Blog

  • কলেজ প্রভাষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা সহ আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা

    কলেজ প্রভাষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা সহ আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা

    রফিকুল ইসলাম,
    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, 
    বিএনপির নেতার সাথে আওয়ামী লীগের দুই নেতার খাম বিনিময়ের পুরোনো একটি ছবি ফেসবুকে শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক কলেজ প্রভাষককে প্রকাশ্যে মারধর করা হয়েছে। রোববার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মারধরের পর ওই প্রভাষককে স্থানীয় বাজারে জড়ো হওয়া শতাধিক মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য করিয়েছে অভিযুক্তরা।

    এলোপাতাড়ি মারধরে আহত মো. রিয়াজ আহম্মেদ চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আনছেন । তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জনের নামে মামলা দায়ের করা হয়।

    প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় অংশ নেয় ৩০-৩৫ জনের একটি দল, যাদের সবাই রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলামের অনুসারী বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে এগিয়ে আসতে সাহস করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এ ধরনের কর্মকাণ্ড নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

    জানা গেছে, সাম্প্রতিক সময়ে নজরুল ইসলাম নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে রাঙ্গাবালী উপজেলায় আলোচনার শীর্ষে আছেন। গত ১৫ জানুয়ারি ফেসবুকে একটি পুরোনো ছবি ভাইরাল হয়, যেখানে নজরুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। এ ছবি শেয়ার করার পর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন। এছাড়াও (৯ জানুয়ারি) চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের প্রকাশিত এডহক কমিটিতে সভাপতি পদে পছন্দের প্রার্থী মনোনীত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নজরুল ইসলাম। এর পরদিন তিনি কিছু নেতাকর্মী ও ব্যক্তিগত অনুসারীদের নিয়ে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন। যার প্রতিবাদে কলেজের অধ্যক্ষ সংবাদ সম্মেলন করেন।

    চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট মো. জসিম উদ্দিন বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সীর পছন্দের প্রার্থী কলেজের সভাপতি নির্বাচিত না হওয়ায় তিনি সামাজিক মাধ্যমসহ প্রকাশ্যে হুমকিসহ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সেই রেশ ধরে আমার ভাই প্রভাষক মো. রিয়াজ স্লুইস বাজারে যাওয়ার পরে সন্ত্রাসী স্টাইলে তুলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। পরে স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে ১১ জনের নামে মামলা করেছি।

    চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মুন্সী বলেন, যতটুক শুনেছি মারধর করা হয়নি, জিজ্ঞেস করা হয়েছে। তুই এ ধরনের স্টাটাস কেন দিয়েছো। সে বলছে আমার অন্যায় হয়েছে, আমি আর দিবো না।

    এ ব্যাপারে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো.মুনিম আহম্মেদ বলেন, ‘তার সকল কর্মকাণ্ড বিষয়ের উপজেলা বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ অবগত। দলের হাইকমান্ডকে সকল বিষয়ে জানানো হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় হাইকমান্ড যে কোন সিদ্ধান্ত নিতে পারে।

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমারৎ হোসেন বলেন, প্রভাষককে মারধরের ঘটনা সত্যতা আছে। এ ঘটনায় আদালতে একটা মামলা হয়েছে। মামলার কাগজ আসলে আমরা এফআইআর (FIR) করবো।

  • মাধবপুরে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

    মাধবপুরে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

    শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাধবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।  

    উপজেলায় বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
    বীজ বপনের দুই মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে। সরিষা উঠিয়ে ধান চাষ করতে কোনো সমস্যা হয় না এবং ধানের ফলনেও কোনো প্রভাব পড়ে না। তার মতে সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা। একইভাবে অভিব্যক্তি প্রকাশ করেন অসংখ্য কৃষক। আশার আলো দেখে তাঁরা উল্লসিত। 

    মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের সরিষা চাষি মনির হোসেন বলেন, দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। প্রতি বছর বাড়ির জন্য ৩০শতক সরিষা চাষ করতাম। কিন্তু মানুষের চাহিদা পূরন করতে আরও ৪বিঘা বেশি সরিষার চাষ করেছি।

    উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের আব্দুল কাদির বলেন, প্রতি বছর আমি জমিতে সরিষা চাষ করি। এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। তেলের চাহিদা মেটাতে আমি বেশি করে সরিষার চাষ করছি।তিনি আরও বলেন,আমরা যেন সরিষা ন্যায্য দামের বিক্রয় করতে পারি কৃষি অফিসার কাছে অনুরোধ জানান।

    মাধবপুর উপজেলা কৃষি অফিসার সজীব সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১০৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকেরা। আমরা মোট সরকারি প্রণোদনা ৮১০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি।বাকিটুকু কৃষকরা নিজে সরিষা বীজ রোপণ করেছে।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার এক স্কুলছাত্রী

    টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার এক স্কুলছাত্রী

    আল আমিন শোভন
    বিশেষ প্রতিনিধি।।
    টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় তাইবা সুলতানা মেধা নামের এক স্কুলছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তাইবা সুলতানা মেধা উপজেলার ফলদা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শিক্ষক আব্দুল খালেকের মেয়ে।

    সোমবার (২০ জানুয়ারি) গ্রেফতারকৃত ওই শিক্ষার্থীকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। তাইবা সুলতানা মেধা এবার এসএসসি পরীক্ষার্থী।

    এর আগে শিক্ষিকা ও ছাত্রীসহ বিভিন্নজনের ছবি ব্যবহার করে পর্নো ভিডিও বানিয়ে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে পোষ্ট করে টাকা দাবির ঘটনায় ওই স্কুলছাত্রীকে গত রবিবার (১৯ জানুয়ারি) রাতে পূর্ব ভূঞাপুর বাসা থেকে গ্রেফতার করা হয়।

    এদিকে ওই স্কুলছাত্রীকে গ্রেফতারের খবরে থানায় হাজির হয় কয়েকজন ভুক্তভোগী। এসময় তারা ওই ছাত্রীসহ তার অভিভাবকদেরও শাস্তি দাবি করেন।

    পুলিশ জানায়, উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, ছাত্রী ও ব্যক্তিদের ছবি ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করে একাধিক ম্যাসেঞ্জার গ্রুপ বানিয়ে সেখানে পোষ্ট করা হয়। পরে পোষ্ট করা ভিডিওর সাথে মোবাইল নম্বর দিয়ে লাখ লাখ টাকা চাওয়া হয়। ‘দিলরুবা’ ও ‘রাকিবুল ইসলাম’ নামের আইডি থেকে এলাকার অনেকের আইডি যুক্ত করে ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি করে। পরে সেই গ্রুপে পর্নো ভিডিও পোষ্ট করা হয়। পরে ফেসবুক, গুগল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইডিগুলোর মালিক বা ব্যবহারকারী সনাক্ত করা হয়। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাইবা সুলতানা মেধার ফোন ও ল্যাপটপ জব্দ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জব্দ করা ফোনে এসব পোষ্ট ও ভিডিও’ ছড়ানোর সত্যতা পাওয়া যায়।

    গ্রেপ্তারকৃত স্কুলছাত্রী মেধার বাবা আব্দুল খালেক বলেন, আমার মেয়ের ছবি দিয়ে নগ্ন ভিডিও বানিয়ে টাকা দাবি করা হয়েছিল। যে নম্বরগুলোতে টাকা চাওয়া হয়েছিল তাদের পুলিশ ধরেছিল। তারা স্বীকারও করেছে এই ঘটনা। সে সময় মেয়ের মোবাইল চেক করে কোন কিছু পাওয়া যায়নি। পরে মোবাইল ফেরত দিলেও রবিবার রাতে মেয়েকে থানায় নিয়ে যায়। পরে সোমবার পর্নোগ্রাফি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এটার সাথে মেয়ে জড়িত না।

    ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, জি-মেইল দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলা হয়েছে ওই ছাত্রীর মোবাইল দিয়ে। লোকলজ্জার ভয়ে অনেকেই কিছু বলতে চান না। এই ঘটনায় ভুক্তভোগি একজন থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এতে গুগল, ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। পরে তদন্তে আইডি’র ব্যবহারকারীর পরিচয় সনাক্ত হওয়ার পরই ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

    মোঃ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে ।

    নতুন কমিটিতে সভাপতি মুফতী শাহাদাৎ হোসাইন লস্করপুরী ও সহ সভাপতি মাওলানা সোহরাব ও সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদলের নাম ঘোষনা করা হয়েছে।

    আজ ২০ শে জানুয়ারি (সোমবার) বেলা ৩টায় মুন্সীগঞ্জ শহরের সির্করেট টেষ্ট হল রুমে (আফতাব কমপ্লেক্স সেন্টার) ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মজলিশে শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার (২০২৫ -২৬) ২ বছর মেয়াদী কমিটির প্রাথমিক ভাবে ৩ জনের নাম ঘোষনা করেন জেলা মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। অধিবেশনে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

    এসময় জেলা মজলিশে শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি হবে এর মধ্যে ৩ জনের নাম প্রাথমিকভাবে ঘোষনা করা হয়েছে । এর আগে পুরাতন কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে ।

  • বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ে  গণসংবর্ধনা

    বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ে গণসংবর্ধনা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়,সাবেক ফুটবল খেলোয়ার কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দিয়েছে।

    সোমবার (২০ জানুয়ারি)বিকালে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করে,পঞ্চগড় জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ও জেলা ফুটবল কোচ এসোসিয়েশন।

    পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহবায়ক ও পাঁচবারের সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক এম এ বারি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। কোচ এসোসিয়েশন সভাপতি পলাশের সভাপতিতে অনুষ্ঠানটি শেষ হয়।

  • ময়মনসিংহ সদরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

    ময়মনসিংহ সদরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

    আরিফ রববানী ময়মনসিংহ

    তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে সদর উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে
    সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

    উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈদ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন,উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমূখ।

    কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।এ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

    কর্মশালায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র তুলে ধরেন।

    কর্মশালার শুরুতে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সসহ অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

    মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

    আজ রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ বিধি মতে ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, এবং খোলা অবস্থায় কাচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ বিধি মতে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া ৩ মাসের মধ্যে বায়ু দূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারকে এই দণ্ড আরোপ করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।

    এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান,পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ও স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরব করেছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

  • মুন্সীগঞ্জে পঞ্চসারে ডিঙাভাঙ্গায় মোটরসাইকেলে এসে যুবকের পায়ে গুলি করে পালালো দুর্বৃত্তরা

    মুন্সীগঞ্জে পঞ্চসারে ডিঙাভাঙ্গায় মোটরসাইকেলে এসে যুবকের পায়ে গুলি করে পালালো দুর্বৃত্তরা

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জ সদরে মোটরসাইকেলে এসে তুহিন(৩০) নামে এক যুবকের পায়ে গুলি করে পালিয়েছে দুবৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয়রা জানান, ১৯ শে জানুয়ারি
    (রোববার) রাত ৯ টার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠে এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ তুহিন ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
    খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ সদর ওসি সাইফুল আলম। তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।

  • সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবীর মামলায় শাস্তির দাবিতে মানববন্ধন

    সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবীর মামলায় শাস্তির দাবিতে মানববন্ধন

    আনিসুর রহমান আগুন,
    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষকের নিকট চাঁদা দাবীর মামলায় কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক একেএম শামচুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী।

    রবিবার দুপুরে উপজেলার ধোবাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলুদিয়া গ্রামের কামারপাড়া নলডাঙ্গা সংযোগ সড়কে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ধোপাডাঙ্গা নতুন বাজার বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস রানা, বিএনপি নেতা আহসান হাবীব, মসজিদের পেশ ইমাম মৌলভী লুৎফর আহবান, এলাকাবাসী সুফিয়া কামালসহ অনেকে।

    জানা গেছে, গেল বছরের ১৮ই আগস্ট বিশ্বাস হলুদিয়া গ্রামের হাজীপাড়া নামক স্থানে দক্ষিণ ধোপাডাঙ্গা ওয়ার্ডের কৃষক লীগ নেতা  ও কথিত সাংবাদিক একেএম শামসুল হক ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এর সরকারি শিক্ষক আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস রানার এসএসসি ও নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট ভুয়া উল্লেখ করে তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা  দাবি করে। এনিয়ে ওই শিক্ষক আদালতে গত ৬ আগস্ট মামলা করেন।মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য সুন্দরগঞ্জ থানায় পাঠিয়ে দেন। থানার ওসি ১৬ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে। ইতোমধ্যে থানা পুলিশ ঘটনার সত্যতা রয়েছে মর্মে কোর্টে মামলার চার্জশিট দাখিল করেন। যাহার জিআর নং-২৫৪/২৪। কিন্তু ওই কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসী চাঁদাবাজ কথিত সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

    মানববন্ধনে বক্তাগণ বলেন চাঁদাবাজ সাংবাদিক শামচুলের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ওই কথিত সাংবাদিক জন্মদাত্রী মাকে পিটিয়ে আহত করায় মায়ের দায়ের করা মামলায় জেল খেটেছে। মামলাটির চার্জসীট কোর্টে দাখিল করেছে থানা পুলিশ। জিআর ২৬৪/২২ আদালতে বিচারাধীন রয়েছে। বক্তাগণ শামচুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

  • মাদক মুক্ত সুস্থ দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই:   অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী

    মাদক মুক্ত সুস্থ দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী

    মো: আরিফ রববানী ময়মনসিংহ।
    মাদক মুক্ত, সুস্থ দেশ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউছুফ আলী।

    রবিবার (১৯ জানুয়ারি) সকালে সার্কিট হাউসে মাঠে
    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রাথমিক অফিস এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালক,বালিকা ফুটবল খেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউছুফ আলী
    বলেন, খেলাধুলা করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাহিদা পূর্ণ হবে ফলে তারা খারাপ কাজে, মাদকের দিকে ঝুঁকবে না। সুস্থ সমাজ যদি গড়তে না পারি, তাহলে বিত্তশালী হলে লাভ নেই। এজন্য প্রয়োজন সুস্থ ও সংস্কৃতিমনা একটি সমাজ। এসময় তিনি বিভাগের প্রতিটি পরিত্যক্ত মাঠ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়ারও অভিমত ব্যক্ত করেন।

    অতিরিক্ত ময়মনসিংহ জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জাবেদুর রহমানসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দীন প্রমুখ।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার আরো বলেন শিক্ষাই জাতি মেরুদন্ড, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।

    এসময় অন্যান্যদের মাঝে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক,ছাত্র-ছাত্রী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।