Blog

  • কোটালীপাড়ায় মৎস্য ঘের গিলে খাচ্ছে সড়ক, দি-শেহারা ঠিকাদার প্রতিষ্ঠান

    কোটালীপাড়ায় মৎস্য ঘের গিলে খাচ্ছে সড়ক, দি-শেহারা ঠিকাদার প্রতিষ্ঠান

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘের গিলে খাচ্ছে সড়ক, এতে দিশেহারা হয়ে পড়েছেন উক্ত প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান। কুশলা ইউনিয়নের বানিয়ারী হইতে কলাবাড়ী পর্যন্ত নির্মানাধীন সড়ক সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র। যানা যায়, মস্যজিবী ও কৃষকদের উন্নয়নের লক্ষে ২০২১-২২ অর্থ বছরে কুশলা-কলাবাড়ী ১১ কিলোমিটার সড়কের মাটি ভরাট করে ইটের সোলিং প্লাসেটিং ঘানি ব্যাগ গার্ডার ব্রীজ সহ কাজের টেন্ডার আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উক্ত কাজ প্রায় ১২ কোটি টাকার বিনিময়ে যৌথ ভাবে সম্পাদন করার দায়িত্ব পায় মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ এবং লুৎফুল কবির জেবি বরিশাল নামক দুটি ঠিকাদার প্রতিষ্ঠান। সিডিউল অনুযায়ী উক্ত প্রকল্পের কাজ ২০২৩ সালে সম্পন্ন করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কথা থাকলেও এ পর্যন্ত তা পারছেন না ঠিকাদার। সড়কের পাশে অসংখ্য মৎস্য ঘের থাকার কারনে বর্ষাকালে পানির ঢেউ এবং বিপুল পরিমান মাছ প্রতিনিয়তই ধ্বংশ করছে সড়কটি। বছরের পর বছর কাজের মান ধরে রাখতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে। এমনটাই জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। হালিম মোল্লা, ইউনুস সাখাওয়াতী, শাজাহান শেখ, কুদ্দুস শেখ, শিবু মিত্র সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান- বিলের এই সড়কটি কৃষি পন্য, মাছ ও পশু খাদ্য আনা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন, মৎস্য ঘেরের কারনে যাহা বারবার নষ্ট হচ্ছে, সকলের উচিৎ নিজ দায়িত্বে প্রটেকশন দিয়ে ঘেরে মাছ চাষ করা। সরকারী নিয়ম নিতীর তোয়াক্কা না করা বহু সংখ্যক ছোট বড় ঘের মালিক চঞ্চল শেখ বলেন- পানির ঢেউ এবং মাছের খোচা খুচির কারনে ঘেরের পাশের সড়ক ভেঙ্গে যায়। সামচুল হক শেখ (সামচু মহাজন) জানান- আগে ঘেরে আমরা মাছ চাষ করতাম, কয়েক বছর যাবৎ ঘেরগুলি চঞ্চল ভাড়া নিয়েছে, তাকে বারবার প্রটেকশন দেওয়ার কথা বললেও সে দিচ্ছে না। ঠিকাদার প্রতিনিধি উৎসব বৈদ্য ও আল আমিন শেখ বলেন- মৎস্য ব্যবসায়ীরা নিজ অর্থায়নে সড়কের পাশে পর্যাপ্ত প্রটেকশন না দিলে সড়ক ঠিক রাখা সম্ভব না, বারবার সংস্কার করায় বিপুল পরিমান সরকারী অর্থের অপচয় হচ্ছে। এ ব্যপারে উপজেলা সহকারী প্রকৌশলী সফিউল আজম জানান- আমরা মৎস্য ঘের মালিকদের চিঠি দিয়েছি, সড়কের পাশে কমপক্ষে দশ ফিট করে প্রটেকশন দিয়ে ঘেরে মাছ চাষ করার জন্য, কিন্ত মৎস্য চাষীরা নিয়ম মানছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন- সরকারী বিধি মোতাবেক ঘেরে মাছ চাষ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • গোবিপ্রবির অপরাজিতা হলের বি-দায় অনুষ্ঠান

    গোবিপ্রবির অপরাজিতা হলের বি-দায় অনুষ্ঠান

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অপরাজিতা হলের প্রভোস্ট ড. রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমরা সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা শিক্ষাজীবন থেকে অর্জিত জ্ঞান, মেধা ও মনন দেশ-জাতির কল্যাণে নিবেদিত করবে। তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে দেখে আসছি ছাত্রদের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বেশি সুশৃঙ্খল। আবাসিক হল ক্যাম্পাস কিংবা ক্লাস রুমে যা প্রতীয়মান। আজ যারা বিদায় নিয়ে কর্মক্ষেত্রের দিকে যাত্রা শুরু করেছো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি প্রথমবারের মতো উদ্যোগ গ্রহণ করেছি গোবিপ্রবিকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান করে দেওয়ার। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে আমরা একটি কমিটি গঠন করেছি তারা র‍্যাংকিংয়ে স্থান প্রাপ্তির বিষয়ে কার্যক্রমও শুরু করেছে।

    হল প্রভোস্ট ড. রেহেনা পারভীন বলেন, আমি খুবই খুশি আজকের অনুষ্ঠানে উপাচার্য স্যার অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আবাসিক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমি নানামুখী উদ্যোগ গ্রহণ করি। আগামী দিনে শিক্ষার্থীরা যার সুফল ভোগ করবে। আজকে শিক্ষার্থীরা তাদের সুখস্মৃতি তুলে ধরেছে এটা আমাকে সবসময় প্রেরণা দেবে।

  • ইসলামী আ-ন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ ২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ

    ইসলামী আ-ন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ ২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি 

    আজ ২৪ শে ডিসেম্বর বুধবার দুপুর ১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ পদপ্রার্থী আলহাজ্ব কে এম বিলাল হোসাইনের পক্ষে টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের কাজ থেকে মনোয়নপত্র গ্রহণ করেন 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মোঃওবায়দুল্লাহ সরদার ।

    উক্ত সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লৌহজং শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখা মোঃ দেলোয়ার হোসেন সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার 

    সহ-সভাপতি আলহাজ্ব সাত্তার মোল্লা,জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা মোহাম্মদ বাশার মোল্লা,ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম বেপারী ,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার 

    সাংগঠনিক সম্পাদক মোঃআবু তৈয়ব অভিক,

    বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মাদবর,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল খান এছাড়াও উক্ত সময় আর উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার নেতৃস্থানীয় নেতাকর্মী বৃন্দ।

  • সুগন্ধায় ভ-য়াল রাতের স্মৃতি আজও কাঁ-দায়

    সুগন্ধায় ভ-য়াল রাতের স্মৃতি আজও কাঁ-দায়

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ২০২১ সালের ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীর নলছিটি মোহনায় ঘটে যায় স্মরণকালের ভয়াবহ এক লঞ্চ দুর্ঘটনা। ঢাকা থেকে বরগুনাগামী তিনতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ ‘অভিযান-১০’ এ রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে।

    দগ্ধ হযে প্রাণ হারায় নারী ও শিশুসহ অর্ধশত যাত্রী। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ আহত হয়।

    নিহতদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় আগের দিন ২৩ ডিসেম্বর পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশে রওনা হয়েছিলেন অনেকে। কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না বহু মানুষের।

    ঘটনার পরপরই সুগন্ধা নদীর পাড়ের স্থানীয় মানুষ, ঝালকাঠি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়।

    ঝালকাঠি লঞ্চঘাট, দিয়াকুলের চর, কলেজ খেয়াঘাট, হাসপাতাল ও লাশকাটা ঘর সবখানেই ছড়িয়ে পড়ে নিহতদের স্বজনদের আহাজারী।

    এই দুর্ঘটনা নৌযান নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির বিষয়টি নতুন করে সামনে আনে। ঘটনার চার বছর পেরোলেও অভিযান-১০ এর সেই ভয়াল রাতের স্মৃতি আজও ভাসে সুগন্ধার ঢেউয়ে, কাঁদায় নিহতদের পরিবার-পরিজনকে।

  • নলছিটিতে বিদেশি ম-দ,প্রাইভেট কারসহ গ্রে-ফতার-৪

    নলছিটিতে বিদেশি ম-দ,প্রাইভেট কারসহ গ্রে-ফতার-৪

    ঝালকাঠি প্রতিনিধি মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিদেশি মদসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাড়িটিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২ (দুইটার) দিকে উপজেলার কালিজিরা এলাকায় চেক পোস্টে নলছিটি থানা পুলিশের একটি দল একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন,
    নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাহিয়ান ও ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।
    নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান,
    এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  • তারেক রহমানের আগমনে সুন্দরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

    তারেক রহমানের আগমনে সুন্দরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক একেএম ফখরুল ইসলাম মিলুর নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একেএম ফখরুল ইসলাম মিলু, ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা মোনারুল ইসলাম মোনা, বিদ্যুৎ, নিশাত, সবুজ, হরি মহন্ত, নিপু বিশ্বাস প্রমুখ।

  • দিনাজপুর-৬ আসনে ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র উত্তোলন

    দিনাজপুর-৬ আসনে ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র উত্তোলন

    জাকিরুল ইসলাম, দিনাজপুর, প্রতিনিধি:

    দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

    বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন যুব নেতা মো. তানভীর আহমেদ ও নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক।

    এ সময় এবি পার্টির দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার, হাকিমপুর উপজেলা সদস্য সচিব মো. আনোয়ার মেহফুজ, ঘোড়াঘাট উপজেলা সদস্য সচিব মো. সোহরাব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আজাদুল্লাহ মিয়া, নবাবগঞ্জ উপজেলা সহকারী সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো. জালাল উদ্দিন, সহ. সমন্বয়ক মো. শরিফুল ইসলাম রাসেল, মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা যুব পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, ছাত্রপক্ষের রায়হান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নলছিটিতে মাদরাসার নাম করে জমি জ-বর দখ-লের অভিযোগে ভুমি দ-স্যুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

    নলছিটিতে মাদরাসার নাম করে জমি জ-বর দখ-লের অভিযোগে ভুমি দ-স্যুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

    মো.নাঈম মল্লিক।।
    ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি পৌরসভাধীন সূর্যপাশা গ্রামে কওমী মাদরাসা প্রতিষ্ঠার নাম করে ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি জবর দখল করার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম ইমাম নামের জনৈক এক ব্যাক্তির বিরুদ্ধে। এ অভিযোগে বুধবার (২৪শে ডিসেম্বর) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের অয়োজন করে নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামের ভুক্তভোগী জনগোষ্ঠী। সাংবাদিক সম্মেলনে এলাকাবাসির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান মো: অনোয়ার হোসেন চুন্নু।
    তিনি জানান, কয়েক বছর আগে নলছিটি-বরিশাল আঞ্চলিক সড়কের পাশে নলছিটি পৌরসভাধীন সূর্যপাশা গ্রামে সম্মিলিতভাবে একটি কওমী মাদরাসা প্রতিষ্ঠার লক্ষে এলাকাবাসির নিকট প্রস্তাব করেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের সাইফুল ইসলাম ইমাম। আলাপ আলোচনায় একমত পোষন করেন তার। এরপর মাদরাসার জন্য ওই এলাকার দু’একজনের কাছ থেকে কিছু জমি কিনে এলাকাবাসিদের না জানিয়ে এবং তার ক্রয়কৃত জমির পাশ^বর্তী জমির মালিকদের সাথে জমির সীমানা নির্ধারণ না করে মাদরাসার ভবন তৈরীর জন্য জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন অভিযুক্ত ইমাম। বালু দিয়ে তার ক্রয়কৃত জমির সঙ্গে পাশর্^বতী অন্য মালিকানাধীন জমিও ভরাট করে মাদরাসা ভবনের কাজ শুরু করেন তিনি। তার এই অবৈধ কাজে বাধা দেন ভ’ক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আওয়ামী ক্যাডার বাহিনী দিয়ে তার জবর দখল করা জমির মালিক আনোয়ার চুন্নু, নূরে আলম, শাহ আলম মাহবুবুর রহমান, রশিদ খলিফা প্রমুখ ব্যাক্তিকে হুমকি ধমকি দিতে থাকেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়।
    সাংবাদিক সম্মেলনে মো: আনোয়ার হোসেন চুন্নু আরও জানান, অভিযুক্ত সাইফুল ইল ইসলাম ঢাকার সরকারি গ্যাস চোর সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তার এই গ্যাস চুরি করে অর্থ উপার্জনের বিষয়ে জনপ্রিয় প্রাইভেট টিভি চ্যানেল ডিবিসি সহ বেশ কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিবেদন প্রচার করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হলেও আওয়ামী প্রভাব ও মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে চাপা পড়ে যায় তার গ্যার চোরাকারবারির ঘটনা। ওই সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকাবাসিকে আওয়ামী ক্যাডার বাহিনী দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে ওই জমিতে গড়ে তোলেন জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদিন কওমী মাদরাসা। ওই সময় সাইফুল ইসলাম ইমাম তার অবৈধ অর্থের জোড়ে কিছু মাদকসেবি অওয়ামী ক্যাডার দিয়ে ভুক্তভোগী এলাকাবাসিকে ভয়ভীতি প্রদর্শন করে দমিয়ে রাখতেন। আনোয়ার হোসেন চুন্নু আরও জানান, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ই আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এলাকাবাসি তাদের বেদখল হওয়া জমি উদ্ধার করতে পারলেও এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা বিবেচনা করে তার সেটা করেন নি। তারা বিষয়টি সামাজিকভাবে সমাধানের লক্ষে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষ উপস্থিত হলে শালিসগণ উভয়পক্ষকে তাদের কাগজপত্র জমা দিতে বলেন। এ অবস্থায় ভুক্তভোগী এলাকাবাসি তাদের কাগজপত্র জমা দিলেও সাইফুল ইসলাম এ পর্যন্ত কোন কাগজপত্র জমা না দিয়ে শালিসগণতে অবজ্ঞা করে বালি ভরাটকৃত অন্যে জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেন। এলাকাবাসি সেই বন্ধ করে দিলে অর্থের বিনিময়ে কিছু পথভ্রষ্ট সাংবাদিককে দিয়ে জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বরিশালের স্থানীয ১টি পত্রিকা সহ কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন আনোয়ার হোসেন চুন্নু।
    তিনি আরও জানান, গাজিপুরের শাহ আলমবাড়ি এলাকায় সাইফুল ইসলাম ইমামের সিএনজি ও তিতাস গ্যাস চুরির ব্যাবসা চলমান আছে। সেখানে তিনি আশেপাশের লোকজনকে নানা হয়রানি করে আসছেন বলে গত এক বছর আগে টিভি চ্যানেল ডিবিসি সহ কয়েকটি চ্যানেলে প্রচার করা করা হয়েছে। সাইফুল ইসলাম ইমামের এ অবৈধ চোরা কার বন্ধে দুদক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আনোয়ার হোসেন চুন্নু।
    সাংবাদিক সম্মেলনে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো:আনিচুর রহমান (হেলাল) খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, পৌর এিনপির সাধারণ সম্পাদক মো: সরওয়া হোসেন তালুকদার সহ ভুক্তভোগী এলাকাসি উপস্থিত ছিলেন।

  • মুন্সিগঞ্জে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই স্টেশনে  দীর্ঘ ২৭ বছর : নেপথ্যে ‘অ-দৃশ্য শক্তি’

    মুন্সিগঞ্জে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই স্টেশনে দীর্ঘ ২৭ বছর : নেপথ্যে ‘অ-দৃশ্য শক্তি’

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    সরকারি চাকরির বিধি অনুযায়ী সাধারণত এক স্টেশনে তিন বছরের বেশি থাকার নিয়ম নেই। অথচ এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘ ২৭ বছর ধরে একই উপজেলায় শিকড় গেড়ে বসে আছেন এক প্রশাসনিক কর্মকর্তা। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বদলি করলেও অদৃশ্য এক শক্তির ইশারায় রহস্যজনকভাবে সেই আদেশ স্থগিত করা হয়েছে।

    দীর্ঘ সময় একই স্থানে কর্মরত থাকায় তিনি গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির নিজস্ব সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে অফিসের অন্য কর্মচারী ও সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। অভিযুক্ত ওই প্রশাসনিক কর্মকর্তার নাম মোহাম্মদ বশির আহমেদ লস্কর।

    জানা যায়, ১৯৯৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৭ বছর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কর্মরত রয়েছেন মোঃ বশির আহমেদ লস্কর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ থেকে তাকে নতুন কর্মস্থলে একাধিকবার বদলি করা হয়। দীর্ঘ আড়াই যুগের জঞ্জাল সরবে এমন আশায় স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু বদলি আদেশের কয়েক দিনের মাথাতেই তা স্থগিত করা হয়। অভিযোগ উঠেছে, মোটা অংকের অর্থের লেনদেন এবং ওপর মহলের শক্তিশালী লবিং ব্যবহার করে তিনি বদলি আদেশ স্থগিত করাতে সক্ষম হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর একই চেয়ারে থাকার সুবাদে তিনি অফিসটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যেকোনো ফাইলের ছাড়পত্র বা স্বাক্ষর নিতে হলে তাকে নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয়। টাকা ছাড়া তিনি কোনো ফাইলের কাজ করেন না।

    স্থানীয় দালাল চক্রের সাথে তার গভীর সখ্যতা রয়েছে। সাধারণ মানুষ সরাসরি সেবা নিতে গেলে হয়রানির শিকার হন, অথচ দালালদের মাধ্যমে গেলে দ্রুত কাজ হয়।

    দীর্ঘদিনের দাপটে তিনি অধস্তন কর্মচারীদের সাথে অসিদাচরণ করেন। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না।
    অফিসের বিভিন্ন কেনাকাটা ও সংস্কার কাজের ভুয়া ভাউচার বানিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি দিবসে এ উপজেলায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রকাশ্যে চাঁদা তোলার প্রমাণ রয়েছে। কুরবানীর ঈদে হাট-বাজার থেকে প্রকাশ্যে চাঁদা তোলার প্রমাণ রয়েছে। অবৈধ ড্রেজার এবং মাটি কাটা কাটা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা অনেকেই বলেছেন। সরকারি জমি নিজের নামে লিজ দেওয়ার অভিযোগ রয়েছেসহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, “বদলির খবর শুনে আমরা মিষ্টি খেয়েছিলাম। কিন্তু স্যার আবারও আদেশ স্থগিত করে ফিরে এসেছেন। এখন তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তার খুঁটির জোর কোথায়, আমরা জানি না।”

    সেবা নিতে আসা এক ভুক্তভোগী বলেন, “সামান্য একটি কাজের জন্য তিনি আমাকে মাসের পর মাস ঘুরিয়েছেন। শেষে দাবিকৃত টাকা দেওয়ার পর কাজ হয়েছে। ২৭ বছর এক লোক কীভাবে এক জায়গায় থাকে, এটা আমার বোধগম্য নয়।”

    এ বিষয়ে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ বশির আহমেদ লস্কর এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পরেও তিনি কল রিসিভ করে নাই।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, আমি এ উপজেলায় যোগদান করেছি কিছুদিন হয়। এ বিষয়ে সঠিক তদন্ত করা হবে ওনি অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    প্রশাসনিক কারণে বদলি আদেশ স্থগিত হতে পারে। তবে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

    একই স্থানে দীর্ঘকাল থাকার ফলে প্রশাসনিক স্থবিরতা ও দুর্নীতির যে পাহাড় জমেছে, তা নিরসনে অবিলম্বে এই কর্মকর্তার বদলি কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল##

  • তানোরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বি-তরণ

    তানোরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বি-তরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    হারবে শীত,জিতবে মানবতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে সমাজের অবহেলিত,অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    জানা গেছে,সোমবার (২২ ডিসেম্বর)
    তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আওয়ামী লীগ সরকারের সময়ে কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক ওবাইদুর রহমান মোল্লা,তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কারানির্যাতিত নেতা মাহাবুব মোল্লা,আনারুল ইসলাম মাস্টার,আবুল হাশেম, আরশেদ আলী ও মোস্তাফিজুর রহমানপ্রমুখ।
    এদিন সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির দলীয় কার্যালয়ে এবং বিভিন্ন এলাকায় গিয়ে তারা দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। তারা বলেন, হঠাৎ করেই গত কয়েকদিন থেকে প্রচন্ড শীত ও ঘন কুঁয়াশায় অসহায় দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষ চরম কষ্টে রয়েছেন।এসব মানুষের কষ্ট লাঘবের জন্য তাদের পক্ষ থেকে তাদের সাধ্যমত তারা সহায়তার চেষ্টা করছেন মাত্র। এ সময় তারা এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।#