Blog

  • জাতীয় নাগরিক পাটি দোয়ারাবাজার উপজেলা সমন্নয়ক আব্দুস সোবহানের পূজা প-রিদর্শন

    জাতীয় নাগরিক পাটি দোয়ারাবাজার উপজেলা সমন্নয়ক আব্দুস সোবহানের পূজা প-রিদর্শন

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দোয়ারাবাজার উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুস সোবহান দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

    বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় তিনি উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে যান এবং পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। জাতীয় নাগরিক পার্টি সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে কাজ করে যাবে।”

    পূজামণ্ডপ পরিদর্শনের সময় আব্দুস সোবহান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।

    স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এনসিপি’র এই ভূমিকার প্রশংসা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,

    জাতীয় নাগরিক পাটি (এন সি পি) দোয়ারাবাজার উপজেলা প্রধান সমন্নয়ক আব্দুস সোবহান, যুগ্ম সমন্নয়ক হুমায়ুন কবির, সুনামগঞ্জ জজ কোটের আইনজীবী এডভোকেট সামন্ত দাস,

    দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম এ করিম লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও
    ইউপি সদস্য দীপক দাস, আজমপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অকিল চন্দ্র দাস প্রমুখ।

  • ধামইরহাটে গ-র্ভবতী নারীসহ দুই নারীকে মা-রধরের অভি-যোগে বিক্ষো-ভ ও মানববন্ধন

    ধামইরহাটে গ-র্ভবতী নারীসহ দুই নারীকে মা-রধরের অভি-যোগে বিক্ষো-ভ ও মানববন্ধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
    নওগাঁর ধামইরহাটে গর্ভবতী নারীসহ ২ নারীকে মারধরের অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে। বিচারের দাবীতে ইউএনও অফিসের সামনে ও সড়কে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ১ অক্টোবর সকালে ধামইরহাট পৌরসভার মঙ্গলকোঠা গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সরকারি খাস জমিতে পৌরসভার ময়লা ফেলতে যায় পৌর পরিচ্ছন্নকর্মীরা। খাস জমি সংলগ্ন বসবাসকারী স্থানীয়রা তাতে স্বাস্থ্য ঝুঁকি ও বসবাস অনুপযোগী হবে জন্য ময়লা ফেলতে বাঁধা দেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান ১ অক্টোবর সকাল ১০ টায় ধামইরহাট পৌর সদরের মঙ্গল কোঠা এলাকায় যান। সেখানে তার সাথে স্থানীয়দের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে সেটি গন্ডগোলে রূপান্তরিত হলে ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয় বলে স্থানীয়রা জানান।
    ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানান, আমি ঘটনার ভিডিও করলে ইউএনও স্যার আমাকে ধরে গাড়ীতে উঠানোর কথা বললে আমার অন্তঃসত্বা স্ত্রী মিতু বাঁধা দিলে ইউএনও আমার স্ত্রীকে লাল ফ্লাগ দিয়ে বাড়ী মারলে ইউএনও ও আমার স্ত্রী দুজনেই পড়ে যায়। এ সময় একই গ্রামের হবিবরের স্ত্রী সাবিনাও আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা, জহুরুল ইসলাম বলেন, যেহেতু আহতের একজন গর্ভবর্তী, তাই আলট্রাসনোগ্রাম না করলে কিছু বলা যাবে না, তবে দৃশ্যমান কোন ইনজুরি নেই।’
    স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযুক্ত ইউএনও শাহরিয়ার রহমান বলেন, আমি সরকারি কাজে বাঁধা পাওয়ায় আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে আসি, কোন নারীকে মারধরের ঘটনাই ঘটেনি, বরং তারাই প্রশাসনের লোক জেনেও আনসার ও লেবারদের মারধর করেছে, আমরা এলাকার শান্তি চাই।
    ঘটনার বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী ইউএনও শাহরিয়ার রহমানের বিচারের দাবীতে প্রশাসন চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। পরে পরিস্থিতি বেগতিক হলে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আবুল বয়ান,
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

  • বরিশাল বাবুগঞ্জে অনুষ্ঠিত বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন-২০২৫, যোগ দিলেন বিভিন্ন দেশের কূটনী-তিক ও বিশে-ষজ্ঞরা

    বরিশাল বাবুগঞ্জে অনুষ্ঠিত বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন-২০২৫, যোগ দিলেন বিভিন্ন দেশের কূটনী-তিক ও বিশে-ষজ্ঞরা

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গার্লস হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৪র্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন-২০২৫। বিশ্বখ্যাত Simon Bolivar Farming Academy-এর আয়োজনে এ সম্মেলনে অংশ নেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও কৃষিবিদরা।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি সভাপতি মিসেস ব্লাঙ্কা রোসা এককাউট গোমেজ, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হে. ই. ক্যাপায়া রদ্রিগেজ গঞ্জালেস, ফিলিস্তিনের রাষ্ট্রদূত হে. ই. ইউসুফ এস. ওয়াই. রামাদান, কিউবার কনসুলেট জেনারেল শরিফুল ইসলাম জাগিরদার, চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

    চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের সদস্য সচিব সুজন আহমেদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বৈশ্বিক কৃষক সংহতি ক্যাম্পেইনের সভাপতি জাহাঙ্গীর খান, বরিশাল জেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বিমানবন্দর পেজ ক্লাবের প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন খাঁন রানা,বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কৃষক সংহতি সম্মেলনের সদস্য আসাদুল করিম পিপুল, শামিল শাহরোখ তমাল, আসাদুজ্জামান মেনন প্রমুখ।

    আয়োজকরা জানান, বৈশ্বিক কৃষি, খাদ্য নিরাপত্তা, কৃষক সংহতি ও কৃষি বাজারজাতকরণ কৌশল নিয়ে এ সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। একই সঙ্গে কৃষকের ন্যায্য অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা. এ কে আজাদ খান, প্রেসিডেন্ট, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (BADAS)। সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের কৃষি বিশেষজ্ঞরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

  • বাবুগঞ্জে শিক্ষক মোনায়েম শিকদারের আ-ত্মহত্যা।

    বাবুগঞ্জে শিক্ষক মোনায়েম শিকদারের আ-ত্মহত্যা।

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভিতরে অবস্থিত “ফুলকূড়ি” কিন্ডার গার্ডেনের শিক্ষক মোঃ মোনায়েম শিকদার আত্মহত্যা করেছেন।

    রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় নিজ বাড়িতে (কালি মন্দির সংলগ্ন) তিনি একটি আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ও সহকর্মীরা তাকে স্মরণ করছেন গভীর বেদনার সঙ্গে।

    আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

  • ঢাকায় বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালকের সভাপতিত্বে ‘সঞ্জীবন পাইলট প্রকল্প’ বিষয়ক কনফারেন্স অ-নুষ্ঠিত

    ঢাকায় বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালকের সভাপতিত্বে ‘সঞ্জীবন পাইলট প্রকল্প’ বিষয়ক কনফারেন্স অ-নুষ্ঠিত

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি’র সভাপতিত্বে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে “সঞ্জীবন পাইলট প্রকল্প” বিষয়ক গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ টেলি কনফারেন্সটি ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস উপস্থিত ছিলেন। কনফারেন্সে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল রেঞ্জ কমান্ডার, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট এবং নির্ধারিত ৯টি প্রকল্প এলাকার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ এ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি কনফারেন্সে যুক্ত হন। এ কানফারেন্স এর মাধ্যমে বাহিনীর মহাপরিচালক বিশেষ সঞ্জীবন প্রকল্পের বাস্তবায়ন রূপরেখা সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। বাহিনী প্রধান তৃণমূল পর্যায়ে সঞ্জীবন প্লাটুন গঠন, সম্ভাব্যতা জরিপ, একাধিক ক্ষুদ্র প্রকল্প ম্যাপিং, প্রকল্প কমিটি গঠন, সার্টআপ, মেন্টরিং ও কার্যকর মনিটরিং-এর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন। এছাড়াও বাহিনীর মহাপরিচালক এ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান এবং আনসার ভিডিপি সদস্যদের জীবনমানের সার্বিক উন্নয়ন এবং উন্নত নৈতিক গুনাবলী ও মানবিক মূল্যবোধের বিকাশ সাধনে নিষ্ঠার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন, এ সকল কার্যক্রম যাতে সুষ্ঠু ভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে সফল রেঞ্জ, ব্জেলা, উপজেলা ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন স্তরের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সঞ্জীবন প্রকল্প একটি ভবিষ্যৎমুখী উন্নয়ন মূলক উদ্যোগ, যা তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে উৎপাদন মুখী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের আনসার ও ভিডিপি সদস্যরা তাদের জীবন মান উন্নয়ন করতে পারবে বলে আশা করা যাচ্ছে।

  • আশুলিয়ায় চলছে জ-মজমাট মাদ-কের কা-রবার, মূ-লহোতারা ধ-রাছোঁয়ার বাইরে

    আশুলিয়ায় চলছে জ-মজমাট মাদ-কের কা-রবার, মূ-লহোতারা ধ-রাছোঁয়ার বাইরে

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া, ভাদাইল, পাবনারটেক ও রূপায়ন আবাসন মাঠের আশপাশের এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের জমজমাট কারবার। নানা কৌশল অবলম্বন করে প্রতিদিন বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হলেও মূলহোতারা আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়ে গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অনেক সময় ভেস্তে যায়। ফলে এলাকায় মাদক ব্যবসা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

    ভুক্তভোগীরা জানান, এসব মাদকের টাকা জোগাড় করতে আসক্তরা চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

    এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবীদের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে, পরিবারে কলহ বাড়ছে এবং কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না।

    আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযান চালিয়ে ছোটখাটো মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। তবে মূলহোতাদের ধরতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

    এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে শক্ত হাতে ব্যবস্থা না নিলে আশুলিয়া মাদকের অভয়ারণ্যতে পরিণত হবে।

  • বিএনপির পক্ষে বি-ভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা ও প্রীতি উপহার পৌঁছে দিলেন সাহাবুদ্দিন মিয়া

    বিএনপির পক্ষে বি-ভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা ও প্রীতি উপহার পৌঁছে দিলেন সাহাবুদ্দিন মিয়া

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, তৃণমূল পর্যায়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক (সৌদি প্রবাসী ব্যবসায়ী) বিশিষ্ট সমাজ সেবক সাহাবুদ্দিন মিয়ার দিক নির্দেশনায় কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে তার প্রতিনিধি গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যেন আগামীতে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে জনগণকে সাথে নিয়ে দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখতে পারেন সে লক্ষ্যে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পরে তার পাঠানো প্রতিনিধিগণ কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে প্রীতি উপহার (নগদ অর্থ) তুলে দেন।

    এ সময় মুঠোফোনে মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক সাহাবুদ্দিন মিয়া কাশালিয়া ইউনিয়নবাসীর প্রতি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের বলেন, আমি কাশালিয়া ইউনিয়নবাসীর বিপদে-আপদে, সুখ-দুঃখে বরাবরই নিঃস্বার্থভাবে পাশে থেকেছি। ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকবো। উপজেলা বিএনপি নেতা সাহাবুউদ্দিন মিয়া আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করে কাশালিয়া ইউনিয়ন সহ মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন।

  • মুকসুদপুরে বি-ভিন্ন পূজা মন্ডপ পরি-দর্শন করেছেন ডিসি  ও পুলিশ সুপার

    মুকসুদপুরে বি-ভিন্ন পূজা মন্ডপ পরি-দর্শন করেছেন ডিসি ও পুলিশ সুপার

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

    গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর পৌর সভার মুকসুদপুর সদর মন্দির ও নিশাতলা দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা পালনে সার্বিক খোঁজ-খবর নেন। 

    জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শনকালীন সময়ে সফরসঙ্গী হিসেবে ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) পলাশ কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, গোপালগঞ্জ গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অফিসার ইনচার্জ কামরুল হাসান সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    এসময় মুকসুদপুর সদর মন্দির কমিটির সভাপতি ও বাজার বর্ণিক সমিতির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শামচুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কার্যকরী সদস্য নূর আলম শেখ ও মো.সোহেল শেখ উপস্থিত ছিলেন।

  • কাজিরহাট থানায় পূর্ব শ-ত্রুতার জে-র ধরে খাবারে কিট-নাশক বি-ষ প্রয়োগ

    কাজিরহাট থানায় পূর্ব শ-ত্রুতার জে-র ধরে খাবারে কিট-নাশক বি-ষ প্রয়োগ

    কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের কাজিরহাট থানায় পূর্বশত্রুতার জের ধরে বসত ঘড়ে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে খাদ্য সামগ্রিতে কিটনাশক বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে কাজিরহাট থানার আন্ধার মানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের ছরোয়ার জামানের স্ত্রী ডালিয়া বেগম -২০ এর বেলায়। এ ঘটনায় ডালিয়া বাদী হয়ে কাজির হাট থানার মামলা দায়ের করেন।

    মামলা দায়েরের পর রাবেয়া ১৯কে গ্রেফতার করেছে পুলিশ। রাবেয়া কাজির হাট থানার আন্ধার মানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের শামসুল হক সরদারের কন্যা।

    মামলা দায়েরের পর আসামী রাবেয়াক (১৯),কে ০১ অক্টবার ২০২৫ ইং রাত ০২.২০ মিঃ কাজিরহাট থানাধীন আজিমপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার এস আই মজিবর তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী রাবেয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন কাজিরহাট থানার পুলিশ এসআই মোঃ মজিবর রহমান

    অপরদিকে গ্রেফতাকৃত আসামী রাবেয়া বাদী ডালিয়ার সম্পর্কে বড় জ্যা হয় বলে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশ।

    সুত্র মতে আরো জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে আসামী বিভিন্ন সময় বাদী ডালিয়ার অগোচরে কাউকে কিছু না জানিয়ে তার বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতো। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ মিমাংশা হয় এবং আসামী রাবেয়ার নিকট হতে বাদীর ডালিয়ার জিনিসপত্র একাধিকবার ফেরত নেওয়াও হয়। তার প্রেক্ষিতে আসামী রাবেয়া বাদীকে বিভিন্ন সময় গালিগালাজ করে এবং বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়া ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে। বাদী ডালিয়া তাহার প্রতিবাদ করায় আসামী বাদীর উপর ক্ষীপ্ত হতে থাকে এবং আরো বেশি উত্তেজিত হইয়া তার ক্ষতিসাধন করার সুযোগ খুঁজে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর অনুমান ০১ টার সময় গ্রেফতারকৃত আসামী রাবেয়া পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাদী ডালিয়ার বসতঘরে ঢুকে খাবার পানির কলসিতে ও রান্না করা ডালের ভিতর কিটনাশক বিষ মিশিয়ে রাখে। বাদীর শিশু ছেলে ওসমান (৪) পানি খেতে চাইলে বাদী পানি ঢেলে খাওয়াতে গেলে পানি থেকে কিটনাশক বিষের গন্ধ বের হয়। এ ঘটনায় মামলা দায়েরের পরে আসামী রাবেয়াকে ধরতে সক্ষম হয় পুলিশ।

  • নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

    নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি :

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টস্ ইউনিটি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম, বুধবার দুপুর থেকে তারা একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন, আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় তাদের সাথে ছিলেন বাচ্চু কুমার সভাপতি ভুষনগাছা কালীমন্দির, সত্যেন কুমার দাস সাধারণ সম্পাদক ভুষনগাছা কালীমন্দির,
    পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা জানান, পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

    আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে। এ বছর প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

    পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটির উপদেষ্টা মন্ডলীসহ সকল সদস্যগণ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পরিদর্শনকালে সঙ্গে ছিলেন।