Blog

  • নেছারাবাদে মালটা বাগান থেকে মুড়ি ব্যবসায়ীর ঝুল-ন্ত লা-শ উদ্ধার

    নেছারাবাদে মালটা বাগান থেকে মুড়ি ব্যবসায়ীর ঝুল-ন্ত লা-শ উদ্ধার

    আনোয়ার হোসেন।

    নেছারাবাদে উপজেলা সংবাদদাতা।।

    নেছারাবাদে সাধন দাস (৩৫)নামে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সেহাংগল এলাকার বিনায়েকপুর থেকে রাত ১১টা ৩০ মিনিটের সময় সন্ধ্যা নদীর কাছে মালটা বাগানে কাফুলা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাধন দাস বিনায়েকপুর ২নং ওয়ার্ড সংকর দাসের ছেলে।

    তথ্য সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে খোজাখুজির এক পর্যায়ে সাধনের বসত বাড়ী হইতে ৩০০ গজ দুরে তাহার নিজের মালটা বাগানের ভিতরে কাফুলা গাছের সাথে নিজের পড়নের লুঙ্গী দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানা যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা, তবে নাম প্রকাশ না করার শর্তে ঐ এলাকার একাধীক ব্যাক্তি জানান, সাধন মাদক সেবি একটি গ্রুপের সাথে চলাফেরা করতো, মাকদ সেবন করতো আমরা দেখেও কিছু বলতে পারতাম না। মাদক সংক্রান্ত কোন ঝামেলা থেকে সাধনকে মেরে ফেলতে পারে অবশ্য সেটা ময়না তদন্তের রিপোর্ট বেড়িয়ে আসবে।

    এলাকাবাসী সূত্রে আরো জানা যায় সাধন প্রায় সময় হতাশাগ্রস্থ থাকতেন, এবং একাদিক পরোকিয়ার সাথে জড়িত ছিলেন জনশ্রুতি রয়েছে এবং ঐ এলাকায় কিছু নেশাগ্রস্থ লোকের সাথে চলাফেরা করতো এনং নিজেও নেশা করতো। এই চক্রটি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।

    তার পরিবার সূত্রে জানাযায়, সাধনের সেহাংগল বিনয়তপুর বাজারে একটি মুড়ির মিল আছে। তিনি মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় তাহার বাড়ী হতে নিজের মুড়ির মিলে যান তার পর থেকে তিনি আর বাড়িতে আসেন নাই। সাধন বাড়িতে না ফেরায় বাড়ির ও স্থানীয় লোকজন সন্ধার পর থেকে তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায় তার বাড়ি থেকে ৩০০ গজ দূরে তাহার নিজের বাগানের ভিতরে পানি কাফুলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

    এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি সাধনের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • বানারীপাড়া থানা পুলিশের বিচক্ষণতায় ডাকা-তির ঘটনার মূল হো-তাসহ ঢাকায় গ্রেফতার তিন

    বানারীপাড়া থানা পুলিশের বিচক্ষণতায় ডাকা-তির ঘটনার মূল হো-তাসহ ঢাকায় গ্রেফতার তিন

    বিশেষ প্রতিনিধি।

    বরিশালের বানারীপাড়া থানায় ডাকাতি মামলার তিন আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছে।জানাগেছে তথ্যপ্রযুক্তির সহায়তায় Rab -10 তাদেরকে আটক করেছে। আটককৃত আসামিরা হলো নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের বাদশা বেপারির ছেলে মোঃ সোহাগ বেপারি (৩৫), একই উপজেলার উত্তর- পশ্চিম সোহাগদলের মজনু মাঝির ছেলে নাসির মাঝি(৪০) এবং বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের মৃত জাকারিয়া হোসেনের ছেলে মোঃ মোঃ মীর লিটন ওরফে আলামিন (৫০)।গত ২১ এপ্রিল গভীর রাতে উপজেলার বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুল দফাদারের বাড়িতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়।ওইদিন বাবুল দফাদার বানারীপাড়া উপজেলার গরদ্ধার গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃশহিদুল ইসলাম মানিক ও মৃত আঃ রব এর ছেলে কালুসহ আরো ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।একই দিন শহিদুল ইসলাম মানিককে পুলিশ বন্দর বাজার থেকে গ্রেফতার করে পরেরদিন বরিশাল জেল হাজতে প্রেরন করেন।বানারীপাড়া থানা পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে ৪ দফায় মোট ৮ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ওই ডাকাত সদস্যরা থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপজেলার বাইশারী ও সলিয়াবাকপুরে ডাকাতিকার্য সংগঠিত করার সত্যতা স্বীকার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই চন্দন কুমার রায় জানান, মামলা দায়েরের পর থেকে বানারীপাড়া থানা পুলিশের টিম অপরাধীদের গ্রেফতারে যথেষ্ট চেষ্টা করেছি এবং আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।এ ব্যাপারে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান, আসামিদের গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং এ অপরাধের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে চিন্তিত করার চেষ্টা চলছে।উল্লেখ্য গত ২১ এপ্রিল শহিদুল ইসলাম মানিককে মামলার বাদী বাবুল দফাদার ডাকাত সন্দেহে আসামি করা এবং থানা পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকায় তুমুল প্রতিবাদের ঝড় ওঠে।২৪ এপ্রিল মানিক একজন নির্দোষ ও ভালো মানুষ দাবি করে তার স্বজনরা ও এলাকাবাসী একটি মানববন্ধন করে।তবে একের পর ডাকাত সদস্যরা আটক হওয়ায় বানারীপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বানারীপাড়া থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

  • চারঘাটে কোরবানির চা-মড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণ

    চারঘাটে কোরবানির চা-মড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এর জন্য বিনামূল্যে কোরবানীর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১০ টন লবণ বিতরন করা হয়েছে।

    বুধবার (০৪ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বিনামূল্যে এ লবণ বিতরণ করেন।

    নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিক ভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এই লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।”

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, চারঘাট মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর প্রধানগন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।

  • পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে তিন শ্রমিকের মৃ-ত্যু

    পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে তিন শ্রমিকের মৃ-ত্যু

    জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় ভুট্টার ক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বুধবার (০৪ জুন) সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট বেংহাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, ওই এলাকার সফিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (২৩), শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩২), লিয়াকত আলীর ছেলে শাহিন আলম (৩৫)। এসময় আহত হয়েছেন সফিজুল ইসলামের ছেলে জয় ইসলাম (৩০) নামে এক শ্রমিক।

    স্থানীয়রা জানান, ওই ভুট্টাক্ষেতের উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের তার। একটি তার ছিড়ে নিচে পড়ে ছিলো। ১৪ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিল। কিন্তু হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকরা বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান ওই এলাকার শ্রমিক জামিদুল ইসলাম। এসময় আহত অবস্থায় শ্রমিক রব্বানি, শাহিন আলম ও জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ক্ষেত্রেই পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। হঠাত আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুত শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুত অফিসে ফোন দেই। কিন্ত তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। এক পর্যায়ে বিদ্যুত বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।

    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, সকাল দশটায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া তিনজনকে নিয়ে আসে। এর মধ্যে রব্বানী ও শাহিন আলম নামে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত জয় ইসলামকে আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, আজকে সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন গুরুতর আহত হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আর বাকী দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। এ সংক্রান্ত আমরা অপমৃত্যু মামলা নিচ্ছি এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ঢাকা, ০৩ জুন ২০২৫ (মঙ্গলবার): ইন্দোনেশিয়ার মান্যবর পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী Armanatha Christiawan Nasir আজ সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

  • হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন ফেরত দিলেন রাজশাহীর এসপি

    হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন ফেরত দিলেন রাজশাহীর এসপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: আজ ৩ জুন মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন।
    এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

    রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৫৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ জিডি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
    উল্লেখ্য, ৫৬টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৬ টি, স্যামস্যাং ১১ টি, শাওমি ৫ টি, রিয়েলমি ১৪ টি, ইনফিনিক্স ৫ টি, ওয়ালটন ৩ টি, টেকনো ৩ টি, ওপ্পো ৮ টি ও ওয়ানপ্লাস ১টি ব্র্যান্ডের।

    রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

    হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ঈদুল আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

    ঈদুল আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

    গৌরনদী প্রতিনিধি
    সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুছ মিয়া, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাষ কুমার, সাংবাদিক কাজী আল আমিন, পলাশ তালুকদার, লিটন খান প্রমূখ। সভায় মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ করতে গৌরনদী বাসষ্টান্ড, টরকী, বাটাজোর, মাহিলাড়াসহ সকল ষ্টান্ড অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালণা, মহাসড়কে থ্রি-হুইলার-নসিমন-ভটিভিটি চলাচল বন্ধ ও পকেট সড়কে চলাচলযোগ্য থ্রিহু-ইলার ষ্টান্ডকে মহাসড়ক থেকে সরিয়ে গয়নাঘাট পুরানো ব্রিজের উপর ষ্টান্ডশনাক্ত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্বান্ত নেওয়া হয়। এই অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিসহ ৬টি টিম এক যোগে কাজ করবে।

  • জীবননগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    জীবননগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    আল আমিন মোল্লা,
    জীবননগর চুয়াডাঙ্গা।

    চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূর আলম এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা।

    কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন নাঈমুর রহমান, পল্লব হোসেন ও মুক্তা খাতুন। বক্তারা বলেন,

    তাঁরা জানান, গ্লোবাল গ্যাপের আদলে বাংলাদেশ গ্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, পুষ্টিমানসম্পন্ন ও টেকসই কৃষিপণ্যের উৎপাদন, পরিবেশ সহনশীল চাষাবাদ, কৃষিকর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা যাবে। একইসঙ্গে মানসম্পন্ন উচ্চমূল্যের ফসলের উৎপাদন ও রপ্তানিও বৃদ্ধি পাবে।

  • সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রোমান ভুঁইয়া

    সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রোমান ভুঁইয়া

    হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।

    দেশের সুনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, ঢাকা জেলার পরপর ৮বার সেরা (শ্রেষ্ঠ) করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তাঁর প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

    বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, আমার বার্তা ঈদুল আজহা হলো ত্যাগের মহিমা, এই ঈদে দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল প্রতিবেশী, ভাই বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই স্বার্থকতা। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে ঈদের দিন প্রিয়জনদেরকে উপহার দিন, শান্তি শৃঙ্খার লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। তিনি আরো বলেন, আমি ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সেরা সম্মাননা স্মারক পেয়েছি তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী হিসেবে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে যখন থেকে ব্যবসা বড় হচ্ছে-তখন থেকেই কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। তিনি আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ এবং ২০২৩ সালে বিজয়ের মাসে আবারও ৮ম বারের মতো ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সমস্যার কারণে এ বছর নতুন সরকার। আর নির্বাচিত সরকার আসলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক”।

    বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের (জামগড়া ভুঁইয়া বাড়ির মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও মাতা মৃত তছিমন্নেছা দম্পতির আদরের তৃতীয় ছোট ছেলে), তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের পিতা। তিনি একজন ভালো মনের মানুষ, তিনি সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নেই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত শিল্পপতি। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) এবং আরো বিভিন্ন বৈধ ব্যবসা রয়েছে তাঁর। এলাকাবাসী জানায়, তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মনের মানুষ, তার মধ্যে কোনো হিংসা বা অহংকার নাই, তিনি দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”।

  • আশুলিয়ায় বৈ-ষম্যবিরো-ধী ছাত্র-জনতার হ-ত্যা মা-মলায় পবিত্র দাসকে গ্রে-ফতার করেছে পুলিশ

    আশুলিয়ায় বৈ-ষম্যবিরো-ধী ছাত্র-জনতার হ-ত্যা মা-মলায় পবিত্র দাসকে গ্রে-ফতার করেছে পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় পবিত্র দাস (৩৮) নামের এক যুবলীগ নেতাকে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার (৩ জুন ২০২৫ইং) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পবিত্র দাস আশুলিয়ার তৈয়বপুরের সূর্য মোহন দাসের ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

    আশুলিয়া থানার সিনিয়র (এসআই) মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তৈয়বপুরের রাস্তা থেকে রাতে অভিযান পরিচালনা করে পবিত্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।