আরিফ রববানী- ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহ মহানগরীর আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, ‘দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে সকল ধর্মের মানুষকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
জামায়াতে এই প্রার্থী আরও বলেন, ‘আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি। আগামীতে জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকতে চাই।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকালে ও সন্ধ্যার পর অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি চর ঈশ্বরদিয়া, ঋষিপাড়া, ৩১ নং ওয়ার্ড এবং অম্বিকাগঞ্জ বাজার (গগনশাহ বাজার), ৪ নং পরানগঞ্জসহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন এবং সার্বিক খোঁজ খবর নিতে গিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তার সাথে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হায়দার করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ,
জামায়াতে ইসলামী হিন্দু কমিটির সেক্রেটারি খোকন বিশ্বাস, এডভোকেট দেবব্রত নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনভর গণসংযোগ শেষে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুজা পরিদর্শন কর্মসূচি করা হয়।
এসময় ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও ময়মনসিংহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুল আহসান এমরুল আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গোৎসব। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সব সময় সহযোগিতা করবে।’
এসময় জামায়াত মনোনীত প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্ম-বর্ণের জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।