Blog

  • কুড়িগ্রামের নুনখাওয়া ও কচাকাটায় বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা

    কুড়িগ্রামের নুনখাওয়া ও কচাকাটায় বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নের গঙ্গাধর নদীর দক্ষিণ পাড় চর কাপনা এবং কচাকাটা ইউনিয়নের গঙ্গাধর নদীর পুর্ব পাড় ধনিরামপুর চরাঞ্চলে কোন রাস্তা ঘাট না থাকায় বিকল্প অবলম্বন ধু-ধু বালু চরে হেঁটে চলা আর নৌকায় চলাচল প্রতিনিয়ত। চলতি বছর বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে নুনখাওয়া ও কচাকাটা ইউনিয়নের চরাঞ্চলে গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নতি হয়েছে।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে নুনখাওয়া ও কচাকাটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিধিমালা অনুসারে নুনখাওয়া ইউনিয়নের গঙ্গাধর নদীর দক্ষিণ পাড় চর কাপনা বাজার থেকে ৭নং ওয়ার্ডের আতাউরের দোকান পর্যন্ত ২হাজার ৬৪০মিটার রাস্তার বরাদ্দ ৮৯লাখ ৬৭হাজার ৮৫৩টাকা এবং কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর ও জালিরচরে দুই-স্থানে ১হাজার ৫০০মিটার রাস্তার বরাদ্দ প্রায় ৫৮লাখ টাকার কাজ দুর্গম চরাঞ্চলে কাঁচা রাস্তা তৈরি এবং রাস্তার দুই ধারে জিও ব্যাগ ও ঘাস লাগিয়ে সঠিকভাবে গত (১৫জানুয়ারি ২০২৫খ্রিঃ) সঠিকভাবে শেষ করেন। ফলে জনগন সুফল পাচ্ছেন এবং রাস্তাগুলো প্রশস্ত ও দৃশ্যমান । চোখে পরলেই মনে হয় আমরা যেন একটি পর্যটন এলাকায় অবস্থান করছি।

    স্থানীয় তাজুল ইসলাম, শাহাবর হোসেন, মোফাখাইরুল ইসলাম, বাবুর আলী, মোসলেম উদ্দিন ও জালাল উদ্দিন বলেন, ডাব্লুএফপির অর্থায়নে চরাঞ্চলে কাঁচা রাস্তা শতভাগ নির্মাণ হওয়ায় আমরা অনেক খুশি। এই রাস্তা দিয়ে শহরের সাথে দ্রুত যোগাযোগ করাসহ কৃষি ক্ষেতে উন্নয়ন এবং বন্যাকালে এ চরাঞ্চলের মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।

    আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরীর ইঞ্জিনিয়ার শাহাদত জামান, ডাব্লুএফপির অর্থায়নে কাঁচা রাস্তা তৈরি সঠিকভাবে শেষ হয়েছে। অবশিষ্ট চরাঞ্চলের আরও কিছু রাস্তা নির্মাণের প্রক্রিয়া চলছে।

    নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল বলেন, ডাব্লুএফপির অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিধিমালা অনুসারে নিভৃত চরাঞ্চলে রাস্তা নির্মাণ শেষ হয়েছে। এতে চরাঞ্চলের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, চরাঞ্চলের জীবন মান উন্নয়নের লক্ষে ডাব্লুএফপি ভালো ভূমিকা রেখেছেন। চরাঞ্চলের আরও অনেক কাঁচা এভাবে নির্মাণ হোক আশা করছি।

    বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) রংপুর বিভাগের প্রধান বিধিকা বিশ্বাস বলেন, নুনখাওয়া ইউনিয়নের চর কাপনা এবং কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর চরাঞ্চলে কোন রাস্তা ঘাট না থাকায় আমরা আরডিআরএসের মাধ্যমে এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ রাস্তা নির্মাণ করা হয়েছে।

  • নোয়াখালীতে  কিশোরকে ছু-রিকাঘাতে হ-ত্যার অভিযোগ

    নোয়াখালীতে কিশোরকে ছু-রিকাঘাতে হ-ত্যার অভিযোগ

    রফিকুল ইসলাম সুমন( নোয়াখালী)
    নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়ায় সৃষ্ট বিরোধে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।নিহত মো.আব্দুর রহমান হৃদয় (২৪) উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার সওদাগর বাড়ির মো.সেলিমের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১২টার উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।নিহতের ছোট ভাই মো: রিফাত বলেন, আমার বড় ভাই হৃদয়ের বন্ধু আশিকের থেকে কিছু দিন আগে ৫হাজার টাকা হাওলাত নেয় চৌমুহনী পৌরসভার গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু (৩৫)। এরপর টাকা ফেরত চাইলে বাবু তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি আশিক বাবুর বড় ভাই রনিকে জানায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করে। রাত সোয়া ১১টার দিকে বিষয়টি জানতে পারে আমার ভাই হৃদয়। খবর পেয়ে তিনি আমাদের বাড়ির তার সমবয়সী কাকা রাসেলকে নিয়ে হোসেন ও সাগরকে উদ্ধার করতে বাড়ি থেকে বের হয়ে যান। যাত্রা পথে তারা চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে বাবুর সাথে তাদের দেখা হয়ে যায়। তখন কিছু বুঝে উঠার আগেই বাবু হৃদয়কে ছুরিকাঘাত করে। একই সময়ে রাসেলকেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে।চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ গণমাধ্যমকে
    জানান, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল
    হাসপাতালের মর্গে রাখা আছে। রাসেল নামে আরেক যুবক অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চারঘাটে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল 

    চারঘাটে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল 

    মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে উঁকি দিতে শুরু করেছে দৃষ্টিনন্দন আমের মুকুল। গাছে গাছে মৌমাছির গুঞ্জন আর মুকুলের মৌ মৌ গন্ধে প্রকৃতিতে সৃষ্টি হবে এক নতুন ছন্দের।

    রবিবার (১৯ জানুয়ারি) সকালে সরেজমিনে উপজেলার আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, আম গাছে আসতে শুরু করেছে আগাম মুকুল। আগাম মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠেছে। মাঘের হিমেল হাওয়ায় সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে মুকুল। গাছের কচি শাখা-প্রশাখায় ফোটা ফুলগুলোর উপরে সূর্যের আলো পড়তেই চিকচিক করে উঠছে। এবার মধ্য জানুয়ারিতেই কিছু কিছু গাছে আমের মুকুল চলে এসেছে। এখন ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া না হলেই ভালো হয় বলে জানান আম চাষিরা।

    আম ব্যবসায়ী রবিউল বলেন, এর মধ্যে অনেক গাছে মুকুল আসতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, ফাল্গুন মাসের মধ্যে উপজেলার আম গাছগুলোতে পর্যাপ্ত মুকুল আসবে। তবে এ সময় মাঝে-মধ্যেই আকাশে মেঘ জমে উঠে। শিলাবৃষ্টি হলে আমের মুকুলের ক্ষতি হবে। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যথেষ্ট শঙ্কাও কাজ করছে। তবে পরিস্থিতি অনূকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে জানান তিনি।

    বাগান মালিকরা বলেন, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগবালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান বলেন, উপজেলায় বর্তমানে ৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে। তবে এখন আম গাছে, সাইপার মেথ্রিন অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন, স্প্রে করতে হবে। এবং ম্যানকোজেব /মনুবর বোরন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান। 

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • বসন্ত মেলা ২০২৫ বাস্তবায়ন কমিটি গঠন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    বসন্ত মেলা ২০২৫ বাস্তবায়ন কমিটি গঠন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি

    নাটোর সদর উপজেলার সাত থানার নির্বাহী সদস্যদের উপস্থিতিতে বসন্ত মেলা ২০২৫ এর বাস্তবায়ন কমিটি গঠন ও মেলা বিষয়ক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ফ্লেম ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, নাটোর সদরস্থ হাফ রাস্তা এলাকায় অনুষ্ঠিত এই সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক, আফছানা হাসির সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা এবং কৃষিতে স্বর্ণপদক প্রাপ্ত উদ্যোক্তা সেলিম রেজা। তিনি তার বক্তব্যে বলেন, “বসন্ত মেলা ২০২৫ শুধুমাত্র একটি ব্যবসায়িক আয়োজন নয়, এটি আমাদের সমাজের উদ্যোক্তাদের জন্য এক উজ্জ্বল সুযোগ। এটি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের জেলা তথা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে এই মেলাকে সফল করার জন্য একত্রিত হতে হবে।”

    এছাড়া সভায় উপস্থিত ছিলেন সদর থানার সহ-সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফছানা হাসি, প্রচার সম্পাদক হাবিব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, সাজারাতুল মিমি, শিরীন সুলতানা সহ অন্যান্য সদস্যগণ। তারা মেলার কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    সভায় মেলার পরিকল্পনা, স্টল বুকিং, উদ্যোক্তাদের সুবিধা, প্রচার কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মেলার প্রচারণা নাটোর শহরজুড়ে মাইকিং এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান এবং মেলার বিভিন্ন অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

    নাটোরের উদ্যোক্তা ফোরাম সবার সহযোগিতা কামনা করে মেলার সফল বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানায়।

    মোঃ এমরান আলী রানা
    নাটোর

  • ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৪ শুভ উদ্বোধন

    ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৪ শুভ উদ্বোধন

    মো: আরিফ রববানী ময়মনসিংহ।

    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রাথমিক অফিস এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালক,বালিকা ফুটবল খেলা শুভ উদ্বোধন হয়েছে।

    রবিবার (১৯ জানুয়ারি) সকালে সার্কিট হাউসে মাঠে আলোচনা অনুষ্ঠান ও খেলার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত,গীতা পাঠ,জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক,বালিকা ২০২৪ শুভ উদ্বোধন হয। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এর অনুপস্থিতিতে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী।

    ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম এর সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দীন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন শিক্ষাই জাতি মেরুদন্ড, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।

    এসময় অন্যান্যদের মাঝে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক,ছাত্র-ছাত্রী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

    মোঃ আরিফ রববানী
    ময়মনসিংহ।

  • তানোরে আদিবাসি পল্লীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

    তানোরে আদিবাসি পল্লীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লী গুড়ইল আদিবাসী নতুনপাড়া গ্রামে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১৭ জানুযারী শুক্রবার গভীর রাতে ওই আদিবাসী পল্লীতে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এঘটনায় আদিবাসী পল্লীর বাসিন্দাদের মাঝে নিরাপত্তাহীনতা ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোশারফ হোসেন ওরফে দুখু হাজি, বাবুল,মিজান ও জুলফরের নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা আদিবাসী পল্লীতে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।এদিকে শনিবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা খবর সংগ্রহ করতে গেলে আদিবাসীরা ভুমিগ্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে নাটের গুরু দুখু হাজিকে গ্রেফতারের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছেন।

    এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্যে পাওয়া গেছে,আদিবাসী পল্লীর বাসিন্দা রুপেন মুর্মু(৪০),হিরা টুডু (৫৫) ও বেদেনা মুর্মু (৩৮) বলেন, গত শুক্রবার গভীর রাতে গুড়ইল গ্রামের মোশারফ হোসেন ওরফে দুখু হাজি, বাবুল মৃধা, জুলফার ও মিজানের উপস্থিতিতে এবং তাদের সহযোগীতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উপর বহালা বাড়ী গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র শফিকুল ইসলাম ওরফে ভুলু বেশ কয়েকটি মাইক্রোবাস ভর্তি অস্ত্র সজ্জিত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের একটি বসতঘরে অগ্নিসংযোগ করে। এসময় তারা বাধা দিতে গেলে তাদের উপর তারা অস্ত্র নিয়ে হামলা এবং কযেকজন নারীর শ্লীলতাহানি করে হুমকি দিয়ে বলে এরপর জমিতে গেলে তাদের বসতঘর জ্বালিয়ে এলাকাছাড়া করা হবে। আদিবাসী পল্লীর বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে তাদের হামলা ভাঙচুর প্রতিরোধে এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে এসে দুখু হাজির বাড়িতে অবস্থান নেয়।
    এদিকে মোশারফ হোসেন ওরফে দুখু হাজি বলেন, তিনি এসব জমির বর্গাচাষীদের দেখভাল করেন মাত্র।তিনি বলেন,আদিবাসিদের কোনো কাগজপত্র নাই তারা জোরপুর্বক জমি দখল করতে গেলে বর্গাচাষিরা বাধা দেন।তিনি বলেন,আদিবাসি পল্লীতে কেউ আগুন দেননি,তারা নিজেরা পলিথিন জ্বালিয়ে আগুন দেয়ার নাটক করছে। ওদিকে শফিকুল ইসলাম ওরফে ভুলু বলেন, তিনি যাননি তার বর্গাদারেরা বাধা দিয়েছেন বলে তিনি শোনেছেন, জমির কাগজপত্র তার রয়েছে, আদিবাসীরা জোর করে তার জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে।

    জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৭৯,গুড়ইল মৌজায়, ১৫১ নম্বর খতিয়ানের ৫টি দাগে মোট ১০ একর ৩০ শতক সম্পত্তি রয়েছে। স্থানীয়রা জানান, এসব সম্পত্তির মালিক মৃত গোপাল ভট্রার্যের পুত্র শিবদাস ভট্রাচার্য দিগর। কিন্ত্ত ১৯৭০ সালে তারা স্বপরিবারে পার্শ্ববর্তী দেশে চলে গিয়েছেন। এর পর থেকে এসব জমিতে বসতঘর নির্মাণ করে শান্তিপুর্নভাবে আদিবাসীরা বসবাস করে আসছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, দুখু হাজির মদদে শফিকুল ইসলাম ভুলু গং জাল দলিল সৃষ্টি করে এসব সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে। তারা বলেন,আগামি জাতীয় সংসদ নির্বাচনের অগ মুহুর্তে আদিবাসী পল্লীতে এমন হামলা অত্যন্ত নিন্দীয় এবং এটা একটা গভীর ষড়যন্ত্র, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই আওয়ামী মতাদর্শী ভূমিগ্রাসীরা এমন জঘন্য কাজ করেছে।

    এবিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার অফিসার ইনচার্জের (ওসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন আদিবাসী পল্লীর বাসিন্দারা।#

  • রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন লাখো মানুষের ঢল

    রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন লাখো মানুষের ঢল

    আলিফ হোসেন,তানোরঃ
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুদ্ধ শেষ হয়নি, আল্লাহর শক্তিতে বলীয়ান জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলমান। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ঘুষমুক্ত একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ আপনারা চান ? আমার সহকর্মীরা চান ? তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ত্যাগ অনেক করেছি, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করব। আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না। বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নেই। এ জীবন অনেক ছোট, কাজ অনেক বড়। গত ১৮ জানুয়ারি শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছেন— “আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।” এই লড়াই চলবে ইনশাল্লাহ। কতক্ষণ ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম না হয়। আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কুরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে না। এই কুরআনের শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কুরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই, দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা ভাই হিসেবে দেখি। আমরা মানুষকে ঘৃণা করি না, হিংসা করি না। আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি। মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করি সাড়া দেওয়ার, এবং এটাও চেষ্টা করি সবার আগে সাড়া দেওয়ার।
    মামলাবাজি-চাঁদাবাজি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ কাজ যারা করেন, বিনয়ের সাথে তাদের অনুরোধ করি, এ কাজ করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। মানবতা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ভাই, আল্লাহর ওয়াস্তে এ কাজ ছেড়ে দিন। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্যও অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই, কাজগুলো করবেন না। আমাদের শহী*দদের আত্মা কষ্ট পাবে।
    সম্মেলনে জামায়াত আমির বলেন, আল্লাহর শক্তিতে বলীয়ান জাতি গঠন করতে চাই। সেই জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। মুমিনরা আল্লাহ ছাড়া কারও কাছে মাথানত করে না।
    শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদরা আমাদের জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। যারা শহীদ হয়েছেন, আমরা তাদের দলের, সবাই আমাদের দলের মানুষ। তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর। মাথার ওপরে শ্রদ্ধার সাথে তুলে রাখতে চাই। জোর করে চাপানো গোলামি থেকে জাতি মুক্তি পেয়েছে। জাতির ওপর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এ সময় শহীদ ও আহতদের স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
    সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পরিষ্কার করে বলতে চাই, ৫ আগস্টের পরে জনগণের ওপর কোনো জুলুম-অত্যাচার হোক, দেশের মানুষ তা বরদাশত করতে রাজি না। যদি জুলুম চলতে থাকে, বাংলাদেশের জনগণ জালেমকে তাড়িয়েছে, নতুনভাবে কোনো জালেম আবির্ভূত হলে তাকেও বিতাড়িত করে ছাড়বে। আমরা বিশ্বাস করি, সকল দল তাদের মূল কাজ মানুষের প্রতি জুলুম বন্ধ করা। আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখেরাতের কল্যাণ চাই। আগামীর জাতীয় সংসদ হবে আল কুরআনের সংসদ, এটা আমরা আশা করতে পারি। মানব রচিত মতবাদকে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আমরা আল্লাহর গোলাম হতে চাই, মানুষের গোলামি করতে চাই না। আগামী দিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই।

    দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের জনগণ এভাবে সম্মেলন করার সুযোগ পায়নি। বাংলাদেশের জনগণ কথা বলতে পারেনি। পরাজিত সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। ফ্যাসিবাদী ঘষেটি বেগম গুলি চালিয়েছে, অলি-গলিতে লাশ পড়েছিল। ছাত্র-জনতার প্রতিবাদের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিয়ামতের আগেই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয়। মানুষ হত্যাকারী নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে।
    তিনি বলেন, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব জামায়াতের কাছে আছে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব জামায়াতের কাছে আছে, বৈষম্যমুক্ত নেতৃত্ব জামায়াতের কাছে আছে। আমিরে জামায়াতের নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।সম্মেলন আয়োজনে উপস্থিতি ও শৃঙ্খলা ১৫ বছর পর রাজশাহীতে জেলা ও মহানগরীর যৌথ আয়োজনে জামায়াতে ইসলামীর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    গত ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এই সম্মেলন শুরু হয়। নেতাকর্মীদের ঢল নামে মাদরাসা মাঠে। কানায় কানায় পূর্ণ হয় মাঠ। সিপাইপাড়া, ফায়ার সার্ভিস মোড়, ঘোষপাড়া, সিএন্ডবি মোড়, মনিচত্বর ও লক্ষ্মীপুরসহ কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।

    সকাল ১০টা ৪০ মিনিটে কর্মী সম্মেলনে উপস্থিত হন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন দলটির রাজশাহী মহানগরীর আমির ড. কেরামত আলী। ব্যবস্থাপনায় ছিলেন জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। সকাল সোয়া ৯টায় জামায়াতের এ কর্মী সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক। কুরআন তিলাওয়াত দিয়ে সম্মেলন শুরু হয়। তিলাওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম।
    প্রধান অতিথির বক্তব্য দানের আগে রাজশাহীর শহীদদের নিয়ে “দাও শক্তি, দাও শক্তি, দাও” গানের চমৎকার পরিবেশন করেন রাজশাহীর প্রত্যয় শিল্পীগোষ্ঠী।#

  • গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতির ইন্তেকাল

    গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতির ইন্তেকাল

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের সাবেক জাতয়তাবাদী বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজ উদ্দিন খাঁন ৯৫ শনিবার ১৮ জানুয়ারি দুপুর -২ টায় বার্ধক্য জনীত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ —- রাজেউন। মৃতকালে স্ত্রী ৬ পুত্র ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্ত বৃন্দ রেখেগেছেন।

    মরহুমের জনাজার নামাজ ১৯ জানুয়ারি রবিবার সকাল ৯ টায় তার নিজ গ্রামের বাড়ি গৌরনদীর নলচিড়ায় অনুষ্ঠিত হইবে।

  • ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত

    ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে  বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত ও  আহতদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়ছে। 

     শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

    ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, 

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক  বিএনপি নেতা বিশিষ্ঠ  ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মো.রেজাউল হক,ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি

    অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি   আব্দুল মালেক, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশরাফ হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,  সাবেক যুবদল সদস্য (ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম সহ  মধুপুর ও  ধনবাড়ি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  এসময় মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপি,  যুবদল,ছাত্র দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের হাজার, হাজার  নেতা কর্মী  উপস্থিত ছিলেন।  

    জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী বলেন, ছাত্র- জনতার আন্দলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে৷ এখনো তাদের পেতাত্বারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে৷ এসব ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে৷

  • বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু

    বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    পঞ্চগড়ের বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে বোদা সদর ইউনিয়নের সনকাইপাড়া কৃষি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সিসা, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক মহব্বত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ অনেকে।

    খেলায় বোদা সদর ইউনিয়ন দল এবং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন দল অংশগ্রহণ করে।

    টুর্ণামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১১ টি ফুটবল দল খেলায় অংশ নিচ্ছে।