Blog

  • মশিদপুর  ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    মশিদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    পোরশা থানা প্রতিনিধিঃ- তোফাজ্জল হোসেন

    ২২শে জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার সময় বিকাল ০৩ ঘটিকায়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পোরশা উপজেলা শাখার ০৬ নং মশিদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
    মশিদপুর সরিয়ালা দিঘির পাড় পোরশা নওগাঁ।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
    শাহ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী সভাপতি, পোরশা উপজেলা বিএনপি।
    (৪৬/নওগাঁ ০১ পোরশা সাপাহার নিয়ামতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী)
    এ টি এম ফিরোজ দুলু সদস্য সচিব, জেলা কৃষক দল নওগাঁ।
    মোঃ সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি
    আলহাজ্ব মোঃ আবুল হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক পোরশা উপজেলা বিএনপি।
    মোঃ বশির শাহ ২নং সাংগঠনিক সম্পাদক পোরশা উপজেলা বিএনপি।
    জনাব মোঃ নুরুল ইসলাম মাষ্টার সাধারণ সম্পাদক মশিদপুর ইউনিয়ন বিএনপি ও সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি।
    জনাব মোঃ মেহেদী হাসান বকুল সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি।
    আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি।
    মোঃ মিজানুর রহমান আহবায়ক সদস্য, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা।
    সভাপতিত্ব করেনঃ-
    জনাব মোঃ বাবলু সরকার সভাপতি,
    ০৬নং মশিদপুর ইউনিয়ন কৃষক দল।

  • চারঘাটে তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাটে তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।  

  • ঝিকরগাছায় পৃথক পৃথক সড়ক দূর্ঘনায় ২জন নিহ-ত 

    ঝিকরগাছায় পৃথক পৃথক সড়ক দূর্ঘনায় ২জন নিহ-ত 

    আজিজুল ইসলাম, যশোরঃ বুধবার সকালে যশোরের ঝিকরগাছায়, পৃথক পৃথক  সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছেন।  এসময় এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছে। আহতকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূঘটনা ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে ঘটেছে।

    প্রক্ষদর্শীরা জানিয়েছেন,  বুধবার সকাল সাড়ে ৮টার দিকে, ঝিকরগাছা বাঁকড়া সড়কের  বাঁকড়া হাজিরবাগ, আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী, সুস্মিতা রায় কে স্কুল গেটে মোটরসাইকেল থেকে নামিয়ে দিচ্ছিলেন তার ফুফাতো ভাই প্রান্ত রায় (১৯)।

     এসময়  বিশ্বাস ব্রীক্সের একটি মাটিবহনকারী ট্রাক্টর, তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় প্রান্ত রায়।  এসময় মারাত্বক ভাবে আহত হয় শিক্ষার্থী সুস্মিতা রায়। তার চারটি দাঁত ভেঙ্গে গেছে, এবং শরীরের বিভিন্ন স্থানে  কেটে গেছে। বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।  নিহত প্রান্ত রায় হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে। সে বাঁকড়া বাজারে জুয়েলারী দোকানে কাজ করতো।  আহত সুস্মিতা রায় একই গ্রামের সুকান্ত রায়ের মেয়ে, ও নিহতের মামাতো বোন।

    অপরদিকে এদিন সকাল ৯টার দিকে বাঁকড়া ইউনিয়নের দরগাডাঙ্গা মাটশিয়া সড়কে, মাটিবহনকারী ট্রাক্টরের ধাক্কায় হামিদুর রহমান (৫৪)  নামের এক হাওয়াই মিঠাই ফেরীওয়ালা নিহত হয়েছেন। নিহত হামিদুর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নখোরদো পাকুরিয়া গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে।

  • জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ

    জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাবের অভিযোগ তুলে পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর অপসারন দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দুপুরে জেলা শহরের জজ কোর্টের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সেলিম, সহ-সমন্বয়ক মাহফুজ, শিক্ষার্থী ফয়সাল প্রমুখ।

    এসময় বক্তরা জেলা জজসহ চার বিচারকে অপসারণের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

    না হলে কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারী দেন তারা।

  • নলডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

    নলডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

    এ,কে,এম,খোরশেদ আলম
    জেলা প্রতিনিধি,নাটোর।
    নাটোরের নলডাঙ্গায় উপজেলা দোকান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    নলডাঙ্গা পৌর বাজারে পেট্রোল পাম্প চত্তরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক।

    উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদ মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, শমসের আলী, নলডাঙ্গা পৌর জামায়াতের সভাপতি আব্দুল বারিক, কর্ম পরিষদ সদস্য আশরাফুল ইসলাম প্রমূখ।

  • চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থারস্থল হবে…মেয়র ডা. শাহাদাত হোসেন 

    চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থারস্থল হবে…মেয়র ডা. শাহাদাত হোসেন 

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থার ঠিকানা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ, কৃতি শিক্ষার্থী ও সিআইপিদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা ব্যক্ত করেন। প্রবাসীদের শ্রমে কষ্টে অর্জিত রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করে, দেশের অর্থনীতিকে প্রবাহমান রেখেছে। নিজের পরিবার পরিজন ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।

    ডা. শাহাদাত হোসেন বলেন, আপনারা যারা আজ সবাই একটি সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটা ভালো উদ্যোগ। সরকারের কাছে আপনাদের অনেক চাওয়া – পাওয়া আছে।

    আমরা আশা করব, এদেশের সুষ্ঠুভাবে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর, জনবান্ধব সরকার ক্ষমতায় এলে জনগণের দুঃখ – দুর্দশা লাগব হবে।

    চট্টগ্রাম বিপণ বিতান দুইয়ে আয়োজিত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ষপূর্তি অঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন 

    চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব, সিডিএ বোর্ড মেম্বার ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কঁচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ শাহ নওয়াজ, কেফায়েত উল্লাহ কিসমত (সিআইপি), মোঃ মঈন চৌধুরী, আব্দুল মান্নান (সিআইপি) নাজিম উদ্দিন সিকদার, ইকবাল হোসেন।

    সভাপতির বক্তব্যে খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, প্রবাসী ক্লাব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে প্রবাসীরা যাতে দেশে এলে তাদের একটা ঠিকানা হয় সেজন্য এ ক্লাবের পথচলা। তিনি প্রবাসী ক্লাবের সহযোগিত প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরিজম, প্রবাসী টেলিভিশন, প্রবাসী রিয়েল এস্টেট ও প্রবাসী গাড়ি সেবা প্রকল্পের সেবা গ্রহণের জন্য সকল প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

    এসময় আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান, দিদারুল আলম,আবু ইউসুফ মামুন, সোহেল সিকদার, নুরুল কবির, মোঃ শফি প্রমুখ।

    অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়, প্রথম পর্বে ছিল কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে প্রধান এবং দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও লটারিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ।

    এইছাড়াও আগামী দুই বছরের জন্য  চট্টগ্রাম প্রবাসী ক্লাব  লিঃ-এর পরিচালনার জন্য এম এ হেলাল সিআইপি’কে আজীবন চেয়ারম্যান ও ইসমাইল ইমনকে ভাইস চেয়ারম্যান করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১৫ জন উপদেষ্টা ও ২১ জনকে পরিচালনা পরিষদের জন্য আহবায়ক কমিটির মাধ্যমেই মনোনীত করা।  

    সন্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। 

    (১) মোঃ ইব্রাহিম সি আই পি(২) ছৈয়দ ভাই(সাতকানিয়া)
    (৩) আব্দুল মন্নান সি আই পি (৪) কমর উদ্দীন(৫) নুরুল কবির
    (৬)ইঞ্জিনিয়ার মহসিন(৭) ইদ্রিস(রাঙ্গুনিয়া)(৮) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল চৌধুরী(৯)কামাল উদ্দিন(রাঙ্গুনিয়া)(১০) সিরাজুল ইসলাম (সাতকানিয়া)(১১) মাহাবুবুল আলম মুন্না (রাউজান)(১২) শিবলী মোহাম্মদ(সন্দীপ)

    পরিচালনা পরিষদের সদস্যবৃন্দের নাম।
    (১) কামাল উদ্দীন(পারভেজ)(২) মোঃদিদারুল আলম(সন্দীপ)
    (৩) আকবর হোসেন(অভি)(৪) নাজিম উদ্দীন সিকদার
    (৫) আবু ইউসুফ(মামুন)(৬) আব্দুল মন্নান(কোটিপতি)
    (৭) সাংবাদিক ফিরোজ(৮) সোহেল শিকদার
    (৯) হাজী আবুল কাসেম(১০)জসিম কুসুমপুরী(১১) মাহমুদুর রহমান (রাঙ্গুনিয়া)(১২)শফিক ইসলাম শাহীন সন্দ্বীপ(১৩) বেলাল আনোয়ার

  • মুন্সীগঞ্জে সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৬

    মুন্সীগঞ্জে সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৬

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং আহত হয়েছেন ৬ জন।

    ২১শে জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।
    খাসমহল বালুর চর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হেনা বেগম (৫২) বাদী হয়ে সিরাজদিখান থানায় আটজন নামীয়সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়,
    আসামিরা হলেন একই গ্রামের
    সাত্তার (৪০), জামাল হোসেন (৬০), দিদার হোসেন (৫০), রওশন আরা (৪৫), মহা রানী (৩৫), খাদিজা বেগম (৩৫), সিমা বেগম (৩০), হাবিবা আক্তার (২২) সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

    এলাকা বাসীরা জানান, বাদী বিবাদীরা আত্মীয় স্বজন তাদের আগে থেকে দ্বন্দ্ব রয়েছে, তবে কি নিয়ে দ্বন্দ্ব তা তারা পরিস্কার করেননি।
    তারা আরো জানান দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা, নিয়ে বাড়ীর লোহার কেচি গেইট ভেঙ্গে বাড়ীতে
    প্রবেশ করে এই হামলা চালায়।
    মামলার বাদী হেনা বেগম জানান, স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি অনুমান সাড়ে ৩ ভড়ির স্বর্ণালংকার, ১ টি IPHONE 16 PRO MAX, যাহার মূল্য ২,৩০,০০০/- টাকা, একটি ৪০ হাজার টাকা দামের হাত ঘড়ি, নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা তারা নিয়ে যায়। সব মিলিয়ে আমাদের প্রায় ২০ লাখ টাকার খতি করেছে।
    তারা আমার ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, জানালার থাইগ্লাস, ০৬ টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এছাড়া বিল্ডিংরে বাহিরে বাথরুমের
    পাইপ এগুলোও ভাংচুর করে। আহত সবাইকে স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজদিখান
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

    ২১-০১-২০২৫

  • নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 

    নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিকা

    নলছিটিতে শীতার্ত অসহায় মানুষের মাঝে অর্ধ লক্ষ টাকার কম্বল বিতরণ করা হয়েছে।

    গত ২০ জানুয়ারি সোমবার রাতে নলছিটি প্রেসক্লাব ও নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এবং মানবিক মানুষদের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম,সহ সভাপতি মিলন কান্তি দাস, নির্বার্হী সদস্য শাহাদাত হোসেন মনু,খলিলুর রহমান মৃধা, মোস্তাফিজুর রহমান রিপন,পাবলিক লাইব্রেরির অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা,হারুন অর রশিদ, রেজাউল করিম,ভোলানাথ দাস,রেজাউল ইসলাম লেলিন,শুভাশিস দত্ত প্রদ্যুত, লিটন হাওলাদার,ব্যবসায়ী কাজী রেজাউল, আমিন খান,শিক্ষক বিন ই আমিন, নাজমুল হায়দার খান বাদল, সনাতন চক্রবর্তী,

    রিয়াজ হোসেন তালুকদার, হুমায়ুন কবির, এমদাদ হোসেন, প্রেসক্লাবের সদস্য তপন কুমার দাস, আক্তারুজ্জামান, অরবিন্দ পোদ্দার প্রমুখ।

    নলছিটি প্রেসক্লাব ও পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বশীলরা জানিয়েছেন সংগঠন দুটি প্রতি বছর এই মানবিক কার্যক্রম চলমান রাখবে।

  • উজিরপুরে মৎস্য জীবিদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    উজিরপুরে মৎস্য জীবিদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মৎস্য জীবিদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    ২১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা) মোঃ জামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, মাঠ সহায়ক মোঃ শফিকুল ইসলাম, অনিমেষ ঘরামি, শিল্পি মন্ডল।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলকে আইন মানতে হবে। দেশটা আমাদের সকলের। সকলে মিলে মিশে কাজ করতে হবে। জেলে ভাইদের সর্বদা মৎস্য আইন মেনে চলতে হবে। অবৈধ ভাবে মাছ আহরন করা ও নিষিদ্ধ জাল ব্যববহার থেকে বিরত থাকতে হবে।
    প্রশিক্ষণ অনুষ্ঠানে ২৫ জন মৎস্য জীবিকে মৎস্য বিষয়ক আইন বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়।

  • নওগাঁর পোরশায় বিএনপি অফিস পোড়ানো মামলায় আ’লীগের পাঁচ নেতা কারাগারে

    নওগাঁর পোরশায় বিএনপি অফিস পোড়ানো মামলায় আ’লীগের পাঁচ নেতা কারাগারে

    পোরশা থানা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

    নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
    তারা হলেন- নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ও নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম।
    আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ আদালতের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম।