Blog

  • বানারীপাড়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালন

    বানারীপাড়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালন

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। বৃহস্পতিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ পালন করা হয়।
    এজন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুকুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা তনয় সিংহ, সাংবাদিক ও এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ কাওছার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এতিমখানার প্রধানগন উপস্থিত ছিলেন। পরে সমাজ সেবা দপ্তরের কর্মীদের মাঝে শুদ্দাচার পুরস্কার প্রদান করা হয়।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপ

  • ঈদগাঁওতে একটি করাত কল উচ্ছেদ অপরটিকে জরিমানা ও ২০০ ঘন ফুট কাঠ উদ্ধার

    ঈদগাঁওতে একটি করাত কল উচ্ছেদ অপরটিকে জরিমানা ও ২০০ ঘন ফুট কাঠ উদ্ধার

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগ।উচ্ছেদ চলাকালে করাতকলের ইঞ্জিনচালিত মেশিন, গাছ, চেরাই করা কাঠসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

    গত মঙ্গলবার ২০২৪ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার থেকে রাত ৮ টা পর্যন্ত বর্ণিত ইউনিয়নের শাহ ফকির বাজার এবং বাঁশঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

    জানা যায়, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে শাহ ফকির বাজার এলাকার নরুল হকের মালিকানাধীন থেকে একটি করাতকল উচ্ছেদ করেন।এ সময় করাত কলের যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়াও বাঁশঘাটা এলাকার মিজানুর রহমানের মালিকানাধীন আর একটি করাত কল স’মিল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উক্ত স’মিল থেকে সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ ঘন ফুট কাঠ উদ্ধার করা হয়।

    এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে,ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা সদর বিট অফিসের আওতায় বিভিন্ন এলাকায় বনের ভেতরে ১২টির অধিক অবৈধ করাতকল গড়ে উঠেছে। এ সুযোগে স্থানীয় চোরাই চক্র রাতের আঁধারে সড়কের পাশের ও সংরক্ষিত বনের ভেতর থেকে গজারিসহ নানা প্রজাতির গাছ কাটছে। প্রকাশ্যে চেরাই করা হচ্ছে এসব গাছ। এ বিষয়ে গত ২৬ নভেম্বর দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকা’য় ঈদগাঁওতে অবৈধ করাতকলের ছাড়াছাড়ি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে উপরের বর্ণিত সময়ে অভিযান চালায় প্রায় ৩০ সদস্যের বন বিভাগের একটি দল।

    এ সময় ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান,ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানসহ দু’রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা এবং ঈদগাঁও থানা পুলিশের ফোর্স উপস্থিত ছিলেন।

    অবৈধ একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঈদগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা বলেন, অবৈধভাবে থাকা একটি করাতকল স’মিল উচ্ছেদ করা হয় অপর আর একটি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

  • ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্‌যাপিত

    ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্‌যাপিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য নিয়ে সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র সবপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশে ময়মনসিংহে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

    এ উপলক্ষ্যে (২জানুয়ারী) সকাল ১০টায় জেলার সার্কিট হাউস জিমনেশিয়াম প্রাঙ্গন থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১ম পর্বে উদ্বোধনী র‌্যালি এবং ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ওয়াকাথনের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী এবং পরিচালনা করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

    র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মিলনায়তনে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, আমরা সমাজসেবা দিবস একটি দিনে পালন করছি, কিন্তু সারা বছর ধরে এই সমাজসেবার কার্যক্রম চলে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে সমাজসেবার কাজ পরিচালিত হয়। সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা, যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত এবং অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াবে।

    অনুষ্ঠানের ২য় পর্বে মুক্ত আড্ডা পরিচালনা এবং সমাপনী করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম । আড্ডা সূচনায় ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং আড্ডা সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

    সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব আমানত হিসাবে এবং জবাবদিহিতার সাথে পালন করি, তাহলে সে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে।

    আড্ডায় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জুলাইকন্যা, ছাত্র-ছাত্রী, জনতা, প্রবীণগন এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান শেষে প্রবীণ, জুলাইকন্যা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

  • উজিরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    উজিরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ উপলক্ষে পায়ে হেঁটে ওয়াকাথনে অংশ গ্রহণ করেন উপস্থিত অতিথিবৃদ্ধ। মুক্ত আড্ডায় উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সমির চন্দ্র হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, গুঞ্জন সংগীত একাডেমির পরিচালক মোঃ ফরিদ হোসেন রানা, পূর্ব ধামসর নুরানি হাফেজী মাদ্রাসা
    কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, জুলাই ২০২৪ গনঅভ্যুত্থানের যোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন, আল সাকিব, আল আমিন, আব্দুল্লাহ আল রাফি, আরাফাত, ইশরাত জাহান সুমাইয়া, লিজা আক্তার, আদিবা নাফিসা, আখি মনি, প্রীয়াংকা দত্ত সহ অনেকে। অনুষ্ঠান শেষে সমাজ সেবা অফিসের কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২জন ইউনিয়ন কর্মীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

  • চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। 

    উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। 

    এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকার ভৌগী সদস্যগণ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

    মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্ব একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দু’জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ১২জন দুস্থ যুবকের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ, কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, খাদ্য কর্মকর্তা দ্রæব মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম শামীম আহসান মল্লিক,উপজেলা মহিলাদল সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসব কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

  • মোরেলগঞ্জে চাঁদাবাজ চক্রের হয়রানির  প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন

    মোরেলগঞ্জে চাঁদাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ একটি চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসীরা।
    পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী-পঞ্চকরণ ¯øুইজগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় পঞ্চকরন গ্রামের ভূক্তভোগী শতাধিক পরিবারের নারী পুরুষেরা।
    মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, এলাকায় কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ওয়াবদা ভেরিবাঁধের রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তার দু’পারে ১৫/২০টি দোকান নির্মাণ করে স্থানীয় শ্রমিক শ্রেনীর মানুষেরা ব্যবসা করে আসছেন। যে কারনে ৭০টি পরিবারের হয়েছে কর্মসংস্থান।
    এলাকার একটি প্রভাবশালী মহল জাহাঙ্গীর মীর ও তার ভাই মনিরুজ্জামান বাবুল মীর ওয়াবদার ওই জমি তাদের দাবি করে স্থানীয় এসব ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হয়রানি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ সরকারের নিকট থেকে তাদের দাবিকৃত জমির মালিকেরা একওয়ারকৃত ভর্তুকির টাকা অনেক পূর্বেই নিয়েছেন। এ চক্রটি নতুন করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জমির টাকা দাবি করে বিভিন্ন সময় আদায় করছেন মোটা অংকের টাকা। টাকা না দিলে মারপিট ভয়ভীতি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে স্থানীয়দের হয়রানি করছেন।

    ভূমিদস্যু এ বাহিনীকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন ব্যবসায়ী বাবুল খান, প্রতিবন্ধী নূরুল ইসলাম শিক্ষক ফয়সাল তালুকদার, অলিদ মাল, প্রভাষক সোহেল তালুকদার, দুলাল ভান্ডারি, ইব্রাহিম শেখ, ইমাম ছাদেকুল ইসলাম, এনছান খান, পারভিন বেগম, ফজিলা আক্তার লাকিসহ একাধিক ভূক্তভোগীরা।

  • মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    আরিফুর রহমান মাদারীপুর:
    মাদারীপুরে প্রচন্ড শীতের প্রকোপ একদিকে ঘন কুয়াশা সেই সাথে প্রচন্ড ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরে চরমুগুরিয়া বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বছরে বিতরণ করেন সংগঠনের নেতা কর্মীরা।

    এ সময় মাদারীপুর মৎস্যজীবী দলের সভাপতি সাইম ব্যাপারীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু।

    এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক, মোঃ শহিদুল হাওলাদার। সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন,জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালায়েদ হোসেন, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি নুরুজ্জামান মোল্লা, মৎস্যজীবী দলের পৌর কমিটির সভাপতি হান্নান হাওলাদার, মৎস্যজীবী দলের মাদারপুর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নুর আলম মল্লিকসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    আরিফুর রহমান মাদারীপুর।।

  • ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

    ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    বেড়েছে শীতের তীব্রতা, সেই সাথে উত্তরের কনকনে হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। এই শীতে কিছুটা উষ্ণতা ফেরাতে টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের পক্ষ থেকে (২ জানুয়ারি) রাতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ঘাটাইল উপজেলা দেউলাবাড়ি ইউনিয়ন রতন বরিষ নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের এবং রাস্তার পথচারী অসহায় শীতার্তদের মাঝে সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান মনিরসহ আরো অনেকে।

  • আশুলিয়ায় নিখোঁজের ৫ দিন পর এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ

    আশুলিয়ায় নিখোঁজের ৫ দিন পর এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ

    হেলাল শেখঃ ঢাকা সাভারের আশুলিয়ার মাধবপুর বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভেতর থেকে মাহামুদুর হোসেন হৃদয় (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।যুবকের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানা ফুলকান্দি মিয়া বাড়ি বিল্লাল হোসেনের ছেলে। তিনি সপরিবারে আশুলিয়া থানাধীন ওবদা মাধবপুরের হারুনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

    গত ৫ দিন যাবৎ নিখোঁজ থাকার পর বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভিতর থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫ইং) শিশু বাচ্চারা বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের সুরঙ্গ দিয়ে ভেতরে ঢুকে খেলাধুলা করার সময় ওই বাচ্চাদের চোখে পরে মৃত দেহটি। বাচ্চারা চিৎকার করে আশে পাশের লোকজনকে ডেকে আনে এবং পরবর্তীতে সনাক্ত করা হয় ৫ দিন যাবৎ নিখোঁজ হওয়া মাহামুদুর রহমান হৃদয়ের লাশ এটি।

    পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী, এরপর তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা জেলার পুলিশের সার্কেল শাহিনুর কবির এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনসার্জ আবুবকর, ঢাকা জেলার পুলিশের সার্কেলকে সাংবাদিকরা হৃদয় হত্যার আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামি যেইহোক অতি দ্রুত চিন্হিত করে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। হৃদয়ের লাশ আশুলিয়া থানার অফিসার ইনসার্জ আবুবকরের সহায়তায় মর্গে পাঠানো হয়।