Blog

  • পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৫ সালের বাজেট অনুষ্ঠান

    পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৫ সালের বাজেট অনুষ্ঠান

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৫ সালের বাজেট অনুষ্ঠান বুধবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব জিএ সবুর, কিশোরী মোহন মন্ডল, পঙ্কজ কুমার ধর, শফিকুল ইসলাম কচি, অজিত কুমার মন্ডল, সুকান্ত কুমার সরকার, চিত্ত রঞ্জন সরকার, আব্দুল মজিদ, প্রশান্ত কুমার রায়, পীযুষ কান্তি সরকার, প্রশান্ত কুমার মন্ডল, অজিত কুমার সরকার, মোহতাছিম বিল্লাহ, সাইদুর রহমান মিঠু, অনাদি কৃষ্ণ মন্ডল, এফএমএ রাজ্জাক, শিবু প্রসাদ সরকার, আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন সুমন, কাজী সাইফুল ইসলাম, আবু হানিফ সোহেল, জিএম ইব্রাহিম হোসেন ও রাশনা শারমিন আঁখি। অনুষ্ঠানে আইনজীবী সমিতির ২০২৫ সালের ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা’ র উদ্বোধন

    পাইকগাছায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা’ র উদ্বোধন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    খুলনার পাইকগাছায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন ” জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্য বিষয়ের উপর দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করে। মেলায় মোট ১৬ টি স্টল স্থান পেয়েছে। যার কলেজ পর্যায়ে ৫টি এবং স্কুল পর্যায়ে ১১ টি। প্রতিটি স্টলে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথি বৃন্দ। এছাড়া শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মেলায় ঘুরতে আসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, বন কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া।

  • খুবি উপাচার্যের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন

    খুবি উপাচার্যের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্মাণাধীন পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন করেছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বুধবার সকালে পাইকগাছা কয়রা সড়কের পাশে কৃষি কলেজ পরিদর্শন করেন। এসময় উপাচার্যের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ড. মোঃ নুরুন্নবী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, খুবির প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ড. মোঃ খায়রুল আলম, পরিচালক পরিকল্পনা ড. সাইফুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ফরেস্ট এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজমুস শাহদাৎ, এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর মোঃ ইয়াসমিন আলী, রেজিস্ট্রার প্রফেসর এসএম মাহবুবুর রহমান, অধ্যাপক শরীফ মোঃ খান, ড. আশিকুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার, আশরাফুল হক, উপ সহকারী প্রকৌশলী আকরাম হুসাইন ও মাহমুদুল হাসান। পরিদর্শন শেষে খুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম কে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপাচার্যের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, আনোয়ারুল কাদীর, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জিএম রুস্তম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

    নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক। নড়াইলের কালিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় টমেটো চাষ করেছেন কৃষক রমজান খান। আগাম টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন। বাজারে চাহিদা বেশি থাকায় চারা রোপণের পর থেকে টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন তিনি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, কালিয়া উপজেলার পৌরসভা ব্লকে ১ নম্বর ওয়ার্ডের ঘোষনাওরা গ্রামে গিয়ে দেখা যায়, আগাম টমেটো চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে রাত দিন খেতের পরিচর্যায় সময় পার করছেন রমজান। বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশনের জন্য পলিমালসের মাধ্যমে চাষাবাদ করেছেন। টমেটো চাষি রমজান খান বলেন, চলতি মৌসুমে ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের ১ হাজার টমেটো চারা রোপণ করেছি। ভালো দাম পাওয়ার আশায় আগাম চাষ করেছি। আমার ৯০ হাজার টাকা খরচ হয়েছে। চারার বয়স ৯৫ দিনের পরের থেকে টমেটো বাজারে বিক্রি শুরু করেছি। আশা করছি ২ থেকে আড়াই লক্ষ টাকা লাভ করতে পারব। কৃষক রমজান শেখের টমেটো চাষ দেখে আগামী বছর এ জাতের টমেটো চাষ করবেন বলে জানান একই গ্রামের কয়েকজন কৃষক। তবে এমন উন্নত জাতের বিষয়ে কৃষকের সঙ্গে কৃষি অফিসকেও এগিয়ে আসতে হবে বলে দাবি আগ্রহী কৃষকদের। উপ-সহকারী কৃষি অফিসার, বলেন, মাঠ পর্যায়ে টমেটো চাষে নিরাপদ সবজি উৎপাদনে জৈব বালাই নাশক ব্যবহারের পরামর্শ প্রদান করার পাশাপাশি আগাম জাতের সবজি চাষের পরামর্শ প্রদান করে থাকি। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন রমজান খান। কৃষি অফিস থেকে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ ও প্রদর্শনী দেওয়া হচ্ছে। পাশাপাশি টমেটো চাষের জন্য সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া চাষিদের আগাম টমেটো ও বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যক্তিকে কু-পিয়ে ও পিটিয়ে হ-ত্যা

    ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যক্তিকে কু-পিয়ে ও পিটিয়ে হ-ত্যা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কওসার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কওসার আলী ওই গ্রামের লুৎফর লস্কারের ছেলে। নিহত কওসার আলী বিগত সরকারের আমলে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতো।স্থানীয়রা জানায়, গেল রাত ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক তার বাড়িতে এসে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে।নিহত কওসার আলীর মা নুরজাহান বেগম বলেন, গভীর রাতে প্রায় ৫০/৬০ জন মুখোশধারী লোক এসে পুলিশ পরিচয়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাকে কুপিয়ে রেখে গেছে। এ ঘটনার সাথে গ্রামের লোকজন জড়িত আছে। তিনি তার ছেলে হত্যার বিচার চান।কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ২০১৪ সালে জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যার শিকার হন । এ ঘটনায় গত ৫ আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কওসার আলী সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নলছিটিতে তারুণ্যের উৎসব,অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নলছিটিতে তারুণ্যের উৎসব,অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধন করা হয়েছে।
    ১৫ জানুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলার চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম।
    এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সালাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ওবায়দুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজীম,সেকেন্ডারি একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা,শিক্ষক,ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এসময় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।নক আউট পদ্ধতির খেলায় এখান থেকে বিজয়ী টিমকে বাছাই করে জেলা ও জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
    এদিন সকাল ১০ টায় জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলন,বেলুন উড়িয়ে উদ্বোধনের পরে ডিস্প্লে প্রদশর্ন করে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম,অনুষ্ঠান সঞ্চালনা করেন মো:আমির হোসেন।

  • মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার ৮৩ জন শিশুশ্রমিকের একটি তালিকা উপস্থাপন করা হয়, যারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত। আলোচনায় শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের বড় প্রতিবন্ধক। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।এসময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম, এবং এস টিভির সাংবাদিক এম শামীম আহসান মল্লিক । বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, এবং কার্যকর আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।এসময় ইউএনও মোঃ নাজমুল ইসলাম ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকদের সমস্যার কথা শুনে তাদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, উপজেলায় একটি শিশু কল্যাণ বোর্ড গঠন করে শিশুশ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভাটি শেষ হয়। সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নির্মূল করা সম্ভব হবে।

  • ফিটনেস লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহনে ট্রাফিক পুলিশের অভিযান চালকদের হামলায় আহত-৩ পুলিশ

    ফিটনেস লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহনে ট্রাফিক পুলিশের অভিযান চালকদের হামলায় আহত-৩ পুলিশ

    নাজিমুদ্দিন রানা: লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি মেঘনা রোড় সড়কের মুখে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ট্রাফিক পুলিশের উপর সিএনজি চালকদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশের কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া ও তাদের সাথে থাকা সিএনজি চালকসহ চার জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহন চলাচল করছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ির মেঘনা সড়কে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় কাগজপত্র না থাকায় কয়েকটি অবৈধ সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ।

    এঘটনার জেরধরে ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায় সিএনজি চালকরা। এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌঁড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয়। অপর পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে।

    এতে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

    এদিকে সিএনজি চালকদের দাবী, দীর্ঘদিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ অভিযানের নামে সড়কে তাদের কাছ থেকে বিভিন্ন সয়ম গাড়ি আটকিয়ে টাকা আদায় করা হয়। আজকেও কোন অজুহাত ছাড়াই কয়েকটি সিএনজি আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ বলে দাবি সিএনজি চালকদের। এর জের ধরে এই ঘটনা ঘটে।
     

    লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন,ফিটনেস ও লাইসেন্স বিহীন পরিবহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় মেঘনা সড়কের মুখে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় চালকরা।এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,সিএনজি চালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের উপর হামলা করার বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

  • ময়মনসিংহ সদরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

    ময়মনসিংহ সদরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    : ”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহ সদর উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।

    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সপ্তাহ ব্যাপি বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

    উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন-আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলে-মেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞান চিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এর মধ্য দিয়েই বাস্তবায়িত হব জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনের স্বপ্নের বাংলা।

    বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সদর উপজেলার উক্ত মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিগণ মেলার স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতা সম্পর্কে অবহিত হন।

  • বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    বিশ্বম্ভরপুর থানার পুলিশের সফল অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কামাল হোসেন (৪২), যিনি বিশ্বম্ভরপুর থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।
    মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে কামাল হোসেনের কাছ থেকে Officer’s Choice ব্র্যান্ডের ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##