Blog

  • ‎সুনামগঞ্জ -৪ ও সুনামগঞ্জ -৫ আসনে জাতীয়পার্টির দুইজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    ‎সুনামগঞ্জ -৪ ও সুনামগঞ্জ -৫ আসনে জাতীয়পার্টির দুইজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


    ‎কেএম শহীদুল সুনামগঞ্জ :

    ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে দলীয় ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী।

    ‎রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।

    ‎মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম।

    ‎উল্লেখ্য আজকে পর্যন্ত সুনামগঞ্জ জেলার মোট ৫ টি আসনে বিএনপি,জামায়াত, স্বতন্ত্র এবং  জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    ‎অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও মো. জাহাঙ্গীর আলম তাদের বক্তব্যে আরও বলেন “জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। দুই প্রার্থীই জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন। আমরা নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, যা কেবল লাঙ্গল প্রতীকের মাধ্যমেই সম্ভব। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর পরিবেশ বজায় রাখবে যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    ‎এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়ার্টির প্রথম সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সমছু,যুগ্ম আহবায়ক ডাঃ চানঁ মিয়া,যুগ্ম আহবায়তক গোলাম হোসেন অভি,সদস্য এমদাদুল হক দিলরব,ওমর ফারুক,হমায়ূন রশিদ,দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ আব্দুল্লাহ, শাহজাদা পীর এনামুল হক শাহসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    ‎সুনামগঞ্জের এই দুটি আসনেই জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ভোট হলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

  • মাথার ওপর ওভারব্রিজ থাকলেও ব্যবহার করছে না পথচারীরা- ট্রাফিক আ-ইন মানছে না কেউ

    মাথার ওপর ওভারব্রিজ থাকলেও ব্যবহার করছে না পথচারীরা- ট্রাফিক আ-ইন মানছে না কেউ

    হেলাল শেখ: ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-আরিচা-পাটুরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে ওভারব্রিজ থাকলেও অধিকাংশ পথচারী তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছে। ফলে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। ট্রাফিক আইন না মানার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫ইং) সকালে নবীনগর মহাসড়কে দেখা যায়,পথচারীরা ওভারব্রিজ ব্যবহার না করে ব্রীজের নিচ দিয়েই রাস্তা পার হচ্ছে। এতে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেদের অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটছে।

    এ বিষয়ে মোবাইল ফোনে সাভার ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনজুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীনগর এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনচার্জ (টিআই) স্যারসহ তারা নিয়মিত চেষ্টা করছেন যেন পথচারীরা ওভারব্রিজ ব্যবহার করেন। তবে অধিকাংশ মানুষ তাদের কথা শুনছেন না এবং ট্রাফিক আইন মানছেন না।
    তিনি আরও বলেন, বিশেষ করে প্রতি শুক্রবার এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। তার মতে, এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পথচারীরা সচেতন হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।

  • ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

    ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

    ময়মনসিংহ প্রতিনিধি।
    ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০২৬–২০২৭ সেশন) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

    প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল্লাহ গোলাপ।
    বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হন।

    নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা)।এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল) এবং এএসএম হোসাইন শাহীদ (যমুনা টিভি)।

    ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • নির্বাচনে যেকোন অ-প্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ প্র-স্তুতি গ্রহণের নির্দেশ এসপির

    নির্বাচনে যেকোন অ-প্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ প্র-স্তুতি গ্রহণের নির্দেশ এসপির

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পুর্ববর্তী, নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

    শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫খ্রিঃ) জেলার ফুলবাড়িয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের প্রতি এই আহবান জানান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

    এর আগে তিনি ফুলবাড়িয়া থানায় পৌছলে তাকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীলের নেতৃত্বে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ
    ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা।পরে থানা প্রাঙ্গণে পুলিশের চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।

    এসময় পুলিশ সুপার মিজানুর রহমান- থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। তিনি থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

    এ সময় সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল),
    এস এম হাসান ইস্রাফীল, অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

    এ সময় এক মতবিনিময়ে পুলিশ সুপার মিজানুর রহমান, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ। তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সমপ্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।

    পুলিশ সুপার মিজানুর রহমান- দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

  • গু-জবে কান না দিয়ে শান্তি শৃ-ঙ্খলা বজায় রাখতে  ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেনের আহ্বান

    গু-জবে কান না দিয়ে শান্তি শৃ-ঙ্খলা বজায় রাখতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেনের আহ্বান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে খুতবা পূর্বে নবাগত যোগদানকারী ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নিজের পরিচয় প্রদানের পর
    জানান, সম্প্রতি ভালুকা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি পুরোপুরি গুজব সৃষ্ট নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার কথাও জানিয়ে তিনি যে কোনও তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান।

    ওসি ফিরোজ হোসেন বলেন-এ দেশের সাধারণ মানুষ শান্তি প্রিয়। তারা যে কোনও প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনও প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনও তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে তিনি অনুরোধ করেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়, এবং কোথাও কোনো সমস্যা হলে সরাসরি পুলিশকে অবগত করার জন্য বিশেষ অনুরোধ রাখেন। থানার দায়িত্বশীল হিসেবে রাষ্ট্রের বিশেষ অনুরোধ গুলি মুসল্লিদের মাঝে উপস্থাপনা সহ একে অপরের প্রতি অত্র মেসেজটি জানিয়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি সকলের প্রতি ত্রিশালের আইন-শৃঙ্খলা সুন্দর রাখার জন্য সকলের সহযোগিতা কামনা সহ দোয়া প্রত্যাশা করেন।।

  • উজিরপুরে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের মায়ের মৃ-ত্যু, বিভিন্ন মহলের শো-ক

    উজিরপুরে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের মায়ের মৃ-ত্যু, বিভিন্ন মহলের শো-ক

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

    দৈনিক আমার দেশ পত্রিকা ও বৈশাখী টেলিভিশনের উজিরপুর উপজেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান মাসুম এবং মশিউর রহমান মামুনের মমতাময়ী মাতা ফিরোজা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার রাত ৮টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    মরহুমার বড় ছেলে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম জানান, গত দেড় মাস আগে তার মাতা নিজ বাসায় পা পিছলে পড়ে গুরুতর আহত হন। এতে তার একটি হাত ভেঙে যায়। পরে তাকে ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দেড় মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন।

    শনিবার দুপুরে উজিরপুর হাসপাতালের এক চিকিৎসকের মাধ্যমে তার হাতের ব্যান্ডেজ ও হাতের ভেতরে স্থাপিত নাট-বল্টু অপসারণ করা হয়। এ সময় তিনি অসুস্থতা অনুভব করলে তাকে স্যালাইন দেওয়া হয়। এতে কিছুটা সুস্থ বোধ করলেও বাসায় ফেরার পর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন। ২৮ ডিসেম্বর রবিবার বেলা ১০ টায় মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

    মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল, বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দীন আহম্মেদ সান্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সভাপতি এস এম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু,   প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার ও সংগঠনের নেতৃবৃন্দ, উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

    এছাড়াও মরহুমার মৃত্যুতে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • মোরেলগঞ্জে পূর্বশ-ত্রুতার জেরে ব-র্বর হা-মলা হাসপাতালে ভর্তি ভিকটিম

    মোরেলগঞ্জে পূর্বশ-ত্রুতার জেরে ব-র্বর হা-মলা হাসপাতালে ভর্তি ভিকটিম

    এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক নাবালিকা কন্যাকে শ্বাসরোধ ও ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বর্বর এই হামলায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা ও মা।
    ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিকটিন ১নং এলাকায়। আহত শিশুটি আয়শা আক্তার, সে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী।
    ভুক্তভোগী শিশুর বাবা মোঃ বাবুল শিকদার (৪৬) অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক শত্রুতা চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন প্রথমে একটি মোবাইল ফোন চুরি নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে অভিযুক্তরা তার নাবালিকা কন্যাকে বাড়ির উঠান থেকে টেনে-হিঁচড়ে নিজেদের উঠানে নিয়ে যায়।
    অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটির কণ্ঠনালী চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং ইট ও কঠিন বস্তু দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
    শিশুটির আর্তচিৎকার শুনে বাবা-মা ছুটে গেলে অভিযুক্তরা তাদের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাবুল শিকদারের ডান পায়ে গুরুতর জখম হয় এবং তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও কালশিটে আঘাত লাগে।
    স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসাধীন রয়েছে।
    ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
    মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,
    “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
    এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নাবালিকা শিশুর ওপর এমন বর্বর হামলার দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্র-স্তুতিমূলক সভা

    ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্র-স্তুতিমূলক সভা

    ত্রয়োদশ “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬” উপলক্ষে
    অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে
    ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক সভা।

    সভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা চৌধুরী মহোদয়। উপস্থিতি ছিলেন ক্ষেতলাল সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ পারভেজ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন।
    নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
    একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য
    নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকলের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ ও সহযোগিতাই আমাদের অঙ্গীকার।
    স্বচ্ছ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি—
    এই প্রত্যয়ে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করি।

  • সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৫ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৫ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২য় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৫ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।আয়োজনে ছিলেন বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব।মাইলস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাস, ডিয়াবাড়ি,উত্তরা,ঢাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
    সহযোগিতায় ছিলো আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড।অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন জনাব আবু সায়েম, সহকারী অধ্যাপক,রাজউক উত্তরা মডেল কলেজ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এম এ ওয়াহাব বাগচী
    বিশিষ্ট শিক্ষানুরাগী ,সমাজসেবক, শিল্পপতি ও চেয়ারম্যান ডে গ্রুপ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ওয়াহিদুজ্জামান (সাবেক অধ্যক্ষ,জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ)।সভাপতি: প্রকৌশলী মোঃ মোবারক হোসেন (পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ)।

    বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মোট ৯১ টি স্কুলের ৩৪৩৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মোট দুটি ধাপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ ৪৫০ জন শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

    মোট চারটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা হচ্ছে-

    গ্রুপ এ-(তৃতীয়-পঞ্চম শ্রেণি):
    প্রথম স্থান: তানজিল রহমান শাবিব, Bangladesh International School and College, Nirjhor, Dhaka Bangladesh cantonment.
    দ্বিতীয় স্থান: নুসাইবা ইসলাম জিনিয়া, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ তেজগাঁও, ঢাকা।
    তৃতীয় স্থান: এস এম সাইফ আল দ্বীন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ।

    গ্রুপ বি-(ষষ্ঠ-অষ্টম শ্রেণি):
    প্রথম স্থান: আব্দুল্লাহ আইয়ান সাদ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
    দ্বিতীয়: আবরার হাসান মাহির ,মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
    তৃতীয়: সাওদা বিনতে মাসুম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

    গ্রুপ সি-(নবম-দ্বাদশ): প্রথম স্থান: ইসরাত জাহান খুশবু, রাজউক উত্তরা মডেল কলেজ
    দ্বিতীয়: জান্নাতুল ফেরদৌস, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
    তৃতীয়: রোকাইয়া হক ইয়ানূর, মাইলস্টোন কলেজ

    গ্রুপ ডি-(দ্বাদশ শ্রেণীর ঊর্ধ্বে):
    প্রথম: নাফিসা বিনতে শওকত, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
    দ্বিতীয়: নুরিসা মনি, ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর।
    তৃতীয়: মোঃ রাশিদুল হক, ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর।

  • র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং সিপিএসসি, বগুড়া এর যৌথ অভিযানে সাজাপ্রা-প্ত প-লাতক আ-সামি গ্রে-ফতার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং সিপিএসসি, বগুড়া এর যৌথ অভিযানে সাজাপ্রা-প্ত প-লাতক আ-সামি গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং সিপিএসসি, বগুড়া এর যৌথ অভিযানে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ২৩ আগস্ট ২০১২ খ্রিঃ তারিখ সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। বগুড়ায় নেওয়ার পথে আহত সাব্বিরের মৃত্যু হয়। বাদী মোঃ ওসমান গণী শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২২, ধারা-৩০২ দন্ডবিধি। উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ গত ২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ ওয়াজ আলীকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং তিন মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোঃ ওয়াজ আলী আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, রাত ০২.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল “বগুড়া জেলার শেরপুর থানাধীন উত্তর সাহাপাড়া এলাকায়’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ওয়াজ আলী, পিতা-মৃত মোকছেদ শেখ, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ওয়াজ আলী, পিতা-মৃত মোকছেদ শেখ, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।