Blog

  • মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ

    মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ

    লিটন মাহমুদ,

    মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। আজ রোববার ভোরে এই ডাকাতি হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

    ডাকাতেরা সচিবের বাড়ি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আর তাঁর চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাড়ৈখালীর শিবরামপুর গ্রামে ১০/১২ জন ডাকাত মিলে দুই বাড়ি থেকে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তোভোগীরা। 

    সেলিম খানের বড় বোন জানান, বাড়ির দরজা ভেঙ্গে হাত–পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। 

    এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের একাধিক টিম কাজ করছে, জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

  • পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জন কারাগারে

    পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জন কারাগারে

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া সংবাদদাতা।। চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    রবিবার (৫ জানুয়ারি) উপজেলার হাঈদগাও সাতগাউছিয়া দরবার এলাকায় বিকেল ৫টার দিকে পাহাড় কাটার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস এই তিনজনকে ১৫ দিনের করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হাঈদগাও ৬নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র আবুল কালাম (৬২), একই এলাকার, আব্দুল আজিজের পুত্র মোঃ নুরুল করিম ও ৪নং ওয়ার্ড এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র মোঃ হোসাইন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় কেটে বনের গাছ ও মাটি পরিবহনের রাস্তা করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ৬ম(৫) ধারায় এই জরিমানা করা হয়। জব্দ করা হয় মাটি কাটার সরঞ্জামাদি। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার উপ পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল।

    এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, পাহাড় কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • পলাশবাড়ীতে ৪টি ইট ভাটায় অভিযান ১৪ লাখ টাকা জরিমানা

    পলাশবাড়ীতে ৪টি ইট ভাটায় অভিযান ১৪ লাখ টাকা জরিমানা

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

    শনিবার ৪ঠা জানুয়ারী দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এই অভিযান পরিচালনা করেন।

    এ সময় তার সঙ্গে ছিলেন,জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।

    এরমধ্যে উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ,৪নং বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ,৫নং মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা এবং ২নং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন,জরিমানা করা ইট ভাটা গুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি পত্রও নেই। ফলে তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে।

    চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    উল্লেখ্যঃ সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইট ভাটা নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত প্রচারিত হওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়।।

  • গাজীপুরে বনের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

    গাজীপুরে বনের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাধখলা খাসপাড়া এলাকায় বনভূমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আমির উদ্দিনের বিরুদ্ধে। আমির উদ্দিন স্থানীয় বাসিন্দা মৃত নুরু মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর রেঞ্জ অফিসের আওতাধীন সিংড়াতলি বিট এলাকর ৪৩নং শ্রীপুর মৌজার ১৮৯৩ নম্বর দাগে বন বিভাগের জমি দখল করেন আমির উদ্দিন। তিনি স্থানীয় প্রভাবশালী লোকদের নিয়ে বিট অফিসের সাথে লেয়াজো করে পাকা ভবন নির্মাণ করছেন।যে কারণে বিট অফিসের সংলগ্ন জায়গায় কাজটি চলমান থাকলেও বিট কর্মকর্তা বাধা প্রদান করছেন না।

    সিংড়াতলী বিটের সাবেক কর্মকর্তা আবু জাফর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রীপুর মৌজায় এই দাগটি বনের পার্টগেজেটভুক্ত জমি। আমির নামে একজন সম্প্রতি পাকা ঘড় নির্মাণকাজ করছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং নির্মাণকাজ বন্ধ করে দিয়ে আসি। পরবর্তীকালে তারা স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন নিয়ে বিট অফিসে এসে সুপারিশ করে।এখন ঐখানে যেয়ে আমারা সরাসরি ঘড় ভাঙ্গা অথবা বাধা প্রদান করতে পারছিনা,কারণ সেখানে বাধা দিতে গেলে আমাদের উপর হামলা হওয়া সম্ভাবনা আছে।তবে আইনি প্রক্রিয়া চলমান আছে,তাদেরকে বন আইনে মামলা দেয়া হবে।

    সরেজমিন দেখা গেছে, নির্মাণাধীন বাড়ির সামনে বস্তাদিয় উঁচু বেড়া দিয়ে শ্রমিকরা ভেতরে কাজ করছেন। ইতিমধ্যে বাড়ির তিন রুমের আট ফিটের মত ইটের গাথনির কাজ হয়েছে।বাকি কাজ চলমান আছে।

    এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আমির উদ্দিন বলেন, ‘আমি বনের জমি দখল করিনি। এ জমিতে আমরা দির্ঘদিন যাবত বসবাস করে আসছি। জমিটিতে আগে টিনের ঘর ছিল। এখন সেখানে পাকা ঘড় নির্মাণ করা হচ্ছে।’

    এ বিষয়ে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান বলেন, ‘যেকোনো উপায়ে আমাদের বন রক্ষা করতে হবে।আমি সরজমিনে গিয়ে তাদেরকে স্থাপনা ভেঙ্গে নেয়ার নির্দেশ দিয়েছি।যদি তারা ভেঙ্গে না নেয় তাহলে আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হবে।এবং নির্মাণের দায়ে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    রাসেল শেখ
    গাজীপুর।।

  • গৌরনদী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    গৌরনদী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    ৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মোঃ রাইসুল ইসলাম রাজনের সঞ্চালনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে পবিত্র কুরআন, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রধান অতিথির হাত থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্টানের কর্মসুচি পালন করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের প্রায় দীর্ঘ শতাধিক বছরের বিদ্যাশিক্ষার নানান গুনগত দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মোঃ জহির উদ্দিন স্বপন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রতিষ্টতা সদস্য এ্যাডভোকেট একে নূরউদ্দিন আহম্মেদ,গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া, সাবেকর শিক্ষক মোঃ মোঃ হারুন অর রসিদ, বাবু কৃষ্ণ বন্ধু দাস সাবেক শিক্ষক, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছরোয়ার হোসেন বিপ্লব সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা ।

    অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপির ছিনিয়র সহ- সভাপতি মোঃ আনিচুর রহমান হাওলাদার, মোঃ মাকসুদ মৃধা, জেলা ছাত্রদলের সহ- সভাপতি মো সুমন মৃধা, গৌরনদী উপজেলা ছাত্র নেতা মোঃ রুহুল আমিন মৃধা, ছাত্র নেতা মোঃ আলামিন,ডাঃ কামাল হোসেন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান ও বিনোদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসুচির পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে।

  • পটিয়ায় আদালতের নির্দেশ না  মেনে জোরপূর্বক ঘর নির্মাণ

    পটিয়ায় আদালতের নির্দেশ না মেনে জোরপূর্বক ঘর নির্মাণ

    মহিউদ্দিন চৌধুরী।।।

    পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় আদালতের আদেশ না মেনে জোরপূর্বক এক অসহায় পরিবারের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

    শুক্রবার রাতের আঁধারে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহিন আক্তারের জায়গায় এই ঘটনা ঘটেছে।

    মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মৌড়শী সূত্রে জায়গার মালিক হন শাহীন আক্তার। তার জায়গা ক্ষমতা প্রয়োগ করে আত্মসাতের চেষ্টা করে আসছিল পাশ্ববর্তী ফিরোজা আক্তার, আবু তৈয়ব সহ আরো কয়েকজন। এই ঘটনার জেরে ভুক্তভোগী আদালতের শরনাপন্ন হয়ে ১৪৫ মামলা করলে আদালত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজাহ রাখার নির্দেশ দেন। প্রতিপক্ষ গায়ের জোরে আইনকে অমান্য করে ভুক্তভোগীর জায়গার উপর ঘর নির্মাণে কাজ করে যাচ্ছেন।

    ভুক্তভোগী শাহীন আক্তার জানান, প্রতিপক্ষ টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে পেলেছেন। যার কারনে তারা কাজ বন্ধ না করে উল্টো অভিযুক্তের বাড়িতে দাওয়াত খেয়ে গেছে। আমরা এর প্রতিকার কি আদৌও পাব।

    পটিয়া থানার এএসআই নাঈম জানান, আদালতের আদেশ অনুযায়ী আবু তৈয়বদের নিষেধ করেছি। তারা তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নিব।

  • তানোরে আলুখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

    তানোরে আলুখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বিভিন্ন মাঠে
    আলুখেত পরিচর্যায় ব্যস্ত রয়েছে কৃষকগণ। আলু একটি শীতকালীন ফসল। উপজেলার বিভিন্ন এলাকায় আলুখেতের গাছের পাতা বেড়ে উঠে মাঠজুড়ে সবুজ রঙ ধারণ করছে।মাঠে মাঠে সবুজের সমারাহ। কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ফসলের মাঠ। উপজেলা জুড়ে ডায়মন্ড, কার্ডিনাল, এ্যালুয়েট, ষাটে এই চার থেকে পাঁচ জাতের আলু চাষ হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে রোপণকৃত আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। এর মধ্যে কেউ জমিতে থাকা আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, সেচ, ছত্রাক ও রোগ-বালাইয়ের হাত থেকে ফসল বাঁচাতে বালাইনাশক স্প্রে করছেন। এভাবে প্রতিদিন ভালো ফলনের আশায় উপজেলার মাঠে মাঠে চলছে আলুখেত পরিচর্যার কাজ। বাজারে আলুর চড়া দামের কারণে এবার আল চাষের লক্ষ্যমাত্রা বেড়েছে। তবে আলু আবাদে খরচ বেশি হওয়ার কারণে উৎপাদিত আলুর সঠিক বাজার মূল্য না পেলে লোকশানের মুখে পড়বে তাঁরা। তারপরেও আবহাওয়া ও বাজারদর ভালো থাকলে লাভের আশা করছেন কৃষকরা।
    উপজেলার আলু চাষিরা জানান, এবার লোকশানের ঝুঁকি নিয়েই তারা আলু চাষ করেছেন।তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাইয়ের তেমন কোনো প্রাদুর্ভাব না হলে আলু চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। স্বল্প মেয়াদী ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এ আলু উত্তোলন করা যায়। আগাম জাতের আলুর আবাদ করেছেন। গাছ ভালো হওয়ার ফলে আলুর ফলন বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে আলুচাষের জন্য জমি টেন্ডার, শ্রমিক মুজুরী, সেচ, সার ও বালাইনাশকের খরচ বেশি হওয়ার কারণে উৎপাদিত আলুর বাজার নিয়েও চিন্তিত তাঁরা। কোনো ধরনের দুর্যোগ ও রোগবালাই যদি না থাকে তাহলে আশানুরূপ ফলন পাবেন আশা করছেন কৃষকেরা।
    সরেজমিন দেখা যায়, আলু গাছের সারিতে মাটি তুলে দেওয়া ও সরিয়ে দেওয়া, জমিতে সেচ (পানি) দেওয়া, আগাছা পরিষ্কার এবং বালাইনাশক প্রয়োগ সব মিলিয়ে আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ অঞ্চলের অর্থকারি অন্যতম ফসলের মধ্যে একটি আলুর আবাদ। আলুর উৎপাদন ও মান বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে গিয়ে আলু চাষীদের সঙ্গে আলোচনাসহ অন্যান্য ফসলের নানান ধরনের রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার কথা থাকলেও, মাঠ পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তাদের কাছে থেকে তেমন পরামর্শ পাচ্ছেন না। তার পরেও আলু আবাদ নিয়ে প্রান্তিক কৃষকরা দেখছেন রঙ্গীণ স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন কৃষক-কৃষাণীরা।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১১৫ হেক্টর। এসব জমি রোপণের জন্য
    বীজের প্রয়োজন ২৯ হাজার ৫১০ মেট্রিক টন এবং ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯৩ হাজার ৪৫০ মেট্রিক টন। উপজেলার দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে (ইউপি) বিসিআইসির অনুমোদিত ৯ জন ও বিএডিসির ২২ জন ডিলার রয়েছেন। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মইফুল ইসলাম ও রাব্বানী বলেন,তারা এবার লাল ও সাদা আলু চাষ করেছেন।
    এখন পর্যন্ত আলুর গাছ খুব ভালো। আশা করছেন ফলনও ভালো হবে। আলু গাছের সারিতে মাটি তুলে দেওয়া ও সরিয়ে দেওয়া এবং আলুখেতের আগাছা পরিষ্কার করছেন। আলুতে এখন পর্যন্ত কোন রোগবালাই নেই। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনের আশা করছেন তারা। সবকিছুর দাম বাড়তি হয়েছে। প্রতি বিঘা জমির টেন্ডার বাবদ ২৫-৩০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে আলু রোপণ করতে চাষ, বীজ, সার, বালাইনাশক, সেচ ও শ্রমিক মুজুরী বৃদ্ধি পেয়েছে।ফলে এক বিঘা আলু চাষে এবার ৯০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হবে। কৃষক শরিফুল ইসলাম জানান, তিনি ১০ বিঘা জমি টেন্ডার নিয়ে কার্ডিনাল ও ডায়মন্ড (সাদা) জাতের আলুচাষ করেছেন। এক বিঘা জমির টেন্ডার ২৫ হাজার টাকা তবে অনেক জায়গাতে জমির টেন্ডার বেশি আছে। প্রতি বিঘা জমি চাষ করতে খরচ চার হাজার টাকা, আলু লাগানো খরচ সাড়ে তিন হাজার টাকা আবার কোথাও বেশিও লাগে। এক বিঘা জমিতে আলু রোপন থেকে উঠানো পর্যন্ত প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হবে। গতবার ৬০ থেকে ৬৫ হাজার খরচ হয়েছিল। এবার সব কিছুর দাম বেশি হওয়ায় আলুর চাষের খরচ বেশি হচ্ছে। এক বিঘা আলু আবাদে দুই বস্ত পটাশ, এক বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এক বস্তা ডিএপি দানাদার সারের প্রয়োজন। এতে আলুর ভালো ফলনের আশা থাকে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ বলেন, আলু অত্র অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকারি ফসল। এ অঞ্চলের মাটি আলু চাষের জন্য উপযোগী হওয়ায় প্রান্তিক চাষিরা আলুর চাষাবাদ করছেন। কৃষি অফিসের পক্ষ থেকে মাঠপর্যায়ে আলু চাষিদের যথাযথ পরামর্শ, পরিচর্যার বিষয়ে প্রত্যক্ষ কারিগরি সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত আছে। আলুচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বালাইনাশক প্রয়োগ ও সুষম সার ব্যবস্থাপনার মাধ্যমে তাঁরা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত আলুখেতে রোগ-বালাইয়ের প্রকোপ অনেকটা কম। প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি না হলে, আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বাজারে ভালো দাম পেলে কৃষকরা লাভবান হতে পারবে।

  • নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন মহিলা আসামি গ্রেফতার

    নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন মহিলা আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলের নড়াগাতীতে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত (১৪ নভেম্বর ২০২৪) নড়াইল নড়াগাতী থানাধীন পাকুড়িয়া গ্রামে ভিকটিম হামিদা (৬), পিতা-শাহানুর সেখ প্রতিবেশি রবিউল সিকদারের স্ত্রী ফরিদা বেগম কর্তৃক হত্যাকান্ডের শিকার হয়। উক্ত ঘটনায় নড়াইল নড়াগাতী থানার মামলা নং-২ তারিখ (১৫/১১/২০২৪) ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অতঃপর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকায় গত (১/১২/২০২৪) তারিখ ০৯:০৫ ঘটিকায় রবিউল সিকদারের মেয়ে সুমি খানম (১৪) কে এবং গত (১৯/১২/২০২৪) তারিখ রবিউল সিকদার ও তার স্ত্রী ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়। আসামি ফরিদা বেগমের বর্ণনা অনুযায়ী ভিকটিম মৃত হামিদা তাদের প্রতিবেশি শাহানুর শেখ ও হাওয়া বেগমের মেয়ে। ভিকটিমদের সাথে আসামিদের পারিবারিক কলহ নিয়ে ছিল। এছাড়াও রবিউলদের বাড়ির অপর পাশে তোতা সিকদারদের সাথেও তাদের পারিবারিক কলহ ছিল। পারিবারিক কলহের জের ধরে তোতা সিকদার ও তার ছেলে ফেরদৌস রবিউল ও তার স্ত্রীকে মারধর করে। উক্ত মারধরের ঘটনায় রবিউলের পরিবারের মধ্যে রাগ ও ক্ষোভের জন্ম হয় এবং তারা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক ফরিদা বেগম তার মেয়ে সুমিকে দিয়ে কিছু চিরকুট লেখায় ও ভিকটিম হামিদাদের বাড়ির আশপাশে আগুন দেয়। এই চিরকুট লেখা ও আগুন দেওয়ার বিষয়ে বারবার রবিউল ও তার পরিবারের সদস্যরা তোতার ছেলে ফেরদৌসকে দোষারোপ করে। উক্ত ঘটনা গুলো একাধিকবার হলে ভিকটিম হামিদার পরিবারের সদস্যরাও ফেরদৌসকে সন্দেহ করতে থাকে। এই সুযোগে ফরিদা বেগম গত বৃহস্পতিবার বিকালের দিকে হামিদাকে একা পেয়ে মুখচেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে একটি সাদা রং এর প্লাস্টিকের বস্তায় ভরে ধান ক্ষেতে রেখে আসে। আসামি ফরিদা বেগমকে যেন কেউ সন্দেহ না করে এজন্য সে ভিকটিম হামিদার বাবা ও রবিউলের সাথে ধান ক্ষেতে পানি দিতে যাই এবং উক্ত হত্যাকান্ডের দায় ভার তোতা ও তার পরিবারের সদস্যদের উপর দেয়। আসামি ফরিদা বেগম অপরাধ স্বীকারপূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।

  • পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত

    পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওলিউজ্জামান মন্টু (৬৩) মাস্টার দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার চাচা।

    প্রত্যক্ষদর্শী জানা যায়, ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর করে মোঃ আলিউজ্জামান মন্টু শরীরের হাত-পাসহ বিভিন্ন স্থানে জখম করেন। এসময় স্থানীয়রা আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয়।

    আহত আওয়ামী লীগ নেতা ওলিউজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। এতে তার পা ভেঙে গেছে।

    পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ এখনো পাইনি। #

    মাজেদুর রহমান (মজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনে নির্দেশনা  শিলই ইউনিয়ন বিএনপি কম্বল বিতরণ করেন

    মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনে নির্দেশনা শিলই ইউনিয়ন বিএনপি কম্বল বিতরণ করেন

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের দুস্থ ও শীর্তাথদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

    ৩রা জানুয়ারি শুক্রবার দুপুর ৩ ঘটিকার সদর উপজেলার শিলই ইউনিয়নের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের আয়োজনে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ৩০০ শত কম্বল বিতরণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, মুন্সিগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম ওসমান, সদর থানার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর, যুগ্ন আহবায়ক হেদায়েত হোসেন, ইতালি প্রবাসী সেলিম দেওয়ান, বিএনপি নেতা মুফিজুল বেপারী, মোহাম্মদ ইকবাল হোসেন,যুবনেতা আসলাম দেওয়ান সহ স্থানীয় জাতীয়তাবাদী দল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,শ্রমিক দল, কৃষক দল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।