Blog

  • টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর বৈঠক Remark-Harlen গ্রুপের সাথে

    টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর বৈঠক Remark-Harlen গ্রুপের সাথে

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    আজ বিকেল ৩ ঘটিকায় র‍্যামার্ক-হারলেন গ্রুপের গুলশান হেড অফিসে বাংলাদেশে পর্যটনের বিকাশ এবং করণীয় সম্পর্কে টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এবং রেমার্ক-হারলেন গ্রুপের চেয়ারম্যান ও ওয়ালটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জনাব এস.এম.আশরাফুল আলম এবং রিমার্ক-হারলেন গ্রুপের ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় টুরিস্ট পুলিশের আরো অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে টুরিস্ট পুলিশের সাথে Remark-Harlen গ্রুপ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে খুব শীঘ্রই দুই পক্ষের মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করার কথা বলা হয়।চিত্রনায়ক শাকিব খান বলেন ” বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পর্যটনের বিকাশের স্বার্থে পর্যটন স্পট গুলোর প্রচার-প্রচারণা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।সরকারকে এই বিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।পাশাপাশি টুরিস্ট পুলিশের আরো সক্ষমতা বৃদ্ধির কথাও তিনি বলেন।”রিমার্ক-হারলেন গ্রুপের চেয়ারম্যান জনাব এস.এম আশরাফুল আলম বলেন “বাংলাদেশে পর্যটনের বিকাশে টুরিস্ট পুলিশ এবং রেমার্ক গ্রুপ একসাথে কাজ করবে। বিশেষ করে পর্যটন স্পট গুলোর প্রচার-প্রচারণায় রেমার্ক গ্রুপ আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি টুরিস্ট পুলিশের বর্তমান কর্মদক্ষতার প্রশংসা করেন।ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন “বাংলাদেশে পর্যটনের বিকাশের স্বার্থে সকলকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে বড় বড় কোম্পানি যারা দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন পর্যটনের বিকাশের স্বার্থে তাদেরকে ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের পর্যটন স্পটগুলো সিনেমার বিভিন্ন দৃশ্যায়নে ব্যবহার করলে ট্যুরিজমের অনেক নতুন নতুন দার উন্মোচন হবে।

  • সুজানগরে‌ অ-স্ত্রসহ কু-খ্যাত স-ন্ত্রাসী বাবু গ্রেপ্তার

    সুজানগরে‌ অ-স্ত্রসহ কু-খ্যাত স-ন্ত্রাসী বাবু গ্রেপ্তার

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে হত্যা,অস্ত্র, ডাকাতি,‌ চঁাদাবাজি সহ ১৭টি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙ্গাল বাবুকে (৫০)  একটি একনালা বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের  চরকেষ্টপুর এলাকায় মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। সে সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের আইজ‌ উদ্দিনের ছেলে। গ্রেফতারের পর তাকে  থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর ‌ জানান, কুখ্যাত সন্ত্রাসী কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা সদর,আমিনপুর,এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চঁাদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।  গ্রেফতারকৃত সন্ত্রাসী কবির বাবুর  বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • নড়াইলে ভ্যান চালক তামিম খাঁন হ-ত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

    নড়াইলে ভ্যান চালক তামিম খাঁন হ-ত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
    নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে
    ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। ভিকটিম তামিম খাঁন(১৬) ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালাই। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে নড়াইল থেকে জানান, প্রতিদিনের ন্যায় গত ৩/১/২০২৫ তারিখ বিকাল অনুমান ৫.০০ সময় ভিকটিম বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে হাড়িগড়া গ্রামস্ত ডুমুর তলা স্ট্যান্ড হতে ভিকটিম তার চাচা মোঃ মমিন মোল্যাকে সাথে নিয়ে যাত্রীর উদ্দেশ্যে দাড়িয়ে থাকা অবস্থায় ধৃত ১নং আসামী আমিরুল হোসেন ভিকটিম নলদী এলাকায় মেয়ে দেখতে যাবে বলে ৩০০/-টাকা ভাড়ায় চুক্তি করে ভিকটিম তার চাচাসহ সিংগিয়া বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে ১নং আসামী আমিরুল হোসেন দোকান থেকে সিগারেট কিনে পুনরায় ডুমুর তলা স্ট্যান্ডে ফিরে এসে ভিকটিম তার চাচা মমিন মোল্যাকে নামিয়ে দিয়ে শুধু ভিকটিম তার ভ্যান গাড়ী নিয়ে পূনরায় নলদীর দিকে চলে যায়। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে না আসায় রাত অনুমান ১১.৪৫ ঘটিকায় স্থানীয় ভাবে খোঁজ খবর নিতে থাকে। সারারাত খোঁজ খবর নিয়ে কোথাও কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পরিবার বাড়ীতে চলে আসে। পরবর্তীতে ভিকটিমের চাচা মমিন মোল্যা ভিকটিমের পরিবারকে জানায় যে, ১নং আসামী আমিরুল হোসেন ৩/০১/২০২৫ তারিখ বিকাল বেলা ভিকটিমকে তার ভ্যানগাড়ীসহ নলদী এলাকায় মেয়ে দেখার কথা বলে নিয়ে গেছে। তখন ভিকটিমের পরিবার উক্ত ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজন এবং পুলিশকে অবহিত করে স্থানীয় লোকজন ও নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় ১নং আসামীর বাড়ীতে ৪/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় উপস্থিত হয়ে তাকে স্থানীয় সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে ১নং আসামী আমিরুল হোসেন জানায় সেসহ অন্যান্য আসামীরা মিলে ভিকটিমের ভ্যান গাড়াটি চুরি করার উদ্দেশ্যে তাকে হত্যা করে মৃতদেহ লোহাগড়া পৌরসভাধীন মশাখুনি গ্রামের জনৈক আইয়ুব হোসেন এর বাড়ির উত্তর পার্শ্বে খোকন মিয়ার পতিত প্লট জমির দক্ষিণ- পশ্চিম কোনে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে এবং তার ভ্যানগাড়ীটি লোহাগড়া থানাধীন ৩নং আসামী মোঃ সলেমান শেখ এর ঘবে আছে মর্মে জানালে বাদীসহ সাক্ষীরা পুলিশের সহায়তায় ০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০৫ ঘটিকায় ঘটনাস্থলে হাজির হয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে।
    উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ রুবেল খাঁন নড়াইল লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে নড়াইল লোহাগড়া থানার মামলা নং-০৪, তারিখ- ০৫/০১/২০২৫ খ্রিঃ, জিআর-০৪/২৫ ধারা-৩৭৯/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ আইনে একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ জাকির হোসেনসহ একাধিক টিম আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে।
    ঘটনায় আটককৃত ১নং আসামীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ পূর্বক উল্লেখিত ২.৩ ও ৪ নং আসামীদেরকে ০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.১৫ – ২৩.৪৫ ঘটিকার মধ্যে এবং ধৃত ৫নং আসামীকে স্থানীয় পুলিশের সহায়তায় ০৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র ০০. ৫৫ ঘটিকায় তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আমিরুল হোসেন(২৪), পিং- আমীর হোসেন, সাং- নয়াবাড়ি, থানা- নড়াইল সদর, ২। মোঃ সরোয়ার মোল্যা (৫২), পিং- নেহাল উদ্দিন মোল্যা, ৩। মোঃ সলেমান শেখ (২৫), পিং- ইমান শেখ, ৪। মোঃ ইসমাইল মোল্যা (২২), পিং- মোঃ সরোয়ার মোল্যা, সর্ব দাঃ নাওড়া, থানা- লোহাগড়া, ৫। মোঃ খবির মোল্যা (৪২), পিং- মৃত তোজামেলে মোল্যা, সাং- নয়াবাড়ী, থানা-নড়াইল সদর, সর্ব জেলা- নড়াইল’গনকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
    ধৃত ১নং আসামি মোঃ আমিরুল হোসেন অপরাধ স্বীকারপূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।

  • সময় টিভি’র সাংবাদিকের উপর স-ন্ত্রাসী হা-মলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন

    সময় টিভি’র সাংবাদিকের উপর স-ন্ত্রাসী হা-মলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসুচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, ইউএনবির আমিনুর রহমান টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফো’র রিপোর্টার সাদ্দাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল তার বক্তৃতায় দ্রæত সময়ের মধ্যে সজিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অপরাধীরা গ্রেফতার করা না হলে আগামীতে ঝিনাইদহের সাংবাদিকরা কঠোর কর্মসূচীর দিতে বাধ্য থাকবে। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ঈদগাঁওতে ট্রাক ভর্তি গর্জন কাঠসহ সাইদুর রহমান আটক

    ঈদগাঁওতে ট্রাক ভর্তি গর্জন কাঠসহ সাইদুর রহমান আটক

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নতুন অফিস বাজার এলাকায় ২৪১ ঘনফুট গর্জন কাঠসহ এক ব্যক্তি কে আটক করেছে বন বিভাগ।এসময় অবৈধভাবে কাঠ বহনের অভিযোগে একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়।

    রবিবার ৫ জানুয়ারী সকাল ৮ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বর্ণিত এলাকার থেকে ট্রাক-ভর্তি এই কাঠগুলো উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।কাঠ জব্দ করার ঘটনায় আদালতে একটি মামলা করা হয়েছে।উক্ত মামলায় আটক সাইদুর রহমান নামেক এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়।

    আটক যুবক রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আশকরখীল এলাকার মোঃ ইউনুস’র ছেলে সাইদুর রহমান।

    বিষয়টি দৈনিক কক্সবাজার সংবাদ কে নিশ্চিত করেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

    জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে একটি ট্রাক ভর্তি কাঠ গুলো চকরিয়ার দিকে নিয়ে যাচ্ছে খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শীতল পালের নির্দেশনায় ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী, এফজি তহিদুল ইসলাম এফজি মোঃ হাচান, বাগান মালি হাচানসহ বন বিভাগের এক দল সদস্যরা উপরের বর্ণিত স্থানে অবস্থান করে।

    ট্রাক গাড়িটি বর্ণিত এলাকায় পৌঁছালে গাড়ীটি থামানোর জন্য বন বিভাগের সদস্যরা সংকেত দিলে গাড়ীর ড্রাইভার গাড়িটি না থামিয়ে চকরিয়ার দিকে চালাতে থাকে।বন বিভাগের সদস্যরা সরকারি গাড়ি যোগে পিছু পিছু ধাওয়া করে গাড়ীটি জব্দ করে।হাতেনাতে একজন কে আটক করে।

    এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক যুবক কে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

    ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ রাশিক আহসান দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন, গাছগুলো জব্দ করে রেঞ্জে আনা হয়েছে। এই গাছ কাটার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসব গাছ কক্সবাজার উত্তর বন বিভাগ বা দক্ষিণ বন বিভাগের কোন এক স্থান থেকে কাটা হয়েছে।

    কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মারুফ হোসেন দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,২৪১ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে।এঘটনায় মামলা হয়েছে।

  • নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে দয়াল দাস নিহ-ত

    নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে দয়াল দাস নিহ-ত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক দয়াল দাস নিহত।
    নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    সড়ক দুর্ঘটনায় পতিত পিকআপ ও ট্রাক, নিহত দয়াল দাস। নড়াইল সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে নড়াইল সদর হাসপাতেলে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকের চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাক চালক ও তার সহকারীকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ট্রাক চালককে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
    এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা- উপদেষ্টা আদিলুর

    চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা- উপদেষ্টা আদিলুর

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
    চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর সব রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শিগগির সুনির্দিষ্ট নির্বাচনি টাইম ফ্রেম দেবে বলে জানিয়েছেন গৃহায়ণ গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

    সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এদিন প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে জেলা ও দায়রা জজ আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদ পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা।
    উপদেষ্টা আদিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। তিনি জানান, সংস্কার কমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার।

    এর আগে তিনি জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় আইনজীবীদের সাথে নিয়ে শহীদদের স্মরণে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

    এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট তোতা মিয়া ও শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।

    প্রসঙ্গত, আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ ফরিদ শেখ, মো. সজল মোল্লা, মানিক মিয়া শারিক চৌধুরী ও শহীদ ডিপজল সরদারের স্মৃতিচিহ্ন হিসেবে ইতিহাস বহন করবে।

  • নাগেশ্বরীতে ডাব্লুএফপির গ্রামীণ সড়ক তৈরির কাজে নানা অনিয়ম

    নাগেশ্বরীতে ডাব্লুএফপির গ্রামীণ সড়ক তৈরির কাজে নানা অনিয়ম

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে কচাকাটা, নুনখাওয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলে গ্রামীণ কাঁচা রাস্তা তৈরি নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আগামী বন্যায় এসব কাঁচা রাস্তা প্রবল পানির স্রোতে গুড়িয়ে বিলীন হয়ে যায়ে ফলে জনগণের বাড়বে আরও অনেক ভোগান্তি।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে কচাকাটা, নুনখাওয়া ও বামনডাঙ্গা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যানগণ নীতিমালা আমান্য করে নদীর পাড় ঘেঁষে নিভৃত চরাঞ্চলে তিনটি কাঁচা রাস্তা দ্রুত তৈরি করেছে ও রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করে সেখানে রাস্তা তৈরী করেছে এবং লোক দেখানো ভেকু মেশিন দিয়ে কাঁচা রাস্তার কিছু অংশের দুই ধারে বালু মাটি দিয়ে দ্রুত শেষ করেন। এদিকে রাস্তার উপরে মানুষের চলাচলে রাস্তার ভরাট বালু পার্শ্বের গর্তে পড়ে যাচ্ছে। রাস্তার স্লোপ না দিয়ে খাড়া রাস্তা তৈরী করে রাস্তার বালুর উপরে হাফ ইঞ্চি মাটির প্রলেপ দেয়াসহ রাস্তা রক্ষার্থে জিও ব্যাগে মাটি মিশ্রিত বালু ভরাট করে রাস্তার পাড়ে বসাচ্ছেন অদক্ষ শ্রমিক। জনগণের অবগত স্বার্থে রাস্তার কাজের তথ্য বিতরনীর সাইনবোর্ড দেয়া হলেও প্রকল্প সভাপতিরা সাইনবোর্ড সড়িয়ে ফেলেন। কচাকাটা ইউনিয়নের গঙ্গাধর নদী সংলগ্ন ধনিরামপুর, নুনখাওয়া ইউনিয়নের গঙ্গাধর নদী সংলগ্ন মাঝেরচর-কাপনা ও বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমার নদী সংলগ্ন চরাঞ্চল আনন্দবাজার থেকে কুড়ারপাড়ের কাঁচা রাস্তা আসছে বন্যায় নদীগর্ভে বিলীনের আশঙ্কা। চরাঞ্চলবাসীর অভিযোগ কাজে ব্যাপক অনিয়ম ও আগামী বন্যায় রাস্তা ভেঙে নিচের গর্ত ভরাট হবে এবং চরাঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হবেন। মৃলত ইউনিয়ন চেয়ারম্যান, আরডিআরএস ও ডাব্লুএফপির কর্মকর্তারা যোগসাজশ করে তাদের স্বার্থ রক্ষা করে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নামে চরাঞ্চল মানুষের জীবন যাত্রায় দুর্ভোগ বাড়ানোর অভিযোগ তাদের। প্রজেক্ট: নুনখাওয়ার চর কাপনা বাজার থেকে ৭নং ওয়ার্ডের আতাউরের দোকান পর্যন্ত ২হাজার ৬৪০মিটার বরাদ্দ ৮৯লাখ ৬৭হাজার ৮৫৩টাকা এবং কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর ও জালিরচরে দুই-স্থানে ১হাজার ৫০০মিটার বরাদ্দ প্রায় ৫৮লাখ এবং বামনডাঙ্গার আনন্দবাজার থেকে কুড়ারপাড় পর্যন্ত ২হাজার ৫০০মিটার কাঁচা রাস্তা তৈরীর বরাদ্দ প্রায় ১কোটি ১১লাখ টাকা।

    স্থানীয় স্বপন চন্দ্র, মোসলেম উদ্দিন, মফিজুল ইসলাম, রহমতুল্লাহ, জালাল উদ্দিন, জামেনি কান্ত সরকার, নুর ইসলাম, মাইদুল, রফিকুল ইসলাম, আনিছুর রহমানসহ অনেকে অভিযোগ করে বলেন, ভাঙন প্রবল নদী সংলগ্ন ডাব্লুএফপির কাঁচা রাস্তা তৈরি করেছে। রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট করে এবং কিছু স্থানে বাচ্ছা ভেকু মেশিন দিয়ে বালু তুলে সেখানে রাস্তা কাজ দ্রুত শেষ করেন। বন্যা এলে শতভাগ সত্য এই রাস্তা ভেঙে শেষ হবে। চরাঞ্চলের দুর্ভোগ আরও বাড়বে।

    আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরীর ইঞ্জিনিয়ার শাহাদত জামান, ডাব্লুএফপির কাঁচা রাস্তা তৈরি করেছে রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট ও জিও ব্যাগে মাটি মিশ্রিত বালু ভরাটের সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামীলীগ ও জাতীয়পার্টির দলের ইউনিয়ন চেয়ারম্যান বিধায় যেমনে হোক রাস্তা তৈরী দ্রুত শেষ করা হয়েছে। অনুগ্রহ করে সংবাদ করবেন না। প্রজেক্ট চেয়ারম্যানদের বলেছি স্বাক্ষাত করেন।

    কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল বলেন, আপনারা সাংবাদিক হয়েছেন তো কি? আমাকে না জানিয়ে প্রজেক্টে আসাটা ঠিকা করেন নাই। আরডিআরএসের সাথে সন্ময়ন করে রাস্তার কাজ করেছি। একটু অনিয়ম হয়েছে। যা মনে চায় লেখেন। নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, রাস্তার কাজের নিউজ করা যাবে না। সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মিলে কাজ করছি। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, আমি স্বাক্ষাত করবো। নিউজের প্রয়োজন নেই।

    বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) রংপুর বিভাগের প্রধান বিধিকা বিশ্বাস বলেন, চরাঞ্চলের ৩টি প্রজেক্টের কাজ শতভাগ শেষ করার পরে ফাইনাল বিল দেয়া হবে। অভিযোগ পেলাম তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অনিয়মের কোন সুযোগ নেই।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, অভিযোগ শুনলাম তদন্ত সাপেক্ষে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • প্যারেন্টস ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    প্যারেন্টস ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,এই প্রতিপাদ্যকে সামনে রেখে “প্যারেন্টস ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সোমবার বিকেলে মেরীরহাট সংলগ্ন দিগদাড়ী গ্রামের বাসিন্দা মো. আজিজ শেখ এর বাড়ি থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা।

    এ শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

    শীতবস্ত্র বিতরণের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন,প্যারেন্টস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ খান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত শিক্ষক শফিউল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন,পীরগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক নিউ আদর্শ জেনারেল হসপিটাল ধাপ রংপুরের নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান তালিব,পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম,ব্যবসায়ী মো. শফিউল ইসলাম, প্যারেন্টস ফাউন্ডেশন এর উপদেষ্টা ও নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ খান এর বাবা মো. আব্দুল আজিজ।

    এসময় আয়োজকবৃন্দ দু’শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

    এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ও ওষুধ পত্র বিতরণ করেন।।

  • নববর্ষের উপলক্ষে ৩৮বিজিবি’র অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা

    নববর্ষের উপলক্ষে ৩৮বিজিবি’র অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    নববর্ষের উপলক্ষে বান্দরবানের থানচিতে অসহায় মানুষের মাঝে বিজিবি’র আয়োজনে মানবিক সহায়তা প্রদান করেছে।

    সোমবার দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অন্তর্ভুক্ত কমলা বাগান পাড়া, ডাকছৈ পাড়া, মনাই পাড়া, মুসলিম পাড়া ও হিন্দু পাড়ার প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে নববর্ষের উপলক্ষে বিজিবি’র পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি এসি, উপস্থিতিতে দেড়শতাধিক প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বলিপাড়া ব্যাটালিয়ন(৩৮ বিজিবি) সহকারী পরিচালক, মুন্সী এমদাদু্র রহমান, ৩৬১নং থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, অন্যান্য পাড়ার কারবারি ও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ।

    জোন অধিনায়ক ও পরিচালক পাড়ার পরিদর্শন কালে বয়স্ক, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশাপাশি কোমলমতি শিশুদের ভালমন্দ খোঁজখবর নেন। তিনি শান্তি সম্প্রীতি উন্নয়নের অংশীদার হয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অসহায় মানুষের পাশে আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও সবসময়ই পাছে থাকার আশ্বাস দেন।