Blog

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিহাটি  চিড়াদধি  মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিহাটি চিড়াদধি মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগায়ের পীরগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে ৯ নং সেনগাও ইউনিয়নের কানারী গোসাইপুর রাধাগোবিন্দ মন্দিরে ৯জুন ২০২৫ সোমবার দিনব্যাপী পানিহাটি চিড়াদধি মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি বাংলাদেশ ইসকন,সন্পাদক রংপুর ও রাজশাহী, অধ্যক্ষ ইসকন মন্দির গড়েয়া গোপালপুর,ঠাকুরগাঁও শ্রীমৎ ভক্তি বিনয় মহারাজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক প্রশাসক প্রফুল্ল কুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ শ্রীপাদ কংসহন্ত দাস ব্রহ্মচারী,গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের বলিষ্ঠ ভক্ত শ্রীপাদ ব্রজনায়ক ব্রম্মচারী,পরিচালক মায়াপুর ইনস্টিটিউট গড়েয়া গোপালপুর ইসকন মন্দির,গড়য়া গোপালপুর ইসকন মন্দিরের গীতা একাডেমির পরিচালক,শ্রীপাদ সুধন্য গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রমুখ।এছাড়াও বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার মাধ্যমে শ্রীকৃষ্ণের গুনকীর্ত্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি শেষে চিড়াদধি,খিচুড়ি বিভিন্ন প্রকারের প্রশাদ বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানটি শান্তি ও শৃঙ্খলার মধ্যে সমাপ্তি ঘটে।

  • আশুলিয়ায় মা-দক সন্ত্রা-সী ও জু-য়ায় যুবসমাজ ধ্বং-সের পথে, থানায় ৯ মাসে ৫ ওসি বদলি

    আশুলিয়ায় মা-দক সন্ত্রা-সী ও জু-য়ায় যুবসমাজ ধ্বং-সের পথে, থানায় ৯ মাসে ৫ ওসি বদলি

    হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ার ইউসুফ মার্কেট, সরকার মার্কেট, কাঠগড়া এবং আশপাশের বিভিন্ন এলাকায় তিন তাস জুয়া, অবৈধ মেলার আড়ালে রাজনৈতিক প্রতীকের ব্যবহার, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপসহ মাদক ও জুয়ার বিস্তার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

    স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডে যুবসমাজ দিনদিন বিপথে যাচ্ছে। বিশেষ করে মাদকের সহজলভ্যতা এবং জুয়ার আসরের কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও ঝুঁকছে অপরাধের দিকে।

    অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় অবৈধ মেলা বসিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীক ব্যবহার করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এসব কার্যক্রম চালানো হচ্ছে, যা প্রকৃতপক্ষে দলীয় ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে। নৌকার উপরে লোকজন তুলে ব্যবসা করা হচ্ছে।

    এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আশুলিয়া থানায় গত ৯ মাসে ৫ বার ওসি রদবদল হয়েছে। সর্বশেষ গত ৫ আগস্ট ওসি পরিবর্তন করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—বারবার পুলিশ প্রশাসনের রদবদলেও কেন থামছে না অপরাধমূলক কর্মকাণ্ড?

    এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।।

  • আকস্মিক বন্যায় চলনবিল প্লাবিত : ডুবে গেছে ধানক্ষেত

    আকস্মিক বন্যায় চলনবিল প্লাবিত : ডুবে গেছে ধানক্ষেত

    সিরাজগঞ্জ প্রতিনিধি : 

    আকস্মিক বন্যায় চলনবিলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সরিষা পরবর্তী নাবিজাতের বোরো ধান ডুবে যাওয়ায় এ এলাকার কৃষকের কোরবানি ঈদের আনন্দ  ম্লান হয়ে গেছে। ঈদ কে সামনে রেখে মৌসুমী শ্রমিকেরা বাড়ি চলে যাওয়ার পরপরই আকস্মিক বন্যায় চলনবিলের তাড়াশ, উল্লাপাড়া,শাহজাদপুর, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিস্তৃর্ণ্  অঞ্চল তলিয়ে যায়। ধান ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক  ধান কাটার শ্রমিক না পেয়ে হারভেস্টার মেশিন এনে ধান কাটার চেষ্টা চালায়। কিন্তু পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় সে চেষ্টাও বিফলে যায়। নিরুপায় অনেককেই ঈদের আনন্দ ফেলেই নৌকা নিয়ে ডুবে যাওয়া ধান কাটতে দেখা গেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এ অঞ্চলে প্রায় ৯০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। সরিষার জমিতে নাবি জাতের ব্রিধান-২৯ থাকায় এ সমস্যা দেখা দিয়েছে।

    পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, উজানে ঢলগড়া পানি ও স্থানীয়ভাবে ভারি বৃষ্টিপাতের কারণে চলনবিল অঞ্চলে এ বন্যা দেখা দিয়েছে। চলনবিলে মাঝ দিয়ে প্রবাহিত ১৬ টি নদনদীর মধ্যে আত্রাই ও ভদ্রাবতী নদী দিয়ে উজানের ঢলের পানি নিম্নধারা যমুনায় গিয়ে মিশে যায়। কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ দিন যমুনার পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হবে।

    সরেজমিনে নাটোরের সিংড়া উপজেলার বিয়াস , গুরুদাসপুর উপজেলার রুহাই, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ, উল্লাপাড়া উপজেলার রহিমপর ও শাহজাদপুর এলাকার পোতাজিয়া পয়েন্টে খোঁজ নিয়ে জানা যায়, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে নেয়া হচ্ছে বিঘা প্রতি ৬ হাজার টাকা। কিন্তু পানি বৃদ্ধির সাথে সাথে মেশিন ডুবে যাওয়ায় তা দিয়েও আর ধান কাটা সম্ভব হচ্ছেনা।

    সিংড়ার বিয়াস গ্রামের বাসিন্দা রোজিনা আক্তার মিতু বলেন, অনেক কৃষক ধানকাটার শ্রমিক না পেয়ে ধানের আশা ছেড়ে দিয়েছেন। আবার কেউ কেউ অর্ধেক  ভাগ দিয়ে  ধান ঘরে তুলছেন। একই রকম কথা বলেন, শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বাচ্চু। রাউতারা বাঁধের কারণে কিছু রক্ষা হলেও বৃষ্টি অব্যাহত থাকায় পানি বৃদ্ধি পেয়ে ফসল তলিয়ে যাচ্ছে। তাড়াশ উপজেলার মাগুড়া মুকন্দ গ্রামে গিয়ে দেখা যায় গলা পানিতে নেমে কৃষক ধান কাটার চেষ্টা চালচ্ছেন। সেই সঙ্গে বৃষ্টি পানি তাদের দুর্ভোগ আরো বৃদ্ধি করেছে।

     সিংড়া-তাড়াশ সংযোগস্থলের রানী ভবানী ব্রিজের উজানে গিয়ে দেখা যায়, ভদ্রাবতী নদীর উপর নির্মিত জলকপাট উপচে পানি প্রবাহিত হচ্ছে।

    নাটোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমরান হোসেন বলেন, ঈদের আগে ২৪ ঘণ্টায় আত্রাইয়ে ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও ঈদ পরবর্তী ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি কমেছে। তবে স্থানীয় ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় চলনবিলের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে।

    তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্র বলছে, আগামী ৫ দিন এ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

  • সংস্কার শেষে এপ্রিলে নির্বাচন হলে দ্বিমত নেই: সারজিস

    সংস্কার শেষে এপ্রিলে নির্বাচন হলে দ্বিমত নেই: সারজিস

    পঞ্চগড় জেলা প্রতিনিধি, : 

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের এগুলো সম্পূর্ণ হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তার পূর্বে নির্বাচনকালীন এই সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।

    সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সাথে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

    সারজিস বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল হোক, বড় দল হোক, সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচন একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচন গুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে।

    তিনি বলেন, রাজনৈতিক শক্তি আর সাংগঠনিক শক্তি সমান নয়। কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচন গুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি। ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে।

    আব্দুল হামিদের দেশে ফিরে আসা নিয়ে সারজিস বলেন, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব অন্তর্বর্তীকালীন সরকার তারা অভুত্থান পরবর্তী সরকার, অভুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা ছিল, তাদের যারা এমন দোসর ছিল যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের সামগ্রিক বিষয়গুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়। আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ কি নিচ্ছেন তারা আমরা এ বিষয়টি অবজারভ করছি। আমরা বিশ্বাস করি তারা অন্তত এ সকল প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।

    সারজিস বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক আহ্বায়ক কমিটি থাকবে এবং সেটার মধ্য দিয়ে অটোমেটিক আমাদের যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সেটি আমরা মনে করি যে স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই সম্পূর্ণ হবে।

    তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন এই রেজিস্ট্রেশন এর আবেদন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি আমরা ১৬ তারিখের মধ্যেই আশা করছি সম্পূর্ণ করতে পারবো। এ জন্য ১০০ টি উপজেলা এবং ২২ টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের অফিস নেয়ার প্রক্রিয়া চলছে। আমরা মনে করছি যে এই মাসের ১৫ তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করব এবং যথা সময়ে যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য  রাজনীতির দলের মতো করে আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব।

    এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়।।

  • কুর-বানির মাং-স নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃ-ত্যু  ছুটে গেলেন ইউএনও ফয়সাল আহমেদ

    কুর-বানির মাং-স নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃ-ত্যু ছুটে গেলেন ইউএনও ফয়সাল আহমেদ

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী। গোদাগাড়ীতে কোরবানির গোশতের সাহায্য নিতে এসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    ঈদের দিন অর্থাৎ ৭ জুন দৈনিক ইনকিলাবের অনলাইনসহ কয়েকটি অনলাইন পত্রিকায় গোদাগাড়ীতে কোরবানীর মাংশ নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা মোঃ হায়দার আলীর সাথে মোবাইলে ম্যাসেজ করে লোকেশন জেনে ঈদের সকল আনন্দ ত্যাগ করে ছেটে যান
    মরহুম আফজাল হোসেনের মহদেহ এক নজর দেখার জন্য। তিনি ওই রাতে রান্না করা কুরবানির মাংশ, ৩০ কেজি চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে। মুরহুমের ছেলে মেয়েদের শান্তনা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে এসেছেন।

    শনিবার (৭ জুন) দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলী গ্রামের আব্দুল হালিম এর বাড়ির পার্শ্বে মাধবপুর গ্রামের আফজাল হোসেন (৬৫) কোরবানির মাংশ সাহায্য নিতে এসে হটাৎ করে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    খোঁজ নিয়ে জানা যায় বার্ধক্যজনিত কারণ ছাড়াও তিনি অসুস্থ্য ছিলেন। তার দুই পক্ষ মিলে ৭ ছেলে ও ১ মেয়ে। মেয়েটি বৈবাহিক জীবনে বিচ্ছেদ হওয়ার পর পিতার বাড়ীতেই অবস্থান করছেন। মরহুম আফজাল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর থেকে এসে মাধবপুর নামক গ্রামে প্রায় ৫ বছর আগে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন। মরহুমের নামাযে জানাযা রাত ১১টার দিকে মাধবপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে।

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী ফয়সাল আহমেদ জানান, আমি জরুরীভাবে সেখানে উপস্থিত হয়েছিলাম, আমার ক্যাম্পসে ইয়াতিম, গরীব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য খাদ্য ও মাংশ রান্না করেছিলাম। সেখান থেকে রান্না করা মাংশ, ৩০ কেজি, নগদ অর্থ সহায়তা দিয়ে এসেছি। ছেলেরা তার দেখা শুনা করতেন না। তার ছেলে মেয়েদের বুঝিয়ে এসেছি। কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে বলেছি বলে ওই রাতে এ প্রতিবেদককে জানান, উপজেলার শীর্ষ কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।।

  • আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই-জামায়াতের মুজিবুর রহমান

    আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই-জামায়াতের মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গত বছর ৫ আগষ্টের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারলেও এদেশে আল্লাহর দেয়া বিধান এখনও চালু হয়নি। তাই আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। শোষণমুক্ত, দূর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য জনশক্তিকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ ৮ জুন ২০২৫, রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

    গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আয়োজনে এ অনুষ্ঠানে পৌর আমীর আনারুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

    গোদাগাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওঃ শওকত আলীর সঞ্চালনা আরও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান,
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোদাগাড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি নাজমুস সাকিব নূর প্রমূখ।

    অর্থসহ কুরআন তেলাওয়াত ও বরেন্দ্র শিল্পীগোষ্ঠী পরিবেশিত সংগীত পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী সুলতান আহমদের উদ্যোগে এতি-মদের মাঝে নগদ টাকা বিতরণ

    দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী সুলতান আহমদের উদ্যোগে এতি-মদের মাঝে নগদ টাকা বিতরণ

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামে প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আহমদের উদ্যোগে এতিম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

    ৮ জুন ২০২৫, রোববার বিকাল ৩টায় তার নিজ বাড়ির প্রাঙ্গণে এই মহৎ আয়োজন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সুলতান আহমদ নিজেই অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, আগামীতে ছাতক – দোয়ারা আসনে জামায়াতের নমিনী বিশিষ্ট আলেম ও জননেতা প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম আল মাদানী। তিনি বলেন,“এতিমদের মুখে ঈদের হাসি ফোটানো একটি মহান কাজ। যারা প্রবাসে থেকেও দেশের মানুষের দুঃখ-কষ্টে সাড়া দেন, তারা সত্যিই মানবিক ও দায়িত্ববান মানুষ।যারা এতিমদের ভরনপোষণ করে স্বয়ং রাসুল( স.) তাদের প্রসংশা করেছেন ”।
    দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা.হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য,সিলেট বারের আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাস্টার কামাল উদ্দিন, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক সুলতান আহমদ বলেন, “আমি সবসময় মনে করি, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও অনাথ শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রবাসে থেকেও আমি দেশের মানুষের কথা ভুলিনি। ঈদে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।আমি সবাইকে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি”।
    জামায়াত উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে এতিম শিশুদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজেরও আয়োজন করা হয়।

  • থানচিতে সাংবাদিক হিমংপ্রুয়ের মা মৃ-ত্যু, শো-ক প্রকাশ প্রেসক্লাব

    থানচিতে সাংবাদিক হিমংপ্রুয়ের মা মৃ-ত্যু, শো-ক প্রকাশ প্রেসক্লাব

    থানচি (বান্দরবান) প্রতিনিধিঃমথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হিমংপ্রু মারমা এর মা মেওয়াইচিং মারমা পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থানচি উপজেলা প্রেসক্লাব।

    রবিবার (৮ জুন) সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের বলিপাড়ায় নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন সাংবাদিক হিমংপ্রু মারমা। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু সম্পদ রেখে গেছেন।

    সাংবাদিক হিমংপ্রু মারমা বলেন, বহুদিন ধরে তার মা বার্ধক্যজনিত প্যারালাইসিস রোগের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার সকালে নিজ বাড়িতে তার মা মারা যান।

    প্রয়াত মেওয়াইচিং মারমা শেষকৃত্যানুষ্ঠান আগামীকাল সোমবার বিকালে বলিপাড়া শ্মশানে সম্পন্ন করার কথা রয়েছেন। মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক হিমংপ্রু মারমা।

  • শ-হীদ বাবার কাঁধে নয়, স্মৃতির ভারে ঈদ—গণতন্ত্রের শহী-দদের পাশে পঞ্চগড় জেলা বিএনপি

    শ-হীদ বাবার কাঁধে নয়, স্মৃতির ভারে ঈদ—গণতন্ত্রের শহী-দদের পাশে পঞ্চগড় জেলা বিএনপি

    মোহাম্মদ বাবুল হোসেন , পঞ্চগড়

    গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদ ও আহতদের পরিবারের মুখে এবার ঈদের হাসি নয়, ছিলো স্মৃতির ভার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাঁদের পাশে দাঁড়ানোর মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি।

    রোববার (৮ জুন) বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ম্যানাগ্রামে আয়োজিত ঈদ উৎসবটি যেন হয়ে উঠেছিল এক আবেগঘন মিলনমেলা—যেখানে রাজনীতি ছাপিয়ে উঠে এসেছে মানুষের পাশে দাঁড়ানোর দায়।

    শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। আমার ছোট ছেলেটি আজ ঈদের নামাজে বাবার হাত ধরে যেতে পারেনি। যে স্বৈরাচারী শক্তি আমার ছেলেকে এতটুকু বয়সে পিতৃহারা করেছে, আমি সেই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    তিনি আরও বলেন, “আমার ছেলের বাবা নেই। সে কাকে বাবা বলে ডাকবে? এই শোক কোনো ঈদে মুছে যাবে না। তারেক রহমানের কাছে আমার একটাই আবেদন—যে মানুষগুলো আমাদের এত কষ্ট দিয়েছে, তাদের যেন দেশের জনগণের সামনে বিচার হয়।”

    শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম বলেন, “আমার ছেলে ঢাকার বাড্ডায় নির্মমভাবে গুলি খেয়ে মারা গেছে। আমি শুধু তার হত্যাকারীদের ফাঁসি চাই। আজকের এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে, আমরা একা নই। ফরহাদ হোসেন আজাদ ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি।”

    শহীদ মো. সুমনের পিতা আব্দুল হামিদ বলেন, “আমার ছেলে বলেছিল—‘বাবা, তোমাকে আর কাজ করতে হবে না। আমি উপার্জন করে খাওয়াবো।’ কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে আমি ছেলেকে হারিয়েছি। আমি তার বিচার চাই।”

    জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, “গণতন্ত্রের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ শুধু মনে রাখলেই চলবে না, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

    তিনি আরও বলেন, “এই ঈদ উৎসব শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি একটি প্রতিশ্রুতি—যে শহীদদের রক্ত বৃথা যাবে না। তাঁদের স্মৃতি ও পরিবারের প্রতি ভালোবাসাই আমাদের সংগঠনের শক্তি।”

    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আদম সুফি বলেন, “এই আয়োজন শুধু রাজনৈতিক নয়, এটি এক মানবিক বার্তা বহন করে। রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, এটি মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর সুযোগ।”

    তিনি আরো বলেন, “রাজনীতিতে সহানুভূতি ও দায়িত্ববোধ এখন খুবই দুর্লভ বিষয়। কিন্তু পঞ্চগড় জেলা বিএনপির এই আয়োজন দেখিয়ে দিয়েছে—শুধু পতাকা নয়, ভালোবাসাও হতে পারে নেতৃত্বের প্রতীক। শহীদ বাবার ছেলেরা হয়তো আজ বাবার কাঁধে উঠে ঈদের নামাজে যেতে পারেনি, তবে তাঁদের হৃদয়ে ছিল পুরো জাতির শ্রদ্ধা ও ভালোবাসা।

    অনুষ্ঠান শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন নেতৃবৃন্দ। তাঁদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন। পুরো আয়োজন জুড়ে ছিলো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও সাহসিকতার এক অনন্য সম্মিলন।

  • সেনবাগের দক্ষিণ বালিয়াকান্দী তে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    সেনবাগের দক্ষিণ বালিয়াকান্দী তে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে রেঁনেসা ক্রীড়া ও যুব উন্নয়ন কেন্দ্রের উদ্দ্যোগে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৮ জুন রবিবার বিকেলে উপজেলার বালিয়াকান্দী সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এর অংশগ্রহণে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। রেনেসাঁ সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও রেনেসাঁ ক্রীড়া ও যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি এনামুল হক এনামের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজ্বী আবু তাহের কোম্পানির সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন কোম্পানি।উক্ত খেলার উদ্বোধক ছিলেন রেনেসাঁ সামাজিক সংঘের সভাপতি তাজুল ইসলাম বাচ্ছু।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহআলম বিএসসি, খোরশেদ আলম টিপু,আনোয়ার হোসেন, এয়াকুব বাচ্ছু,জহিরুল ইসলাম রাসেল,কামরুল ইসলাম সাকিব, আনোয়ার হোসেন সুমন মেম্বার,বাহারপাটোয়ারী,মোতাহের হোসেন পাটোয়ারী সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন, মো: হাছান,ইমাম উদ্দিন রাহিম,শাহাদাত হোসেন অন্তর,আশ্রাফুল ইসলাম ফয়সাল,মো: শাওন। উক্ত খেলাটি কুয়েত প্রবাসী মামুন ভু্ঁইয়া ও ওমান প্রবাসী শাহাদাত হোসেন রাজু’র সৌজন্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিবাহিত একাদশ ১ – ০ গোলে অবিবাহিত একাদশকে হারিয়ে শিরোপা বিজয়ী হয়।