Blog

  • ধামইরহাটে পৌরসভার উদ্যোগে ৪ শতাধিক পরিবারে কম্বল বিতরণ

    ধামইরহাটে পৌরসভার উদ্যোগে ৪ শতাধিক পরিবারে কম্বল বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : 

    নওগাঁর ধামইরহাটে পৌরসভার উদ্যোগে ৪ শতাধিক পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি বিকেল ৩ টায় পৌর কার্যালয়ের সামনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে নিজ হাতে ৪ শত ১০ টি পরিবারের শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। বিতরণকালে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনারুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন, পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ, এনামুল হক টাইগার প্রমুখ। এ সময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান ।।

  • সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর প্রতিবন্ধীর লা-শ উদ্ধার

    সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর প্রতিবন্ধীর লা-শ উদ্ধার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ নিখোঁজের ৪ দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছেন।

    জানা গেছে, সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। যুবক সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। সবুজ মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। ৪ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনিয়ে পরিবারের লোকজন মাইকিং করাসহ অনেক খোঁজাখুঁজির করার পরেও তার সন্ধান মেলেনি। এমতবস্থায় সোমবার  সকালে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,বংশগত ভাবে তার পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ নিয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। তারপরও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

  • চারঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন 

    চারঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 

    সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিন ব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান,
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীগন।

    সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ১৪ টি স্টল পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

    রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি।।
    রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ের  ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। 
    ২৬ জানুয়ারি (রবিবার) রাতে নগরীর জি ই সি’র মোড়ে মেরিডিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানের আয়োজন করে।

    ক্লাবের সভাপতি রোটারিয়ান উত্তম কুমার ব্যানার্জী সভার সভাপতিত্ব করেন। তিনি  ক্লাবের বিগত দিনের যে সকল কর্মসূচী বাস্তবায়িত হয়েছে যেমন- দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ,ফ্রী চক্ষু ক্যাম্প,ফ্রী মেডিকেল ক্যাম্প,দরিদ্র ও কম শিক্ষিত ইলেকট্রিশিয়ানদের জন্য 
    ভোকেশনাল প্রশিক্ষন, বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি উপস্থাপন করেন। সভাপতি চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও বর্ণনা করেন। 
    রিপসা টিম-ডি-৬৫ এর পরিদর্শক রোটারিয়ান মো. আজিজুল হক এবং রোটারিয়ান সালমা আর মনি চট্টগ্রাম লেক ভিউয়ের আরসি কে ক্লাব পারফরমেন্স এক্সিলেন্ট এ্যাওয়ার্ড প্রদান করেন এবং এই ক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সম্বৃদ্ধি কামনা করেন।
    এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে রিপসা ডেপুটি কোঅর্ডিনেটর রোটারিয়ান মনিরুজামান,রিপসা কোঅর্ডিনেটর,
     রোটারিয়ান ইব্রাহিম হাসান, রোটারিয়ান এডভোকেট আশীষ কুমার দত্ত, রেজাউল করিম।ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান সুবর্ণা ভট্টাচার্য্য সকল সদস্য এবং অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন এবং সাদর অভ্যর্থনা জানান। আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. আলমগীর সোহেব, ফেরদৌস আরা বেগম, মো. তৌহিদ ইকবাল, ডা. প্রণব প্রাসাদ দাশ, মো. জসীম উদ্দীন, ইঞ্জিনিয়ার হায়াৎ চৌধুরী, মিসেস তানিস্রী, ইঞ্জিনিয়ার রুবেল, সুমন কল্যাণ বিশ্বাস, মো. আসাদুর রহমান রিপন, মো. আবুল হাশেম, সিলভিয়া হায়াৎ চৌধুরী, অনুপম চৌধুরী, প্রফেসর কৃষ্ণা বড়ুয়া প্রমুখ।

    ছবির ক্যাপশন- রোটারি ক্লাব অব চট্টগ্রামের ফ্যামিলি নাইট অনুষ্টানে অতিথিরা।।

  • ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (সোমবার) ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

    প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন,আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়।

    সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন। তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।

  • উজিরপুরে শিশু অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

    উজিরপুরে শিশু অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

    মোঃ জুনায়েদ খান সিয়াম  উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার  উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশনের এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার ও বরিশালের এসিও সিলভিয়া ডেইজির সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন বালি, সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম মোস্তফা আকাশ ও প্রেসক্লাব সদস্য মোঃ সোহাগ। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সিআরএসএস এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, মনিটরিং এন্ড ইভিউলেশন স্পেশালিস্ট অফিসার রাকিবুল ইসলাম, এ্যানি মিতা বৈরাগী,  জয়ধর,  সিনথিয়া তন্বী,  জেমস্ সানি বৈরাগী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আবু রায়হান. এ্যাকাউন্ট এন্ড এডমিন অসিত দাস। এ সময় সঞ্চালক সিলভিয়া ডেইজি প্রতিষ্ঠানের বিগত অর্থ বছরে সম্পাদিত কর্মের সফলতার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। একই সাথে ২০২৫ সালের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ক্ষুধা মুক্ত শিশু, অপুষ্টি মুক্ত শিশু,  বাল্যবিবাহ মুক্ত উপজেলা, জিরো শিশুশ্রম ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা কারা হয়।

  • ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালাকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালাকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    নির্ধারিত সড়ক নয় সব সড়কে চলাচলের অনুমতির দাবিতে ঘেরাও কর্মসূচির আন্দোলনে ব্যর্থ ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। সোমবার (২৭ জানুয়ারী)সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে অটোরিকশা না থাকায় অনেক যাত্রী রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। কিছু কিছু সড়কে পুলিশের গাড়ী দিয়ে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যাত্রীরা।

    অনেকেই বলেন, ‘সকালে অটোরিকশা না পেয়ে দ্বিগুণ ভাড়ায় রিকশায় চড়ে কর্মস্থলে গিয়েছি। তবে এর সুষ্ঠু সমাধান হওয়া দরকার।’

    পায়ে হেঁটে পাটগুদাম ব্রিজ থেকে চরপাড়া মোড়ে যাচ্ছিলেন রফিকুল ইসলাম । তিনি বলেন, ‘অটোরিকশা চালকদের দাবি যৌক্তিক। তাদেরকে সব সড়কে গাড়ি চালানোর অনুমতি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ সুশৃঙ্খলভাবে করতে হবে। সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা গেলে যানজট নিয়ন্ত্রণে থাকবে। অটোরিকশা বন্ধ থাকায় রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।’

    অটোরিকশাচালক আব্দুল হাকিম বলেন, ‘ধর্মঘটে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। গাড়ি বন্ধ রাখায় পকেট ফাঁকা। আজ বাজার করতে পারব না। তবুও দাবি আদায়ের জন্য আন্দোলন করছি।’

    ময়মনসিংহ জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, ‘সব সড়কে গাড়ি চালানোর অনুমতি চেয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় অনির্দিষ্টকালের জন্য সব ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে চালক ও মালিকরা। আমাদের দাবি আদায় না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

    ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা না করে ধর্মঘট করছে। বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

    এর আগে রবিবার সকাল থেকে নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন চালকরা। পরে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করেন। সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

  • ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ 

    ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ 

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন বালিঘোনা আল মাহবুব তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসা সভাপতি সহ নিয়োগ কমিটির বিরুদ্ধে পরীক্ষায় অনিয়ম, দূর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য করায় জেলা প্রশাসকের নিকট নিয়োগ পক্রিয়া স্থগিত করার আবেদন করেন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা। গত ২৭জানুয়ারী সোমবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। 

    এ বিষয় অভিযোগ সূত্রে জানাযায়, সদরের বালিঘোনা আল মাহবুব তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসায় একাধিক পদে  নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা কতৃপক্ষ গত ৭ অক্টোবর ২০২৪ ইং তারিখে দৈনিক শতকন্ঠ পত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এক একটি পদের জন্য একাধিক ব্যক্তি আবেদন করলে তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারী ঝালাকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ভবনের একাধিক কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সভাপতির মনোনীত প্রার্থী আসতে দেরি করায় সকাল ১০টার পরিবর্তে দেড় ঘন্টা পর সকাল সাড়ে ১১টায় পরীক্ষা শুরু করে।  পরীক্ষা শেষে একঘন্টা পর ফলাফল ঘোষনার কথা থাকলেও নিয়োগ কতৃপক্ষ ফলাফল ঘোষনা না করেই কতিপয় প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করেন। নিয়োগ কতৃপক্ষ স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নিয়োগ করার লক্ষে মৌখিক পরীক্ষার ফলাফলও ঘোষনা করেননি। প্রার্থীরা তাদের পরীক্ষার ফলাফল জানতে চাইলে নিয়োগ কতৃপক্ষ ঐ সময় ফলাফল ঘোষনা না করে তারা পরেরদিন ২৬ জানুয়ারী মাদ্রাসা নোটিশ বোডে টাঙ্গীয়ে দেয়ার কথা বলে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন। 

    এ বিষয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা প্রার্থী আফসানা মিমি জানান, পরীক্ষার দিন পরীক্ষা শেষে একঘন্টা পর ফলাফল ঘোষনা করার কথা থাকলেও নিয়োগ কতৃপক্ষ ঐদিন ফলাফল ঘোষনা না করে পরেরদিন মাদ্রাসা নোটিশ বোডে পরীক্ষার ফলাফলা দেয়া হবে বলে চলে যায়। পরেরদিন মাদ্রাসায় গিয়ে নোটিশ বোডে কোন ফলাফল দেখতে না পেয়ে পরীক্ষায় অংশগ্রহন কারীরা মাদ্রাসা ময়দানে সভাপতি, সুপার ও সহসুপারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ করেও কোন প্রতিকার না পেরে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার  সভাপতি, মাদ্রাসা সুপার সহ নিয়োগবোর্ড থাকা কর্মকর্তাদের দূর্নীতি তদন্ত করে নিয়োগ বাতিল চেয়ে আবেদন করি।  

    এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় গত ২৫ জানুয়ারি নিয়োগ পরীক্ষা শেষে ফলাফল ঘোষনা না করে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের একটি কক্ষে নিয়োগ কতৃপক্ষের মধ্যে থাকা মাদ্রাসা সভাপতি বোর্ড থেকে আসা একজন কর্মকর্তাকে টাকা দিচ্ছেন, অপর দিকে মাদ্রাসা সুপারকে অন্য আরেক জনকে ডেকে টাকা দিতে দেখা যায়।

    এ বিষয় মাদ্রাসা সুপার মো: তাজামুল হোসাইনের সাথে তার ব্যবহারিত মুঠোফোন নম্বরে (01720690……) একাধিক বার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে এ বিষয় মাদ্রাসা সভাপতি মাওলানা মাহবুবের নিকট তার মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, বিধি মোতাবেকই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকেই নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যারা অকৃতকার্য হবেন সাধারনত তারাই অভিযোগ দেন।

  • নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল

    নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালোকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার সন্ধ্যায় বাদুরতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা।
    মিছিল ও পথসভা থেকে নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

  • লক্ষ্মীপুরে এ প্রথম ২১ লাখ টাকা অনুদান পেল সড়ক দুর্ঘটনায় নিহ-ত-আহতদের পরিবার

    লক্ষ্মীপুরে এ প্রথম ২১ লাখ টাকা অনুদান পেল সড়ক দুর্ঘটনায় নিহ-ত-আহতদের পরিবার

    নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ২১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা ও আহত একজনকে ১ লাখ টাকা দেওয়া হয়।

    সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী পরিদর্শক (মোটরযান) পবন চাকমা, ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, লক্ষ্মীপুর জেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

    বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন ও আহত ১ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২১ লাখ টাকার চেক বিতরন করা হয়। এরমধ্যে নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ টাকা ও আহত একজনের পরিবার পেলেন এক লাখ টাকার চেক। দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করে।