Blog

  • গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ২৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ২৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসন থেকে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীও রয়েছেন।

    আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    এদিন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।

    এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এ নিয়ে জেলার তিনটি আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    গোপালগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রলয় কুমার পাল, স্বতন্ত্র এম আনিসুল ইসলাম ও মো. সুজাউদ্দিন অপু।

    গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির ডা. কে এম বাবর, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আজমল হোসেন, সরদার, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন শিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, উৎপল বিশ্বাস ও শিপন ভূঁইয়া।

    গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এস এম জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, জামায়াতে ইসলামীর অধ্যাপক এম এম রেজাউল করিম, গণঅধিকারের আবুল বশার, স্বতন্ত্র অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

    উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে অংশ নিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অফিস চলাকালীন সময়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

  • তারেক রহমানের প্র-ত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার নেতাকর্মী

    তারেক রহমানের প্র-ত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার নেতাকর্মী

     মো:বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উত্তরের জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

    জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন।

    দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। পাশাপাশি পাঁচটি বড় বাস ও শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

    জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। যাওয়া-আসার জন্য পাঁচটি বড় বাস এবং ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। শোভন ট্রেনের চারটি বগি আমরা সাত লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করেছি।

    তিনি আরও বলেন, এর বাইরে শতাধিক মাইক্রোবাস যাবে। অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেভাগেই ঢাকায় চলে গেছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন আছেন, তারা সেখানে অবস্থান করছেন, আবার কেউ হোটেলে উঠেছেন। মানুষের মধ্যে যাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের এই ব্যাপক সাড়া বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

  • বেলকুচি’র ইউএনও আফরিন জাহানের শীত বস্ত্র বি-তরণ

    বেলকুচি’র ইউএনও আফরিন জাহানের শীত বস্ত্র বি-তরণ

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের বেলকুচিতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।তাই রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে দু:স্থ,শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।গতকাল (২২ ডিসেম্বর সোমবার) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে
    শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।,উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • যোগদান করেই প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ে পরিদর্শনে  চুনারুঘাটের নবাগত পিআইও শহীদ উল্লাহ

    যোগদান করেই প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ে পরিদর্শনে চুনারুঘাটের নবাগত পিআইও শহীদ উল্লাহ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসাবে মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদান করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সচ্ছতা যাচাই বাছাইয়ে নিয়মিত পরিদর্শন করে চলছেন।

    এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বদলী হওয়ায় ত্রিশালে
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ সাইফুল ইসলাম। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলায় কর্মরত ছিলেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ্ এর আগে বিগত ২০২২সালের এপ্রিল মাসের ২১ তারিখে ত্রিশাল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ও হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করার সাথে সাথে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে সেবা দিয়েছেন তিনি। স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উন্নয়ন কর্মকান্ড গুলো নিয়মিত পরিদর্শন করে সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধান ও সততার গুণে ত্রিশালে ব্যাপক সুনাম কুড়িয়েছেন পিআইও শহীদ উল্লাহ।

    উপজেলার সচেতন নাগরিকদের প্রত্যাশা- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ তাঁর কর্মদক্ষতা, সততা, আদর্শ ও সঠিক সিদ্ধান্তে উপজেলার সাধারণ মানুষের হয়ে কাজ করে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসাবে গড়ে তুলবেন। সকল ধরনের মানুষ খুব সহজেই তাঁর কাছে সমস্যার কথা বলতে পারাসহ অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন এবং একই সাথে উপজেলার সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের জনভোগান্তি নিরসনের মাধ্যমে সেবার মান বাড়িয়ে তুলবেন।

    নবাগত পিআইও মোঃ শহীদ উল্লাহ এর চুনারুঘাট উপজেলায় যোগদানের পর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ কুশলাাদি বিনিময় করেন। পিআইও অফিসের অন্যান্য কর্মকর্তাগণও তাকে স্বাগত জানান।

    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। সকলের সহযোগিতায় এ উপজেলাকে সমৃদ্ধ হিসাবে করতে কাজ করবো। একই সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়কে জনবান্ধব হিসেবে গড়ে তুলার সাথে-সাথে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • রুমা ও থানচি উপজেলা দু-র্গম এলাকায় শীতার্তদের পাশে সেনাবাহিনীর

    রুমা ও থানচি উপজেলা দু-র্গম এলাকায় শীতার্তদের পাশে সেনাবাহিনীর

    বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী।
    শীতের তীব্রতায় কষ্টে থাকা দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবানের একটি প্রত্যন্ত এলাকায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০টি পাড়ার অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
    আজ ২৩ ডিসেম্বর ২০২৫,মঙ্গলবার সকালে স্থানীয় সেনা ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কম্বল, সোয়েটার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের বৃদ্ধ, নারী ও শিশুদের মধ্যে এসব শীতবস্ত্র দেওয়া হয়।
    এ সময় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে। শীত মৌসুমে দুর্গম এলাকার মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
    বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা পাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
    ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স) এর উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত হয়ে উক্ত পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
    এ সময় সাবজোন কমান্ডার, বাকলাইপাড়া সেনা সাবজোন, কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আলীকদম ও সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,
    সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতের সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসে।
    “সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করছি। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
    পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।  
    উপ অধিনায়ক আরও বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোন দল কিংবা গোষ্ঠীর পাহাড়ে কোন স্থান নেই। পাহাড়ে যে কোন ধরণের অন্যায় প্রতিহত ও নির্মূল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। যে কোন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি নির্মূলকল্পে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপ অধিনায়ক পাহাড়ি জনগোষ্ঠীকে আহবান জানান। এবং ভবিষ্যতেও দেশের বিভিন্ন দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদের মনোনয়ন উত্তোলন

    দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদের মনোনয়ন উত্তোলন

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

    সোমবার বিকেল ৫টায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণা।

    এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, নৌ-পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এস আই এনামুল হক, বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার মাকসুদুর রহমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা প্রমুখ।

    সভায়, মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি, যানজট, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত এস. এম. সাইফুল ইসলাম কবিরকে বিভিন্ন মহলের অ-ভিনন্দন

    জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত এস. এম. সাইফুল ইসলাম কবিরকে বিভিন্ন মহলের অ-ভিনন্দন

    স্টাফ রিপোর্টার :
    জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বরেণ্য সাংবাদিক, লেখক ও সংগঠক এস. এম. সাইফুল ইসলাম কবির–কে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
    অভিনন্দন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, রিপোর্টার্স ইউনিটি, খুলনা আর্ট একাডেমি, কবি সংগঠন, কবিতা পরিষদ, বাংলাদেশ সাহিত্য পরিষদসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব ও নবনির্বাচিত নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে তাঁকে শুভেচ্ছা জানান।
    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এস. এম. সাইফুল ইসলাম কবির দীর্ঘদিন ধরে সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাঁর সক্রিয় অংশগ্রহণ নতুন প্রজন্মের লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। কবিতা পরিষদ, বাংলাদেশ সাহিত্য পরিষদ ও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে তাঁর ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
    অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, এস. এম. সাইফুল ইসলাম কবিরের নেতৃত্বে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং প্রশিক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম ও পেশাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
    এদিকে শুভেচ্ছা ও অভিনন্দনের জবাবে এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন,
    “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়বদ্ধতা। সাংবাদিকতার নৈতিকতা, স্বাধীনতা ও মফস্বল সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমি আপসহীন থাকবো। সকলের সহযোগিতায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চাই।”

  • তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক-জহির উদ্দিন স্বপন

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক-জহির উদ্দিন স্বপন

    কে এম সোয়েব জুয়েল।
    গৌরনদী প্রতিনিধি।
    বিএরপির চেয়ারপারর্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছন, দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আগামী ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
    বিএরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
    সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত প্রস্তুতি সভা উপজেলা বিএনপির আহŸায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে গৌরনদী ও আগৈলঝাড়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    বক্তারা আগামী ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।
    আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম -স্বপন একই দিন রাতে বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন-আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যেই ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারেনা, গণমাধ্যমকে সুযোগ দেয়না। বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগনের প্রতিনিধিত্ব করেনা। সে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক।
    প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীক প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ প্রমূখ।
    ছবিসহ
    বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী
    জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

    গৌরনদী প্রতিনিধি
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
    সোমবার বিকেলে গৌরনদী ও মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
    এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি’র আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    অপর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপনের পক্ষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সারোয়ার হোসেন মিয়া ও শাহ মোহাম্মদ বখতিয়ার এবং সহকারী এর্টানী জেনারেল কে এম রেজাউল ফিরোজ রিন্টু।
    বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার অঙ্গীকার করেন।

  • নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের  বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা  সভা অনুষ্ঠিত 

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা  সভা অনুষ্ঠিত 

    ষ্টাফ রির্পোটার: গতকাল  দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি গ্রামে সু প্রতিষ্ঠিত নূর মডেল কেজি এন্ড হাই স্কুল এর  প্রতি বছরের ন্যায় বার্ষিক  ফলাফল 

    প্রকাশ ও আলোচনান সভা অনুষ্ঠিত হয়েছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মো:ফজলুর রহমান

    হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুল, বিশেষ অতিথি  ছিলেন ডা:মো:জিতু মিয়া সাধারণ সম্পাদক, হযরত শাহজালাল(র:)সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, মো:গোলাম রব্বানী সহ-সভাপতি ম্যানেজিং কমিটি, 

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুল, মো:আমিনুল ইসলাম( আমীন) সভাপতি, রিচি(সাগর কোনা) পঞ্চায়েত কমিটি, আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, সাধারণ সম্পাদক 

    রিচি(ঈশান কোনা) পঞ্চায়েত কমিটি। কবীর আহমেদ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রিচি উচ্চ বিদ্যালয়, মো:রইছ আলী মেম্বার সাবেক আহ্বায়ক, ম্যানেজিং কমিটি, নূর মডেল কেজি এন্ড হাই স্কুল,হাজ্বী মো:মুকসুদ আলী,সভাপতি, হাজী ইনছান উল্লাহ শাহী জামে মসজিদ, শাহ্ মো:আব্দুস সালাম বৈশিষ্ট্য মুরুব্বি, মো:আব্দুল কাইয়ুম বৈশিষ্ট্য মুরুব্বি, মো: লুৎফর রহমান পুলিশ কর্মকর্তা(অব:)মো: আব্দুল হক, অবিভাবক প্রতিনিধি সদস্য, মো:নিয়ামত আলী, প্রাইম ব্যাংক এজেন্ট রিচি শাখা, মো:ফরিদ মিয়া বৈশিষ্ট্য মুরুব্বি, মো:টেনু মিয়া, শ্রমিক নেতা,আরিফুল ইসলাম রনি শিক্ষানবিশ আইনজীবী, মো:নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী 

    মো:মোসাইদ আলম,মোহাম্মদ মোহেদী হাসাইন (শাওন)এর কোরান তেলওয়াত এর মাধ্যমে শুরু হয় বক্তারা বলেন : অল্প দিনে ইতি মধ্যে পড়ালেখায় রিচি গ্রাম ও এলাকায় যে ভাবে  গুনগত মান বৃদ্ধি পেয়েছে তা বিরলত  পাশাপাশি অনেক বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে। আধুনিক মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নূর মডেল কেজি এন্ড হাই স্কুল সময়ের যুগে পড়ালেখার মান ভালো, আমরা আশা করি এর আলো সারা বিশ্বের ছরিয়ে যাবে, গরীব অসহায় ও শিশু:ইফা:শ্রেণির জন্য সম্পূর্ণ  ফ্রী ভাবে  পড়ানো হচ্ছে, এবং মেধাবী ও প্রতিবন্ধী দের জন্য বিশেষ ব্যবস্হা রয়েছে। যা  অতুলনীয় ভাবে উন্নয়নের সোহান হিসাবে দ্বারা বাহিক হিসাবে অব্যাহত থাকবে। পরে সকল শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও তবারক দেওয়া হয়।  উপস্থিত সকলেই  প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা  করেন ভবিষ্যৎতে এলাকায় বাসিরা  সকল দিকে সাবিক সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। 

    শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোছা:লাকী আক্তার সহকারী প্রধান শিক্ষক, মোছা: ফুলবাবু আক্তার শিউলি,  মোছা:ফারজানা আক্তার মুন্নী, শিমলা আক্তার, স্বরুপা আক্তার, তানজিনা আক্তার, আরিফ উদ্দিন , সাদিয়া আক্তার, পপি আক্তার, সহ আরো  প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন,  নাত পরিবেশন করেন, মো:রায়হান উদ্দিন(ছোটন)

    মোনাজাত করেন মো:তারিফ এ রাব্বানী।