Blog

  • পাবনা-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক কে এম  হেসাব উদ্দিনের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    পাবনা-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    এমএ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
    মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম গ্রহন করেন। এ সময় পাবনা ২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক রেজাউল করিম, বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক- ই আজম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন।
    মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জামায়াতের প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসন থেকে বিজয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের অন্যতম উদ্দেশ্য । তিনি পাবনা দুই নির্বাচনী এলাকার সকল ভোটারের ভোট প্রার্থনা সহ এ আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান, জামায়াত নেতা আসাদ, ওয়ালিউল্লাহ বিশ্বাস, শহীদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর উপজেলা প্রতিনিধি।।

  • টমেটোর ফলন বিপ-র্যয় কৃষকের মাথায় হাত

    টমেটোর ফলন বিপ-র্যয় কৃষকের মাথায় হাত

    আলিফ হোসেন,তানোরঃ
    ​রাজশাহীর তানোর ও গোদাগাড়ীতে চলতি মৌসুমে শীতকালীন সবজি টমেটো চাষে বড় ধরনের সংকটে পড়েছেন টমেটো চাষিরা।তানোরে তেমন টমেটো চাষ না হলেও গোদাগাড়ী টমেটোর ভাণ্ডার’ হিসেবে পরিচিত।তবে এই উপজেলায় এবার টমেটোর কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। টমেটো চাষিদের অভিযোগ, নিম্নমানের বীজের কারণেই এবার আশানুরূপ ফলন আসেনি। ফলে বিনিয়োগ করা মোটা অঙ্কের টাকা ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ফলন কম হওয়ায় বিপাকে টমেটো চাষিরা।
    ​সরেজমিন গোদাগাড়ীর রামনগর, হেলিপ্যাড,সাধুর মোড়, নবগ্রাম ও
    আমতলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চাষিরা জমি থেকে টমেটো তুলছেন ঠিকই, কিন্তু বিগত বছরের তুলনায় এবার প্রতি বিঘা জমিতে টমেটোর ফলন অনেক কম। রামনগরের কৃষকরা জানান, বীজের সমস্যার কারণে গাছগুলো সঠিকভাবে বাড়তে পারেনি এবং ফলের আকারও ছোট হয়েছে। জমিতে যে পরিমাণ শ্রম ও অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে সেই খরচ উঠবে কি না, তা নিয়ে অনেকেই শঙ্কিত। হতাশ এক কৃষক আক্ষেপ করে বলেন, “সব খরচ বাদে এবার হাতে কিছু থাকবে বলে মনে হচ্ছে না। মাঠের ফলন নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় থাকলেও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। রামনগর গ্রামের হ্যালিপ্যাড মাঠসহ অন্তত ৩০টি স্থানে চলছে টমেটো প্রক্রিয়াজাতকরণের কাজ। সেখানে খোলা আকাশের নিচে রোদে শুকানো হচ্ছে হাজার হাজার মণ কাঁচা টমেটো। কোনোটি হালকা লাল, কোনোটি হালকা হলুদ। আবার কোনো কোনো স্থানে টমেটোর বড় বড় স্তূপ খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে কদিন ধরে তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে টমেটো পাঁকাতেও সমস্যা দেখা দিয়েছে।
    স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাঠ থেকে ৪টি (৪৫ কেজি) হিসেবে ৭০০-৮০০ টাকা দরে কাঁচা টমেটো কেনা হচ্ছে। এরপর তাতে ‘ইথিফন’ ও ‘ডায়াথিন এম’ জাতীয় ওষুধ স্প্রে করে প্রায় ১০ দিন রোদে শুকিয়ে লাল করা হয়। সম্পূর্ণ লাল রঙ ধারণ করলেই এগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বড় বড় আড়তগুলোতে ট্রাকযোগে পাঠানো হয়।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,গোদাগাড়ী উপজেলাতে টমেটো চাষ হয়েছে প্রায় ২ হাজার ৬৭০ হেক্টর জমিতে। উপজেলায় চলতি বছরে আয় হবে ১১২ কোটি ১৪ লাখ টাকা। টমেটো
    কেনা-বেচায় অস্থায়ীভাবে ৮ থেকে ৯ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
    জানা গেছে, প্রায় শত কোটি টাকার বাণিজ্য ঝুকি গোদাগাড়ীর টমেটোর এই ভরা মৌসুম, চলবে আরো প্রায় দুই মাস। ধারণা করা হচ্ছে, এই সময়ে শুধু গোদাগাড়ী থেকেই প্রায় শোয়াশ’ কোটি টাকার টমেটো কেনাবেচা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানে অস্থায়ী বাড়ি ভাড়া নিয়ে আস্তানা গেঁড়েছেন। তবে ব্যবসায়ীদের মনেও রয়েছে ভয়। ঢাকা থেকে আসা ব্যবসায়ী আজহার ও স্থানীয় আব্দুল জাব্বার জানান, মৌসুমের শুরুতেই টমেটোর দাম অনেক চড়া। সেই চড়া দামে কেনা এই টমেটো বাজারে নিয়ে সঠিক দাম না পাওয়া গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের।#

  • ভেজাল সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জ-রিমানা

    ভেজাল সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জ-রিমানা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের কেশরহাট বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে কেশরহাট বাজারের বালাইনাশক ও বীজ দোকানগুলোতে এই অভিযান পরিচালিত হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স তামিম এন্ড তাসনিমের স্বত্বাধিকারী আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপণীর স্বত্বাধিকারী আব্দুর রউফকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।
    জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ বেড়েছে। এতে কৃষকরা ফসল ক্ষতির মুখে পড়ছে এবং উৎপাদন খরচ বাড়ছে। কেশরহাটের এই অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
    এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কৃষকদের সচেতন থাকতে এবং সন্দেহজনক সার কিনলে প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।”
    এদিন অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এবং মোহনপুর থানা পুলিশের একটি টিম।
    স্থানীয় কৃষকরা বলছেন, এমন অভিযান তাদের আস্থা বাড়িয়েছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত অভিযান ও তদারকির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান আগামিতেও নিয়মিতভাবে চলবে।#

  • এমআরইউ’র নতুন নেতৃত্বে শাহরিয়ার নাঈম সভাপতি, মিসবাহ উদ্দিন সাধারণ সম্পাদক

    এমআরইউ’র নতুন নেতৃত্বে শাহরিয়ার নাঈম সভাপতি, মিসবাহ উদ্দিন সাধারণ সম্পাদক

    সুমন খান:

    মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম মোট ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাঈম বলেন, “মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটিকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বলেন,মাল্টিমিডিয়াসাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।নির্বাচনে সহ-সভাপতি পদে ১নং সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং ২নং সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সৈয়দ মাহবুব নির্বাচিত হয়েছেন।ক্রীড়া সম্পাদক পদে শাহিনুল নুর এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।
    কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
    নবনির্বাচিত কমিটির নেতৃত্বে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

  • ধামইরহাটে ম্যারাথন সাইকেল র‌্যালি ও পুরস্কার বি-তরণ অনুষ্ঠিত

    ধামইরহাটে ম্যারাথন সাইকেল র‌্যালি ও পুরস্কার বি-তরণ অনুষ্ঠিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
    নওগাঁর ধামইরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত। ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাটের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
    ফ্লোলিনা দিতি হাসদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম, জাকস ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, মোঃ ইসমাইল হোসেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (অব:) এসসি আলবার্ট সরেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক আবুল বয়ান, ট্রেড ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মারজানুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ বোরহান উদ্দীন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন খন্দকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
    এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে আকর্ষণীয় ছিল উন্নয়ন মেলা ও মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মেলায় জাকস ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে উপস্থাপন করা হয়।

  • বড়দিন: বিশ্বজুড়ে মানবতা ও শান্তি বার্তা-র উৎসব – লরেন্স ডি. বিশ্বাস

    বড়দিন: বিশ্বজুড়ে মানবতা ও শান্তি বার্তা-র উৎসব – লরেন্স ডি. বিশ্বাস

    যিশুখ্রিস্টের জন্ম স্মরণে খ্রিস্টানদের সর্ববৃহৎ উৎসব: বিশ্বের নানা দেশে আজ (২৫ শে ডিসেম্বর) পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। যিশুখ্রিস্টের জন্ম উপলক্ষে পালিত এ উৎসবকে ঘিরে সাজানো হয়েছে গির্জা, বাড়িঘর ও নানা জনপদ। উৎসবের আবহে মুখরিত হয়ে উঠেছে খ্রিস্টান সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    স্বর্গদূতের বার্তায় শুরু যিশুর আগমনের ইতিহাস: খ্রিস্টীয় সূত্র মতে, যিশুর জন্মের বহু আগেই স্বর্গদূত গাব্রিয়েল মাতা মরিয়মকে এক অলৌকিক সংবাদ জানান। তিনি বলেন মরিয়ম ঈশ্বরের পবিত্র শক্তিতে গর্ভবতী হবেন এবং পৃথিবীতে জন্ম নেবেন এক ত্রাণকর্তা, যাঁর আগমন মানবজাতিকে দেবে মুক্তির বার্তা। বিবাহ না হওয়ায় মরিয়ম বিস্মিত হলেও স্বর্গদূত তাঁকে আশ্বস্ত করেন যে, তিনি ঈশ্বরের বেছে নেওয়া ধন্য নারী।

    মরিয়মকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য স্বর্গদূত জোসেফকেও দেখা দেন। এর কিছুদিন পর মরিয়ম ও জোসেফের বিয়ে সম্পন্ন হয় যাতে সমাজের চোখে মরিয়ম নিন্দনীয় না হন। স¤্রাটের আদেশে জন্ম-নিবন্ধনের জন্য তাঁদের বেথলেহেমে যেতে হয়েছে। সেখানে যাত্রাপথে কোনো সরাইখানায় জায়গা না পেয়ে তাদের আশ্রয় নিতে হয় একটি গোয়াল ঘরে। সেই রাতেই জন্ম নেন মানবজাতির ত্রাণকর্তা যিশুখ্রিস্ট।

    মেষপালক থেকে রাজা সবাই ছুটে যান নবজাতকের কাছে: যিশুর জন্মের সংবাদ প্রথম পৌঁছে যায় বেথলেহেমের নিকটবর্তী মেষপালকদের কাছে। আকাশমন্ডলে স্বর্গদূতেরা আবির্ভূত হয়ে এই বার্তা জানান: আজ জন্ম নিয়েছেন শান্তির আগমনী বার্তাবাহক। এই অলৌকিক সংবাদে মেষপালকেরা আলো অনুসরণ করে গোয়াাল ঘরে উপস্থিত হন। তাঁরা নবজাতক যিশুকে উপহার ও আশীর্বাদ প্রদান করেন।

    পরে পূর্বদেশ থেকে তিন জ্ঞানী তাঁকে দেখতে আসেন। যিশুর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা উপহার দেন স্বর্ণ, কুন্দ্র (ধূপ) ও গন্ধরস যা প্রতীকীভাবে রাজত্ব, পবিত্রতা ও আত্মত্যাগকে নির্দেশ করে। এর পর থেকেই তাৎপর্যের দিকে থেকে যিশুর জন্মদিন বিশ্বব্যাপী বড়দিন উৎসব হিসেবে পরিচিত হয়ে ওঠে।

    আনন্দ, ভালোবাসা ও সাম্যের বার্তা ছড়ায় বড়দিন: আজকের বড়দিন শুধু ধর্মীয় উৎসবের পরিসরেই সীমাবদ্ধ নয়; এটি মানবতার এক সার্বজনীন বার্তা। ঘর সাজানো, ক্রিসমাস ট্রি, প্রার্থনা, কেক, উপহার বিনিময়, ক্যারোল গান সব মিলিয়ে বড়দিন পরিণত হয়েছে শান্তি, ভালোবাসা ও মিলনের এক উৎসবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই এ দিনটিকে আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হিসেবে দেখে থাকেন।

    বাংলাদেশে বিভিন্ন গির্জায় ২৪ শে ডিসেম্বর গভীর রাতে শুরু হয় বড়দিনের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা। এই একই পর্ব অনুষ্ঠিত হয় পরের দিন ভোর বেলায়। মূল ধর্মীয় অনুষ্ঠানের পর শুরু হয় অন্যান্য সামাজিক আনুষ্ঠানিকতা যা সারাদিনব্যাপী চলে। শিশু থেকে বৃদ্ধ সবাই নতুন পোশাক পরে, বড়দিনের কেক কাটা সহ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেন উৎসবের বিশেষ মুহূর্ত।

    শেষ কথা: যিশুখ্রিস্টের জন্মদিবস স্মরণে পালিত বড়দিন মানুষের মধ্যে শান্তি, ভালোবাসা, ক্ষমা ও সমতার শিক্ষা দেয়। অশান্ত বিশ্বে বড়দিনের এই বার্তা আরো বেশি প্রাসঙ্গিক যেখানে মানুষ খুঁজছে শান্তি ও সস্প্রীতির পথ। সবার জীবনে বড়দিন এনে দিক আলোর নতুন প্রত্যাশা।

    সংক্ষিপ্ত কবিতা
    গোয়াল ঘরে জন্ম নিলেন আমাদের ত্রাণকর্তা,
    চলো সবাই দেখি তাঁকে, জানাই গভীর সম্মান।
    অন্ধকারে আলো এনে দিলেন যিশু পৃথিবীজোড়া,
    বড়দিন তাই ভরে ওঠে প্রেমে নতুন জীবনের গান।

    (লরেন্স ডি. বিশ্বাস গ্লোরী স্কুল এ্যাণ্ড কলেজ -এর ৭ম শ্রেণীর ছাত্র এবং একজন ক্ষুদে শিল্পী ও লেখক)

  • নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হ-স্তান্তর

    নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হ-স্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে সিসিআইসি কর্তৃক হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসান ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসে ছাব্বিশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯২,০০০/- টাকা উদ্ধার করা হয়। অদ্য মন্গবার (২৩ ডিসেম্বর) সকাল দশটার সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬(ছাব্বিশ) টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৯২,০০০/- টাকা জনাব নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) নড়াইল আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
    এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নেছারাবাদে নি-র্দোষ আওয়ামীলীগ সহ জনগণকে হ-য়রানি না করার দাবি বিএনপি নেতার

    নেছারাবাদে নি-র্দোষ আওয়ামীলীগ সহ জনগণকে হ-য়রানি না করার দাবি বিএনপি নেতার

    নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলায় নির্দোষ ও নিরপরাধ আওয়ামী লীগ সমর্থকসহ সাধারণ জনগণকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয়—এমন অনুরোধ জানিয়েছেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান।
    সোমবার দুপুরে নেছারাবাদে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। পিরোজপুর জেলা প্রশাসকের নেছারাবাদ সফর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ–কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
    মতবিনিময় সভায় বক্তব্যে মো. মইনুল হাসান বলেন, নেছারাবাদ উপজেলায় যেন কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে অকারণে হয়রানি করা না হয়। গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক চাপ বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।
    তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনও এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একই ধরনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ধর্মকে অপব্যবহার করে নেছারাবাদে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
    মতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন।

    আনোয়ার হোসেন।।

  • আশুলিয়ায় হাতী দিয়ে মানুষকে ভ-য়ভীতি দেখিয়ে চাঁ-দাবাজির অ-ভিযোগ

    আশুলিয়ায় হাতী দিয়ে মানুষকে ভ-য়ভীতি দেখিয়ে চাঁ-দাবাজির অ-ভিযোগ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় হাতি ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

    সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া-শরীফ মার্কেট রোডসহ আশপাশের বিভিন্ন সড়কের দুই পাশে দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের কাছে হাতি নিয়ে গিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হাতি নিয়ে এক ব্যক্তি রাস্তায় ঘোরাফেরা করে দোকান ও মানুষের সামনে হাতি দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় চাঁদা আদায়ের চেষ্টা করা হলে কয়েকজন মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে হাতিসহ ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীকছলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার প-দত্যাগ

    মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীকছলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার প-দত্যাগ

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

    পদত্যাগকারী নেতারা হলেন মো. কাবুল শেখ- কৃষি বিষয়ক সম্পাদক, ইদ্রিস শেখ- শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুর রহমান- শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিকাশ সরকার- সহসভাপতি, পটু লস্কর-যুগ্ম সাধারণ সম্পাদক, নুর ইসলাম মোল্যা- সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মজিবুর রহমান চুন্নু- সভাপতি, নাসির শেখ- সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মোঃ মহিউদ্দীন খন্দকার আলো- সভাপতি, খন্দকার ইমাম হোসেন- সদস্য, নিরোদ বিশ্বাস- সদস্য, শুকুর খন্দকার- সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খান্দারপাড়া, আজাদ শেখ- সভাপতি, রাসেল শেখ আদাড়ি- সদস্য খান্দারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।