Blog

  • ভজনপুর ইউনিয়ন ভূমি অফিস পঞ্চগড়ে তদন্ত আদেশের কপি ফাইলে ফেলে রেখে তদন্ত করেননি ইদ্রিস আলী

    ভজনপুর ইউনিয়ন ভূমি অফিস পঞ্চগড়ে তদন্ত আদেশের কপি ফাইলে ফেলে রেখে তদন্ত করেননি ইদ্রিস আলী

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক তদন্ত আদেশের এক মাস হলেও তদন্ত আদেশ কপি ফাইলে ফেলে রেখে তদন্ত করেননি ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী। রোববার (১২ জানুয়ারি) ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে এই ঘটনাটির তথ্য জানা যায়।

    উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর গ্রামের মৃত জয়নুল হকের ছেলে হাসিবুল ইসলাম জমাজমি ও রাস্তার গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেন। গত বছরের ওই মাসের ২৯ তারিখ পত্র প্রাপ্তি নম্বর ১৪৫০ এন্ট্রি করা হয়। এরপর ১ মাস ১২ দিন অভিযোগ পত্রটি ফাইলে ফেলে রাখা হয়। পরে গত বছরের ১১ ডিসেম্বর প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান ভজনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলীকে সরেজমিন তদন্তপূর্বক বিধিমতে জরুরীভিত্তিতে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলে তদন্ত করা হয়নি।

    উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সোয়েব বলেন, জমাজমি ও রাস্তার গাছ কাটার অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশনা পত্রটি ইউনিয়ন ভূমি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। আপনি (সাংবাদিক সাহেব) ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিতে পারেন।

    ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে অফিস সহায়ক রিয়াজুল ইসলামের কাছ থেকে জানা যায়, তিনি উপজেলা ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ইসলামের কাছ থেকে তদন্ত করার নির্দেশনা পত্রটি রিসিভ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলীর টেবিলে দেন।

    উপজেলা ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এক মাসের বেশি হল তহশীল অফিসে আমার নিজের হাতেই দিয়েছি। সম্ভবত এক মাসের বেশি হবে গত মাসে দেওয়া হয়েছে আমার কাছে রিসিভ কপি আছে। কতদিন হলো অফিসে দেওয়ার পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন, তহশিল অফিসে পৌঁছায় দিয়েছি, সেটি আমি বলতে পারবো না, কতদিন হলো দেখতে হবে, না দেখে বলা যাবেনা।

    অভিযোগকারী হাসিবুল ইসলাম বলেন, তিনি কোনো তদন্তের নোটিশ পাননি। প্রায় তিন মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত দরখাস্তটির ফলাফল পাচ্ছেন না। তদন্তের আদেশ ইউপি ভূমি অফিসে আসলে তিনি এ বিষয়ে অবগত নন। এটি তহশিলদারের গাফিলতি অভিযোগ করেন।

    এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, আমি এখন বলতে পারবো না আমি এখন তিরনইতে আছি। আপনি এ বিষয়ে জানেন কিনা জিজ্ঞাসায় তিনি বলেন, ‘আমি এত কিছু বলতে পারবো না, আমার অনেক কপি পত্র আছে না আছে কিছু বলতে পারবো না। এটা আসছে কিনা এটাও আমি বলতে পারবো না, আমার এখানে আসছে কিন তাও আমি বলতে পারবো না।’ এমনটি বলে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে তাৎক্ষণিক মুঠোফোনে কথা বলা বিচ্ছিন্ন করে দেয়।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • কেশবপুরে তারুণ্যের উৎসব  ও বিজ্ঞান মেলার উদ্বোধন

    কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়া উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর।

                                                                                                

                                                                                                                                                                                             

                                                                                                                           

  • হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা

    হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা

    পটিয়া সংবাদদাতা।।
    আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামের পটিয়ায় খলিফায়ে বাবা ভান্ডারী মোর্শেদেনা, ছৈয়দেনা হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ।

    শনিবার (১১ জানুয়ারি) রাতে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা আলমদার পাড়া মোখলেছ ভান্ডার দরবার শরীফ মাঠে আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী ও ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ছৈয়দুল হক আলমদার। 
    রিজুয়ানুল হক আলমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইঞ্জিনিয়ার খন্দকার আনিস আহমদ, প্রধান বক্তা ছিলেন
    মাষ্টার আবদুল গণি মাইজভান্ডারি,
    মঞ্জুরুল আলম আলমদার, ,ওসমান আলমদার, 
    মো. বেলাল চৌধুরী, আবুল হোসেন, জয়নাল আবেদীন মনি,লেদু মিয়া বাদশা, মোরশেদ আলমদার প্রমূখ। সভায় আগামী ১৯ জানুয়ারি মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুসম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় এ উপলক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। 

    ছবির ক্যাপশন- হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ওসমান আলমদার।

  • নলছিটির কুলকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নলছিটির কুলকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ সোমবার ১৩ জানুয়ারি তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
    এ উপলক্ষে সকাল দশটায় ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা নতুন দেশ গড়তে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা ও কর্মশালায় অংশগ্রহণ করে।
    এসময় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে গ্রুপে নিনেদের মধ্যে বৈষম্য মুক্ত দেশ গড়তে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।এবং জুলাই গনহত্যার নির্মমতা চিত্রে ফুটিয়ে তোলেন।
    কর্মশালা শেষে স্থানীয় সংগীত শিল্পী এবং শিক্ষার্থীরা দেশীয় লোকোসংগীত পরিবেশন করেন।
    কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভৈরবপাশা ইউনিয়নের প্রশাসক অহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক মো:আল আমীন মোল্লা,নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক,ছাত্র ও স্থানীয় জনসাধারণ।
    সকাল দশটায় শুরু হওয়া এই কর্মশালা নানান আয়োজনের মধ্য দিয়ে দুপুর ২:৩০ মিনিটে সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ময়মনসিংহ প্রেসক্লাব ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার পাঁয়তারা করছে; সংস্কার চায় আন্দোলনকারীরা

    ময়মনসিংহ প্রেসক্লাব ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার পাঁয়তারা করছে; সংস্কার চায় আন্দোলনকারীরা

    স্টাফ রিপোর্টারঃ

    আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড বহাল রেখে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে ময়মনসিংহ প্রেসক্লাবের কতিপয় ফ্যাসিস্ট সাংবাদিকরা। গত ১৭টি বছর স্বৈরাচারী সরকারের মন্ত্রী-এমপি-মেয়র ও অন্যান্য নেতাকর্মীদের তোষামোদি করে অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তবে তারাই ৫ই আগস্টে পর হঠাৎ ভোল পাল্টিয়ে ফেললেন। আওয়ামী লীগ থেকে হয়ে গেলেন বিএনপি-জামায়াত।

    ময়মনসিংহ প্রেসক্লাবে অনির্বাচিত কর্মকর্তা অবৈধভাবে দায়িত্বভার গ্রহণ করা প্রেসক্লাব কর্মকর্তারা হচ্ছেন- সহ সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির জুয়েল, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, ক্রীড়া সম্পাদক আবু সালেহ মো. মুসা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শরীফুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএসএম হোসাইন শাহিদ, নাট্য ও প্রমোদ সম্পাদক আদিলুজ্জামান আদিল, নির্বাহী সদস্য পদে অমিত রায়, ড. ইয়াহিয়া মাহমুদ কামাল, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, নিয়ামুল কবীর সজল, মোশাররফ হোসেন ও আব্দুল মতিন। পদাধিকারবলে এই কমিটির সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, তার সঙ্গে ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি মোঃ শাহজাহান, মহানগর জাপা(রওশন) মহানগর সাধারণ ও কথিত মুক্তিযোদ্ধা সম্পাদক মোশারফ হোসেন, বাকৃবিতে সাবেক কর্মকর্তা নওয়াব আলী, ন্যাপ নেতা ও প্রিন্সিপাল মতিউর রহমানের বড় ভাই মোঃ জিয়া, বর্তমান সেক্রেটারি ফ্যাসিস্ট নেতা অমিত রায়সহ অনেকেই। অপরদিকে নবাগত দায়িত্ব গ্রহণকারী গফরগাঁওয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক ইউনিয়নের সাইফুল ইসলাম কখনো সাইফুল মাহমুদ নির্বাচন ও ভোট ছাড়াই কমিটির দায়িত্বভার গ্রহণ করেছেন। একপক্ষের বর্জন ও অনুপস্থিতিতে সাধারণ সম্পাদক অমিত রায় অনির্বাচিত কমিটির কাছে এই দায়িত্বভার হস্তান্তর করে জুলাই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা শুরুতেই প্রশ্নবিদ্ধ করে ফ্যাসিস্ট সাবেক আওয়ামী সরকারের পদাঙ্ক অনুসরণ করেছে।

    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার আন্দোলনকারীরা ২ জানুয়ারি ২০২৪ তারিখে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে মূখ্য সংগঠক, সাংবাদিক নেতা শিবলী সাদিক খান দাবী করে বলেন অপেশাদার সাংবাদিক সদস্যদের বাতিল করে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” গঠনের প্রয়োজনে সকল পেশাদার সাংবাদিক সদস্যদের নামের তালিকা প্রণয়ন, এডহক কমিটি গঠন, সম্মিলিত সাধারণ সভায় খসড়া প্রস্তাবিত গঠনতন্ত্র, সংযোজন বিয়োজন, পরিমার্জন করে সর্বসম্মতিক্রমে অনুমোদনের ব্যবস্থা গ্রহণ, ভোটার তালিকা করে নির্বাচন। এসকল দাবিতে সাংবাদিকরা ইতিমধ্যে জেলা প্রশাসনে সাংবাদিকদের তালিকা এবং প্রস্তাবিত গঠনতন্ত্র দাখিল করেছেন। জেলা প্রশাসন এর পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুনরায় সমঝোতা বৈঠক আহ্বান করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।

    পরিবর্তিত পরিস্থিতিতেও একই প্যানেলভুক্ত নেতৃবৃন্দ নির্বাচন ছাড়া বিনা ভোটে ময়মনসিংহ প্রেস ক্লাবের দায়িত্বভার নিয়েছেন। দায়িত্বভার গ্রহণকালে অপর প্যানেলের সদস্যরা যোগ দেননি। ময়মনসিংহ প্রেস ক্লাব নির্বাচনে সিডিউল অনুযায়ী গত ১৫ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ১৮ ডিসেম্বর বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও ২৭ ডিসেম্বর নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু মনোনয়ন জমাদানের দিন একপক্ষকে বাধাবিঘ্ন ও মনোনয়ন জমাদান কক্ষে তালা লাগানো ও রিটার্নিং অফিসারকে হুমকি প্রদানসহ ৩ নির্বাচন কর্মকর্তার একযোগে পদত্যাগের ঘটনায় গত ২৬ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য বার্ষিক সভা পিছিয়ে ২ জানুয়ারি করা হয়। ঐ দিনই কমিটি ঘোষণা করা হয়।
    এ কমিটি ঘোষণার দিন শান্তিপূর্ন আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে কয়েকটি পত্রিকায় মিথ্যা ভীত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

  • শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে

    শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আজ বরিশালে চলছে কনকনে শীত ও সদ্য প্রবাহ এই ঘন কুয়াশায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না, তাই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য” আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড তালুকদার ভবনের নিচ তলায়, আমাদের প্রাণের স্পন্দন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও দারিদ্র্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আমরা সাংবাদিক আমাদের পেশা শুধু খবর সংগ্রহ কিংবা রিপোর্ট লেখা নয়। আমরা বিশ্বাস করি, আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়া। আজকের এই উদ্যোগ তারই একটি অংশ। আমরা জানি, একটি শীতবস্ত্র হয়তো জীবনের সব কষ্ট দূর করতে পারবেনা কিন্তু এটি ভালোবাসার একটি উষ্ণ বার্তা। এটি প্রমাণ করে আমরা একে অপরের পাশে আছি এই উষ্ণতা শুধু শীতের কষ্টই লাঘব করবে না বরং একটুখানি হাসি এনে দেবে সেই মুখ গুলোতে যারা ভালোবাসার স্পর্শে বাঁচতে চায়। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বি এম মনির হোসেন, যুগ্ম সাধারণঃ সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদকঃ ইঞ্জিনিয়ার এনামুল হক রানা, সদস্য মোঃ সজীব এবং সদস্য মোঃ উজ্জল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

  • ভারত যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী তার ছোট ভাই সহ আটক

    ভারত যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী তার ছোট ভাই সহ আটক

    আজিজুল ইসলামঃ ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে পুলিশের হাতে আটক হয়েছে ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা পান্ডে মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে।

    ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা  জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে ১৩ জানুয়ারি সোমবার বিকালে  বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ কালে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম  সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

    তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে।

  • মুন্সীগঞ্জে বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    মুন্সীগঞ্জে বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

    মুন্সীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

    রোববার সকালে পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু। তিনি দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।

    এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলজার হোসেন, মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি, শহর যুবদলের সভাপতি মো. এনামুল হক, বিএনপি নেতা বাদশা সিকদার, মীর শরীফ,মো. ইনু শেখ, আব্দুল কাউয়ুম মৃধা, মো. তোফাজ্জল হোসেন তপন, উজ্জ্বল বেপারী, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ আহমেদ, সদস্য সচিব সোহেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক বশির সরকার প্রমুখ

  • ডেইলি অবজারভার পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মশিউর রহমান

    ডেইলি অবজারভার পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মশিউর রহমান

    দৈনিক আজকের সংবাদ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি নতুনবাজার অনলাইন নিউজ পোর্টাল এর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমানকে বহুল প্রচলিত জাতীয় ইংরেজি ডেইলি অবজারভার পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকার পরিচালক মীর মশাররফ হোসেন সাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পেশাগত দায়িত্ব পালনে জেলা ও পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

  • আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই- স্বরাষ্ট্র উপদেষ্টা

    আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই- স্বরাষ্ট্র উপদেষ্টা

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ

    আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই।
    মুন্সীগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে
    কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
    লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।
    তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক আমার ভাই হলেও কোন ছাড় হবে না।
    এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা তেল মারা বন্ধ করুন, ভবিষ্যতে কে আসবে তারা এমপি হোক বা যা হোক যখন হবে তখন দেখা যাবে। আপনারা কঠোর হোন। এখন সবাই শৃঙ্খলার ভীতর থাকেন। জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে রবিবার বিকালে কৃষকদের মাঝে ৩০ টি পাওয়ার টিলার ও ৩০ টি সেলো পানির পাম্প বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ঢাকা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
    মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জান খান, ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার।
    এছাড়া আরো উপস্থিত ছিলেন
    উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকে।