Blog

  • পাইকগাছায় দিনভর টানা ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে হাজারো মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি

    পাইকগাছায় দিনভর টানা ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে হাজারো মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

    খুলনার পাইকগাছায় সোমবার ভারী বর্ষায় উপকূলীয় নিন্মাঞ্চলপ্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আর বেড়েছে জনদুর্ভোগ। উপজেলা কৃষি অফিস ও আদালত চত্বরসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

    কয়েক দিনের মধ্যে কয়েকবার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এ বছর বর্ষকালের শুরু আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    পাইকগাছার গদাইপুর,হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলী উঁচু এলাকা হলেও পানিতে তলিয়ে গেছে নার্সারি বাগানে হয়েছে চরম ক্ষতি।বাকী ৬টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এ সকল এলাকা পানিতে তলিয়ে যায়। তবে গত দিনের ভারী বর্ষণে উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে। পৌর বাজারের স্বর্ণ পট্টি, মাছ বাজারসহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলার বেশিরভাগ গ্রামীন রাস্তাগুলি পানিতে তলিয়ে থাকে। বাড়ির উঠানে পানিতে তলিয়ে থাকায় সাধারণ মানুষ বিড়াম্বনায় পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা কাজে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়ে আর্থিক অনাটনের মধ্যে পড়েছে।

    উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েক’শ নার্সারী ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত ও আমন ধান ঝড়ো হাওয়ায় পড়ে পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের একটানা বৃষ্টিতে মানুষের জনদূর্ভোগ বেড়েই চলেছে।

    উপজেলার বিভিন্ন এলাকা থেকে এলাকাবাসির একই অভিযোগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পানি নিষস্কাশনের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। তাছাড়া ব্যক্তি স্বার্থে কিছু মানুষ তার বাড়ির সামনের বা পাশের ড্রেনটি বন্ধ করে রাখায় বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানি ঠিক মত বের হতে পারছে না। এতে করে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

    পাইকগাছা মেইন সড়কের গোলাবাটি,সলুয়া, নতুন বাজার ও জিরো পযেন্ট এলাকার ভাঙ্গা রাস্তা আরো ভেঙ্গে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে।

    পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নার্সারি ব্যবসায়ী কামাল হোসেন জানান, ভারী বৃষ্টিতে নার্সারীর বেড ডুবে লক্ষ লক্ষ মাতৃ চারা মরে গেছে। ফলে কোটি কোটি টাকার লোকসান হবে এ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বৃষ্টি না কমলে আমারা চারা উৎপাদন করতে পারবোনা।

    পৌরসভার কৃষক মোহাম্মদ আলী জানান, সবজি ও ধানের বিজ তলা তলিয়ে গেছে। বাড়ির উঠান পর্যন্ত বৃষ্টির পানি জমে আছে ।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, কয়েক দিনের ভারী বর্ষণে এলাকা প্লাবিত হয়ে আমন ধানের বীজ তলা তলিয়ে গেছে ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। আমাদের উপসহকারি কর্মকর্তারা ইউনিয়ানে কাজ করছেন। ভারি বৃষ্টির কারনে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে।

    উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পুকুর ও প্রায় পাঁচ হাজার ছোট বড় ঘের তলিয়ে গেছে। যদি আবার এখন ভারী বৃষ্টি না হয় তাহলে অতি দ্রুত পানি সরে যাবে। এতে কোটি টাকার মাছ চলে যাবে।

    উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।পানি নিষস্কাশনের জন্য নদীর স্লুইস গেটগুলি উন্মুক্ত রাখাসহ বিভিন্ন পানি নিঃস্কাশনের ড্রেনগুলি পরিস্কার করার জন্য টিমগুলি কাজ করছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • জন্মগত প্রতি-বন্ধী আরিফকে প্রকাশ্যে কু-পিয়ে গুরু-তর জ-খম

    জন্মগত প্রতি-বন্ধী আরিফকে প্রকাশ্যে কু-পিয়ে গুরু-তর জ-খম

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের উত্তর ভূতেরদিয়া লাশ ঘাটা এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।

    জন্মগতভাবে প্রতিবন্ধী মো: আরিফ (পিতা: মো: বাবুল হাওলাদার, পেশা: দিনমজুর) আজ দুপুরে কিছু সন্ত্রাসীর হাতে নির্মমভাবে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

    ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে, আরিফের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।

    এখন পর্যন্ত হামলার কারণ স্পষ্ট নয়, তবে এলাকাবাসী এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।

  • পলাশবাড়ীতে এক সন্তানের জননীর মৃ-ত্যু নিয়ে রহস্য,স্বামী,শ্বশুর শ্বাশুড়ি পলা-তক,লা-শ দা-ফন সম্পন্ন

    পলাশবাড়ীতে এক সন্তানের জননীর মৃ-ত্যু নিয়ে রহস্য,স্বামী,শ্বশুর শ্বাশুড়ি পলা-তক,লা-শ দা-ফন সম্পন্ন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে ৫ বছরের এক কন্যা সন্তানের জননী সম্পা আক্তার (২১)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে মুখে কীটনাশক ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।

    ঘটনাটি ঘটেছে রোববার (১৩ই জুলাই) বিকেলে পৌর এলাকার শিমুলিয়া গ্রামের দক্ষিণ পাড়ায়।

    স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে সম্পা আক্তারের সাথে পৌর এলাকার শিমুলিয়া গ্রামের দক্ষিণ পাড়ার মিজানুর রহমানের ছেলে মোনারুল ইসলাম মামুনের সাথে প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল।

    এরই মধ্যে তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী মামুন ক্যাসিনো,জুয়া ও মাদকে আসক্ত হয়ে যৌতুকের টাকার জন্য এবং কারণে অকারণে তাদের সংসারে পারিবারিক কলহসহ অশান্তির সৃষ্টি বলে সম্পার বাবা মা সহ পরিবারের লোকজন দাবী করে । আর ঘটনার দিন বিকেলে গৃহবধু সম্পা আক্তার বাড়ীর সকলের অজান্তে কীটনাশক পান করে আত্মহত্যা করে বলে তার স্বামী,শ্বশুর শ্বাশুড়ি অপপ্রচার চালায়। কিন্তু এলাকার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান,স্বামী মামুন তার স্ত্রী সম্পা’কে বেদম প্রহার করে। এসময় সম্পা মরণাপন্ন হলে অবস্থা বেগতিক দেখে তার মুখে কীটনাশক ঢেলে দিয়ে হত্যাকে আত্মহত্যা বলে অপপ্রচার চালায় স্বামী ও স্বামী পরিবার। পরে স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি সম্পাকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তড়িঘড়ি করে লাশ ধুরন্ধর স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি তাদের বাড়িতে রেখে সবাই পালিয়ে যায়। এখানে উল্লেখ্য যে,সম্পার মৃত নিশ্চিত হওয়ায় স্বামী ও তার পরিবারের লোকজন বাড়ির মূল্যবান মালামাল কৌশলে অন্যত্র সরিয়ে ফেলে বলে এলাকার অনেকেই সহ সম্পার পিতার পরিবার দাবী করেন। ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবের জন্য মোটা অংকের নগদ নারায়ণ ইতিমধ্যেই ধুরন্ধর মামুন ও তার পরিবার ঢেলেছেন বলে তারা বিভিন্ন সূত্রে খবর কানে আসছে বলেও জানান।

    খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,সম্পা আত্মহত্যা করেছে না তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই তা জানা যাবে।

    সম্পার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও তার পিতা ও পরিবারের লোকজন জানান।

    পরদিন সোমবার সম্পার মরদেহ পিতার বাড়িতে আনলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে ও জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে লা#শ দাফন সম্পন্ন করা হয়।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা না হলেও সম্পার ভাই /পিতা ও নিকটজনরা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।।

  • ২,৮৫০ পিস ইয়া-বাসহ দুই মাদ-ক পা-চারকারী গ্রে-ফতার

    ২,৮৫০ পিস ইয়া-বাসহ দুই মাদ-ক পা-চারকারী গ্রে-ফতার

    শহিদুল ইসলাম,
    চট্টগ্রাম প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ২,৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চল।

    সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি’র উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার।

    গ্রেফতারকৃতরা হলেন—১. রোকসানা বেগম (৪২), স্বামী সামশুল আলম, সাং: দক্ষিণ দিক্কুল, ঝিলংজা, কক্সবাজার সদর। তার কাছ থেকে ২,১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আগেও ইয়াবা পাচারের মামলায় অভিযুক্ত ছিলেন।২. নুর ইসলাম (২৭), রোহিঙ্গা নাগরিক, সাং: কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৭০০ পিস ইয়াবা।

    ডিএনসি সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • খুলনায় পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শক অপহ-রণের সাড়ে ৫ ঘন্টার মধ্যে উ-দ্ধার

    খুলনায় পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শক অপহ-রণের সাড়ে ৫ ঘন্টার মধ্যে উ-দ্ধার

    শেখ তৈয়ব আলী খুলনা।

    অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে খুলনায় সুকান্ত কুমার মজুমদার নামের একজন খাদ্য পরিদর্শককে উদ্ধার করেছে খুলনা মেট্রোলিটন পুলিশের (কেএমপি) এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ টিম। রাত সাড়ে ১২টায় তাকে জেলার তেরখাদা থানার আজোগড়ার একটি স্কুলের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। তবে কোন অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাতটায় নগরীর খুলনা থানাধীন চার নম্বর ঘাটে এলাকা থেকে তাকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি।
    পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং সাড়ে পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১৩টার দিকে তাকে উদ্ধার করে। কেএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এটি নিশ্চিত করেছেন।
    তেরখাদার আজোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, অপহৃত খাদ্য পরিদর্শককে রাস্তায় পাওয়া যায়। তাকে খুলনা নগর ও জেলা গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।
    এর আগে নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে রবিবার (১৩ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়।
    পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিওতে এমনটি দেখা যায়। এছাড়া অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রীর দায়েরকৃত একটি অভিযোগ থেকেও এমনটি জানা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ অভিযোগটি দায়ের হলে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামে এবং তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
    খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
    আপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে জানান, মোঃ রেজা ও বাবু মন্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাকে অপহরণ করে।
    সুশান্ত কুমার মজুমদার ৪ নং ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
    ইতোপূর্বে বাবু মণ্ডল উক্ত পরিদর্শকের নিকট কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান।

  • কুমিল্লার আলেখারচরে জুলাই গনঅ-ভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃ-তিস্তম্ভের ভিত্তি প্রস্থর স্থাপন

    কুমিল্লার আলেখারচরে জুলাই গনঅ-ভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃ-তিস্তম্ভের ভিত্তি প্রস্থর স্থাপন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

    কুমিল্লা, ১৪ জুলাই, ২০২৫, জেলা প্রশাসনের উদ্যোগে
    সোমবার কুমিল্লার সদর উপজেলার আলেখার চরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়সার। জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার বীর শহীদদের আত্মত্যাগ ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই স্তম্ভটি নির্মাণ করা হচ্ছে।

    এসময় তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এই স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্মৃতি স্তম্ভ

    এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।

    এছাড়াও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এরকম উদ্যাগে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু বলেন আগষ্টের ৪ তারিখ ২০২৪ ছিল স্মরনীয়, নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি করেছিল আওয়ামী লীগের দোসরা,আমরা জীবন বাজি রেখে প্রতিরোধ করেছি মাঠে থেকেছি।আলেখারচর শহীদের মর্যাদার জন্য স্মৃতি স্তম্ভ ভিত্তি স্থাপন হওয়াতে আমি মনে সুন্দর হয়েছে। ঢাকা চট্টগ্রাম যাতায়াতে সহসা মানুষ দেখতে পাবে।ধন্যবাদ জানাই কুমিল্লা জেলা প্রশাসনকে।

  • ভালুকায় মা ও ২ সন্তানসহ ৩ জনকে গ-লা কে-টে হ-ত্যা

    ভালুকায় মা ও ২ সন্তানসহ ৩ জনকে গ-লা কে-টে হ-ত্যা

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ভালুকার এক বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালি এলাকায় এক বাড়ি থেকে মরদেহ ৩টি উদ্ধার করে পুলিশ।রোববার রাতে এই ঘটেছে বলে জানা গেছে। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— স্থানীয় রফিক রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)। রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে রফিকুল এর ছোট ভাই নজরুল ইসলাম পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশ জানায়, রফিকুক ইসলাম তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।
    গত দেড় মাস পূর্বে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার ফাইয়ুম মিয়ার দুই রুম বিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। রফিকুল ইসলাম ভাড়া থেকে কাঠালি এলাকার রাসেল মিলে চাকরি করতেন। আর নজরুল ইসলাম অটোরিক্সা চালাত। রোববার রাত আটটার সময় রফিকুল ইসলাম কর্মস্থলে চলে যান।সকালে ডিউটি শেষে বাসায় এসে দেখেন তার বাসার বারান্দার গেটে তালা লাগানো। বেশ ক্ষণ ডাকাডাকি পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার মালিক এবং তার স্ত্রীকে ডেকে আনেন। পরে বারান্দার দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রী ময়না,মেয়ের রাইসা বেগম ও ছেলে নিরবকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ গুলো খাটের উপর পড়ে রয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা একটি বিছানার চাদর জব্দ করেছে। তবে কী কারনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশও স্থানীয়রা এ ব্যাপারে কিছুই বলতে পারেনি।

    ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর আরো জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

  • থানচিতে গ-লায় ফাঁ-স দিয়ে একজনের মৃ-ত্যু

    থানচিতে গ-লায় ফাঁ-স দিয়ে একজনের মৃ-ত্যু

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা

    বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের বাগান পাড়ায় গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু হয়েছে।

    সোমবার সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগান পাড়ায় গলায় ফাঁস দিয়ে সুজন বড়ুয়া (২৪) নামে এক ব্যক্তি মৃত্যু হয়। জানা যায়, মৃত সুজন বড়ুয়া পটিয়া উপজেলার গয়াল পাড়া নন্দন বড়ুয়া ছেলের। তারা বিগত ৭ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। সুজনের স্ত্রী নাইমেচিং মারমা বর্তমানে পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

    নিহত সুজন বড়ুয়া শুশুর ফোসিং মারমা বলেন, গতকাল আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার জামাইও তাঁর রুমে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ি উঠানে আমার জামাই সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে আমি বাড়ির আশেপাশে ও পাড়ার লোকজনকে ঘটনার সম্পর্কে জানিয়েছি।

    এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, সকালে গলায় ফাঁস খেয়ে একজনের মৃত্যু খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।

  • এবার সর্বোচ্চ নম্বর পেয়ে পলাশবাড়ী উপজেলায় সেরা মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান

    এবার সর্বোচ্চ নম্বর পেয়ে পলাশবাড়ী উপজেলায় সেরা মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    ২০২৫ সালের এসএসসি ফলাফলে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সিয়াম
    হাসান।

    ‘সিয়াম’ উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কামরুল হাসান এবং সুফিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে। সে ওই একই শিক্ষা প্রতিষ্ঠান হতে
    পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ তার পারিবারিক সূত্র জানায়,সিয়াম
    হাসান ২০২৫ সালের এসএসসি পরীাক্ষায় পলাশবাড়ী পৌর শহরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড
    কলেজ থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে উপজেলায় মোট ২৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে।

    সিয়াম একজন সৎ এবং আদর্শবান মানুষ হয়ে ভবিষ্যতে দেশের জন্য যেন বিশেষ অবদান রাখতে পারে এজন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার। সে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী।

    কামরুল হাসান দম্পতি সন্তানের ফলাফলের জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার জানান,গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে এ প্লাস পাওয়া ৮০ জনের মধ্যে একমাত্র সিয়াম হাসান ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২১৬ নম্বর
    পেয়ে সফলতার সহিত কৃতকার্য হওয়ায় আমরা গর্বিত।
    তিনি সিয়ামের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন।

    গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এমডি আমেরিকা প্রবাসী নুরুন্নবী প্রধান সবুজ তাঁর প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান এর প্রতি বিশেষ
    কৃতজ্ঞতাসহ পরিবারের সকলের প্রতি ঊষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান শিক্ষা অফিসের পক্ষ থেকে সিয়ামকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।তার ভবিষ্যত জীবন যেন সর্বাঙ্গীণ সফলতায় ভরে উঠে। অপরদিকে, সিয়ামের এমন প্রশসংনীয় ফলাফলে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ছাড়াও এলাকার সর্বস্তরের সচেতন মহল
    ভূয়সী প্রশংসা করেছেন।।

  • চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভি-যানে ১৪০০ পিস ই-য়াবা উদ্ধার, আ-টক ২

    চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভি-যানে ১৪০০ পিস ই-য়াবা উদ্ধার, আ-টক ২

    শহিদুল ইসলাম,
    নিজস্ব প্রতিবেদকঃ
    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

    রবিবার (১৪ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম-এর নেতৃত্বে এক যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।

    গ্রেফতারকৃতরা হলেন—
    আমিনুল ইসলাম তামিম (২৮), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-দিলুয়ারা বেগম, স্ত্রী-সাদিয়া সুলতানা লিপি, সাং–পহরচাদা সবুজপাড়া, সালেহ আহমদ কোম্পানির বাড়ি, ৮নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা–চকরিয়া, জেলা–কক্সবাজার।

    মোঃ হোসেন ওরফে কামাল হোসেন (২৮), পিতা–জামাল হোসেন, মাতা–শাহিনা আক্তার, সাং–সোসাইটি পাড়া, জামাল সওদাগরের বাড়ি, ৮নং ওয়ার্ড, থানা–চকরিয়া, জেলা–কক্সবাজার।

    অভিযানে দুই আসামির দখল হতে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-২৩, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা– মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ)/৪১ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।