Blog

  • সিংড়ায় গণ অধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মামুনের কম্বল বিতরণ

    সিংড়ায় গণ অধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মামুনের কম্বল বিতরণ

     

    মোঃএমরান আলী রানা নাটোর প্রতিনিধি 

    নাটোরের সিংড়ায় উপজেলা  বিভিন্ন এলাকায় বাংলাদেশ গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর  দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান মামুন  পক্ষ থেকে গত কাল ভোগা দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসায়,কলম ইউনিয়ন, শেরকোল ইউনিয়ন, চকপুর গলবাতান বিল ভরট গ্রামে, লালোর ইউনিয়নে খেজুরতলা আমতলা সহ সিংড়া উপজেলায় বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন বিতরণ উপস্থিত ছিলেন   ছাত্র অধিকার  পরিষদ সিংড়া উপজেলা সভাপতি আলিফ রানা সাধারণ সম্পাদক সাগর হোসেন হোসেন যুব অধিকার পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক বিদ্যুৎ সাংগঠনিক সম্পাদক  কাফিউল হোসেন প্রমুখ

    মোঃ এমরান আলী রানা

    নাটোর প্রতিনিধি।।

    ২৪/০১/২০২৫

  • জাতীয় গোল্ডকাপ ফুটবলে নওগাঁ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ধামইরহাট উপজেলা দল

    জাতীয় গোল্ডকাপ ফুটবলে নওগাঁ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ধামইরহাট উপজেলা দল

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় নওগাঁ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ধামইরহাট উপজেলা দল।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবলের পাশাপাশি এর আগে এই আয়োজনে ক্রিকেট, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় জমায় ক্রীড়াপ্রেমীরা।

     ফুটবলে, বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ধামইরহাট উপজেলা দল এবং নওগাঁ পৌরসভা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নওগাঁ পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধামইরহাট উপজেলা দল।

     অন্যদিকে, ফুটবলে বালিকা বিভাগের ফাইনালে বদলগাছি উপজেলা দল ও ধামইরহাট উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। দারুণ দক্ষতার প্রমাণ দিয়ে বদলগাছি উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে ধামইরহাট উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

     বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের মতে, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে উন্নয়নের সুযোগ দেওয়া হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

  • মধুপুরে দু-র্বৃত্তের হামলায় দুই ভাই মারাত্মক ভাবে আহত 

    মধুপুরে দু-র্বৃত্তের হামলায় দুই ভাই মারাত্মক ভাবে আহত 

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ভট্টবাড়ি এলাকায় দুর্বৃত্তরা দুই ভাইকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 
    আহতরা হলেন গোলাবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ মনিরুজ্জামান আসিফ (৩৫) ও তার ছোট ভাই মোঃ মহসিন (২৭)।
    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় ভট্টবাড়ি বাজারে এঘটনাটি ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার। 
    ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান আসিফ জানান, কয়েকদিন আগে ভট্টবাড়ি গ্রামে দুই পরিবারের দুই মহিলার মধ্যে ঝগড়া হয়।
    এই বিষয়ে দুই পক্ষের সম্মতিক্রমে স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম সোহেলের উদ্দ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে মিমাংসা উদ্দেশ্যে আলোচনায় বসি।
    মিমাংসার শেষ পর্যায়ে দুপক্ষের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়। আমি তাদেরকে থামাতে গেলে তৃতীয় পক্ষের এক ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে তার সাথে আমার তর্কবির্তক হয়। এ সময় আমার ছোট ভাই মহসিন এগিয়ে এলে তার সাথে ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে সোহেল মেম্বার দুই পক্ষকে ডেকে আপোষ মিমাংসা করে দেন এবং তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিয়ে পরবর্তীতে বসবেন বলে জানিয়ে দেন।
    এমতাবস্থায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে আমার ছোট ভাই ভট্টবাড়ি বাজার করতে গেলে সেখানে আগে থেকে ওতপেতে থাকা আঃ সামাদ ও তার দুই ছেলে সাহেব আলী ও শহিদ, মৃত আঃ সাত্তারের ছেলে এমদাদুল, সোহাগ, মজিবরের ছেলে তোফাজ্জল সহ আরও কয়েকজন তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। আমি শোনার পর বাজারে আমার ভাইকে বাঁচাতে গেলে তারা আমাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার হাত কেটে যায় এবং আমার ছোট ভাইয়ের হাতে কোপ লেগে হাড়ভেঙা জখম হয়।  
    পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।  এ ঘটনায় আহতদের মা মমতাজ বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।

  • গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

    গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

    মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা সংবাদদাতা:

    কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুথানের অন্যতম মহানায়ক ভিপি নুরুল হক নুরের নির্দেশে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ।
    গলাচিপা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে চিকনিকান্দি, কালারাজা, খারিজ্জমা, গিলাবাড়িয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নাইম হোসেন বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাপ ইসলাম, গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. আরিফ বিল্লাহ। এছাড়াও শ্রমিক অধিকার পরিষদ চিকনিকান্দি ইউনিয়ন শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সহ ছাত্র,যুব,শ্রমিক, ও গণঅধিকার পরিষদের উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও এলাকা হতে গণঅধিকার পরিষদ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    বিতরণকালে তারা গণঅধিকার পরিষদ ও ভিপি নুরুল হক নুরের সালাম পৌঁছে দেন।সেই সাথে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে, দেশ গড়তে গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদে যোগ দিয়ে, গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
    এ সময় মোহাম্মদ মাহতাপ ইসলাম বলেন, গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকারের বাস্তবায়ন করা পরিষদ। আমরা সকলকে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চাই এবং সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা।

  • মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্য কামালকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভূক্তভূগীরা

    মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্য কামালকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভূক্তভূগীরা

    মোঃ মোঃমিজনুর রহমান
    নিজস্ব প্রতিবেদক ।।
    মাদারীপুরে মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য কামাল মাতুব্বার মানবপাচারের মামলায় আদালতে হাজিরা দিতে গেলে ভূক্তভূগীরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

    বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারী) বেলা ১২ ঘটিকার সময় অভিযুক্ত কামাল মাতুব্বার মাদারীপুর জেলা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত কামাল মাতুব্বার ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কাদের মাতবরের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারের অর্ধশত মানুষের অভিযোগ রয়েছে। মানবপাচারের ঘটনায় কামাল মাতুব্বারের বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে তদন্ত করছে সি আই ডির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

    এবিষয়ে মাদারীপুর জেলার ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের বাসিন্দা রাজিব মাতবর, নিজাম সরদার, তাইফুল ইসলাম, তারেক মাতুব্বার সাংবাদিকদের বলেন, অভিযুক্ত কামাল মাতুব্বার তাদেরকে সরাসরি ইতালী নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১৩ লাখ টাকা করে নিয়েছে।

    তাদের চুক্তি মোতাবেক টাকা দিলেও গত মার্চ মাসে ইতালীর পরিবর্তে সবাইকে নেয়া হয় লিবিয়ায়। সেখানে এই যুবকদের বিক্রি করে দেয়া হয় মাফিয়াদের কাছে। নির্যাতন করে প্রত্যেকের পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপনণের লাখ লাখ টাকা।

    লিবিয়ায় বন্দিদের মুক্তির জন্য ভূক্তভূগী পরিবার কয়েক দফায় টাকা দিয়ে কারো মুক্তি হলেও অনেকের খোঁজ পাচ্ছে না তাদের স্বজনরা। এঘটনায় অভিযুক্ত মাফিয়া চক্রের সদস্য কামাল মাতুব্বারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

    ভুক্তভোগীদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য পূর্ব কমলাপুর এলাকার কামাল মাতুব্বার অল্প খরচে যুবকদের ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। একদিকে মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তি পনের লাখ লাখ টাকা ধারদেনা করে দিয়ে দিশেহারা ভুক্তভোগী পরিবার।

    অন্যদিকে বাবা মায়ের কলিজার টুকরা সন্তানদের খোঁজ না পেয়ে পাগল হয়ে দারে দারে ঘুরছে স্বজনরা। পরে কোথাও কোন সমাধান না পেয়ে বাধ্য হয়ে ডাসার থানা ও বিজ্ঞ আদালতে একাধিক মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এ মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে আদালতে আসেন, এসময় প্রধান অভিযুক্ত কামাল মাতুব্বার কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

    এবিষয়ে ভুক্তভোগী রাজিব মাতুব্বার বলেন, পূর্ব কমলাপুর এলাকার কামাল মাতুব্বার আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে ইতালী নেয়ার কথা বলে। কামালের দুই ছেলে ইতালী থাকে, এজন্য আমি তার প্রলোভনে পড়ে যায়। কিন্তু ইতালীর পরিবর্তে কামাল আমাদের লিবিয়া নিয়ে বন্দিশালায় আটকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়।

    পরে মাফিয়ারা আমাদের অমানবিক নির্যাতন করে লাখ লাখ আদায় করে কামাল ও তার চক্রের সদস্যরা। একপর্যায়ে একটি ছোটনৌকায় করে লিবিয়া থেকে ইতালী পাঠালে পুলিশের হাতে ধরা পড়ে ৬ মাস জেলখানায় ছিলাম। সেখান থেকে বাংলাদেশ সরকার আমাকে ফেরত আনে। আমি ও আমার পরিবার এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার বিচার চাই।’

    আরেক ভুক্তভোগী তাইফুল মাতুবরের মা অফিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে প্রলোভন দেখিয়ে লিবিয়া নেয়। পরে সেখানে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় কামাল। প্রথমে ইতালী পাঠানোর জন্য কামাল দালালকে ৩০ লাখ টাকা দেয়। পরে মাফিয়াদের ২০ লাখ টাকা দেই। এখন আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না।

    তারেক মাতুবর বলেন, ‘মার্চ মাসের ২৪ তারিখ মাফিয়া কামাল আমাদের প্রথমে দুবাই নেয়। পরে সেখান থেকে লিবিয়া নিয়ে একটি রুমে আটকিয়ে রাখে। সেখানে আমাকে ৫ মাস বন্দি করে রাখে ছোট্ট একটি রুমে। ঠিক মতো খাবারও দেয় নাই। মাফিয়ারা মারধর করে আমাদের পরিবারকে ফোন দিয়ে নির্মম নির্যাতনের শব্দ শোনায়। পরে বাধ্য হয়ে পরিবারের লোকজন মুক্তিপণের টাকা দেয়। আমি ভাগ্যক্রমে কোনোমতে দেশে ফিরে এসেছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    অভিযুক্ত কামাল মাতবরের ফাঁদে পড়ে নিঃস্ব অর্ধশত পরিবার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। বলেন, কামাল মাতুব্বারের বিরুদ্ধে ডাসার থানায় মামলা হয়েছে। সেই মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা থেকে রওয়ানা দিয়েছে, তার কাছে আসামিকে হস্তান্তর করা হবে। তিনিই কামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

  • যশোরের গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যান মোটর সাইকেল সংঘ-র্ষে একজন নিহ-ত

    যশোরের গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যান মোটর সাইকেল সংঘ-র্ষে একজন নিহ-ত

    আজিজুল ইসলাম, যশোরঃ
    বৃহস্পতিবার বিকালে যশোর- বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন
    মঠবাড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ
    ঘটে। এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মাসরুর বীন মোর্শেদ ঘটনাস্থলে প্রাণ
    হারায়।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোলের দিকে
    যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের
    সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে, মোটর সাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে এবং চালক
    ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী আহত হয়ে
    হাসপাতালে প্রেরণ করা হয়।
    ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয়
    আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

  • তেঁতুলিয়ায় নাম্বার বিহীন গাছের নিলাম বিজ্ঞপ্তি

    তেঁতুলিয়ায় নাম্বার বিহীন গাছের নিলাম বিজ্ঞপ্তি

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নাম্বার বিহীন গাছ নিলাম বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের আড়িয়াখুড়ি নামক এলাকায় দুপুর পৌনে ২টায় সরেজমিনে গেলে আড়িয়াখুড়ি পুকুর পাড়ের একটি গাছের গায়েও নাম্বার দেখা যায়নি।

    জানা যায়, ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদের মালিকাধীন/নিয়ন্ত্রণাধীন জমিতে(আড়িয়াখুড়ি পুকুর পাড়) রোপনকৃত পরিপক্ক, ঝুকিপূর্ণ ও মরা ইউক্যালিপ্টাস গাছ কর্তনপূর্বক বিক্রয়ের জন্য প্রাপ্ত প্রস্তাব, বন/বিট কর্মকর্তা তেঁতুলিয়া কর্তৃক দাখিলকৃত মূল্য নির্ধারণী প্রতিবেদন এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ২০০৮ সালের অক্টোবর মাসের ২৮ তারিখে স্থাসবি/ইপ/বিবিধ-০৫/২০০৪/১২৬৩(৫০৫০) নং স্বারকে জারিকৃত পরিপত্রের আলোকে এবং গত সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই নিলাম বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। পৃথক সংখ্যা ও সরকারি দর উল্লেখ করে ১০০টি ইউক্যালিপ্টাস গাছের ৩লাখ ৬হাজার ২৪১ টাকা ৬০ পয়সা মূল্য নিধারণ করা হয়। দরপত্র সিডিউল বিক্রয়ের তারিখ ও সময় দেয়া হয় ১৬ থেকে ২২ জানুয়ারি এবং দরপত্র দাখিল ও বাক্স খোলার সময় ও তারিখ দেওয়া হয় ২৩ জানুয়ারি দুপুর ২টা ও বিকাল ৩টা।

    সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গাছ গুলো প্রায় ১ থেকে দেড় বছর আগে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছিল। কতগুলো গাছে নাম্বারের চিহ্ন দেওয়া হয়েছিল এমন প্রশ্নে ভিডিও ধারণের সময় নাম প্রকাশে অনিচ্ছিুক এক নারী বলেন, কয়টি গাছে নাম্বারের চিহ্ন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন।

    উপজেলার ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজিম উদ্দিন বলেন, নাম্বার ফেলানো অনেকদিন হয়ে যাওয়ায় চামড়া গজিয়ে নাম্বারগুলো মিশে গেছেন। কতগুলো গাছে নাম্বার ফেলানো হয়েছিল এমন প্রশ্নে তিনি বলেন ১০০টি গাছ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, এ বিষয়ে অভিযোগ আসায় দরপত্র নিলামটি স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • গাজীপুরে জাকের পার্টির কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

    গাজীপুরে জাকের পার্টির কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

    গাজীপুর প্রতিনিধিঃ

    গাজীপুরে জাকের পার্টির প্রতিষ্টাতা নক্শবন্দী মোজাদেদ্দী বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী স্মরণে বিশ্ব ইসলামী মহা সম্মেলন-২০২৫ ইং উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বুধবার (২২ জানুয়ারি) সদর উপজেলার  জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্টের উদ্যোগে শিরিরচালা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

    অনুষ্ঠানে গাজীপুর সদর জাকের পার্টি মৎস‍্যজীবি ফ্রন্টের সভাপতি নূর সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শুভেচ্ছান্তে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকেরপার্টি মৎস্যজীবি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন  জাকের পার্টি কেন্দ্রীয় মৎস্যজীবী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিকদার।

    এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির ইসলামিক আলোচক মুফতি মাওঃ হাফেজ কাওছার আহম্মেদ চাঁদপুরী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বনানী বিশ্ব বেয়ালত মঞ্জিল মাওঃ মোঃ মোশারফ হোসেন,সভাপতি, জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মনির মাস্টার সহ অন্যান্যরা।

    রাসেল শেখ
    গাজীপুর।।

  • পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

    পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় শীতে মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে শীত বস্ত্র নিয়ে শীতার্ত মানুষের দোরগোড়ায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। গত কয়েকদিনের ধারাবাহিক ও বুধবার গভীর রাতে উপজেলার কপিলমুনি, সোলাদানা, চাঁদখালী, রাড়ুলী, গড়ইখালী, লস্কর, গদাইপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রী সহ অসহায় ও হতদরিদ্রের মাঝে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত কম্বল বিনামূল্যে বিতরণ অব্যহত রয়েছে। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন,খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পিআইও অফিস সহকারী সুমন আল মামুন, সুজয় মিস্ত্রি, মারুফ বিল্লাহ জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় তীব্র শীত ও ঘনকুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

    পাইকগাছায় তীব্র শীত ও ঘনকুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    সারা দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈতপ্রবাহ। তীব্রশীত ও ঘনকুয়াশার কারণে পাইকগাছাসহ উপকূলবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়েকদিন যাবৎ তীব্র শীত আর ঘনকুয়াশার প্রভাব অব্যাহত রয়েছে। গভীর রাত থেকে ঘন কুয়াশায় প্রকৃতি ঢাকা পড়ছে। ভোরবেলা যেন ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। ভোর যেন হয়েও হয়না। সূয্যের আলো দেখা যায় না। সকাল ৯ টার পর সূর্যের ক্ষিন আলো প্রকৃতির উপর আচড়ে পড়তে শুরু করে। ঘন কুয়াশার কারণে প্রতিদিনের কাজকর্ম কিছুটা দেরিতে শুরু হচ্ছে। এতে করে শ্রমজীবি মানুষের কাজ শুরু করতে দেরি হওয়ায় আয় রোজগার কম হচ্ছে। তীব্র শৈত প্রবাহের বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবি মানুষ বেশি দূর্ভোগ পোয়াচ্ছেন। আর শীতের বেলা ছোট হওয়ায় সাথে কাজ করে এগোনই যাচ্ছে না। সে কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

    গ্রাম অঞ্চলে তীব্র কুয়াশার পাশাপাশি শহর অঞ্চলেও কুয়াশার প্রভাব পড়ছে। বিকেলের আলো থাকতেই কুয়াশা শুরু হচ্ছে। রাত বাড়তেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে প্রকৃতি। রাত ১১ টার পর থেকে বৃষ্টি পড়ার মতো কুয়াশা পড়া গাছের পাতার পানি পড়তে থাকে সকাল পর্যন্ত। ঘন কুয়াশায় রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল বেলা যানবাহন হেডলাইট চালিয়ে চলাচল করছে। নদীতে ট্রলার নৌকাসহ নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশায় খেয়া পারাপারে যাত্রীরা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এতে করে তারা কর্মস্থানে পৌছাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশার প্রভাবে শিশু, বৃদ্ধরা স্বর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে। শ্বাস কষ্টের রোগীদের কষ্ট বেড়ে যাচ্ছে। সব মিলিয়েই রোগ বালাই বাড়ছে। এ ব্যাপারে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহিম গাজী জানান, কুয়াশার মধ্যে শিশু ও বৃদ্ধদের বের না হওয়া ভাল, গরম কাপড় ব্যবহার করতে হবে এবং ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। কুয়াশার মধ্যে গরম কাপড় ব্যবহার করে সাবধানে চলাচল করতে হবে।
    কুয়াশার প্রভাবে শাক সবজিসহ কৃষি কাজ কর্মের উপর প্রভাব পড়েছে। কুয়াশার কারণে আলু ক্ষেত, পান ও বোরো বীজতলার কিছুটা ক্ষতি হচ্ছে। পান গাছ থেকে পান হলুদ হয়ে ঝরে পড়ছে, এতে করে পান চাষীরা ক্ষতি শিকার হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো; একরামুল হেসেন জানান, ঘন কুয়াশায় শাক সবজির কিছুটা ক্ষতি হচ্ছে। বোরো ধানের বীজতলার চারা বড় হয়ে যাওয়ায় তেমন একটা ক্ষতির সম্ভবনা নেই। তবে রোপনকৃত বোরো ক্ষেতের চারা সূর্যের আলো ঠিকমত না পাওয়ায় খাদ্য তৈরী করতে পারছে না। এতে করে চারা হলুদ বর্ণ ধারণ করতে পারে। এব্যাপারে কৃষকদের তীব্রশীতের মধ্যে বোরো চারা রোপন করতে নিষেধ করা হয়েছে শীত একটু কমলে বোরো আবাদ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন ব্লকের চাষিদের কৃষি অফিসের মাধ্যমে কুয়াশার প্রভাব থেকে সবজি ক্ষেত ও বোরো ক্ষেত কুয়াশার প্রভাব থেকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে।