Blog

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

    মোঃ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি
    সভাপতি মুক্তি সাহাদাৎ হোসেন লস্করপুরী সেক্রেটারি রফিকুল ইসলাম বাদল নির্বাচিত হয়েছেন ।

    নতুন কমিটিতে সভাপতি মুফতী শাহাদাৎ হোসাইন লস্করপুরী ও সহ সভাপতি মাওলানা সোহরাব ও সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদলের নাম ঘোষনা করা হয়েছে।

    ২০ শে জানুয়ারি (সোমবার) বেলা ৩টায় মুন্সীগঞ্জ শহরের সির্করেট টেষ্ট হল রুমে (আফতাব কমপ্লেক্স সেন্টার) ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মজলিশে শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার (২০২৫ -২৬) ২ বছর মেয়াদী কমিটির প্রাথমিক ভাবে ৩ জনের নাম ঘোষনা করেন জেলা মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। অধিবেশনে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

    এসময় জেলা মজলিশে শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি হবে এর মধ্যে ৩ জনের নাম প্রাথমিকভাবে ঘোষনা করা হয়েছে । এর আগে পুরাতন কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে ।

  • মধুপুরে ফসলি জমির মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

    মধুপুরে ফসলি জমির মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

    আঃ হামিদ ( মধুপুর( টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাটি কাঁটা বন্ধে প্রতিনিয়ত চলছে প্রশাসনের ব্যাপক তৎপরতা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের শালিকা এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।
    সোমবার (২০জানুয়ারি) বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা মৌজায় মাটি কাটা বন্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা জেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন। ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।

  • সাংবাদিক আলহাজ্ব কলিম সাহেব খুব অসুস্থ্য-তার রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা

    সাংবাদিক আলহাজ্ব কলিম সাহেব খুব অসুস্থ্য-তার রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পশ্চিমপাড়া’র স্থানীয় বাসিন্দা-জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র অর্থ সচিব এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কলিম উদ্দিন খুবই অসুস্থ্য-তার রোগমুক্তির-সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি মানুষ।

    সাংবাদিক নেতা জহিরুল ইসলাম খান (লিটন) বলেন, সাংবাদিক কলিম সাহেব একজন ভালো মানুষ, তিনি সততার সাথে সাংবাদিকতা করেন এবং ব্যক্তিগত ভাবে গরীব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন, তিনি সাদা মনের মানুষ। আমরা এই ভালো মানুষটিকে হারাতে চাইনা, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ্যতা দান করেন এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই।

  • রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।

    ২০ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন রংপুর ও গাইবান্ধা জেলার অবৈধ প্রতিষ্ঠানে সার্ভিল্যান অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।

    যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:

    ১। মেসার্স বি ই বি ব্রিকস-১, রসুলপুর, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর।

    ২। মেসার্স বি ই বি ব্রিকস-২, চকশোলাগাড়ী, লালদিঘী, পীরগঞ্জ, রংপুর।

    ৩। মেসার্স বি আর বি ব্রিকস, একবার, ধাপেরহাট, সাদুল্লাপুর।

    ৪। মেসার্স এম এ বি ব্রিকস, একবার, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা।

    ৫। রাবেয়া ব্রিকস, বোউলিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

    ৬।  ঐশি ব্রিকস, বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ৭। এম এ বি ব্রিকস, ফুলবাড়ি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ৮। মেসার্স এস আর ব্রিকস, চক মনোহরপুর, কাটামোড়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ৯। হাওয়া বিএইচবি ব্রিকস, কাটাবাড়ি, হিলালীপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১০। প্রধান ব্রিকস, ফুলহার, বগুলাগাড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১১। আন নাজাহ ব্রিকস লি:, নাছিড়াবাদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১২। মেসার্স মমিন ব্রিকস, তারদহ, বকচর, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১৩। মেসার্স স্টার ব্রিকস, মাস্তা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১৪। সরকার ব্রিকস ফিল্ড, মাস্তা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১৫। মেসার্স উতস ব্রিকস, মাস্তা, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১৬। মেসার্স এ আর বি ব্রিকস, জগন্নাথপুর, চাঁদপাড়া হাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

    ১৭। মেসার্স কর্ণফুলী ব্রিকস, ফাসিতলা, কামারদহ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১৮। মেসার্স স্টার ব্রিকস-২, মাস্তা, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ১৯। মেসার্স এস আর সি ব্রিকস, ফাঁসিতলা, দাড়িদহ রোড, বকুলতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ২০। এ বি ব্রিকস-২, মাগুড়া, গোবিন্দগঞ্জ গাইবান্ধা।

    ২১। এ বি ব্রিকস, সাহাপাড়া, কোচাশহর, গোবিন্দগঞ্জ গাইবান্ধা।

    ২২। মেসার্স কাজী ব্রিকস, মালঞ্চা, শিবপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ২৩। রিপন রিতা ব্রিকস, মালঞ্চা, গাবের গাছ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

    ২৪। এ এম বি ব্রিকস, মালঞ্চা, হাজীপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    ২৫। মেসার্স একতা ব্রিকস, শ্রীমুখ, বারটিকরী, চৌতাবাড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • দোয়ারাবাজারের ইফার মডেল কেয়ারটেকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মওশিক শিক্ষকদের মানববন্ধন

    দোয়ারাবাজারের ইফার মডেল কেয়ারটেকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মওশিক শিক্ষকদের মানববন্ধন

    হারুন অর রশিদ।।
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রপ্রচারের প্রতিবাদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মওশিক) শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে বক্তারা বলেন, ‘দোয়ারাবাজার ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে তাঁর মানক্ষুন্ন করা হচ্ছে। অথচ তিনি দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের অসহায়, নিরীহ ও অসচ্ছল আলেম উলামাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি একজন আলেম দরদী মানুষ। আমরা তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    আলেম উলামাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালালে সর্বস্তরের আলেম সমাজ মাঠে নামতে বাধ্য হবে।’ মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মুহিউদ্দিন উজ্জল, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সেলিম উদ্দিন, হাফিজ মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম উলামারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও আলেম উলামারা দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেন।

  • নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার দুইজন

    নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার দুইজন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুনু মোল্লা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রুনু মোল্লা(৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা পশ্চিমপাড়া গ্রামের আছাদ মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১৯ জানুয়ারি) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ১১ নং ইতনা ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আছাদ মোল্লার বাড়ীর নির্মানাধীন পাঁকা ঘরের দক্ষিন পাশে মেহগনী বাগান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুনু মোল্লা (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো: কামরুল শেখ (৩৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো: কামরুল শেখ (৩৭) নড়াইল জেলার সদর থানাধীন কুড়িগ্রাম গ্রামের নাছির উদ্দীনে ছেলে। রবিবার (১৯ জানুয়ারি) নড়াইল সদর থানাধীন পৌরসভার অন্তর্গত কালিবাড়ি রোড রুপগঞ্জ বাজারের মেসার্স এশিয়া বস্ত্রালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই নিঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো: কামরুল শেখ (৩৭)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

  • পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির ও শাহ জমান বাদশা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

    পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, ঠিকাদার সৈয়দ মিনার হোসেন, শফিয়ার রহমান, সাইফুল ইসলাম, ইউসুফ সরদার, ইয়াসিন আরাফাত, নাঈম হোসেন, মামুন আব্দুল্লাহ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম ও সাদ্দাম হোসেন। টেন্ডারের ১ নং প্যাকেজ গড়ইখালী ইউপির বগুলার চক বাজার হতে নাছিমা মেম্বারের বাড়ি অভিমূখে ১০০ মিটার এইচবিবি করণ রাস্তা। যার প্রাক্কলিত ব্যয় ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে দরপত্র দাখিল হয় ২৮৭ টি। যার মধ্যে বাতিল হয় ১১ টি। লটারির মাধ্যমে প্রথম হয় খুলনার মেসার্স উর্মী ট্রেডার্স। ২ নং প্যাকেজ গড়ইখালী ইউপির নাছিমা মেম্বারের বাড়ি হতে মতি বিশ্বাসের বাড়ি অভিমুখে এইচবিবি ৫০০ মিটার রাস্তা। যার প্রাক্কলিত ব্যয় ৪২ লক্ষ ৩৪ হাজার টাকা। এ প্যাকেজে দরপত্র দাখিল হয় ২৫৭ টি। বাতিল হয় ১১ টি। লটারির মাধ্যমে প্রথম হয় খুলনার আয়ান এন্টারপ্রাইজ।

  • পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

    পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। পৌরসভা বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন সুমন, বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, শেখ আনারুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, এসএম নাজির আহমেদ, গাজী আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান ময়না, শেখ আসাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন। বক্তব্য রাখেন আবু মুছা সরদার, আবুল কাশেম সরদার, সায়েদ আহমেদ, মনিরুজ্জামান মনি, বিএম আকিজ উদ্দিন, এসএম শামসুজ্জামান জামান, রফিকুল গাজী, রাসেল হুসাইন, আজিবর রহমান, রায়হান পারভেজ টিপু, মীর ওবায়দুল্লাহ, মঈন উদ্দিন শিমুল, শহিদুর রহমান, আব্দুল কুদ্দুস, রাশেদ বিশ্বাস, আসাদুজ্জামান মামুন, শহিদুল ইসলাম, মিলন গোলদার, নূর আলী গোলদার, অসীম ঢালী, আরিফ, শান্তনু, কাজী মুজিবর, বাবুল সরদার, আব্দুল মজিদ, রাশেদুজ্জামান, সাজ্জাদ ফকির, জব্বার সরদার, বেলায়েত ও মোশাররফ হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সাইফুদ্দিন সুমন।

  • পাইকগাছার ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছার ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে অফিসার্স ক্লাব চত্বরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এর উদ্যোগে চলমান শীত মৌসুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে পৌরসভার দুই শতাধিক ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট অফিসার তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ জেলা ও উপজেলা আরসিওআই বৃন্দ। শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল মানুষ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।