Blog

  • পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও গাছের চারা রোপণ

    পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও গাছের চারা রোপণ

    পাইকগাছা( খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও গাছের চারা রোপণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ” প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় ” প্রতিপাদ্য বিষয়ের উপর এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা- হাড়িয়া-লতা সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল।

  • পাইকগাছা উপজেলা আ-ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আ-ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, নবাগত ওসি রিয়াদ মাহমুদ, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও প্রভাষক লুৎফা ইসলাম। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, পীযুষ কান্তি মন্ডল, শেখ খোরশেদুজ্জামান, সুকুমার কবিরাজ ও সিএ আব্দুল বারী। সভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, জলাবদ্ধতা নিরসনে শংকরদানা সহ সকল সরকারি খালের অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ, এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করা, কিশোর অপরাধীদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, কুকুরের উপদ্রব, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভোগান্তি ছাড়াই মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, চোরাই ও রোগাক্রান্ত পশু জবাই বন্ধ এবং মানসম্মত মাংস বিক্রয় নিশ্চিত করা, বাল্যবিবাহ ও মাদকের ব্যবহার বন্ধ করা, কাটাখালী বাজার সহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। পরে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ী পৌরসভা এলাকায় হোটেল, বেকারী, ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা ও জরি-মানা

    গোদাগাড়ী পৌরসভা এলাকায় হোটেল, বেকারী, ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা ও জরি-মানা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি, সিএন্ডবি এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসী পঁচা খাবার, নিষিদ্ধ ক্যামিকেল (হাইড্রোজ) ব্যবহার, পোড়া তেল ব্যবহার করা, ইন্ডাস্ট্রিয়াল রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি,নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়েছে।

    মহিশালবাড়ী বাজারের কাঁনার হোটেল নামে পরিচিত সুজন ঘোষ (২১) কে ৫০০০ টাকা, আব্দুল্লাহ স্টোর, প্রোঃ মোঃ আব্দুল্লাহ
    (৩৫) কে ৫০০০ টাকা, উজ্জ্বল বেকারির মালিক সেতাফুর রহমানকে ৫০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ সোহরাব আলী (৪৫), পিতা-মৃতঃ মুনসাদ, সাং- ফকিরপাড়া, গোদাগাড়ী, রাজশাহীকে ৩০০০ টাকা, মোঃ বাবু (৩৫), পিতা-মোঃ সাদিকুল ইসলাম, সাং- রেলবাজার, কে ১,০০০ টাকা, হোটেল মালিক, মোঃ মারুফ (৩০), পিতা-মোঃ মাসুম হায়দার, সাং-মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযান পরিচালনার সময় মহিশালবাড়ী, গোদাগাড়ী, রেলবাজার, গোদাগাড়ী, বাইপাস প্রভূতি এলাকার ফার্মেসী, হোটেল, মুদিখানার দোকান, ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীরা দোকানে তালা দিয়ে পালিয়ে যান। ব্যবসায়ীগণ স্বেচ্ছায় ১ থেকে ২ ঘন্টা বন্ধ করে রাখেন। অভিযান শেষ হওয়ার পরেও অনেকে দোকান খুলেন নি।
    একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৩ জনকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলাম কর্তৃক কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর প্রক্রিয়াকরণ কোনোভাবেই সহ্য করা হবে না।” তিনি আরও জানান,অস্বাস্থ্যকর পরিবেশ, বাসী পঁচা খাবার, নিষিদ্ধ ক্যামিকেল (হাইড্রোজ) ব্যবহার, পোড়া তেল ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে।
    ওই ব্যক্তি ও প্রতিষ্ঠোনগণকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০২৯ এর ৩৮,৪৩, ৪৫,৫২,৫৩ ধারা অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

    বেকারিটি ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে খাদ্য উৎপাদন করছিল, বিক্রি করছিল মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার উজ্জ্বল বেকারির মালিক সেতাফুর রহমানকে জরিমান করা হয়ে।

    উপজেলা ও পৌরসভাবাসী জনস্বার্থে প্রশাসনের এই পদক্ষেপ সাধুবাদ জানিয়েছেন। সচেতনমহল এ অভিযান অব্যাহত রাখার জোর দাবী জানান।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • রাজারহাটে প্লাস্টিক দাও,ফলদ চারাগাছ নাও

    রাজারহাটে প্লাস্টিক দাও,ফলদ চারাগাছ নাও

    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:২৫-০৬-২০২৫ইং সন।প্লাস্টিক দাও,ফলদ চারাগাছ নাও এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দুই শতাধিক ফলদ চারাগাছ বিতরণ করা হয়েছে। রাজারহাট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আল মিজান মাহিনের ব্যাক্তিগত উদ্যোগে এসব ফলদ বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়েছে। বুধবার রাজারহাট রেলওয়ে স্টেশন চত্বরে ফলদ চারাগাছ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত।এসময়ে উপস্থিত ছিলেন মশিউর রহমান,আপন মিয়া,মুনতাসির আহমেদ,মাহিন ইসলাম।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট,কুড়িগ্রাম।।

  • দেশে ৫ আগষ্টের পরে যে তৈরি পোশাক কারখানা বন্ধ- সেগুলো আগে থেকেই বন্ধ- কর্মসংস্থান উপদেষ্টা

    দেশে ৫ আগষ্টের পরে যে তৈরি পোশাক কারখানা বন্ধ- সেগুলো আগে থেকেই বন্ধ- কর্মসংস্থান উপদেষ্টা

    হেলাল শেখঃ বাংলাদেশে ৫ আগস্টের পরে যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এগুলো কারখানা আগে থেকেই বন্ধ ছিলো বলে জানিয়েছেন শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    বুধবার (২৫ জুন ২০২৫ই) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ মিরপুর ক্যান্টনমেন্ট এর উদ্যোগে সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা সাখাওয়াত বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিক কারখানা চালু থাকায় ব্যাংক থেকে টাকা নিয়েছে সেই টাকা শ্রমিকদের বেতন দেয় নাই কাজও করে নাই এসব কারখানার মালিকদের যদি ব্যাংক হিসেব নেওয়া হয় দুইশ’ থেকে তিনশ’ কোটি টাকার কমে না কারণ, টাকা নিয়েছে এখন ব্যাংক তাদের টাকা দেয় না।

    এজন্য তারা কারখানা চালাতে পারছে না, টাকা পয়সা নিয়ে বেশির ভাগ মালিক বিদেশে চলে গেছে একটা কোম্পানী এ পর্যন্ত পাওয়া যায়নি যারা তিনশ’ কোটি টাকা নিয়েছে ঋণ খেলাপি হয়েছে তার পরেও ব্যাংক টাকা দিয়েছে পলিটিক্স কালেকশনে ব্যবসা করলে এরকম হবে।

    তিনি বলেন, সব গার্মেন্টস তো বন্ধ হলে ১৭% এক্সপোর্ট হতো না এবং চিটাগাং পোট কুলাতে পারছে না যে গুলো বন্ধ হয়েছে সেগুলো সাব কনট্রাকে কাজ করাতো শ্রমিকদের দিয়ে তাই খুব ডিফিকাল্ট নেই, হ্যাঁ অনেক বেকারত্ব বেড়েছে তবে অনেকে আবার নতুন করে অন্য কারখানায় কাজে যোগ দিয়েছে এবং বেক্সিমকো যে বন্ধ হয়েছে সেসব কারখানার শ্রমিকরা চিটাগাংসহ অন্য জায়গায় কাজে যোগ দিয়েছে।

    তিনি আরও বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়া বা অন্য কেউ কিনে নিলে তাদেরকে ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে চিন্তা করবে, কিন্তু এটা অনেক সময় লাগবে বলেও জানান তিনি।

    এসময় বাংলাদেশসহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান।

  • ওসি মাসুদ রানা’কে অবন-মিত করে এসআই পদে পদায়ন

    ওসি মাসুদ রানা’কে অবন-মিত করে এসআই পদে পদায়ন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এসআই) করা হয়েছে।

    পুলিশ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় ইন্সপেক্টর পদে কর্মরত থাকাকালীন, পীরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

    দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তর মাসুদ রানাকে তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করে।

    জয়পুরহাট জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি এসআই পদে দায়িত্ব পালন করছেন।

  • নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৫ মা-মলা ৪১০০০ টাকা জ-রিমানা ১৯০ কেজি পলিথিন জ-ব্দ

    নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৫ মা-মলা ৪১০০০ টাকা জ-রিমানা ১৯০ কেজি পলিথিন জ-ব্দ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে আজ ২৫ জুন বুধবার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

    এদিন বিকাল চারটায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লংঘন করে তিনটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করার অপরাধে মেসার্স বাদল ট্রেডার্স,তালুকদার ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও ১৯০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

    এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অমান্য করায় শাওন কনফেকশনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্য করায় একটি যানবাহনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম ও নলছিটি থানা পুলিশের একটি প্রতিনিধি দল।

  • পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১৮ জনকে পু-শইন করেছে বিএসএফ 

    পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১৮ জনকে পু-শইন করেছে বিএসএফ 

    বাবুল হোসেন,

    পঞ্চগড় প্রতিনিধি

    পঞ্চগড়ের তেতুঁলিয়া ও সদর উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে তেতুঁলিয়া উপজেলার শুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

    বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি বিওপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী পুরুষ, শিশু সহ ৫ জনকে পুশইন করে। পরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৪২৮ থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে স্থানীয় বিওপিতে নিয়ে যায়। আটককৃতদের থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    এদিকে, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির মহারাজা দিঘী সীমান্ত দিয়ে মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের স্থানীয় ক্যাম্পের সদস্যরা। পরে টোকাপাড়া বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

    এছাড়া সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের শ্যাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৭ জনকে পুশইন করে। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা আটক করে।

    তিন সীমান্তে আটকদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

    আটককৃতরা ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিক ও দিনমজুরের কাজ করতো। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিমানযোগে শিলিগুড়ি বাকডোগরা বিমানবন্দরে পাঠায়। পরে তাদের সীমান্তের তিনটি পৃথক এলাকা দিয়ে বাংলাদেশে পুচিল করে বিএসএফ। 

    তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত মুসা মিয়া বলেন, ওখানে বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করা পাঁচজনকে ভজনপুর বিওপির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে আইন অনুযায়ী পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। 

    পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন বলেন, পঞ্চগড় সদর উপজেলার দুইটি সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে পুশিল করে দিয়েছে। পরে বিজিবি তাদেরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইন অনুযায়ী তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করছি। 

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মোট ১৩ জন পুশইন করেছে। আর ১৮ বিজিবি ৫ জনকে আটক করে। আমরা থানায় সাধারণ ডায়েরী করার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে। 

    পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানি ক্যাম্প এলাকা দিয়ে পাঁচজন বাংলাদেশের প্রবেশ করার পরে দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকায় আমাদের ভজনপুর বিওপির টহল দল তাদের আটক করে। আমরা তেতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করে তাদেরকে হস্তান্তর করেছি।

  • নি-ষিদ্ধ ঘোষিত আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশ্নবি-দ্ধ আয়োজন নি-ন্দার ঝ-ড়

    নি-ষিদ্ধ ঘোষিত আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশ্নবি-দ্ধ আয়োজন নি-ন্দার ঝ-ড়

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি :

    বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তরের জেলা পঞ্চগড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও উত্তেজনা। দলটি এখনো আইনের চোখে অবৈধ, তবুও তাদের রাজনৈতিক কর্মসূচি পালন ও প্রকাশ্যে আয়োজন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় খাবার বিতরণ কর্মসূচি ও কেক কাটার অনুষ্ঠান।

    এ সময় পাথর শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার সহধর্মিণী (অবসরপ্রাপ্ত মেজর) কাজী মৌসুমী এবং জেলার যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন।

    এছাড়া, একটি কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, কাজী মৌসুমীসহ স্থানীয় নেতাকর্মীরা।

    এই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আইন বহির্ভূতভাবে একটি নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মসূচি কিভাবে আয়োজন করা হয় এবং প্রশাসন নীরব কেন?

    পঞ্চগড় জেলার জুলাই আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি তাঁর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন: “এই ডেবিলদের দ্রুত গ্রেফতার করতে হবে। যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, যাদের কারণে অসংখ্য মানুষ হাত-পা, চোখ হারিয়েছে — সেই আওয়ামী লীগের দোসর নেতাকর্মীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।”

    একজন শিক্ষক ও সমাজকর্মী বলেন: “যে সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে, তাদেরকে কেন প্রকাশ্যে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে? এটা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী।”

    তিনি আরো বলেন, “যদি কোনো নিষিদ্ধ সংগঠন এমন আয়োজন করতে পারে, তবে আইনের শাসনের কথা আমরা কীভাবে বলব?”

    জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান বলেন, “সারা বাংলাদেশের মধ্যে আমাদের পঞ্চগড়ে এটা লজ্জাজনক বিষয় ৫ই আগস্টের পড়ে স্বাধীন হওয়ার পর কিভাবে তারা এই আয়োজন করে যেখানে তাদের কার্যক্রম নিষিদ্ধ এ ব্যাপারে প্রশাসন এর দ্বায় এরাতে পারেনা অবিলম্বেদের গ্রেপ্তার করা হোক । এটা শুধু আইন লঙ্ঘন না, জনগণের রক্তের সাথে প্রতারণা।”

    জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, এটি কেবল আইন লঙ্ঘনের উদাহরণ নয়, বরং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলার প্রতি এক ধরনের অবজ্ঞার প্রকাশ। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এ ধরনের প্রকাশ্য আয়োজন প্রশাসনিক দুর্বলতা ও আইন লঙ্ঘনের নিদর্শন হিসেবেই দেখছি আমরা । এখন দেখার বিষয়, রাষ্ট্র ব্যবস্থা কতটা দ্রুত পদক্ষেপ নেয় এবং এই ‘ডেভিল’ তকমা পাওয়া নেতাদের আইনের আওতায় আনা হয় কি না।

    তিনি আরো বলেন, জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রশ্ন উঠেছে- আইন কি শুধুই কাগুজে বিষয় হয়ে গেছে? সামাজিক মিডিয়ার ক্ষোভ কি আদৌ প্রশাসনের টনক নড়াবে?

    স্থানীয় নাগরিক সমাজ বলছে, “আইনের প্রয়োগে দ্বিমুখিতা থাকলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়, আর তখনই রাষ্ট্রীয় সুশাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।”

    এই প্রসঙ্গে কথা বলেছেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আদম সুফি। তিনি বলেন: “যদি কোনো রাজনৈতিক সংগঠন সরকার বা আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত হয়, তবে সেই সংগঠনের পক্ষ থেকে জনসমক্ষে কার্যক্রম পরিচালনা করা কিংবা অনুষ্ঠান আয়োজন করা স্পষ্টতই রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশ দণ্ডবিধির ১২৪ এর ক ধারা অনুযায়ী, রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে সংঘটিত বা উস্কানিমূলক কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। তদুপরি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের প্রচার-প্রচারণাও ‘অবৈধ সমাবেশ’ হিসেবে গণ্য হতে পারে, যার জন্য পুলিশ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য।

    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “আমার জানামতে ঘটনাটি তেঁতুলিয়া উপজেলায় ঘটেছে। আমার জানামতে আমি যতটুকু শুনেছি, তবে এখন পর্যন্ত আমি নির্ভরযোগ্য কোনো তথ্য পাইনি।”

    অন্যদিকে, বিষয়টি পুরোপুরি অস্বীকার করে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এমন কোনো স্পট বা ঘটনার অস্তিত্ব আমরা পাইনি। আমাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

  • ঝালকাঠির নলছিটিতে গাঁজা,ইয়াবা ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী আটক

    ঝালকাঠির নলছিটিতে গাঁজা,ইয়াবা ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী আটক

    রিপোর্ট  : ইমাম বিমান 

    ঝালকাঠি জেলার নলছিটিতে গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) গভীর রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজারসংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম।

    এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম), এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ. ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পালাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে। এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলাম ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

    এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ এক আসামিকে আটক করা হয়েছে।