Blog

  • তিতাস গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

    তিতাস গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহারে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্টরা আঙ্গুল ফুলে কলা গাছ বনে গিয়ে মোটা অংকের টাকার মালিক হয়।

    জানা গেছে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় ডাঃ কাজল এর ৬ তলা নতুন ভবনে ১টি চুলা বৈধ আর ৬৪টি চুলা অতিরিক্ত অবৈধ চুলায় সরকারি তিতাস গ্যাস চুরি করে ব্যবহার করছে, আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ির ডিস ব্যবসায়ী হত্যা মামলার আসামী কেমেলি’র বাড়িতে ১২টি চুলা অবৈধভাবে ব্যবহার করছে, এরকম প্রায় প্রতিটি এলাকায় বৈধ চুলার চেয়ে অবৈধ চুলার সংখ্যা অনেক বেশি ব্যবহার করছে গ্যাস চোরেরা। এসব চোরদের সাথে কথা বলতে গেলে তারা বিভিন্ন উপর মহলের পরিচয় দিয়ে থাকে।  

     গত এক মাস ধরে সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন বাসা বাড়ি ও হোটেলে প্লাস্টিকের পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে ব্যবহার করছে অনেকেই। এর কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তিতাস গ্যাসের কতর্ৃপক্ষ অভিযান চালালেও কোনো ভাবেই বন্ধ করতে পারছেন না অবৈধ সংযোগ ব্যবহার। অবৈধ সংযোগ বাণিজ্য জমজমাট ভাবে চলছে। বৈধ গ্যাহকদের চুলায় গ্যাস না থাকলেও অবৈধ সংযোগ ব্যবহারকারীদের চুলায় গ্যাস থাকে সবসময় এর রহস্য কি জাতি জানতে চায়। যেমনঃ কিছু হোটেলে রান্না চলে প্রায় ২০ ঘন্টা, এই ২০ ঘন্টা গ্যাসের চাপ অনেক বেশি কিন্তু বৈধ গ্রাহকের চুলায় গ্যাস থাকে না বলে অনেকেই অভিযোগ করেন এবং সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়া যায়।

    জানা গেছে, আশুলিয়ার ভাদাইল, জামগড়া, মীরবাড়িসহ বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করেছে দালাল চক্র। প্রতি মাসে ৪-৫টি অভিযানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন কতর্ৃপক্ষ কিন্তু দিনব্যাপী অভিযান শেষে রাতে আবারও অবৈধ সংযোগ দেওয়ার অনেক নজির ও সত্যতা রয়েছে, এ যেন চোর পুলিশের খেলা। বিশেষ করে সরকারের তহবিল থেকে প্রতিটি অভিযানে খরচ হয় প্রায় লক্ষাধিক টাকা, একই স্থানে ৭-৮ বার অভিযান চালানোর নজির রয়েছে কিন্তু অভিযান করা হলেও গ্যাস চোর অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হয়নি প্রায় দুই বছর। তাহলে সরকারের কত টাকা খরচ ও কত টাকা রাজস্ব হারাচ্ছে তার কোনো হিসাব নাই। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে প্রতিটি বাসা বাড়ি থেকে ৩০-৫০ হাজার টাকা নিয়ে থাকে দালাল চক্র, হোটেল বা শিল্প-কারখানার সংযোগ হলে লক্ষাধিক টাকা নেয়া হয়, এইভাবেই একের পর এক সরকারি সম্পদ নষ্ট করে তিতাস গ্যাসের কর্মকর্তার গ্যাসবাজিতে চোরেরা আর আগের মতো ভয় পায় না, তাদের খুঁটির জোড় কোথায় তা জাতি জানতে চায়।

    তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেওয়ার পরিস্থিতি বা সক্ষমতা আপাতত নেই, তাই গ্রাহকদের আশায় ঝুলিয়ে না রেখে গ্যাস সংযোগ স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য সরকারি সিদ্ধান্তটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে-কথাগুলো বলেছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার কাঠগড়া, ইউসুফ মার্কেট, তাজপুর, এদিকে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকা, মীর বাড়ি, চিত্রশাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি, হাজার হাজার অতিরিক্ত চুলা ব্যবহার করছে বেশিরভাগ বাসা বাড়ির মালিকরা। তথ্যমতে, এসব অবৈধ সংযোগ দাতা দালাল চক্র।

    অন্যদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকার সিরাজ, হানিফ, আব্দুল জলিল, ফারুক, ইউসুফ মার্কেটের কথিত মেম্বার মকবুল ও জামগড়া মীর বাড়ির জামাই হাবিবসহ অনেকেই তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ থেকে অগ্নিকান্ডে নারী ও শিশুসহ গত কয়েক বছরে সাভার ও আশুলিয়ায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় শতাধিক মানুষ দগ্ধ হয়ে আহত হয়েছেন, আহতদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। এদিকে সিলিন্ডার গ্যাসের বোতলের দামও অতিরিক্ত বেড়েছে, ওষুধের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতল। অভিযোগ রয়েছে, বৈধ গ্রাহকদের চুলার গ্যাস টিপটিপ করে জ্বলে কিন্তু অবৈধ সংযোগের চুলায় সবসময় গ্যাস থাকার রহস্য কি জাতি জানতে চায়।বৈধ গ্রাহকদের কাছ থেকে বিল ঠিকই নেয়া হয় কিন্তু গ্যাস না থাকার কারণ কি?। বিশেষ করে সরকারের উক্ত সিদ্ধান্তে দুই শ্রেণীর গ্রাহক সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, এদের মধ্যে এক শ্রেণি হলো রাজধানী ঢাকাসহ সাভার আশুলিয়ায় ও বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ও শহরের বাসা বাড়ি ফ্ল্যাটের মালিকেরা। আরেকটি হলো বিভিন্ন আবাসন কোম্পানিগুলো। তাদের মধ্যে অনেকেই গ্রাহকদের গ্যাসের পাইপলাইনের প্রতিশ্রুতি দিয়েছেন। আবাসন কোম্পানির অনেকেই বলেন, এখন গ্যাসের সংযোগ না পেলে তাদের প্লট, জমি ও ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। তারা অনেকেই দাবি করেন যে, গ্যাস সংযোগ নতুন করে আর কেউ পাচ্ছেন না, এতে গ্রাহকরা বেশি বিপাকে পড়েছেন।

    জানা গেছে, ২০১৮ইং সালে এলএনজি আমদানি শুরুর পর দীর্ঘদিন বন্ধ থাকা গ্যাসের সংযোগ নতুন করে শুরু হওয়ার কথা নীতিনির্ধারণী মহলেও শুনা যাচ্ছিল। তখন ঢাকা ও সাভার, আশুলিয়াসহ বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ সংযোগের সংখ্যা আরো বাড়িয়ে দেয় দালাল চক্র সিন্ডিকেটগুলো। তারা গ্রাহকদের আশ্বাস দেয়, কিছুদিন পরে গ্যাসের নতুন বৈধ সংযোগ দেওয়া শুরু করলে এগুলোকে বৈধ করে দেবেন কিন্তু এখন এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পালায় এই গ্রাহকদের সংযোগও কাটা পড়েছে। গ্যাসের দালাল ও কন্ট্রাক্টাররা গ্রাহকদের টাকা আর ফেরত দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়। জানা গেছে, সরকারি ভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ জোরেসোরেই মাঠে নামে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। বিশেষ করে গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে কিছুদিন আগে জ্বালানি বিভাগ উক্ত বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে তা বাস্তবায়নের আদেশ দিয়েছিলো। সূত্র জানায়, ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং টাকা জমা দেওয়া গ্রাহকদের আবেদনও বাতিল করা হবে। তাদের অর্থ ফেরত দেবে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো। বিতরণ সংস্থাগুলোর তথ্যমতে, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়া গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই লাখের মতো। গ্যাস ও খনিজ সম্পদ খাতের নেতৃত্ব প্রদানকারী সংস্থা পেট্রোবাংলার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৈধ অবৈধ নানা উপায়ে এই শ্রেণির গ্রাহক সংখ্যা প্রায় ৮লাখ হবে। দেশে সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ বিষয়ে মন্ত্রণালয়ের আলোচনা করেছেন বলে জানান, গৃহস্থালিতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। যেসব গ্রাহক সংযোগের জন্য আবেদন করেছেন এবং টাকা জমা দিয়েছেন, তাদের নাম তথ্যভান্ডারে রয়েছে। আগামীতে এ বিষয়ে একটি সভা করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা হতে পারে।সংবাদ প্রকাশের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    দেশে গ্যাস বিতরণে নিয়োজিত অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ও সুন্দরবন গ্যাস কোম্পানি। এই সংস্থাগুলোর কর্মকর্তারাও জানিয়েছেন, আগামীতে সভা করে তারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা ঠিক করবেন। উক্ত ব্যাপারে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, গ্যাসের অবৈধ সংযোগ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। 

     তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর আশুলিয়া জোনের প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ায় তিতাস গ্যাসের বৈধ গ্রাহক সংখ্যা প্রায় ৫০ হাজারের বেশি হবে। শিল্প গ্রাহক সংখ্যা ১ হাজার ৫০০। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে এর আগে আশুলিয়া থানায় ৪৮টি মামলা করা হয়, বর্তমানে অভিযান অব্যাহত আছে। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখন দুদুকের কর্মকর্তারাও কাজ করছেন বলে তিনি জানান।

  • সেনবাগের ৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত

    সেনবাগের ৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্দ্যোগে এক বণার্ঢ্য মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে সেবারহাট নতুন স্কুল মার্কেট প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার শাহাদাত হোসেন রাজুর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ। ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁন, সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, সহসভাপতি আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আকরাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: হাবিব,সেনবাগ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শামিম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: কাউছার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুদ,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মির্জা রুবেল, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সহিদুল ইসলাম শিমুল,ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো:রফিক, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাউছার হোসেন বাবু, ইউনিয়ন ছাত্রদল নেতা নোমান, প্রান্ত, ফয়েজ,ওয়ার্ড ছাত্রদল নেতা সাব্বির, মাসুম,জিহাদ, আশিক, রাফি সহ অনেকেই।সভা শেষে সেবারহাট বাজারে সহস্রাধিক দলীয় নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

  • ত্রিশালে তারুণ্য উৎসবে দুর্নীতি না করার শপথ নিলেন ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ সদস্য

    ত্রিশালে তারুণ্য উৎসবে দুর্নীতি না করার শপথ নিলেন ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ সদস্য

    আরিফ রববানী ,ময়মনসিংহ

    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে তারুণ্যের উৎসব। উৎসবে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে দুর্নীতি করব না, সইব না। যেখানে দুর্নীতি, সেখানে শুভসংঘের প্রতিবাদ। দেশপ্রেম, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার করে শপথ গ্রহণ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ জন সদস্য।

    বৃহস্পতিবার (১৬জানুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে
    নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ পুর্বে দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদেরকে এই শপথবাক্য পাঠ করান।

    ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক,নজরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিদুল আলম , দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করতে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়ে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। পরে তিনি উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

  • মাধবপুরে আওয়ামী লীগ নেতা মিজান গ্রেফতার

    মাধবপুরে আওয়ামী লীগ নেতা মিজান গ্রেফতার

    শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
    শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১২ টার দিকে মাধবপুর থানার পুলিশ শাহানুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মীরনগর গ্রামে থেকে গ্রেফতার করেন। জানাযায়, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিল। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র জনতার উপর হামলার ও সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে।

    মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ঠা আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সে এজাহার ভুক্ত আসামি।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হবে

  • ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট  টুর্নামেন্টে ভালুকা উপজেলা চ্যাম্পিয়ন

    ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভালুকা উপজেলা চ্যাম্পিয়ন

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।

    তারই অংশ হিসাবে শুক্রবার (১৭ জানুয়ারী) জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠ অনুষ্ঠিত হয়েছে।

    ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায়
    ময়মনসিংহ সদর উপজেলা বনাম ভালুকা উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় ভালুকা উপজেলা দল ৬ উইকেটে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

    এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মফিদুল আলম।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (অতিরিক্ত দায়িত্ব) আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ কাজী সুপার আখতার উল আলম।

    এর আগে গত ১২ জানুয়ারি রবিবার ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে উপজেলা প্রশাসন গফরগাঁও টিমকে ৮ উইকেটে পরাজিত করে উপজেলা প্রশাসন ফুলপুর টিম বিজয়ী হওয়ার পর ১৪ জানুয়ারী দুপুর ১টায় গৌরীপুর উপজেলা টিমের সাথে উপজেলা প্রশাসন ফুলপুর টিমের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    খেলায় অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
    উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লুৎফুন নাহার,সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • চারঘাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।

    সভায়, সঠিক ও সুন্দর ভাবে সত্য নিউজ সব সময় তুলে ধরতে হবে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, বার্ষিক বনভোজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    পরিশেষে, সভাপতি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিটিং সমাপ্ত ঘোষণা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করলেন সারজিস

    পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করলেন সারজিস

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়:

    নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

    ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছে তা ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে।

    আজ শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এ কথা বলেন সারজিস আলম।

    এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাবো।

    আশা করি কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র সামনে আসবে।

    বিকালে পঞ্চগড় সুগারের মাঠে কম্বল বিতরণ করেন

  • গাইবান্ধায় বিচার করতে গিয়ে বিচারক নিহত

    গাইবান্ধায় বিচার করতে গিয়ে বিচারক নিহত

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে বিচার করতে গিয়ে এক ইউপি সদস্য বিচারক নিহতের ঘটনা ঘটেছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে , নিহত ইউপি সদস্য আব্দুল জব্বার সদর উপজেলার বোয়ালি  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নশরৎপুর গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে। আব্দুল জব্বারের প্রতিবেশী ওয়ারেছ আলীর প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রীর সাথে শাশুড়ি জোবেদা ও ননদ ফারহানা বেগমের ঝগড়া হয়।

    বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার দুপুরে প্রতিবেশীরা ওই ইউপি সদস্যকে ডেকে নিয়ে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ওয়ারেছের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারকে ডাংমার করে। খবর পেয়ে জব্বারের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

    এ রিপোর্টটি লেখা পর্যন্ত এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – মাইমুনুল ইসলাম মামুন

    অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – মাইমুনুল ইসলাম মামুন

    পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে এ জে ফাউন্ডেশনের উদ্যােগে ১৭ ই জানুয়ারি( শুক্রবার) বিকালে ভূপাল দের সভাপতিত্বে
    হাইদগাও কবিরাজ শ্যামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন।
    এসময় উপস্থিত ছিলেন আরিফ মিয়া,জসীম উদ্দীন,মুক্তার হোসেন,জাহাঙ্গীর আলম,শফিউল বশর,সেলিম মেম্বার, বজল আহমদ,
    হোসেন মেম্বার,মঞ্জু, ভানু,নয়ন চৌধুরী, ও ফাউন্ডেশনের কনিষ্ঠ পরিচালক সাদমান ইবনে মামুন সহ অন্যারা। এসময় বক্তারা বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

    ছবির ক্যাপশন- এ জে ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ করছেন অতিথিরা।

  • মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মোঃলিটন মাহমুদ
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    ৬ষ্ঠ বর্ষ পদার্পন উপলক্ষে মুন্সীগঞ্জে
    আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
    এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
    চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী আবুল খায়ের।
    সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী তাহের মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন খোকা, নাট্যকর্মী মো. দুলাল, আনমনা প্রাঙ্গণের সহসভাপতি মো. জুনায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রজন্ম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্য ও সংগীতশিল্পী সুদিপ দাস দ্বীপ, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহবুব, সংস্কৃতি কর্মী শাহনাজ বেগম হীরা, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. শামীম প্রমুখ।