Blog

  • তারেক রহমানের দেশে আসছে পঞ্চগড় ছাত্রদলের আনন্দ মিছিল

    তারেক রহমানের দেশে আসছে পঞ্চগড় ছাত্রদলের আনন্দ মিছিল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে কলেজ মোড় থেকে আনন্দ মিছিল টি বের করা হয়।

    আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেয়।

    মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এসম বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক তিনি বলেন,একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণের যে পরিকল্পনা প্রণয়ন করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদল কে যে দায়িত্ব অর্পণ করা হবে আমরা তা ইমানি দায়িত্ব মনে করে, পঞ্চগড় জেলা ছাত্রদল অক্ষরে অক্ষরে পালন করবো। আমাদের যে প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞা আজকের এই আনন্দখন মুহূর্তে আমরা আবারও সেই প্রতিজ্ঞা’র পুনরাবৃত্তি করছি।এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

  • কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

    কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

    মোঃ তরিকুল ইসলাম তরুন,কুমিল্লা।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক (সাক্কু)। গতরোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
    মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় তাঁর সঙ্গে সাক্কুর কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন।
    কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। গত ৩ নভেম্বর এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। এরপর থেকে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নিচ্ছেন মনিরুল হক সাক্কু ও তাঁর অনুসারীরা।
    এমন প্রেক্ষাপটে মনিরুল হক সাক্কুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
    মনোনয়নপত্র সংগ্রহ শেষে মনিরুল হক সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, “মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে গেছেন। জনগণের চাওয়ার কারণেই আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নেবেন কি না, সেটিও জনগণের প্রত্যাশার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
    উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় ওই বছরের ১৯ মে বিএনপি থেকে মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। সে সময় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। যদিও বহিষ্কৃত হওয়ার পরও তাঁকে বিভিন্ন সময় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে দেখা গেছে।
    মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন,
    “আমি প্রায় আড়াই বছর ধরে কুমিল্লা সদর আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে আছি। আমার সংগঠন ও কর্মীসমর্থকেরা প্রস্তুত। প্রার্থী ঘোষণার আগে দলের মহাসচিব আমাকে ডেকে নিয়ে আলোচনা করেছিলেন। তখন আমি বলেছিলাম—হয় আমাকে মনোনয়ন দিন, নয়তো মনিরুল হক চৌধুরীকে দিন। দল মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে এবং আমি তাঁর পক্ষে কাজ করছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ও জনগণের মতামতের ওপর। বর্তমানে আমি ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করছি।”
    কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর পর্যন্ত জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এলডিপি, গণফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
    জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।এসময় কুমিল্লা ১০ আসন লাঙ্গল কোট ও লালমাই উপজেলার বিএনপি একমাত্র নারী নেত্রী সোহানা সুলতানা শিল্পী মনোনয়ন পত্র সংগ্রহ করতে দেখা গেছে।

  • সাদাজামে মসজিদ  চত্বরে  হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

    সাদাজামে মসজিদ চত্বরে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

    গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের সাদা জামে মসজিদ শেখপাড়া মাঠে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
    ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের প্রশাসক মাহমুদূর রহমান, উপস্থিত ছিলেন সাদা জামে মসজিদ এর সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সমাজ সেবক মাহামুদার রহমান, সাংবাদিক সাগর মিয়া, লেখক তাপস মাহমুদ, শিক্ষক মুফাক্কারুল ইসলাম মিলন,ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ,ডা: মশিউর রহমান, ব্রাক ম্যানেজার আহসান হাবিব,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
    সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৬ শতাধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।  ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,  সহকারী প্রকল্প ব্যাবস্থাপক আসাদুজ্জামান হিরন, ক্যাম্প সমন্বয়কারী জাহিদ হাসান সাকিব।
    অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত  এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সুন্দরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর ম-তবিনিময়

    সুন্দরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর ম-তবিনিময়

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    ২৯ গাইবান্ধা- সুন্দরগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

    সোমবার বাদ মাগরিব জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান উপজেলায় সকল কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর শহিদুল ইসলাম মঞ্জু,  সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সাজা, সুন্দরগঞ্জ সম্মেলিত প্রেসক্লাবের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এ মান্নান আকন্দ, শাহজাহান মিঞা, ইমদাদুল হক,  রেদোয়ানুর রহমান, আলাউদ্দিন মজুমদার শাহীন, মোঃ আনিসুর রহমান আগুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম।

  • রাজশাহী-৫ আসনে আবু বকর সহ বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন ফরম উ-ত্তোলন 

    রাজশাহী-৫ আসনে আবু বকর সহ বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন ফরম উ-ত্তোলন 

    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-–দুর্গাপুর) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি’র মনোনয়ন বঞ্চিত আরো কয়েক জন প্রার্থী, জুলফার নাঈম মোস্তফা, ইসফা খাইরুল হক শিমুল, রোকনুজ্জামান আলম, ও আল মামুন খান সহ মনোনয়ন পত্র উত্তোলন করেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমান এর কার্যালয়ে উপস্থিত  হয়ে  এ মনোনয়ন ফরম উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ  বিএনপি নেতা সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত  ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু,  দুর্গাপুর পৌর বিএনপির সদস্য বিশিষ্ট ব্যাবসায়ি সামসুর রহমান, বিএনপির নেতা মাহাবুব, ডাঃ মোকবুল, পুঠিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, সিনিয়র যুন্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, পুঠিয়া পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, যুগ্ম আহবায়ক হাবিবুল বাসার, যুগ্ম আহবায়ক সাগর, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জনি। বানেশ্বর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক  মুন্নাসহ বিএনপি  ছাত্রদল, যুবদল, কৃষকদল, সে”ছাসেবকদলসহ শতশত নেতা কর্মী উপস্থিত  ছিলেন।মনোনয়ন ফরম উত্তোলন করতে আসা বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপি নেতা সাইফুল ইসলাম অভিযোগ করেন, রাজশাহী-৫ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে ধানের শীষের বিজয় সম্ভব নয়। বর্তমানে মনোনীত প্রার্থী নেতাকর্মী সংকটে ভুগছেন। ফলে তিনি মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরালোভাবে চালাতে পারছেন না। এমনকি আসনের কিছু এলাকায় গণসংযোগে গিয়ে দলীয় নেতাকর্মীদের বাধার মুখেও পড়ছেন, দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নিরপেক্ষ জরিপের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করে আবু বকর সিদ্দিককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হোক।

    এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আবু বকর সিদ্দিক বলেন, ‘দীর্ঘদিন ধরে যেসব নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে দলের হাল ধরে, আমরা চেয়েছিলাম তাদের মধ্য থেকে কাউকে রাজশাহী-৫ আসনে মনোনয়ন দেওয়া হোক। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং নেতাকর্মীবিমুখ ও জনবিচ্ছিন্ন  একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না।’

    তিনি আরও বলেন, ‘তৃণমূল এখনো আশা করে, দল নিরপেক্ষ জরিপের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করে যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেবে। দলকে অবশ্যই নেতাকর্মীদের মনের ভাষা বুঝতে হবে।’

    উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন। এ পর্যন্ত বিএনপির দলীয় মননোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। #

    মাজেদুর রহমান( মাজদার) 

    পুঠিয়া, রাজশাহী।

  • মুন্সীগঞ্জ ১ আসনে  মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান

    মুন্সীগঞ্জ ১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান

    লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ (শ্রীনগর -সিরাজদিখান ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

    আজ রবিবার (২১ শে ডিসেম্বর ) বিকেল মুন্সীগঞ্জ ১ আসন (সিরাজদিখান–শ্রীনগর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

    শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিন উদ্দিনের কাছ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

    মনোনয়নপত্র সংগ্রহের সময় মুন্সীগঞ্জ ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব হানিফ শেখ ,পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সাদিকুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব মাকসুদুর রহমান খান
    উপস্থিত ছিলেন ।

    উক্ত সময় আরো উপস্থিত ছিলেন প্রচার সমন্বয়কারী (১) মোঃ শামীম হোসেন, প্রচার সমন্বয়কারী(২ )মোঃ আব্দুল ওয়াহিদ, অর্থ সমন্বয়কারী মোঃ রাজা মিয়া, শ্রীনগর মিডিয়া সমন্বয়কারী হাফেজ হাফিজুর রহমান সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

    উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–১ আসনের জনগণ উন্নয়ন, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • পবার পর নিয়ামতপুরে ৬ শতাধিক গাছ কেটেছে দু-র্বৃত্তরা

    পবার পর নিয়ামতপুরে ৬ শতাধিক গাছ কেটেছে দু-র্বৃত্তরা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবার নওহাটা পৌরসভার কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি আম বাগানে রাতের আঁধারে পরিকল্পিত ভাবে ১১৭টি উন্নত জাতের আমগাছ কেটে ফেলেন দুর্বৃত্তরা।গত বুধবার (১৭ ডিসেম্বর) এঘটনা ঘটেছে।এদিকে এর কদিন পরেই এবার নিয়ামতপুরে রাতের আঁধারে প্রায় ৬ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
    জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের (ইউপি) নেহেন্দা এলাকায় একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
    এতে দুই বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন আমবাগান মালিক কৃষক বজলুর রহমান নঈম।
    সরেজমিন দেখা যায়, বাগানে সারি সারি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে আছে। মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে ছিলো ডালপালা ও পাতার স্তূপ। অনেক গাছে তখনও নতুন মুকুলের কুঁড়ি ঝুলছিল কিন্তু রাতের মধ্যেই সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙে দেয় দুর্বৃত্তরা।
    এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক বজলুর রহমান রশিদ জানান, দুই বছর আগে নেহেন্দা মৌজায় সাড়ে
    ২০০ শতক জমিতে তিনি ৬ শতাধিক উন্নত জাতের আম ও মেহেগুনী গাছ রোপণ করেন। এর মধ্যে ছিলো বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের আমগাছ। শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে আসছিলেন। ইতোমধ্যে অনেক গাছে মুকুল আসায় এ বছর ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখছিলেন তিনি। তার দাবি, গাছ পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ শুধু আর্থিক নয়, দুই বছরের পরিশ্রম, ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা ও পরিবারের জীবিকার নিশ্চয়তাও একসঙ্গে ভেঙে পড়েছে।
    স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তুলনামূলক নিরিবিলি হওয়ায় গভীর রাতে এ ধরনের নাশকতা চালানো দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে। খবর পেয়ে আশপাশের কৃষক ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। গাছের সঙ্গে শত্রুতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনও কোনো অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

  • তানোরে সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক স-হায়তা

    তানোরে সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক স-হায়তা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সেচ পাম্পের পরিত্যক্ত বোরিংয়ের কুপে পড়ে নিহত সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর শাখা। রোববার (২১ ডিসেম্বর) রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে জামায়াত ইসলামী মনোনিত (দাঁড়ি পাল্লা প্রতিক) প্রার্থী সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাজিদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে দোয়া করেন। তিনি সাজিদের বাবা ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। সহায়তার অর্থ হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা রাকিব হোসেন ও মা। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন ও পাঁচন্দর ইউপি জামায়াতের আমীর মাওলানা জুয়েল রানাপ্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক ও গ্রামের বিপুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।#

  • তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জা-নাজা অনুষ্ঠিত

    তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জা-নাজা অনুষ্ঠিত

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীর তানোর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজার নামাজ।
    গায়েবানা জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, হাদিকে হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না । আজ বাংলার মায়েরা রাস্তায় নেমে বলছেন আমার ছেলেকে হাদি তৈরী করবো। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহীদ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামানো যাবে না। তারা মনে করেছিল হাদীকে হত্যা করে আগামীর নির্বাচন বানচাল করা হবে। কিন্তু সেটা সফল হবে না। তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের তাজা রক্ত দিতে পারে সেই তরুণ প্রজন্মকে কেউ দমিয়ে রাখতে পারবে না। হাদী বলিষ্ঠ কন্ঠস্বর। হাদিকে যেন মহান আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদরা কখনো মরে না। জেলা আমীর হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, তার পরিবারসহ দেশবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানান। সেই সঙ্গে হাদি তার পরিবার ও দেশের জন্য আগত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।
    উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) আব্দুর রহিম মোল্লা, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা,
    গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি জানে আলম, ডা: মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবির উত্তর সাংগঠনিক শাখায় সভাপতি আব্দুল মমিন।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চাষী কল্যান সমিতির সভাপতি কাজী আফজাল হোসেন, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান পারভেজ, আজহার সরদার,মাওলানা মোশাররফ হোসেন ও মাহাবুর রহমানপ্রমুখ।এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লীগণ গায়েবানা জানাজার নামাজে অংশ গ্রহণ করেন।
    এদিকে একইদিন মুন্ডুমালা পৌর জামায়াতের আয়োজনে মুন্ডুমালা পৌর সদরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।#

  • পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর করতে মিশ্রণ মেশিনে উপচে প-ড়া ভীড়

    পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর করতে মিশ্রণ মেশিনে উপচে প-ড়া ভীড়

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় মেশিনে মাসকালাই মাড়াইয়ের ভিড় বাড়ছে। আগে ঢেঁকি বা শিলপাটায় পেশাই করে বড়ি তৈরি করা হতো, কিন্তু এখন মেশিন ব্যবহার করে দ্রুত ও কম পরিশ্রমে মাষকলাই এবং কুমড়ো একসাথে মিহি করা হচ্ছে, যা সময় ও শ্রম বাঁচায়। এই মেশিন ব্যবহারের ফলে বাণিজ্যিকভাবে বড়ি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
    কুমড়া বড়ি তৈরির এই যান্ত্রিক পদ্ধতি শ্রমিক সংকট দূর করে, উৎপাদন খরচ কমায় এবং সময় সাশ্রয় করে। ধান মাড়াইয়ের মতো মাসকালাই মাড়াইয়েও আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে, যা গ্রামের নারীদের জন্য একটি সুবিধাজনক সমাধান।
    কুমড়া বড়ি তৈরির জন্য পাইকগাছার বিভিন্ন হাট- বাজারে মেশিন বসানো হয়েছে। এই মেশিনে মাষকলাইয়ের ডাল ও চালকুমড়া মাড়াই করে মসৃণভাব তৈরি করা হয়। খুব ভোর থেকে এই মেশিনে মাষকলাইয়ের ডাল ও চালকুমড়া মাড়াই করা শুরু হয়। মেশিনে মাষকলাইয়ের ডাল ও চালকুমড়া মাড়াই করে মসৃণ বাড়িতে নিয়ে পেস্ট মতন তৈরি করে বড়ি দেওয়া হয়। পাইকগাছার নতুন বাজারে কুমড়া বড়ি মাড়াই মেশিন পরিচালক নুর ইসলাম বলেন, কেজি প্রতি মাষকলাই ১৫ টাকা ও টালকুমড়া ১০ টাকা দরে মাড়াই করা হয়।
    কুমড়া বড়ি তৈরির জন্য মাষকলাইয়ের ডাল ও চালকুমড়া একসঙ্গে মেশাতে হবে। প্রথমে মাষকলাইয়ের ডাল সারারাত ভিজিয়ে বেটে, বেলেন্ডারে বা মেশিনে পেস্ট তৈরি করতে হবে। এরপর চালকুমড়ার পেস্ট একসঙ্গে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ধরে মাখাতে হবে, যাতে মিশ্রণটি ফ্লাপি হয়ে ওঠে।
    কুমড়ার বড়ি তৈরির মিশ্রণ মেশিনের দোকানে ভিড় বাড়ার কারণ হলো শীতকালে বড়ির চাহিদা বৃদ্ধি এবং হাতে তৈরির তুলনায় মেশিনের সাহায্যে দ্রুত ও সহজে বড়ি তৈরি করার সুবিধা।
    মেশিনের সাহায্যে বড়ি তৈরি সহজ হওয়ায় বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে, যার ফলে মেশিন ব্যবহারের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সাধারণত চাল কুমড়া ও মাসকলাই ডালের মিশ্রণে বড়ি তৈরি হয়। শীতকালে কুমড়া বড়ির চাহিদা অনেক বেশি থাকে, তাই এই সময়ে উৎপাদন বাড়াতে মেশিন ব্যবহার করা হচ্ছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।