Blog

  • সুজানগরে শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, প্রধান শিক্ষকসহ তিন সহকারী শিক্ষককে শোকজ

    সুজানগরে শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, প্রধান শিক্ষকসহ তিন সহকারী শিক্ষককে শোকজ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ১১১ নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারসহ ওই বিদ্যালয়ের ৩ সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা শিক্ষা অফিস। গত ০৬ জানুয়ারী সোমবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ অপর তিন সহকারী শিক্ষককে প্রদানকৃত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত  ০১ জানুয়ারী বই বিতরণ উৎসব ব্যানারে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন এবং  শিক্ষা  নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ ব্যানার প্রস্তুত পূর্বক  উক্ত ব্যানার  বিদ্যালয়ের  সম্মুখ পাশের্বর দেয়ালে টাঙ্গিয়ে বই বিতরণ উৎসব পালন করে তার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। আপনি অপ্রাসঙ্গিক ব্যানার ব্যাবহার করেছেন এর ফলে  অভিভাবক ও এলাকাবাসীর  মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও স্থানীয় আইন শৃঙ্খলা  বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এহেন কার্যকলাপের জন্য কেন আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য  উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবেনা তার সুস্পষ্ট লিখিত জবাব আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রদান করতে হবে।  এ ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র প্রতিনিধি দীপ মাহবুব বলেন, সরকারি নির্দেশনা না থাকলেও অতি উৎসাহী হয়ে  উপজেলার ১১১ নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন । এর জন্য অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট। আর তা না হলে সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, এদিন আমি সকালে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও  বই বিতরণের সময় আমি জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম বলে দাবী করেন। এদিকে ব্যানারে শেখ হাসিনার ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, গণ-অভ্যুত্থানে দেশছাড়া সাবেক এক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন খুবই দুঃখজনক। শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বহীন কিছু আশা করা যায় না। বই বিতরণের জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি থাকার কথা। প্রধান শিক্ষক এ ঘটনার দায় এড়াতে পারেন না।  বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ বলেন,  এবছর বই বিতরণে কোন উৎসব করার সরকারি নির্দেশনা ছিলনা। তারপরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ব্যবহারের বিষয়টি তারা অবগত হওয়ার পরপরই প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ অপর ৩ সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং  ৭ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণের ছবি তিনি পেয়েছেন। এটা কোনভাবেই  গ্রহণযোগ্য নয়। এমন ভুল কীভাবে হয়? অভিযুক্ত শিক্ষকেরা লিখিত জবাব দেবার পর সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী ঘটনাটি প্রমাণিত হলে  অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। 

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সুজানগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে প্রথমবারের মতো সরকারিভাবে  জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৯ জানুয়ারী) মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পায়। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনুর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর, ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত  এ প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র তুলে দেন  সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।  এ সময় ইসলামিক ফাউন্ডেশন সুজানগরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ ও হাফেজ  মাওলানা মো.ফজলুর রহমান।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।।

  • কেশবপুর পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির পরিচিতি ও কর্মী সভা 

    কেশবপুর পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির পরিচিতি ও কর্মী সভা 

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পৌরসভার ৩ নং (বায়সা-সাবদিযা) ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী বিকেলে ওয়ার্ডের সাবদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে কেশবপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল। 

           আরোও বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। 

         এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুজ্জামান মিন্টু সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল মহিলাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর।।

                                                                                                                                                                                             

                                                                                                                           

  • বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন

    বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন

    কে এম সোহেব জুয়েল ঃ
    বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে চরউত্তর গ্রামের মসজিদ ও এতিমখানা সহ একই ইউনিয়নের সিরাজুল উলুম মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে কয়েক শত হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতারন করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ত্রান তহবিলের অর্থায়নে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদের উদ্যোগে নিজ হস্তে এ সকল অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে ত্রান সামগ্রী কম্বল বিতারন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু ও স্হানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ।

  • প্রেসক্লাব মহেশপুরে মাসিক সভা অনুষ্ঠিত

    প্রেসক্লাব মহেশপুরে মাসিক সভা অনুষ্ঠিত

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুর এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় শহরের প্রেসক্লাব কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়।
    প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন উক্ত প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওবাইদুল হক। সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, কাজী আবুল বাশার, এস আর সোহেল, মিজানুর রহমান, আ: রহিম, সেলিম রেজা, রবিউল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, আর এম রনি,শাকিল হোসেন, এম আর রাসেল প্রমুখ।

    সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন,সভায় অনুপস্থিত সদস্যদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন, বার্ষিক বনভোজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • মহেশপুরে কাভারভ্যান ও মোটর সাইকেল সংঘ-র্ষে নিহ-ত ১ আহত ১

    মহেশপুরে কাভারভ্যান ও মোটর সাইকেল সংঘ-র্ষে নিহ-ত ১ আহত ১

    মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা:
    ঝিনাইদহের মহেশপুরে কাভারভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন (১৯) নামে ইম্পেক্স মটরের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। এ সময় পুলিশ ঢাকা মেট্রো-ম ১১-৭৪৬৫ নম্বরের কাভারভ্যান ও চালক মিলন মোল্লাকে(৪২) আটক করেছে।
    বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইম্পেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটর সাইকেল ট্রায়েলের জন্য বের হলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে রাস্তার উপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভারভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি (২২) নামের ওই মোটর সাইকেলের মালিক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগর হোসেনের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে।
    মহেশপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা স্থল থেকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভারভ্যান ও চালক পিরোজপুর জেলার রঘুনাথপুর গ্রামের ওহিদ মোল্লার ছেলে মিলন মোল্লাকে আটক করা হয়েছে।

  • পাইকগাছায় তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    পাইকগাছায় তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

    পাইকগাছায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ৯ জানুয়ারী বৃহস্পতিবার সাকালে উপজেলার গদাইপুর মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
    এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ঈমান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির,উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, গদাইপুর প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ বদিউজ্জামান সরদারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
    এসময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
    উদ্বোধনী খেলায় রাড়ুলি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লতা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা গোল শুন্য শেষ হলে ট্রাইবেকারে রাড়ুলি একাদশ এক গোলে জয় লাভ করে। অপর খেলাগুলিতে গদাইপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম গড়ুইখালি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় গড়ুইখালি জয়লাভ করে, সোলাদান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লস্কর ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হরিঢালি ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে। টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মোট ১১ টি দল অংশগ্রহণ করছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় কনকনে শীতের মধ্যে  বোরা ধান চাষে ব্যস্ত চাষিরা

    পাইকগাছায় কনকনে শীতের মধ্যে বোরা ধান চাষে ব্যস্ত চাষিরা

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় কনকণে ঠান্ডা উপেক্ষা করে চলতি বোরো মৌসুমে ধান রোপনে ব্যস্তসময় পার করছেন চাষিরা । তবে মাঝখানে শীত ও ঘন কুয়াশার কারনে বোরোর বীজতলা ও রোপনকৃত চারা টিকিয়ে রাখতে কৃষকদের হিমশীম খেতে হয়েছে। এখন কৃষকরা পুরদমে বোরো ধানের চারা রোপন শুরু করেছে।
    শীত ও কুয়াশার মধ্যে কৃষকরা পরাদমে বোরোর আবাদ করছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৫হাজার ৯৯৫হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরোর চারা রোপন সম্পন্ন হয়েছে। বোরো আবাদের জন্য ৩২৫ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরী হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৯৫ হেক্টর উফশি ২৩০ হেক্টর।
    জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে উপকূল অঞ্চলের কৃষি কাজ অন্য এলাকা থেকে এক থেকে দেড়মাস পরে শুরু হয়। এর ফলে অন্য এলাকার সাথে উপকূলীয় এলাকার চাষাবাদ ব্যবধান তৈরী হচ্ছে। সব মৌসুমেই চাষাবাদ দেরিতে শুরু হচ্ছে। এখনো আমন ধান কর্তন চলছে। ধান কাটার পর এসব ক্ষেত বোরো আবাদের জন্য প্রস্তুত করা হবে। তাছাড়া বৈরী আবহাওয়ার সাথে মোকাবেলা করে ফসল লাগাতে হয়।
    উপজেলার হিতামপুর ব্লাকের কৃষক নজরুল ইসলাম বালেন, মাঝখানের তীব্র শীত ও কুয়াশায় ধানের চারা কিছুটা লাল হয়েছিলো।পলিথিন দিয়ে ঢেকে,পানি বদলসহ নানারকম পরিচর্যা করে বীজতলা ও রোপনকৃত চারা টিকিয়ে রাখা হয়েছে। তবে শ্রমিকের উচ্চ মূল্যের পরও চাহিদামত বোরো আবাদ করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।এতে করে বোরো আবাদ সম্পন্ন করতে সময় বেশি লাগছে।
    এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল ইসলাম জানান, মাঝখানে তীব্র শীত ও কুয়াশা পড়লেও বীজতলা কোন ক্ষতি হয়নি। তাছাড়া প্রতিদিন পানি বদল করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। এখন আবহাওয়া বোরো আবাদের জন্য পুরাপুরি অনুকুলে রয়েছে। এসময় চারা রোপন করলে বোরোর আবাদ ভালো হবে।

  • উপদেষ্টাকে দেখাতে প্রধান ফটকে রং, মেরামত বিহীন বাগান ও লাইটগুলো

    উপদেষ্টাকে দেখাতে প্রধান ফটকে রং, মেরামত বিহীন বাগান ও লাইটগুলো

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্থানীয় সরকার, পল্লী ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমনে উপজেলা পরিষদের প্রধান ফটকে নামে মাত্র রং করলেও মেরামত হয়নি বাগান ও পুকুরের রাস্তার লাইটগুলোর।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ রক্ষবেক্ষণের যানবাহন গ্যারেজ নির্মাণের ছাউনীতে লাগানো হয়েছে পুরোনো টিন।

    জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের এসপিই/এডিপি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের অর্গানাইজেশনে ই-জিপি ৯৯১১২৪ নং দরপত্রের মাধ্যমে গত বছরের ২৬ মে দরপত্রটি প্রকাশ করা হয়। পরের মাসের ১১ তারিখ দরপত্রটি ক্লোজিং ও ওপেনিং করা হয়। দরপত্রটি পান মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসান আলী। এতে দরপত্রের প্রাক্কলিত ব্যয় ধরা ছিল ২৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। দরপত্র প্যাকেজের সংক্ষিপ্ত বিবরণে উপজেলা পরিষদ হলরুমের মেরামত, উপজেলা পরিষদ গার্ডেন মেরামত, পুকুরের রাস্তার লাইট মেরামত, প্রধান ফটক মেরামত এবং উপজেলা পরিষদ যানবাহন গ্যারেজ রক্ষণাবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছিল।

    এই দরপত্রের কাজটি গত বছরের আগস্ট মাসে শুরু করা হলে সেপ্টেম্বর মাসে কাজটি চোখে পড়ে। এরপর সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ হলরুম মেরামত ও যানবাহন গ্যারেজ রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। পরবর্তীতে জল্পনাকল্পনায় স্থানীয় সরকার, পল্লী ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমের আগের দিন উপজেলা পরিষদের প্রধান ফটকের নামমাত্র রং করা হলেও গার্ডেন মেরামত ও পুকুরের রাস্তার লাইট মেরামত করা হয়নি।

    এ বিষয়ে জানার জন্য মেসার্স হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান আলীকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, কাজটি তখনই শেষ করে বিল উত্তোলন করা হয়েছে। উপদেষ্টার আগমনে উপজেলা পরিষদ গেইটের রংয়ের কাজ কয়েকদিন আগে করা হয়েছে। উপজেলা পরিষদ গার্ডেন ও পুকুরের রাস্তার লাইট মেরামত না হওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, হলরুমে যে কাজ ধরা ছিল তার চেয়ে বেশি হওয়ায় অন্যান্য দুটি কাজ করা হয়নি। যানবাহন গ্যারেজে এস্টিমেটের চেয়ে বেশি এঙ্গেল লাগানো জন্য পুরোনো টিনকে নতুন টিন বানায় দিয়ে কাজটি করা হয়েছে। তবে বিল ভাওচার সম্পূর্ণ হয়েছে। আপনি ইউএনও সাহেবের সাথে কথা বলেন।

    এ ব্যাপারে জানার জন্য গত মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকতা ফজলে রাব্বিকে মুঠোফোনে কল করলে কলটি রিসিভ না হওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা পরিষদ হলরুম ও গ্যারেজের কাজ চলমান থাকাকালীন পুরোনো টিনের ছবি তুলে ইউএনও মহোদয়ের সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে অবগত করা হলে অফিসে কথা বলতে চেয়ে কোনো কথাও বলেননি এবং তথ্য দিয়ে সহযোগিতা করেননি।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পুঠিয়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পুঠিয়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পুঠিয়া( রাজশাহী)  প্রতিনিধি 

    রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিকাল ৩টার দিকে বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া  বাজার সংলগ্ন সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে সভাপতিত্ব করেন এএসএম আব্দুল্লাহ – সিনিয়র যুগ্ন আহবায়ক পুঠিয়া উপজেলা ছাত্রদল। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আগামী দিনের ধানের শীষের  মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্যার এ এফ রহমান হল শাখার সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

     তিনি তার বক্তব্যে বলেন। আগামীতে আমরা মেধাবী ছাত্রদের নিয়ে সুসংগঠিত ছাত্র রাজনীতি করতে চাই  তিনি আরো বলেন তারেক জিয়ার নেতৃত্বে ৩১ দফা দাবি  বাস্তবায়নে ঐক্যভাবে কাজ করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। দেশ গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন তিনি। 

    সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টো।অনুষ্ঠানে আরো সাজ্জাদ হোসেন জামিল যুগ্ন আহবায়ক  পুঠিয়া উপজেলা ছাত্রদল। মেহেদী হাসান সাগর যুগ্ম আহবায়ক পুঠিয়া উপজেলা ছাত্রদল, মনিরুল তালুকদার-সদস্য পুঠিয়া উপজেলা ছাত্রদল হুমায়ুন কবির চঞ্চল সাধারণ সম্পাদক ভল্লুকগাছী ইউনিয়ন ছাত্রদল। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল হালিম মুন্না, ইমরান হক রুবেল এসএম গোলাম কিবরিয়া, সুলতান খান ইমন মনিরুল ইসলাম প্রমুখ।#

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।