Blog

  • ধান ক্ষেতে লাশ,ময়মনসিংহে মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী  গ্রেফতার করলো  পিবিআই

    ধান ক্ষেতে লাশ,ময়মনসিংহে মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করলো পিবিআই

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের তারাকান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার একই সাথে মাত্র ২দিনে চাঞ্চল্যকর ক্লু-লেস এই
    হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার (৪জানুয়ারী) সকাল ১১টায় পিবিআই ময়মনসিংহ কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রাকিবুল আক্তার। । গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আশিকুর রহমান (৩৫), রাহাত হোসেন তন্ময় (২৫), মোঃ পরশ চৌধুরী শ্রাবণ (২৯) ও মোঃ এহতেশামুল হক নিশাত (২৫)। পিবিআই জানান- তদন্তে নিহত অজ্ঞাত ব্যক্তির নাম জানা যায়।তার নাম
    মোঃ আরিফুর রহমান (৪৬)। তিনি লক্ষীপুর জেলার রামপুর থানার লামচরী গ্রামের মোঃ রফিকুল ইসলাম পুত্র। সে রায়পুর উপজেলার ৬নং পূর্ব কেরোয়া ইউনিয়নের রানিং মেম্বার ও একজন ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার রাকিবুল আক্তার বলেন
    গত ০১ জানুয়ারি সকাল ১০.০০ ঘটিকায় তারাকান্দা থানা পুলিশের মাধ্যমে পিবিআই, ময়মনসিংহ জেলা সংবাদ পায় তারাকান্দা থানাধীন পিঠাসুতাগামী পাকা রাস্তার পাশে ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে পিবিআই ময়মনসিংহ জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিজিটাল ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

    পরে জেলা থানা পুলিশের মাধ্যমে খবরটি ডিসিস্টের পরিবারকে জানিয়ে দেয়। উক্ত ঘটনায় থানা পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি পিবিআই ময়মনসিংহ জেলাও ছায়া তদন্ত শুরু করে। বিষয়টি নিহতের স্ত্রী আয়শা আক্তার অবগত বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারাকান্দা থানার মামলা নং-০১, তাং-০২/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ রুজু হয়। পরে থানা পুলিশের তদন্তকালে পিবিআই, ময়মনসিংহ জেলা স্বউদ্যোগে মামলাটি অধিগ্রহণ করে পিবিআই।

    পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অ্যাডিশনাল আইজিপি, মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে ২জানুয়ারী থেকে সকল অফিসার ও ফোর্সের আন্তরিকতা, নিরলস প্রচেষ্টা ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগীতায় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মাত্র দুই দিনের মধ্যেই হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার করতে সম্ভব হন। তদন্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত অজ্ঞাত আসামীদের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। পরে তাদেরকে ৩জানুয়ারী ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার দাপুনিয়া ইউনিয়নের খেজুরতলা নামক থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীররা হলেন মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর এলাকার সোলায়মানের পুত্র আশিকুর রহমান (৩৫)
    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুমারগাতি এলাকার ইসমাইল এর পুত্র রাহাত হোসেন তন্ময় (২৫), রংপুরের কোতোয়ালি এলাকার গণেশপুর এলাকার দেলোয়ার হোসেন চৌধুরীর পুত্র মোঃ পরশ চৌধুরী শ্রাবণ (২৯), তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকার এমদাদুল হক এর পুত্র
    মোঃ এহতেশামুল হক নিশাত (২৫),। । গ্রেফতারকৃত সকল আসামীকে গত ০৩ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতে আসামীরা নিজেদেরকে ঘটনার সাথে সম্পৃক্ত জানিয়ে বিবরণ উল্লেখপূর্বক ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমোলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার রাকিবুল আক্তার জানান আসামীরা অপহরণ চক্রের সদস্য। এসময় তাদের নিকট থেকে অপরাধে ব্যবহৃত হাইস গাড়টি আলামত হিসেবে ঢাকা থেকে জব্দ করা হয়েী।

    এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামী শ্রাবণ ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬নং পূর্ব কেরোয়া ইউনিয়নের রানিং মেম্বার ও ফার্ণিচার ব্যবসায়ী আরিফুর রহমান এর তথ্য সংগ্রহ করে এবং তাকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা সাজায়। গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে আসামী শ্রাবণ ঢাকা থেকে ময়মনসিংহে আসে এবং কয়েক দিন অবস্থান করে। এরপর গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ময়মনসিংহ হতে তার বন্ধু তন্ময় ও নিশাতকে নিয়ে মিরপুর চলে যায়। সেখানে গিয়ে আসামী শ্রাবণ সুকৌশলে ভিকটিম আরিফুর রহমানকে মিরপুর-১ নম্বর এলাকা থেকে ডেকে নেয়। ভিকটিম আরিফুর রহমান সেখানে আসামাত্রই আসামী শ্রাবণ, আশিক, তন্ময় ও নিশাত মিলে তাকে ধরে ফেলে এবং প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদের পূর্ব হতেই ভাড়া করে রাখা হাইস গাড়ীতে উঠতে বলে। আরিফুর রহমান গাড়ীতে উঠামাত্রই তারা ময়মনসিংহের দিকে রওনা করে। আসামীরা জিম্মি আরিফুর রহমানের ফোন দিয়ে তার স্ত্রীর কাছে কল করায় এবং টাকা পাঠানোর জন্য এসএমএস করায়। বিকাশ নম্বর হিসেবে আসামী আশিকের একটি নম্বর দেয়। গাজীপুরে জ্যামে গাড়ী আটকে গেলে ভিকটিম নিজেকে মুক্ত করার চেষ্টা করলে আসামীরা অপহরণের বিষয়টি যাতে প্রকাশ না পায় সে জন্য ভিকটিমকে মারধর করতে থাকে। একপর্যায়ে আসামীরা ভিকটিমকে হত্যা করে তারাকান্দার পিঠাসুতাগামী পাকা রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রেখে আসে। পরে পিবিআই, ময়মনসিংহে সকল অফিসার ও ফোর্সের আন্তরিকতা, নিরলস প্রচেষ্টা ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগীতায় মাত্র দুই দিনের মধ্যেই হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়। হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িয়ে থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।

  • নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২

    নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২

    আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁয় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে সাড়ে ৯ কেজি গাঁজা।

    শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

    গ্রেপ্তার দুইজন হলেন- সদর থানার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও রানীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।
    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মিঠুন আলী নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন জানায়, গাঁজাগুলো তিনি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। এ ঘটনায় মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিঠুনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।

    এদিকে একই দিনে ডিবির এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমরান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।

    পুলিশ জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ফেন্সিডিল তার হেফাজতে বিক্রির উদ্দেশ্যে মজুদ ছিল।

    নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশের সদস্যরা আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে ছিল। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা দ্রুত মাদক ব্যবসায়ীদের দমন করতে পারব।’

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ।

  • মুন্সীগঞ্জে মঞ্চস্থ হলো নাটক- নির্বর্তন

    মুন্সীগঞ্জে মঞ্চস্থ হলো নাটক- নির্বর্তন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার মঞ্চস্থ হলো হিরণ কিরণ থিয়েটারের ২৩ তম প্রযোজনা ‘নির্বর্তন, নাটকের তৃতীয় মঞ্চায়ন। রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক, জাহাঙ্গীর আলম ঢালী।

    নির্বর্তন- নাটকটি তে ফু্ঁটে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে ভুল বিচারের শিকার হওয়া মানুষের চিত্র।
    সমাজের মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্যেষ, ভুল তদন্তের বিষয় গুলো ফুঁটে উঠে ছিলো নাটকটিতে। এতে মোট ২৬ জন শিল্পী অভিনয় করেন।
    নাটকটি দেখে উপস্থিত দর্শকরা এর ভুয়সী প্রসংশা করেন৷ নাট্যকার, গল্পের পটভুমি এবং অভিনয় শিল্পীদের সুনিপুণ অভিনয়েরও প্রসংসা করেন৷

    নাটকটি তে মূল চরিত্রে অভিনয় করেন, নিমাতা ও অভিনেতা তুষার চন্দ্র রায়, মোহাম্মদ শামীম শেখ, রথিন দাস, তাসফিয়া তন্নী, অনিক পাল ও মুকুল রানী সাহা। এছাড়াও আরও অভিনয় করেন, ড্যাফরিন খান পুতুল, পুনম রায়, জীরন ঢালী, মো. ফারদিন, আকিব মাহমুদ, ইসরাফিল সরকার, মাহমুদুল হাসান, সীমান্ত বাইজিদ, শাহরিয়ার আহমেদ, মনিকা আক্তার আয়েশা, মাহি ইসলাম বৃষ্টি, দিয়া সাহা, তিথি রায়।

  • বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য ক্ষমতার জন্য রাজনীতি করেনা-সাবেক মন্ত্রী ডঃ মঈন খান

    বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য ক্ষমতার জন্য রাজনীতি করেনা-সাবেক মন্ত্রী ডঃ মঈন খান

    শেখ সাইফুল ইসলাম কবির ,বিশেষ প্রতিনিধি :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ,সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না।বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসরেরা এখনো ঘাপটি মেরে রয়েছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে। এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাই হবেনা।
    আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। ছাত্রদের গনঅভ্যুত্থানের কারনে সৈরাচার পালিয়েছে তার মানে এই নয় যে ছাত্ররা দেশ শাসন করবে,তাদেরকে সু শিক্ষায় শিক্ষিত হয়ে তারপর রাজনীতি কররে,মন্ত্রী হবে,সংসদ সদস্য হবে।কিন্তু লেখাপড়া শেষ করে তারপর এসব চিন্তা করতে হবে,ছাত্রদের উদ্দেশ্য বিএনপি প্রবীন এই রাজনীতিবিদ বলেন,তারা দল গঠন করবে কিন্তু পড়াশোনা শেষ করে,তাদের উচিৎ এখন ক্লাসে ফিরে যাওয়া,পড়াশোনায় সম্পুর্ন মনোযোগী হওয়া। সব প্রতিষ্ঠান সংস্কার করে নির্বাচনে যাব—এটা কোনো যুক্তি হতে পারে না। আমাদের সংস্কার প্রয়োজন আছে; কিন্তু সংস্কার চলমানপ্রক্রিয়া, সংস্কার এমন কোনো জিনিস নয় যে আজকে সংস্কার করে তা তালাবদ্ধ করে রাখব। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচন। বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার (৪ জানুয়ারি) বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি ) নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়।

    সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্ণীতিবাজ হাসিনা ও তার চ্যালারা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশটাকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্বারোপ করেন। তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মোরেলগঞ্জের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আশ্বাস দেন।

    সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ াতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান মাশীম, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহŸায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম,তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম, জামায়াতে ইসলামের মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও যুবদল নেতা মো. রেজাউল করিম সোহাগ। ##

  • পঞ্চগড়ে ৮ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    পঞ্চগড়ে ৮ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ এবং বোরো ধান হাইব্রিড উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

    এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৮ হাজার ২৭০জন কৃষককে রবি মৌসুমের এই কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৮ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন ফসলের বিপরীতে প্রণোদনা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে একবিঘা জমির বিপরীতে এ প্রণোদনা দেয়া হবে। এর মধ্যে ৬ হাজার ৪০০ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩’শ জন ভুট্টা চাষীকে জনপ্রতি দুইকেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫’শ জন সরিষা চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১ হাজার বোরো হাইব্রিড ধান চাষীকে দুই কেজি করে বীজ বিতরণের কাজ চলমান রয়েছে। অন্যদিকে ৫০ জন চিনাবাদাম চাষীর বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের আব্দুর রহিম বলেন, তিনি তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস হতে প্রণোদনার ২০ কেজি গমের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়ে বেশ খুশি। বিনামূল্যে প্রণোদনার গমের বীজসহ এবার আড়াই একর জমিতে গম খেত লাগিয়েছেন। গত বারের চেয়ে এবারের মৌসুমে গমের সম্ভাবনাময় ফলনের আশা করেন তিনি। অপরদিকে ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের নুর ইসলাম বলেন, ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। প্রণোদনার এই বীজে সরিষার খেত খুব ভালোই হয়েছে।

    উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন- বিনামূল্যের গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। আনন্দময় পরিবেশের মাধ্যমে গ্রহনকৃত কৃষকরা সরকারের দেওয়া প্রণোদনার এই বীজ দিয়ে মাঠে চাষাবাদ করছেন। বিনামূল্যের এই প্রণোদনার বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। আশা করছি বিনামূল্যে বিতরণকৃত এই বীজ ও সার কেউ অবহেলিত চোখে দেখবে না। তিনি আরও বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ তাদের স্বচ্ছতার ভিত্তিতে কৃষকদের তালিকাভুক্ত করার পর অনুমোদন সাপেক্ষে সুষ্টু ও শান্তিময় পরিবেশে এই বিতরণ কার্যক্রম করা হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের দৌরাত্ম্যে

    তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের দৌরাত্ম্যে

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী
    প্রকৌশলী জামিনুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও গভীর নলকুপে অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। অন্যদিকে জামিনুরের এসব বিতর্কিত কর্মকান্ডকে কেন্দ্র করে তানোরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
    স্থানীয়দের অভিযোগ তিনি এখানে যোগদানের পরপরই বিএমডিএ ভবন আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে। তারা বলেন, তার ভাই শিক্ষক রেজাউল ইসলাম রেজার নেপথ্যে মদদে গড়ে উঠে দালাল চক্র সিন্ডিকেট। সুত্র বলছে, তানোর বিএমডিএ ভবনে এখন স্বাভাবিক নিয়মে কোন কাজ হয় না। কাজে ক্রটি থাক বা নাই থাক কতিপয় কর্মকর্তাকে চাহিদামত আর্থিক সুবিধা দিতেই হয়।কৃষকদের অভিযোগ, সহকারী প্রকৌশলী জামিনুর রহমান তার ভাই শিক্ষক রেজা ও মেকানিক মেহেদীর মাধ্যমে লাখ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অপারেটর নিয়োগ করেছেন।তারা বলেন, তালন্দ ইউপির নারায়নপুর মৌজার দুটি ডিপ থেকে রেজা ৭ লাখ টাকা নিয়ে পচ্ছন্দের ব্যক্তিকে অপারেটর নিয়োগ দিয়েছে।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,উপজেলায় বিএমডিএর ৫৩৬টি ও ব্যক্তি মালিকানাধীন ১৬টি গভীর নলকুপ রয়েছে। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং গত ৩ নভেম্বর অপারেটর
    নিয়োগের আবেদন ফরম বিতরণ শুরু করা হয়। প্রতিটি ফরমের জন্য অফেরতযোগ্য এক হাজার টাকা করে আদায় করা হয়।উপজেলায় গভীর নলকূপের অপারেটর পদে এক হাজার ৫৯৬টি আবেদন বিক্রি হলেও জমা পড়ে এক হাজার ৫৩০টি। গত ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    এদিকে গত ১ জানুয়ারী গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়ম- দুর্নীতি, সহকারী প্রকৌশলী জামিনুর রহমানের অপসারণ ও অপারেটর নিয়োগ স্থগিত এবং আওয়ামী মতাদর্শী অপারেটরদের অব্যাহতি দিয়ে নতুন অপারেটর নিয়োগের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা বিএমডিএ কার্যালয় ঘেরাও, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।
    অন্যদিকে গত ২ জানুয়ারী বৃহস্পতিবার কৃষক সমাজের ব্যানারে ডিপ নিয়ে অনিয়ম, দখলবাজি ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।স্থানীয়রা বলছে,জামিনুরের অপকর্মের কারনে তানোরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
    এদিকে সারাদেশে যখন আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শী দোসরদের প্রতিরোধ করা হচ্ছে, তখন তানোরে আওয়ামী মতাদর্শীদের পুর্নবাসন করতেই তাদের অপারেটর নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগের খোলসে যারা দীর্ঘ প্রায় ১৭ বছর গভীর নলকূপ নিয়ন্ত্রণে রেখে সাধারণ কৃষকদের শোষণ করে মোটাতাজা হয়েছে,তারাই আবার অপারেটর নিয়োগ পেয়েছে। গত ৩০ ডিসেম্বর সোমবার অপারেটর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পর পরই সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় ,বইছে মুখরুচক নানা গুঞ্জন, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিরপেক্ষ ও শতভাগ স্বচ্ছতার সঙ্গে অপারেটর নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, নিয়োগ কমিটি নিয়োগ দিয়েছে এখানে তার কোনো হাত নাই।এবিষয়ে জানতে চাইলে শিক্ষক রেজাউল ইসলাম রেজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে একটি মহল তাদের অপপ্রচার করছে।#

  • মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় নেতা  ইব্রাহিম হোসেনের  নাগরিক গণসংবর্ধনা স্থগিত

    মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম হোসেনের নাগরিক গণসংবর্ধনা স্থগিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন তার পূর্ব নির্ধারিত ৪ জানুয়ারির নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করেছেন। মোরেলগঞ্জের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. এ বি এম ওবায়দুল ইসলামের একই দিনে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

    শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ ফেরিঘাটে এক প্রেস ব্রিফিংয়ে ইব্রাহিম হোসেন এই ঘোষণা দেন। তিনি জানান, দলের প্রতি শ্রদ্ধা ও ভিসি ডা. ওবায়দুল ইসলামের সম্মান রক্ষার্থে নিজের অনুষ্ঠান স্থগিত করে তার সংবর্ধনা সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের পরিকল্পনা করেছেন।

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য গিয়াসউদ্দিন তালুকদার, পৌর তাঁতী দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, যুবদলের নেতা রুহুল আমিন মাতুব্বরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

  • ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন-এডিএম

    ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন-এডিএম

    স্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে বঞ্চিত সাংবাদিকরা। তুমুল বাকবিতন্ডা যুদ্ধ শেষে অবশেষে সংস্কারের আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা। সংস্কারের আশ্বাসে অনেকটাই বিজয়ের আনন্দে প্রেসক্লাব চত্বর ত্যাগ করে বঞ্চিত সাংবাদিকরা।

    বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্রায় ২ শতাধিক সাংবাদিক এ অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে অর্ধশতাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। তাদের দাবি ময়মনসিংহ প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করতে হবে, পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার জন্য গঠনতন্ত্র খসড়া প্রনয়ণ করতে হবে, উভয় পক্ষের সাংবাদিকদের নামের তালিকা করে নিয়ম নীতিমালা অনুসারে খসড়া ভোটার তালিকা নির্নয় করতে হবে, পক্ষদ্বয়ের মধ্যে আলোচনা করে সমন্বয়ের ভিত্তিতে একটি এডহক কমিটি গঠন করে সম্মিলিত ভাবে সাধারণ সভার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। এসময় আন্দোলনকারী সাংবাদিক নেতা মূখ্য সংগঠক বিএমইউজে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ অর্ধশতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    এসকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারী সাংবাদিকরা রাস্তায় বসে পড়লে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, থানা পুলিশ, ডিবি ও যৌথ বাহিনীর কর্মকর্তা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামকে ঘোষণার গুঞ্জনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারী সাংবাদিকরা। এক পর্যায়ে তারা প্রেসক্লাবে তালা দেয়ার ঘোষণা দেন এবং ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে জেলা প্রশাসকের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেন। পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বঞ্চিত সাংবাদিকদের সংস্কার কমিটির নেতৃবৃন্দদের বৈঠকের আহ্বান জানালে সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল শিবলী সাদিক খান, আলমগীর কবির উজ্জ্বল খান,‌ সাদেকুর রহমান আলোচনার টেবিলে বসেন। পরে দু’পক্ষের আলোচনায় ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সংশোধন ও আন্দোলনকারী সাংবাদিকদের নামের তালিকা আগামী সোমবারের মধ্যে জেলা প্রশাসক বরাবর দাখিলের সিদ্ধান্ত হয়। এবং বুধবারের মধ্যে দু’পক্ষকে নিয়ে চুড়ান্ত সমঝোতার আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। এ আশ্বাসে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টার আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন বঞ্চিত সাংবাদিকরা।

    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খান সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    আলোচনা শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায় আন্দোলনকারী সাংবাদিকদের উদ্দেশ্যে সংস্কারের সংহতি প্রকাশ করেন।

    এর আগে, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সংস্কার কমিটির আহবায়ক মোঃ শামসুল আলম খান ও সদস্য সচিব আজগর হোসেন রবিনের স্বাক্ষরিত এক পত্রে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার দাবি জানিয়ে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ জেলা প্রশাসক, ময়মনসিংহ পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বিশেষ শাখা, ময়মনসিংহ বরাবরে অনুলিপি প্রেরণ করা হয়।

  • মোরেলগঞ্জে ইউএনও’র কম্বল বিতরণ

    মোরেলগঞ্জে ইউএনও’র কম্বল বিতরণ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা দেশের দক্ষিনাঞ্চলের নদীতীরবর্তী একটি উপকূলীয় উপজেলা। গতকাল থেকে পানগুছি নদীর দুপাশ ঘেষা মোরেলগঞ্জ উপজেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন উপজেলার হতদরিদ্র, ছিন্নমুল মানুষ।

    সেইসব অসহায়,পথচারী,ভ্যানশ্রমিক, ছিন্নভিন্ন মানুষের মাঝে গতকাল (২ জানুয়ারি) বৃহস্পতিবার  রাতে কম্বল নিয়ে হাজির মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

    শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ। এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। 

    উপজেলা নির্বাহী অফিসার মোরেলগঞ্জ  পৌর শহরের সেসব অভাবগ্রস্থ পথচারী,ছিন্নমূল ভ্যানচালক, দুস্থদের মাঝে এসব শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

    এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলো শীত নিবারণের চেষ্টা করছেন।

    মোরেলগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম  বলেন, শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে মোরেলগঞ্জে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। 

    ###

  • চাটমোহরে  ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    চাটমোহরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    চাটমোহর প্রতিনিধি ঃ

    পাবনার চাটমোহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিলচলন ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার (৩- জানুয়ারি) বিকাল ৪-টার দিকে বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাসিনুর ইসলাম সভাপতিত্বে সঞ্চালনা করেন বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সবুর হোসেন ও প্রধান অতিথি চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুদ আকাশ, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ কায়সার আহমেদ, চাটমোহর পৌর ছাত্রদলের সদস্য, সাজেদুর রহমান সেজান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক আসাদুজ্জামান (পিপুল),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাজাহান ইসলাম সাজু ,
    সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ,সাবেক সংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেন, অমিত, গগন ও জীবন প্রমুখ।

    সার্বিক তত্ত্বাবধানে,চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের
    সদস্য সচিব মোঃ সবুজ হোসেন সবুজ।

    মোঃ শাহ আলম
    চাটমোহর পাবনা প্রতিনিধি ।।