Blog

  • আশুলিয়ার বাইপাইলে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

    আশুলিয়ার বাইপাইলে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বাইপাইলে রমজান আলী সুপার মার্কেটে মশলার দোকান ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই। মধ্যরাতে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    সোমবার (৩০শে ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগে, এসময় মার্কেটে থাকা আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে, অধিকাংশ দোকানে ছিলো নিষিদ্ধ পলিথিন।

    প্রত্যক্ষদর্শী আকবর হোসেন গণমাধ্যমকে জানায়, একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি, পরে দোকানের শাটার ভেঙ্গে ফেলার পর ভেতরে আগুন দেখতে পাই, ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শী ও দোকানদাররা জানান, এখানে বেশিরভাগ দোকানগুলোতে ছিল নিষিদ্ধ পলিথিন এবং প্লাস্টিক ব্যাগ, পাশে মসলার দোকান থাকলেও অধিকাংশ দোকানেই পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এরজন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হয়।

    ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাতে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসে কাজ করে। ভয়াবহ আগুন আশপাশে ছড়িয়ে পরলে জিরাবো স্টেশন থেকে আরো ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়ে কাজ করেন, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    উক্ত এলাকার ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমরা রাত ১১টা ৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন, পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট এসে যোগ দেয়। দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

  • সুন্দরগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছেন।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৫:৩০ মিনিটে শিশুটি অন্যান্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মস্তিষ্ক বিকৃত রঞ্জু কসাই (৪৫) তাকে ১০ টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে তার নানির বাড়ির পাশে  জনৈক সিদ্দিক পিওনের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে আসামীর বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য ভিকটিমের প্যান্ট খোলার চেষ্টা করাকালে ভিকটিমের নানি রোজিনা বেগম (৬২) ভিকটিম কে ডাকলে আসামী রঞ্জু কসাই শিশুটির মুখ চেপে ধরে। এরপর ভিকটিমের দাদী আনজু আরা বেগম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার পায়ের শব্দ শুনে নরপশু রঞ্জু ভিকটিমকে ছেড়ে লাফ দিয়ে পালিয়ে যায়।

    এনিয়ে থানায় মামলা রুজু হয়। মামলা নং-৩১, তারিখ-৩০/১২/২৪খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/২০) আইন এর ৯(৪) (খ)।

     অতঃপর পুলিশ সুপারের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের নেতৃত্বে এসআই (নি:) সুশীল কুমার রায় পুলিশের একটি চৌকস টিম সাথে নিয়ে সোমবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ পৌরসভার সবজি বাজার এলাকা থেকে লম্পট  রঞ্জু কসাইকে গ্রেফতার করেন।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ধৃত আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে।

  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম

    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম

    রবিউল আলম,
    পুবাইল প্রতিনিধি:

    দেশবাসীকে নববর্ষ ২০২৫ ইং, নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, প্রবাহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন এক এক করে জীবন থেকে খসে পড়েছে মূল্যবান একটি বছর,চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। Happy New Year 2025। সুখের স্মৃতি রেখে মনে দুঃখের স্মৃতি যেও ভুলে,মিশে থেকো আপন জনে, মান অভিমান সব ভুলে আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য সবার চোখে, সবাই মিলেমিশে থাকবো সুখে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানায়, সকলকে উদ্দেশ্যেকরে তিনি বলেন, আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে আজকে নতুন বছর নতুন দিনে আমাদের নিজের পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে, একসাথে নতুন বছরকে বরণ করি।তবুও ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ সালকে আমরা সবাই স্বাগত জানাই। ২০২৫ সাল নতুন করে নিয়ে আসতে পারে আমার আপনাদের জীবনের সকল সুখ ও আনন্দ। আসুন আমরা যেখানেই থাকি দেশের সরকারের আইন মেনে চলি, মহান আল্লাহর দেয়া বিধান মতো জীবন পরিচালনা করার চেষ্টা করি। আবারো সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

  • যশোরের বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ’ ও পুরস্কার বিতরণ

    যশোরের বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ’ ও পুরস্কার বিতরণ

    আজিজুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
    বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৫৩৮ জন শীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী (বাস্তবায়ন) কর্মকর্তা অনিত বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন-আহবায়ক ও শার্শা থানা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর হোসেন, শার্শা থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, আব্দুর রশিদ, সাবেক সেচ্ছাসেবক দল নেতা আলমগীর করির, জামাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক।

    বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে তিনজন বর্ষসেরা মেধাবী শিক্ষার্থী’ ও প্রতি ক্লাসের পাঁচজন সেরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ (পুরস্কার) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ২০

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ২০

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে।

    জানা যায়, যাত্রাপথে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

    শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ ছিল নীরব ভূমিকায়, এমনটাই অভিযোগ তাদের।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, ‘খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।’ পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।

    আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, ‘পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনও বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতি দ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ আর তা না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইমাদ পরিবহন নামের একটি বাসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। #

  • উজিরপুরে মডেল নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা

    উজিরপুরে মডেল নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসভায় উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার ২০২৪ বার্ষিক পরীক্ষার ফলাফল ও ছবক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন, বই বিতরন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । ৩১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার পরিচালক মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদ।মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ বাকি বিল্লার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফকির, জামায়াতে ইসলামীর উজিরপুর পৌর সহকারী সেক্রেটারি মোঃ জালাল উদ্দিন ফকির, সাবেক সেনা সদস্য মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, হাফেজ মাওলানা ইব্রাহিম কাওসার সালাফি, মাওলানা দেলোয়ার হোসেন।এ সময় ছবক অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ কারী মোঃ মোখলেসুর রহমান। উজিরপুর পৌরসভার ১ নং ওয়াডে অত্যন্ত মনোরম পরিবেশে মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার লেখা পড়ার মান ভালো হওয়ায় এর শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠান শুরুতেই সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন শিক্ষক বৃন্দ। আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীদের পুরস্কার ও বই বিতরন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • গৌরনদীতে ছাত্রদল নেতা ও তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায়  ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

    গৌরনদীতে ছাত্রদল নেতা ও তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

    কে এম সোয়েব জুয়েল।।।

    গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নিজদের বসত ঘড় ভাংচুর করে ছাত্রদল নেতা সহ তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায় ফাঁসানো সহ নানান ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ৩১ ডিসেম্বর মঙ্গলবার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর গ্রামের মেইন সড়কে সকাল ১০ টায় গ্রামবাসিরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

    ঘন্টার অধিক সময়ের বিক্ষোভ সমাবেশ শতাধিক স্হানীয় গ্রামবাসির মধ্যে স্হানীয় মোসাম্মৎ ফাতেমা বেগম, আক্কাচ প্যাদা,ভুক্তভোগী পরিবারদের মধ্যে মোঃ মন্নান হাওলাদার, তার পুত্র সরিকল ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শামিম হাওলাদার বক্তব্যে বলেন, সৈরচারি শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় দলিয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এখনো তাদের সন্ত্রসী কর্মকান্ডে বহু পরিবার জিম্মি হয়ে আছে। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এদেরকে আইনের আওতায় আনতে সরকারের সু- দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী মন্নান হাওলাদার সহ স্হানীয় একাধিক ভুক্তভোগী পরিবারে লোকজন।

    এ ছারাও গ্রামবাসিরা আরো বলেন, এই প্রতিবাদের মধ্য দিয়ে প্রশাসনিক সহোয়াতায় প্রতিপক্ষের ষড়যন্ত্রের অপরাধের বিষদাত ভেঙে দেয়া হবে। জমি দখলের নামে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে নিজদের বসত ঘড়ের জানালার গ্লাস নিজেরা ভেঙে অন্যকে ফাঁসানো ষড়যন্ত্রকে এই সমাবেশের মধ্য দিয়ে প্রতিহত করতে প্রশাসনের সর্বস্হরের সহোযোগিতা কামনা সহ অপরাধীদের শাস্তি দাবি করছেন ভুক্তভোগী পরিবারের লোকজন সহ উপস্থিত গ্রাসবাসিরা।

    ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর গ্রামের মোঃ আবদুল মান্নান হাওলাদার ও তার পুত্র সরিকল ইউনিয়নের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদদীন হাওলাদারের পরিবারের বেলায়।

    ছাত্রদল নেতা জসিম জানায় দীর্ঘ ৪০/ ৫০ বছর ধরে ক্রয় সুত্রে দলিল মুলে জমি ভোগ দখল করে আসছেন তারা। কিন্তুু কয়েক বছর পর্যন্ত আমার একই বাড়ির প্রতিপক্ষ ভূমি দস্যুরা জোর পুর্বক জমি দখল করার পায়তারা চালিয়ে গত ৮/১০ দিন পূর্বে একদল ভারাটিয়া সন্তাসীদের যোগসাজশে তার পিতাকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে একই বাড়ির আওয়ামী লীগ সন্ত্রাসী প্রতিপক্ষ ভূমিদস্যু কালাম হাওলাদার ৫৮ ও তার পুত্র কামরুল ৩৫,খোকন ৪৫,আজিজুল ২৬ ও একই গ্রামের তাদের ভারাটিয়া যুবলীগ সরিকল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি সবুজ।

    তারি ধারাবাহিকতা অব্যাহত রেখে ২৮ ডিসেম্বর শনিবার গভীর রাতে তাদের প্রতিপক্ষ কালাম গংরা নিজদের বসত ঘড়ের জানালার গ্লাস কতিপয় ভারাটিয়া সন্ত্রাসী যোগসাজশে নিজেরা ভেঙে তাদেরকে ফাঁসাতে মিথ্যে মামলা দেয়ার অপকৌশল চালিয়ে সংবাদ কর্মিদের উপস্থিত করে ভুল তথ্য দিয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আজাদ হোসেন ওই রাতে আমার (জসিম) বাড়িতে উপস্থিত থেকে আমাদের পক্ষ হয়ে ঘটনা ঘটিয়েছেন বলে সংবাদ কর্মিদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করান ভূমি দস্যু কালাম গংরা।

    এ বিষয় ২৯ ডিসেম্বর ২৪ ইং রবিবার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আজাদ হোসেনের কাছেে জানতে চাইলে তিনি (আজাদ) বলেন , এর কোন সত্যতা নাই, তবে আমার তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ ফোরকান হোসেন হাওলাদার ঘর ভাংচুর ঘটনা জানতে পেরে
    ২৯ ডিসেম্বর রবিবার সকালে আমাকে ঘটনা পরিদর্শন করতে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি তারি ধারাবাহিকতায় তদন্ত করে , ঘড়ের জানালার গ্লাস ভাঙা দেখা গেলেও রহস্যের কথাও ভাবছেন তিনি । তবে জানালার গ্লাস ভাঙার ভিতর ব্যাপক রহস্য বিরাজ মান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এস আই আজাদ।ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন চলছে, তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের প্রতি যথাযথ ব্যাবস্হা নেয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

  • পাখি ভ‍্যানের সাদা আলো যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

    পাখি ভ‍্যানের সাদা আলো যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস।

    জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত অবৈধ যান পাখিভ্যান-ইজিবাইকের হেডলাইটের সাদা আলোয় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সেই সাথে বাড়ছে সড়কে ছোট-বড় দুর্ঘটনা।

    প্রতিদিন এ উপজেলার মহাসড়কসহ বিভিন্ন সড়কে শত শত অবৈধ যান পাখিভ্যান-ইজিবাইক চলাচল করে থাকে। সন্ধ্যার পর এসব অবৈধ যানচালকরা তাদের নিজেদের সুবিধার্থে এলইডি সাদা লাইট জ্বালিয়ে চলাচল করে থাকে। এতে বিপরীত দিক থেকে আসা সাধারণ পথচারী, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীসহ চালকের চোখে সরাসরি লাইট লাগার কারণে সামনের দিকে কিছুই দেখতে পায় না তারা। এ সময় তাদেরকে দাঁড়িয়ে অথবা ধীরগতিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।

    জীবননগর উপজেলার রাজনগর গ্রামের প্রাইভেট ড্রাইভার তৌফিক, বলেন পাখিভ্যানের সাদা আলোর গতি আমাদের প্রাইভেট চেয়ে বেশি। প্রাইভেট এর সামনে দিয়ে রাতে কোনো পাখিভ্যান আসলে আমরা সামনের দিকে কিছুই দেখতে পাই না।

    এ সময় দুর্ঘটনা এড়াতে আমাদেরকেই গাড়ির গতি কমিয়ে পাখিভ্যান পার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

    জীবননগর পৌরসভার নারানপুর গ্রামের চান মিয়া বলেন, এই জাতীয় লাইটের আলো এতই বেশি যে মোটরসাইকেলের সামনে এই অবৈধ যানের সাদা আলো পড়লে ১-২ মিনিট আর কিছুই দেখা যায় না ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

    সর্বসাধারণের জন্য ক্ষতিকারক অবৈধ যানে সাদা এলইডি লাইট পরিহারে জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • মধুপুরে  লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

    মধুপুরে লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মৌজায় গজারীর বন সম্বলিত টিলা লাল মাটি কাঁটার অপরাধে ছালাম নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
    জানা যায়, মঙ্গলবার(৩১ডিসেম্বর) বিকেলে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকায় গজারী বনের টিলা জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে লাল মাটি কেটে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায় বলে জানান সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
    সেখানে টিলা কাটার অপরাধে ছালাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
    বলাবাহুল্য সহকারী কমিশনার(ভুমি) রিফাত আনজুম পিয়া মধুপুরে যোগদানের পর থেকেই বিভিন্ন এলাকায় এবং পৌর শহরে অভিযান চালিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। যেকোনো অনিয়মের সংবাদ পেলেই তিনি রাত নিশির তোয়াক্কা না করে ছুটে যান ঘটনাস্থলে।
    তিনি জানান, ফসলি জমি ও পাহাড়ি মাটি কাঁটার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • সুন্দরগঞ্জ সাংবাদিকদের মিলন মেলায় আহবায়ক নজরুল চেয়ারম্যান

    সুন্দরগঞ্জ সাংবাদিকদের মিলন মেলায় আহবায়ক নজরুল চেয়ারম্যান

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সকল কর্মরত সাংবাদিকদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট সাংবাদিক ও  রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের আহবানে ও সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক সুন্দরগঞ্জ পৌর সভার মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, সাংবাদিক মোঃ শাহজাহান মিঞা,  এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু, আলাউদ্দিন মজুমদার শাহীনসহ অনেকে। এসময় বিশিষ্ট সাংবাদিক মোঃ নজরুল ইসলামকে আহবায়ক কমিটির প্রধান করে সুন্দরগঞ্জের সব প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা।