Blog

  • উজিরপুরে গৃহ-বধূ নি-খোঁজ, উ-দ্বিগ্ন স্বজনরা

    উজিরপুরে গৃহ-বধূ নি-খোঁজ, উ-দ্বিগ্ন স্বজনরা

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বামী-স্বজনরা।

    এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    থানা সূত্রে জানা গেছে, ৩০ বছর আগে উপজেলার মুন্ডপাশা গ্রামে বিয়ে হয় মাকসুদা আক্তার (৪৭) নামে ওই গৃহবধূর। বিয়ের পর তাদের মধ্যে কোনো পারিবারিক কলহও ছিল না। তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই নারী। গত ২৮ মে বিকাল থেকে হঠাৎই তিনি নিখোঁজ হন। তার সন্ধানে স্বামী-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও কোনো তার খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৩১ মে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৫৩) করেন গৃহবধূর স্বামী মোঃ আলতাফ হোসেন মোল্লা (৫৭)।

    নিখোঁজ গৃহবধূ ৪ সন্তানের জননী। তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট।
    নিখোঁজের স্বজনরা তাকে পেলে ০১৭৩২২২৫৮৭৮/ ০১৭৩৯১৩০০০২ নম্বরে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানান।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।

  • সুনামগঞ্জ শহরে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য যাত্রীদের মানববন্ধন  ‎

    সুনামগঞ্জ শহরে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য যাত্রীদের মানববন্ধন ‎

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ ‎পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ‎সোমবার সকাল সাড়ে ১১ টায় আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সচেতন সুনামগঞ্জ বাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেন’র সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাউস’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ,জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন মসিউর রহমান রাসেল, ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, তৃষ্ণা আক্তার রুশনা, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, বিশ্বজনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য আনহার সাকিবসহ ভূক্তভোগী সাধারণ মানুষেরা।

    ‎এসময় বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিক ভাবে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে অটোরিকশা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে। অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন যাত্রী ও চালকদের ঝগড়া হয় তর্কাতর্কি হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নেননি। সেকারণে যাত্রী ও, চালক ও অটোরিকশা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। যে ভাড়া নির্ধারণ করলে চালক ও যাত্রী দু’পক্ষই সহমত হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালক রা মানে না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
    ‎এছাড়াও মানববন্ধনে উপস্থিত যাত্রীরা তারা দাবি করেন, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ার উদ্দিন ট্রাফিট পয়েন্টকে অটো বাইক রিক্সার স্টেশন বানানো যাবে না।পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক, ও প্রশাসন সহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, অটোরিকশার ডান পাশ স্থায়ী ভাবে বন্ধ রাখা। যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেস বিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধনে বক্তারা।##

  • বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত

    বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করতে ঝুকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তন করার দাবীতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। সোমবার (২রা জুন) বেলা ১১টায় শহরের বিজয় উল্লাশ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নলছিটি পৌর এলাকার সাধারণ জনগন ঘন্টাব্যাপী এ মনববন্ধনে অংশ নেয়।
    এ সময় বক্তারা বলেন, একটু বাতাস বা বৃষ্টি হলেই নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কারণ সঞ্চালন লাইনে গাছ পড়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এ জন্য ৬ থেকে ১২ ঘন্টা অবার কোন কোন সময় ২৪ঘন্টা বা তারও বেশী সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদেরকে। বক্তারা আরো বলেন, জুড়কাঠি সাব ষ্টেশন থেকে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটি নলছিটি উপজেলা পরিষদের পিছন দিকের আবাসিক এলাকার গাছপালার ভিতর থেকে এসে নলছিটি পোষ্ট অফিসের সামনে শহরের সঞ্চালন লাইনে মিলিত হয়েছে। যে কারণে একটু বাতাস হলেই ওই এলাকায় সঞ্চালনে লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই জুড়কাঠি সাব ষ্টেশন থেকে উপজেলা পরিষদের পিছনের আবাসিক এলাকা ভিতর দিয়ে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটির পথ পরিবর্তন করে পাশ^বর্তী উন্মুক্ত জায়গা থেকে নেয়ার দাবী করে তারা বলেন, এতে করে সঞ্চালন লাইনে গাছ পড়ার ঝুঁকি কমবে। এত মানুষের ভোগান্তি লাঘব হবে।
    এ বিষয়ে জানতে চাইলে ‘ওজোপাডিকো’র নলছিটি আবাসিক প্রকৌশলী মাসুদ রানা জানান,“উপজেলা পরিষদের ভিতরের গাছগুলো কাটার জন্য নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি অশ^স্ত করেছেন। এ ছাড়া নলছিটি পোষ্ট অফিসের সামনে মিলিত হওয়া জুড়কাঠি সাব ষ্টেশন থেকে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটির পথ পরিবর্তন করে পৌর এলাকার মল্লিকপুর দিয়ে শহরে প্রবেশ করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আশাকরি শীঘ্রই কাজটি করতে পারব।”

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভি-যানে  ১০ কেজি গাঁ-জাসহ ২ জন মা-দক ব্যবসায়ী গ্রেফ-তার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভি-যানে ১০ কেজি গাঁ-জাসহ ২ জন মা-দক ব্যবসায়ী গ্রেফ-তার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় চানাচুর ও চিড়া ভাজা বিক্রির স্টিলের তৈরি ১ টি ড্রামের ভিতর থেকে মাদকদ্রব্য ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ৩০ মে ২০২৫ খ্রিঃ, রাত্রী ০০.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামস্থ জনৈক মোঃ নয়ন হোসেন (২০), পিতা- মৃত বাচ্চু স্বর্ণকার এর পশ্চিম দুয়ারী টিনের তৈরি শয়ন ঘরের ভিতর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২৬০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রায়হান ইসলাম (২২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- উত্তর সাপটানা হলুদ দালান, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট ২। মোঃ হৃদয় সরকার (২৫), পিতা- মোঃ হামিদ সরকার, সাং- আগদিঘল উত্তরপাড়া, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • স্ব-র্ণ ও মা-দক চো-রাকারবারি করে ১৬ বছরে অনেকেই বাড়ি গাড়িসহ শত শত কোটি টাকার মালিক

    স্ব-র্ণ ও মা-দক চো-রাকারবারি করে ১৬ বছরে অনেকেই বাড়ি গাড়িসহ শত শত কোটি টাকার মালিক

    হেলাল শেখঃ বাংলাদেশে স্বর্ণ ও মাদকসহ বিভিন্ন অবৈধ কারবার করে ১৬ বছরে অনেকেই অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক বুনে গেছে বলে তথ্য রয়েছে। সূত্র জানায়, যাদের নুন আনতে পান্তা ফুরিয়েছে তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত হয়ে পদ পদবি না থাকলেও গত ১৬ বছরে বাড়ি গাড়িসহ শত শত কোটি টাকার মালিক হয়েছে।
    রবিবার (১ জুন ২০২৫ইং) জানা গেছে, রাজধানীর মিরপুর ১১ নং ও ১২ নং এবং তাঁতিবাজারসহ জেলা উপজেলায় বিভিন্ন মার্কেট ও জুয়েলারী দোকানের মালিক সোনার ১০ ভরি ওজনের বিস্কুট চোরাকারবারি করেছে, এমন কি উন্নত মাদকের কারবার করে শত শত কোটি টাকার মালিক বুনে গেছেন অনেকেই, সোনার হিসাব ও মাদকের বিষটি এবং কালো টাকার মালিকরা কৌশলে বাঁচতে বিশিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায় পাটনার হয়।
    সূত্রে জানা গেছে, প্রতি ১ভরি ২২ ক্যারেট সোনা বর্তমানে বাংলাদেশে প্রায় ১লক্ষ ৭০ হাজার টাকা, ২১ ক্যারেট ১ লক্ষ ৬৮ হাজার টাকা বিক্রি করা হচ্ছে। ‘স্বর্ণের দাম উঠানামা অব্যাহত-বাংলাদেশসহ বিশ্ব বাজারে এ যেন ভেলকিবাজি শুরু করেছে ব্যবসায়ীরা’। সোনার দাম বাড়ালে দ্রুত বোর্ডে লেখা হয়, আর দাম কমালে তা বোর্ডে লিখতে দুই চারদিন লেগে যায় বলে ক্রেতাদের অভিযোগ, এ যেন অন্যরকম এক ভেলকিবাজি। সেই সাথে জুয়েলারি দোকানে স্বর্ণ পরিক্ষার জন্য এসিডের লাইসেন্স না থাকা ও সচেতনতার অভাবে বাড়ছে এসিড সন্ত্রাস। থেমে নেই সোনা বন্দকী অবৈধ চড়া সুদের কারবার। স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্বর্ণ চোরাচালানী বেড়েই চলেছে বলে বিমানবন্দরে সংশ্লিষ্টরা জানান।
    ব্যবসায়ীদের দাবী-এমন টানা দাম উঠানামা অব্যাহত থাকায় এই দামি ধাতুটি চোরাচালানী হয়। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে বাড়ছে রুপা ও প্লাটিনামের ধাতুটিও। গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম অনেকটা বেড়েছে। বাংলাদেশের বিভিন্ন মার্কেটে স্বর্ণের দোকান বা জুয়েলারীতে ব্যবসায়ীরা সরকারি আইনের তোয়াক্কা না করে তাদের ইচ্ছামত জমজমাট কারবার করছে। সেই সাথে স্বর্ণ পরিক্ষা করার জন্য অবৈধ ভাবে এসিড ব্যবহার করছে, বেশিরভাগ জুয়েলারি ব্যবসায়ীদের এসিড ব্যবহারিক লাইসেন্স নেই আর সচেতনতার অভাবে এসিড সন্ত্রাসের মতো ঘটনা ঘটছে, এসিড নিক্ষেপ করে অনেক মানুষের জীবন ধ্বংস করেছে এসিড সন্ত্রাসীরা।
    উল্লেখ্য গত ০২/০১২/২০২০ইং রাত ১০ টা ৫মিনিটের দিকে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া শিমুলতলা নামক স্থানে স্থানীয় রোমান ভুইয়া’র মসজিদের পাশের্ব রাস্তার উপর পৌছাইলে মোছাঃ রিমা আকতার (১৯), এর শরীর লক্ষ্য করিয়া এসিড নিক্ষেপ করায় তার মুখে ও শরীরে লাগিয়া মুখমন্ডলসহ বিভিন্ন স্থানে তার ঝলসিয়া গিয়েছে। স্থানীয়রা তার গুরুত্বর জখম ও আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামগড়া বেরণ সরকার মার্কেট আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন, এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এসময় এসিড নিক্ষেপকারী মোঃ রঞ্জু (৩২) কে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। এসিড নিক্ষেপকারী রঞ্জু জামালপুর মেলান্দহ গ্রামের মৃত ছামাদ মিয়ার ছেলে। এরকম অনেক ঘটনা প্রায়ই ঘটে থাকে।
    অন্যদিকে বরিশাল বিভাগের ভোলা জেলা চরফ্যাশন থানার সালমা আক্তার মুন্নি (১৮), এক কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপ করা হয়। এ ব্যাপারে চরফ্যাশন থানায় মামলা হয়েছে। সারাদেশে এরকম অনেক এসিড নিক্ষেপের ঘটনা ঘটছে। সূত্র জানায়, ‘এই এসিড সংগ্রহ করা হচ্ছে স্বর্ণের দোকান ও ব্যাটারির কারখানা থেকে।’ তথ্যসূত্রে জানা গেছে, স্বর্ণ পরিক্ষা করতে প্রতিটি স্বর্ণের দোকানে এসিড ব্যবহার করা হয় কিন্তু ব্যবহারিক লাইসেন্স নেই ৯৮% দোকানের। স্বর্ণ ও বিভিন্ন মাদক বিক্রির সাথে স্বর্ণ ব্যবসায়ীসহ অনেকেই জড়িত রয়েছে বলে সূত্র জানায়। অনেকেই জানায, স্বর্ণের ব্যবসার আড়ালে অনেকেই মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক,গত ১৬- ১৭ বছর আগে যাদের লাখ টাকা ছিলো না তারা এখন শত শত কোটি টাকার মালিক।
    এসিডের বিষয়ে কোনো ব্যবসায়ী মুখখুলছেন না, তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকলে দেশে স্বর্ণ শিল্পী হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। দেশের বাজারে স্বর্ণের দাম আরও বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দায়িত্বশীলরা। এর আগে উক্ত বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে ইতোমধ্যে বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম উঠানামা অব্যাহত আছে আমরা দেখছি, গত কয়েক দিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম উচ্চমুখী। তিনি আরো বলেন, বিশ্ববাজারে দাম কমার এ প্রবণতা অব্যাহত থাকলে আমরা স্বর্ণের দাম কমাবো কিভাবে।
    তথ্যমতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এমন তথ্য নিশ্চিত করেছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ক্যারেট ৯১৬ প্রতি ভরি (১১দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণ ১ লক্ষ ৬৮ হাজার টাকা বিক্রি করা হচ্ছে, কোনো জায়গায় আবার কিছু কম বা বেশি দামে সোনার অলংকার বিক্রি করা হচ্ছে। ৬ রতিতে ১ আনা, ১৬ আনা=৯৬ রতিতে এক ভরি হিসেবে স্বর্ণ ওজন করে বা গ্রাম এর মাপে তা বিক্রি করা হয়।
    স্বর্ণ চোরাচালানী কিভাবে হয় মুন্সীগঞ্জের শরীফুল ইসলাম শরীফ জানায়, স্বর্ণের বিস্কুটসহ বিভিন্ন রকমের সোনা চোরাচালানী হয়, তিনি একবার ১০ ভরির ১০টি বার বিস্কুটসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছিলেন, বর্তমানে জামিনে বাহিরে আছেন। তিনি জানান, প্রতিবছর হাজার হাজার কোটি টাকার স্বর্ণ চোরাচালানী হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি নয়। এদিকে স্বর্ণ ও মাদকের ব্যবসাসহ অবৈধ ভাবে কোটি কোটি টাকা কামিয়েছে। তদন্ত করলে কেঁচো খুঁজতে সাপের সন্ধান পাওয়া যেতে পারে বলে অনেকেই জানান।

  • লালমনিরহাটে জম জমাট গরুর হাট চাপারহাট

    লালমনিরহাটে জম জমাট গরুর হাট চাপারহাট

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    ঈদুল আজহা উপলক্ষে জেলার হাটগুলোতে কোরবানির পশুর কেনা-বেচা জমে উঠেছে। হাটগুলোতে গরু উঠছে প্রচুর। হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিনা বেশি। এসব গরু উপযুক্ত দামে বিক্রি হচ্ছে। তবে বড় গরু আমদানির তুলনায় চাহিদা কম হওয়ায় প্রত্যাশার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। উত্তরবঙ্গের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চাপারহাট পশুর হাট। প্রতি হাটে সেখানে অনেক গরু-ছাগল বিক্রি হয়। সরেজমিন দেখা গেছে, দুপুর থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিনি ট্রাক, নিজআপ ভ্যান, ইঞ্জিনচালিত যান ভটভটি ও নছিমনে করে গরু-ছাগল নিয়ে হাটে আসতে থাকেন বিক্রেতারা। দুপুর ২টা নাগাদ গরু ও ছাগলে হাটি ভরে যায়। বৃষ্টির মধ্যেই গরু-ছাগল কেনা-বেচা চলতে দেখা যায়। ক্রেতা ও ব্যবসায়ী বলছেন, হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে, সে তুলনায় ক্রেতা নেই। স্থানীয় লোকজন কোরবানি দেওয়ার জন্য গরু কিনলেও বিভিন্ন জেলা থেকে আশা ব্যবসায়ীরা গরু কিনছেন না। ফলে বেচাবিক্রি তুলনামূলক কম।

    সাধারণত কোরবানি ঈদের দুই-তিন সপ্তাহ আগে থেকেই গবাদিপশুর হাটগুলোতে বেচাবিক্রি জমে যায়। সে তুলনায় এবার ঈদের বাকি আর ৪-৫ দিন, কিন্তু চাপারহাটে কেনা-বেচা খুব একটা জমেনি। খামারী গরু বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তুলনায় হাটগুলোকে অনেক বেশি গরু উঠছে। ফলে বেচাবিক্রি আগের বছরগুলোর তুলনায় কম। স্থানীয় ছোট ও মাঝারি গরু কিনছেন বেশি। বড় গরু বিক্রেতাদের প্রত্যাশার চেয়ে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে গোতযাম দিয়ের গরু বিক্রি করছেন। শেষ পর্যন্ত বড় গরুর দাম এমন থাকলে বড় ধরণের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন খামারিরা।

    ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু বিক্রেতা আসাদুল ইসলাম বলেন চাপারহাটের পরিবেশ এতো সুন্দর যে ক্রয় বিক্রয়, চলফেরা, এবং ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়া সকল প্রকার সুবিধা রয়েছে এ জন্য এই চাপারহাটে গরু ছাগল বেশি আমদানি হয়। হাট এজারাদার হাজী শাহ আলম, বলেন দেশের বিভিন্ন জেলা থেকে আশা বিক্রেতা ও ক্রেতাদের থাকা খাওয়া সহ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং গরু সুস্থার জন্য পশু চিকিৎসক রয়েছে। হাটকে কেন্দ্র করে জেলার কোন সড়ক কিংবা মহাসড়কে যেন কেউ কোন চাঁদা আদায় করতে না পারে সেজন্য জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া জেলার প্রতিটি হাটের পরিবেশ সুন্দর রাখার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য দাইত্ব পালন করছেন। প্রতিটি হাটে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    হাসমত উল্লাহ ।।

  • নড়াইলে ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রেফ-তার

    নড়াইলে ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রেফ-তার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৩৮) নড়াইল লোহাগড়া থানাধীন এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে ও মোঃ রমজান আলী (২২) একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। অদ্য শনিবার (৩১ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

  • ঝিনাইদহের ৫ যুবককে কম্বোডিয়ায় বিক্রির অভিযোগ

    ঝিনাইদহের ৫ যুবককে কম্বোডিয়ায় বিক্রির অভিযোগ

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    আদম পাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়ে ঝিনাইদহে বহু পরিবার নিঃস্ব হয়েছে। আর্থিক সংগতি হারিয়ে পরিবারগুলোতে চলছে কষ্ট আর শোকের মাতম। আদাম পাচারকারী চক্রের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তারা রয়েছে বহাল তবিয়তে। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে দালালরা সব কিছু ম্যানেজ করছেন। ফলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কোন প্রতিকার পাচ্ছেন না।

    ঝিনাইদহ প্রেসক্লাবে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেন হালিমা খাতুন নামে এক অসহায় নারী। তার ছেলে শাহীনকে থাইল্যান্ডে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে কম্বোডিয়ায় বিক্রি করে দেওয়া হয়েছে। শহীনের মতো আরো ৮ যুবককে চক্রটি প্রতিশ্রুত দেশে না পাঠিয়ে কম্বোডিয়া পাঠিয়ে ঝুকির মধ্যে ফেলে দিয়েছেন।

    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের কুয়েত প্রবাসি আলতাফ হোসেনের স্ত্রী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আলী আহম্মদের ছেলে ফজলুল করিম ফয়জুল, তার ছেলে ফয়সাল আহমেদ, স্ত্রী জাহানারা খাতুন ও পুত্রবধু তারানা হক রথী (২০) বিদেশ পাঠানোর নামে এলাকার বহু মানুষের সঙ্গে প্রতারণা ও ঠকবাজীর মাধ্যমে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিমা খাতুন দাবী করেন, তার ছেলে শাহীন ছাড়াও নাথকুন্ডু গ্রামের মোঃ আকরাম আলী, একই গ্রামের সিফাতুল্লা, হলিধানী গ্রামের মোঃ রাহুল আহমেদ, প্রতাপুপর গ্রামের রানা মিয়া, সদর উপজেলার জয়রামপুর গ্রামের সবুজ, ঝিনাইদহ পৌর এলাকার কলাবাগানপাড়ার নাজিব ও বেড়াদি গ্রামের আব্দুল গাফ্ফারের কাছ থেকে মাথাপ্রতি ৭ লাখ টাকা করে মোট ৫৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরমধ্যে সবুজ, নাজিব ও আব্দুল গাফ্ফার নেপাল বিমান বন্দর থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

    প্রতারণার শিকার নাজিব ও সবুজ নামে দুই যুবক জানান, থাইল্যান্ডে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার জন্য ফজলুল করিম ফয়জুলসহ আসামীগণ তাদের প্রলুদ্ধ করে। তাদের কথা বিশ্বাস করে ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে জনপ্রতি সাত লক্ষ টাকা করে দেন।

    টাকা নেওয়ার পর তাদের থাইল্যান্ডে না পাঠিয়ে কম্বোডিয়ার স্ক্যাম্প কোম্পানীতে ১৮ ঘন্টা শ্রমের চুক্তিতে বিক্রি করে দেন। ফলে সেখানে তারা নিদারুন কষ্টে আছেন। মাসে মাসে কোন টাকা টাকা পাঠাতে পারছেন না। তাই ব্যাংক ঋণ দেওয়াও সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌচেছে যে, বিদেশ থেকে টাকা পাঠানো তো দূরের কথা এখন তারা জীবন নিয়ে ফিরতে পারবে কিনা তা নিয়ে পরিবার শংকা প্রকাশ করেছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হাওলাদার বলেন, ‘সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘ-র্ষে বৃদ্ধ নিহ-ত – আহ-ত ৫

    ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘ-র্ষে বৃদ্ধ নিহ-ত – আহ-ত ৫

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। রোববার (১ জুন) সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত হোসেন একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বিএনপির অপর পক্ষ আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৫ জন আহত হন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হাওলাদার বলেন, ‘সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

  • বীরমুক্তিযোদ্ধা শিক্ষক আমিনুল ইসলামের  ইন্তে-কাল – রাষ্ট্রমর্যাদায় দাফন

    বীরমুক্তিযোদ্ধা শিক্ষক আমিনুল ইসলামের ইন্তে-কাল – রাষ্ট্রমর্যাদায় দাফন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম নানা জটিল রোগ ও বার্ধক্য জনিত কারণে শনিবার দিবাগত রাত ৩ টায় রামেক হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

    উপজেলার কুমুরপুর কবরস্থলে রাষ্ট্রমর্যদায় দাফন করা হয়। তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশার (ভূমি) শামসুল ইসলাম, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্মকর্তা কমান্ডার শাহাদুল হক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আশোক কুমার চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, কাবাজ উদ্দিন, রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট মোঃ হায়দার আলী, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল আলম তোতাসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ী উপস্থিত ছিলেন। দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের থেকে ৫ হাজার টাকা, উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৬ হাজার টাকা মেজ ছেলে রাঙ্গার নিকট প্রদান করা হয়।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।