Blog

  • কালীগঞ্জে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

    কালীগঞ্জে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ছেয়ে গেছে। চির সবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত। সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি। কৃষকরা ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তাদের ধানের জমির ফসল কাটা-মাড়াই করে বারি উদ্ভাবিত উফশীজাতের সরিষা বীজ মাঠে বুনছেন।

    সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। চন্দ্রপুর,দলগ্রাম,চলবলা,কাকিনাসহ বিভিন্ন এলাকায় সরিষার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কালীগঞ্জ উপজেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সরিষার চাষ। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরেছে ভাগ্যের চাকা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ৮৫০জন কৃষক সরিষা চাষের জন্য বীজ ও সার পেয়েছেন। উৎপাদন   লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭১.৫ মেট্রিক টন । গত বছর যে সরিষার আবাদ হয়েছিল। কৃষি বিভাগের প্রণোদনা ও সরিষার তেলের উচ্চমূল্যের কারণে এ বছর কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।

    কালীগঞ্জ উপজেলার সতীরপাড় গ্রামের কৃষক ইব্রাহিম আলী, জানান, তিনি এক বিঘা জমিতে সরিষা চাষ করে গত বছর সাড়ে সাত হাজার টাকা লাভ করেছেন। চলতি মৌসুমে তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এবং বাম্পার ফলনের আশা করছেন। দলগ্রামের এলাকার আরেক কৃষক জানান, এবার সরিষার ফলন ভালো হচ্ছে। এবার ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। শুধু আমাদের নয়, চারিদিকের ফলনও ভালো হয়েছে এবার। তবে একটু দাম পেলে এবার ভালো লাভ হবে।

    উপজেলা কৃষি উপসহকারী হারুন অর রশিদ,আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, সরিষা ক্ষেত ঘুরতে এসে বলেন হলুদ ফুল দেখতে ভালো লাগে। তবে গতবারের চেয়ে এবার একটু বেশি ভালো লাগেছে। কৃষকরা ভালো বীজ সংরক্ষণ করে চাষ করলে ভালো ফলন হবে।তবে ভালো ফলন হওয়ায় আমাদের লক্ষ মাত্রা পুরন হবে আশা করছি।সরিষা ক্ষেত ঘুরতে এসে শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, খুব ভালো লাগছে। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। গত বছর বেড়াতে এসেছিলাম। গতবারের চেয়ে এবার একটু ভালো লাগলো।

    কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,সরিষা ক্ষেত পরিদর্শন করতে এসে বলেন, এবার সরিষার চারা ভালোভাবে বেড়ে উঠছে, এ মৌসুমে তৈলবীজের বাম্পার ফলন হবে এবং কৃষকদের বেশি লাভ হবে। চলতি বছরে উপজেলায় সরিষা চাষ হয়েছে। লক্ষ মাত্রা পুরন হবে বলে আশা করছি। 

    হাসমত উল্লাহ ।।

  • আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম হলেন পাথরঘাটার সাংবাদিক সাকিল

    আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম হলেন পাথরঘাটার সাংবাদিক সাকিল


    ‎পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:
    ‎বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত যুব উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    ‎এ অনুষ্ঠানে দৈনন্দিন গ্রামীণ জীবনযাত্রা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও সৌহার্দ্য ও সাম্প্রীতিক বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছেন পাথরঘাটা উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক ও দৈনিক আজকের দর্পন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি সাংবাদিক সাকিল আহমেদ।

    ‎এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবকদের করণীয় বিষয়ক পোস্টার অংকনে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে প্রীতম মজুমদার এবং স্টল পরিদর্শনের সম্মাননা স্মারক পেয়েছে পাথরঘাটা যুব দলফোরাম। সর্বমোট চারটি সম্মাননা পুরস্কার পেয়েছে পাথরঘাটা যুব ফোরাম।

    ‎গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় যুব উৎসব। এ অনুষ্ঠানে বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী সহ ৬টি উপজেলা অংশ গ্রহণ করে। এ যুব উৎসব বাস্তবায়নে সহায়তায় করেছে বরগুনা জেলা প্রশাসন ও রূপান্তর।

    ‎যুব উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক জনাব অধ্যাপক আনোয়ারুল কাদির।

    ‎সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, এডভোকেট সঞ্জীব দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত 

    ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত 

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 

    তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী’র আয়োজনে ২৫ জানুয়ারি বেলা ১১ টায় বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান এবং তিনি পিঠার ষ্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পাটিআমলাই ফাজিল মাদরাসার সহকারি অধ্যক্ষ মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার, ক্বরদে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ফয়জুল ইসলাম, সাবিহা ইয়াসমিন, সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক তফিকুল ইসলাম, ব্যায়াম সংগঠন “প্রয়াস” এর ট্রেনার বেলাল হোসেন সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ। ব্যাতিক্রমি এই পিঠা উৎসবে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রকার পিঠা তৈরি ও পরিবেশন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের হৃদয় ছোয়া প্রচেষ্ঠায় অসংখ্য প্রকার পিঠার সমাহার সম্ভব হয়েছে বলে ক্রেতাগনণ জানান। সবশেষে তারুণ্যের পিঠা উৎসবে ষ্টল দেয়ায় সকল ষ্টল গ্রপকে পুরস্কার প্রদান করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

    আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে আবু হুরাইরাহ আর্দশ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল নির্বাচন পরিচালক
    মাষ্টার শফিকুল আলম।

    মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম।

    প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।
    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।##

  • কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন রোধে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ

    কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন রোধে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দুধকুমার নদীর ভাঙন রোধে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রাম যাত্রাপুর পর্যন্ত ৩৭.৭কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ তৈরী হচ্ছে। এটি নির্মাণ শেষ হলে বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষা পাবে নদী পাড়ের শতাধিক গ্রামের মানুষ আর পাল্টে যাবে আর্থ সামাজিক অবস্থা এবং বাড়বে মফস্বলের।জীবন যাত্রার উন্নয়ন।

    জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ আমিরুল হক ভূঞার যথার্থ নির্দেশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তারঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমানে র সার্বিক প্রচেষ্টায় এবং কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মুন্না হকের তত্ত্বাবধানে দুধকুমার নদীর ভাঙন রোধে ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী থেকে নাগেশ্বরী উপজেলা হয়ে কুড়িগ্রাম সদর যাত্রাপুর পর্যন্ত ৩৭.৭কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ ৯টি প্যাকেজে ৩৭কোটি ৭০লাখ ১২হাজার ৩২৮টাকা ৪৮পয়সা বরাদ্দে বন্যা নিয়ন্ত্রন বাঁধ দ্রুত গতিতে তৈরী হচ্ছে। ইতোমধ্য ঠিকাদার রিপন সরকার ও হারুন অর রশিদ নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়া ঘাট থেকে বামনডাঙ্গা (আয়নালের) ঘাটের পূর্বে ৫০০মিটার পর্যন্ত দুধকুমার নদীর ভাঙন রোধে বিধি মোতাবেক দ্রুত তৈরী করছে প্রায় দুই।কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধ নির্মাণ শেষ হলে সামনের বন্যা-নদী ভাঙন থেকে রক্ষা পাবে ও বন্যা থেকে রক্ষা পাবে কৃষি জমি ও নদী পাড়ের মানুষ। এছাড়া এই বাঁধ স্থানীয়দের নিরপেক্ষ চলাকালসহ পাল্টে যাবে তাদের আর্থ সামাজিক অবস্থা। এরই মধ্য এই প্যাকেজের বাঁধের ৫০শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরে বর্ষার মধ্য শতভাগ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

    ঠিকাদার রিপন সরকার বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়া ঘাট থেকে বামনডাঙ্গা (আয়নালের) ঘাটের পূর্ব পর্যন্ত দুধকুমার নদীর ভাঙন রোধে বিধি মোতাবেক দ্রুত তৈরী চলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এলাকার মানুষ বন্যা ও কৃষি জমি রক্ষা পাবে। এলাকার উন্নয়নে তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে।

    স্থানীয় আমজাদ হোসেন, এনামুল হক, জামাল হোসেন ব্যাপারী, বাবলু মিয়া বলেন, বাঁধটি তৈরী হলে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার শতাধিক গ্রামের মানুষ বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। নিরপেক্ষ চলাচলের প্রধান বাহক হিসেবে বাঁধটি ব্যবহার হবে। পাল্টে যাবে এলাকার আর্থ সামাজিক অবস্থা।

    কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, দুধকুমার নদীর পাড় ঘেঁসে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রাম যাত্রাপুর পর্যন্ত ৯টি প্যাকেজে বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাজ যথা সময়ে শেষ হওয়ার আশা করছি। বাঁধটি নির্মিত হলে এই এলাকার মানুষ বন্যা থেকে রক্ষা পাবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে উপকৃত হবে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তারঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডিজি মুহাম্মদ আমিরুল হক মহোদয়ের ভূঞার যথার্থ নির্দেশ মোতাবেক আমরা কুড়িগ্রামের নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করছি। কাজ সন্তোষজনক।

  • উন্নত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিকল্প নেই -মনিকা পারভীন

    উন্নত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিকল্প নেই -মনিকা পারভীন

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    ময়মনসিংহের সদর উপজেলার শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও মনোবল বৃদ্ধি পায়। তিনি বলেন, খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা, ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সব অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখাসহ প্রতিভাবান খেলোয়ারদের তৃণমূল হতে তুলে আনার লক্ষেই শিক্ষা প্রতিষ্ঠানে এ বার্ষীক টুর্নামেন্টের আয়োজন। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বছরব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহবান জানান।

    শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় জিলা স্কুল হোস্টেল মাঠে ময়মনসিংহ শহরে অবস্থিত ফয়েজ মডেল স্কুল এর আয়োজনে ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করার গুরুত্ব দিয়ে শিক্ষা অফিসার বলেন, শুধু বিদ্যালয়ে আসলেই লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব না, প্রয়োজন নিয়মিত চর্চা। শ্রেণি কক্ষে ছেলে মেয়েরা কি শিখলো তা অভিভাবকদের তদারকি করতে হবে। তাদের কে বাড়িতে পড়াতে বসাতে হবে। তারা বিদ্যালয়ে কি শিখেছে সে বিষয়ে তাদের কে মনিটরিং করতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি পারিবারিকভাবে ছেলে মেয়েদের কে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রেণি কক্ষে পাঠদানের সময় শিক্ষকদেরও আন্তরিক হতে হবে। ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের সুবিধা অসুবিধা গুলো তাদের কাছ থেকে শুনতে হবে

    ফয়েজ মডেল স্কুল এর প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিযোগিতানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ চৌধুরী,গৌরীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন,ময়মনসিংহ সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদ্দাম হোসেন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন, মুক্তাগাছা নরেন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র মিত্র, ফুলবাড়ীয়া কান্দানিয়া কচুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রশিদ ও ফুলবাড়ীয়া আর এফ বি এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এসময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি মনিকা পারভীন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর উপ-বিদ্যালয় পরিদর্শক সাখাওয়াত হোসেন। আলোচনা ও খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

  • করো-তারুণ্যের নলছিটি’ ছয়মাস মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম এমইপি সমঝোতা স্বাক্ষর

    করো-তারুণ্যের নলছিটি’ ছয়মাস মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম এমইপি সমঝোতা স্বাক্ষর

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    তৃনমূল পর্যায়ের স্থানীয় তরুণদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক সমস্যা সমাধানে ঝালকাঠি জেলার নলছিটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক নন-প্রফিট সংস্থা করো CARO (Care for Assets, Resources, and Obligations) এবং নলছিটির স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি যৌথভাবে Mass Empowerment Program (MEP) বাস্তবায়নের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে।

    গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে করো কাজ করে। সংগঠনটি বিশেষত যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে যাচ্ছে। তারুণ্যের নলছিটি, গত পাঁচ বছর ধরে স্থানীয় তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নলছিটি উপজেলায়। বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং যুবকদের দক্ষতা বিকাশে অবদান রেখে সংগঠনটি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে। সে অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে করো এর এমইপি মডেল নলছিটিতে বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়েছে।

    Mass Empowerment Program এমইপি -এর আওতায় নলছিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৫ জনের দল করে মোট ৭৫ জন তরুণ প্রশিক্ষণ পাবে। এই প্রশিক্ষণ প্রোগ্রামটি ৬ মাসব্যাপী পরিচালিত হবে এবং এতে দলগত কাজ, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এপ্রোচ , ইভেন্ট ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা, এবং প্রেজেন্টেশন দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

    প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা স্থানীয় এবং আঞ্চলিক পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে সক্ষম হবেন। তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। স্পন্সরশীপ মডেলে ভলান্টিয়ার বেইসড CARO এবং তারুণ্যের নলছিটির এই যৌথ উদ্যোগ তরুণদের ক্ষমতায়ন এবং দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী। আজ নলছিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমোঝোতা স্বাক্ষর হয়। এ সময় মোঃ খালেদ সাইফুল্লাহ, মেহেরাব হোসেন রিফাত, মোঃ আহাদ, আব্দুল্লাহ, সিফাত রায়হান, আমিনুল ইসলাম, আব্দুর রহমান, তুলি আক্তার ও ইমি আক্তার উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন – সভানেত্রী-রহিমা, সম্পাদিকা-পারুল

    ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন – সভানেত্রী-রহিমা, সম্পাদিকা-পারুল

    মো:মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের  দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রুহিয়া আবু নুর চৌধুরীর মিল মাঠে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

     

    রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা পারুল বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক বিএনপি ঠাকুরগাঁও জেলা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  মোছা: ফোরাতুন নাহার প্যারিস, সভানেত্রী মহিলা দল ঠাকুরগাঁও জেলা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পয়গাম আলী যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি ঠাকুরগাঁও জেলা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোছা: নাজমা আক্তার সম্পাদিকা মহিলা দল ঠাকুরগাঁও জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আল মামুন আলম সহ-সভাপতি বিএনপি ঠাকুরগাঁও জেলা, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল সাবেক সভাপতি রুহিয়া থানা বিএনপি, মো: আব্দুস জব্বার সভাপতি রুহিয়া থানা বিএনপি, মো: মতিউর রহমান প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএনপি ঠাকুরগাঁও জেলা, মোছা: লিলি মনোয়ারা মহিলা বিষয়ক সম্পাদিকা বিএনপি ঠাকুরগাঁও জেলা, মো: জহিরুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন জাতীয়তাবাদী মহিলা দলের ঠাকুরগাঁও জেলার সভানেত্রী ফেরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে শুরু হয়। সম্মেলনের গেস্ট অব অনার ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী রুহিয়া থানা মহিলাদলের সভানেত্রী মোছা: রহিমা খাতুন, সাধারণ সম্পাদিকা মোছা: পারুল বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা জেসমিন চৌধুরীর নাম ঘোষণা করেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

  • মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

    মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

    তোফাজ্জল হোসেন

    মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়
    দিঘিরহাট মিরাপাড়া হাইস্কুল মাঠ

    ২৫ জানুয়ারী ২০২৫ইং রোজ শনিবার সময় বিকাল ০৩ ঘটিকায়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
    জনাব শাহ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী
    সভাপতি, পোরশা উপজেলা বিএনপি।
    (৪৬/নওগাঁ ০১ পোরশা সাপাহার নিয়ামতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী)
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
    জনাব মোঃ রেজাউল করিম মাষ্টার সদস্য আহবায়ক কমিটি সাপাহার উপজেলা বিএনপি।
    জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ
    সভাপতি, সাপাহার উপজেলা কৃষক দল।
    জনাব মোঃ আবুল হোসেন সদস্য আহবায়ক কমিটি সাপাহার উপজেলা বিএনপি।
    জনাব মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক সাপাহার ইউনিয়ন বিএনপি।
    জনাব মোঃ মজমুল হক সহ-সভাপতি তিলনা ইউনিয়ন বিএনপি।
    জনাব মোঃ দাউদ আলী যুগ্ম আহবায়ক সাপাহার উপজেলা যুবদল।
    জনাব মোঃ শাহীন আলম সাংগঠনিক সম্পাদক কৃষক দল সাপাহার উপজেলা শাখা।
    জনাব মোঃ মাহতাব উদ্দিন সভাপতি গোয়ালা ইউনিয়ন যুবদল।
    জনাব মোঃ সাইফুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক গোয়ালা ইউনিয়ন যুবদল।
    প্রধান বক্তা
    জনাব মোঃ আক্তার হোসাইন যুগ্ম আহবায়ক সাপাহার উপজেলা যুবদল।
    সভাপতিত্ব করেনঃ-
    জনাব মোঃ আবুল হোসেন আহবায়ক, ২নং গোয়ালা ইউনিয়ন বিএনপি।
    সঞ্চালানায়ঃ-
    প্রফেসর মোঃ ফারুক হোসেন
    যুগ্ম আহবায়ক ২নং গোয়ালা ইউনিয়ন বিএনপি।

  • জয়পুরহাটে দুই নারীর ম-রদেহ উদ্ধার

    জয়পুরহাটে দুই নারীর ম-রদেহ উদ্ধার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়া ও তিলকপুর ইউনিয়নের তিলকপুর পূর্ব বাজার থেকে ওই দুটি লাশ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা (৬০) এবং তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা (২৮)। আনজুয়ারার লাশ পরিবারের নিকট হস্তান্তর ও আরিফার লাশ থানা হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তিলকপুর পূর্ব বাজারে কাঠ ব্যবসায়ী বাবু মিয়া তার বাড়িতে স্ত্রী আরিফা গলায় ফাঁস দিয়েছে বলে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা এসে দেখেন বাড়ির মধ্য ঘরের চৌকির উপরে আরিফার দেহ রাখা আছে। কিছুক্ষণ পরে বাড়িতে লোকজনের ভীর হবে বলে কৌশলে সবাইকে বাড়ি থেকে বাহির করে দিয়ে বাহির দরজায় তালা দিয়ে পালিয়ে যায় স্বামী বাবু। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে ইউপি সদস্য ও স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নেয়।

    তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য বাদশা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভিতরে দেখি আরিফার লাশ চৌকিতে শুয়ানো আছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    এদিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে আনজুয়ারা (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।পরিবারের দাবী, তিনি দীর্ঘ দিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ।

    আনজুয়ারার স্বামী হোসেন আলী বলেন, সন্ধ্যার পর আমি ঔষধ নিতে বাজরে গেলে ফাঁকা বাড়িতে গোয়ালঘরের তালার বর্গায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। আমার স্ত্রীর সাথে কারো কোন ঝামেলা ছিলনা। আমাদের কোন অভিযোগ নেই।

    গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আনজুয়ারা শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারস্যাহীন ছিলেন। সকলের ধারনা সে আত্মহত্যা করেছে।

    আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পৃথক স্থানে থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আনজুয়ারার লাশ পরিবারের নিকট হস্তান্তর ও আরিফার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। দুটি ঘটনায় এখনো আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি।