ধন

    সাউন্ড ও ডেকোরেটর ব্যবসায়ীদের কর্মবিরতি ও মানববন্ধন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    সুমন সাউন্ড সিস্টেম এর উপর হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে কর্মবিরতি পালন এবং মানববন্ধন করেছে পাইকগাছার সাউন্ড, লাইট ও ডেকোরেটর ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এছাড়া বিকাল পৌনে ৪ টার সময় প্রেসক্লাব ও উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। ডেকোরেটর ব্যবসায়ী রজত আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আব্দুর রহমান, নুরুজ্জামান টিটু, আব্দুল কুদ্দুস, জগন্নাথ দেবনাথ, ইমরান হোসেন, লাবন্য, কালু, আবুল কাশেম, আসাদুল ইসলাম, ইউনুস আলী, ইমন হাসান, রিয়াদ, সজীব, তরিকুল ও মাসুদ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

    পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রণব কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক কাউন্সিলর কবিতা দাশ, অভিভাবক সীতা সিংহ, শিক্ষক রবীন্দ্রনাথ দে, পঞ্চানন সরকার, ফজলুল আজম, দীপঙ্কর সরকার, মৃণাল কান্তি রায়, প্রদেশ কুমার মল্লিক, রেজাউল ইসলাম, বোরহান উদ্দিন শেখ, জোবাইরিয়া আক্তার, শিক্ষার্থী অর্পিতা ও ফারজানা আক্তার।

  • পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার ঐতিহ্যবাহী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ২০ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা সোমবার দুপুর ১ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান ও সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। সহ সভাপতি পদে আব্দুল কালাম আজাদ ও সোহেল রাশেদ জনি মনোনয়ন সংগ্রহ করেছেন। সম্পাদক পদে ৩ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সম্পাদক শেখ ফজলুর রহমান, সাবেক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও আলহাজ্ব শেখ মুরশাফুল আলম। কোষাধ্যক্ষ পদে মোঃ মোশাররফ হোসেন ও এসএম হাবিবুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া ৮টি সদস্য (পরিচালক) পদে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন মোঃ নুরু গাজী, মোঃ মনিরুল ইসলাম, মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু, রাজীব কুমার মন্ডল, সেলিম মোড়ল, রিমন শেখ, সেলিম শাহরিয়া, শাহীন গাজী, রাব্বু ইসলাম দিপু, এসএম মোমিন উদ্দিন ও মোশাররফ হোসেন। এসময় নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সদস্য পরিদর্শক আকতারুজ্জামান ও সহকারী পরিদর্শক আমির হোসেন উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী ২ জানুয়ারি মনোনয়ন পত্র জমা, ৬ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ৭ ও ৮ জানুয়ারি আপিল আবেদন, ৯,১২ ও ১৩ জানুয়ারি আপিলের শুনানি ও নিষ্পত্তি, ১৪ জানুয়ারি চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১ ফেব্রুয়ারী নির্বাচন।

  • বানারীপাড়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগী গুরুতর আহত

    বানারীপাড়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগী গুরুতর আহত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আ. জলিল (৫০)নামের পক্ষাঘাতগ্রস্থ এক রোগীকে মুখোশধারী দুর্বৃত্তরা বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ অমানবিক ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ আ. জলিলের বাসায় ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে তাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শিশুপুত্র আব্দুর রহমানের ডাক চিৎকার শুনে প্রতিবেশীর ঘরে থাকা স্ত্রী রিমা বেগম ও বড় ছেলে অনীক ছুটে আসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মুখোশধারী দুর্বৃত্তরা বাসার পিছনের বাগান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আ. জলিলকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল জলিলের স্ত্রী রিমা বেগম জানান,ওই এলাকার ইউনুসসহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি গাছ বিক্রিতে তারা বাঁধা দেয়। এনিয়ে থানায় শালিসী চলমান রয়েছে। এর আগেও তার স্বামীকে একাধিকবার পিটিয়ে আহত করা হয়েছে। গাছে বেঁধেও তাকে নির্যাতন করা হয়েছে। হামলায় মাথায় আঘাতের কারনে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় রয়েছেন। ওই একই চক্র মুখোশ পড়ে এবারও তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠন

    কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।
    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও উপজেলা শাখার কমিটি গঠন হয়।গত(৩০ ডিসেম্বর)২০২৪ইং কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যেমে ৫০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে মোঃ আবুল বাশার লাভলুকে পুনরায় সভাপতি ও রেজাউল করিমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    দ্বি-বার্ষিক সম্মলনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার লাভলুর সভাপতিত্বে ও মোঃ রেজাউল করিমের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা (কালীগঞ্জ-আদিতমারী) লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলার সাধারন সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান,আরোও উপস্থিত ছিলেন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবদুস সামাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু মুসা আনসারী, মাওলানা মকসুদার রহমান সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের সভাপতিবৃন্দ।

    সম্মেলন উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়ন শাখা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য এবং অতিথিদের সমন্বয়ে একটি শোভাযাত্রা এদিন উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত করা হয়।

    হাসমত উল্লাহ ।।

  • বাংলাদেশ জাতীয়াতাবাদীদল ২ নং আন্দলবাড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ

    বাংলাদেশ জাতীয়াতাবাদীদল ২ নং আন্দলবাড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস

    রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময়
    বাংলাদেশ জাতীয়াতাবাদীদল ২ নং আন্দলবাড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ আনোয়ার হোসেন খান খোকন, সভাপতি জীবননগর থানা বিএনপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ শাজাহান আলী, সাধারণ সম্পাদক জীবন নগর থানা বিএনপি।

    জনাব মোঃ আতিয়ার রহমান, সভাপতি ২নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি।
    জনাব মোঃ আজিম খান, সাধারণ সম্পাদক ২নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি।
    সভাপতিত্ব করেন: জনাব মোঃ তাছের আলী, সভাপতি ২ নং আন্দলবাড়িয়া ৬ নং ওয়ার্ড বিএনপি
    সঞ্চালনায় :জনাব মোঃ মোক্তার হোসেন, সাধারণ
    সম্পাদক ২ নং আন্দলবাড়িয়া ৬ নং ওয়ার্ড বিএনপি।

    অনুষ্ঠানটি আয়োজন করেন : ওলিউল্লাহ, হালিম গাজী,ওহিদুল ইসলাম, বিপুল হোসেন দরবেশ ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দরা।