Blog

  • নড়াইলে জামায়াতের উদ্যোগে নামাজ প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বি-তরণ

    নড়াইলে জামায়াতের উদ্যোগে নামাজ প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বি-তরণ

    উজ্জ্বল রায়, (নড়াইল) জেলা প্রতিনিধি :
    নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে রামেশ্বরপুর রাজনীতির মোড়ে সর্বোচ্ছ জামাতে নামাজ আদায়কারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সকল শ্রেণী পেশার মানুষকে জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে রামেশ্বরপুর বাজার জামে মসজিদে চার মাসের মধ্যে সর্বোচ্ছ জামাতে নামাজ আদায়কারী বিজয়ী পাঁচ জনকে ৫টি বাই সাইকেল পুরুস্কার হিসেবে প্রদান করা হয়। কাশিপুর ইউনিয়নের রোকন পদপ্রার্থী হাফেজ সরোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান এবং ওই ইউনিয়নের গনমান্য ব্যক্তিবর্গ। পুরুস্কার পেয়ে বেজায় খুশী বিজয়ীরা। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের সার্বিক পৃষ্টপোষকতা করেন, গিলাতলা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মো: আতিকুল ইসলাম। আতিক’র এমন অনেক সামাজিক কাজের জন্য উপস্থিত লোকজন তাকে আগামী দিনে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।
    এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, এলাকার সার্বিক সামাজিক কাজে তিনি সহযোগীতা করে আসছেন এবং এ সহযোগীতা অব্যহত রাখবেন। কাশিপুর ইউনিয়ন বাসির চাওয়াকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন।

    উজ্জ্বল রায়, (নড়াইল) জেলা প্রতিনিধি।

  • দোয়ারাবাজার সাইডিংঘাটে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র অফিস উ-দ্বোধন

    দোয়ারাবাজার সাইডিংঘাটে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র অফিস উ-দ্বোধন

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাইডিংঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন লেবার পার্টি ও সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন।

    অফিস উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশ ও প্রবাসে থাকা এনসিপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দল আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

    তিনি আরও বলেন, তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করে একটি আধুনিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলাই এনসিপির মূল লক্ষ্য। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে এনসিপির নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক শাহিনুর আলম, ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ।

    দোয়ারাবাজার উপজেলা জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র আহবায়ক আব্দুস সোবহান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক ফরমান আলী তালুকদার, আহসান হাবীব হাসান মো. হাফিজ আহমদ,মো. মাহবুব মিয়া, মো.শফিকুল ইসলাম, সদস্য সচিব মনফর আলী।

  • পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ১৪৫ পিস ই-য়াবাসহ  মা-দক কা-রবারি গ্রে-ফতার

    পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ১৪৫ পিস ই-য়াবাসহ মা-দক কা-রবারি গ্রে-ফতার

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান জিরো টলারেন্স অভিযানে ১৪৫ পিস সবুজ রংয়ের ইয়াবাসহ এক চিহ্নিত ও পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    আটক ব্যক্তি মো. আব্দুস সালাম মুন্না (৪০), পিতা মো. ইন্তাজ আলী মোল্লা, লস্কর ইউনিয়নের বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তিনি একজন পুরনো মাদক কারবারি এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

    পুলিশ সূত্র জানায়, আটক আব্দুস সালাম মুন্নার বিরুদ্ধে জিআর ১৮১/১৮ (পাইকগাছা) নম্বরের একটি মাদক মামলায় পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে লস্কর ইউনিয়নের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা থানার উপ- পরিদর্শক কামরুজ্জামান। অভিযানে তার সঙ্গে ছিলেন এএসআই আনিছ। অভিযানের সময় আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান,“আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং পূর্বে জিআর ১৮১/১৮ নম্বর মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    পুলিশ জানায়,জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

    এদিকে, এলাকাবাসী পুলিশের এই কঠোর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের কারণে এলাকার পরিবেশ ও যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পুলিশের এমন ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত থাকলে মাদক নির্মূল সম্ভব হবে।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় সরকারি মাটি কর্তন, যৌথ অভিযানে আ-টক -২  একজনের  কা-রাদণ্ড

    পাইকগাছায় সরকারি মাটি কর্তন, যৌথ অভিযানে আ-টক -২ একজনের কা-রাদণ্ড

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় সরকারি মাটি কাঁটার অপরাধে আকরাম হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টা ২৭ ডিসেম্বর শনিবার রাত আড়াইটা উপজেলার চাঁদখালীত যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। অভিযান পরিচালনাকালে চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারি খাসজমি ও কপোতাক্ষের বাঁধ সংলগ্ন এলাকায় সরকারি মাটি কাঁটার সময় যৌথ অভিযানে দুজন কে হাতেনাতে আটক এবং ঘটনাস্থল থেকে ভেকু ও বালু পরিবহনের কাজে ব্যবহার করা ৩ টি ব্যাটারি জব্দ করা হয়। পরে আটক দুই জনের মধ্যে কালিদাসপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে আকরাম হোসেন গাজী কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা দিয়ে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয় । উল্লেখ্য উপজেলার চাঁদখালীতে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে একটি চক্র খননকৃত কপোতাক্ষ নদের বাঁধের মাটি এবং সরকারি জমি মাটি কেটে এসব ইটভাটায় দীর্ঘদিন সরবরাহ করে আসছিল। এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন।

  • সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাদিক সালিম এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

    সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাদিক সালিম এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ–৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী সাদিক সালীমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
    আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    নেতৃবৃন্দ জানান, সাদিক সালীম একজন আদর্শবান, সৎ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
    মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কামনা করেন এবং সুনামগঞ্জ–৫ আসনের ভোটারদের দোয়া ও সহযোগিতা চান।

    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি
    শায়ক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আলি হায়দর,হাফেজ জহির উদ্দিন, মুফতী আব্দুস সালাম, সেক্রেটারী দোয়ারাবাজার উপজেলা মাওলানা আব্দুল খালিক মানিক, প্রশিক্ষন সম্পাদক মাওলানা অলিউর রহমান, বাংলাবাজার ইউপি সভাপতি মাওলানা সুলতান মাহমুদ, ডা. নুর আলম, মো. হেলাল আহমদ প্রমুখ।

  • তানোরে র‍্যাবের অ-ভিযানে পি-স্তলসহ গো-লাবারুদ উদ্ধার

    তানোরে র‍্যাবের অ-ভিযানে পি-স্তলসহ গো-লাবারুদ উদ্ধার

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৫।
    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার মুন্ডুমালা পৌরসভার
    চুনিয়াপাড়া মহল্লায় তিনটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব। র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল এই অভিযানে নেতৃত্ব দেয়।
    র‍্যাব সূত্রে জানা গেছে, চুনিয়াপাড়া মহল্লার এন্তাজ আলী, আব্দুস সোবাহান এবং জয়নাল নামের তিন ব্যক্তির বসতবাড়ির পাশে লাকড়ি ও খড়ির স্তূপের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল।
    উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের কার্তুজ, ৪টি পাইপগান এবং অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ ৬টি চিকন পাইপ।
    র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। অবৈধ এই অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে বাহিনীটি। এ ঘটনায় তানোর থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।#

  • রাজশাহী–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীনের  মনোনয়ন পত্র দা-খিল

    রাজশাহী–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীনের মনোনয়ন পত্র দা-খিল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ আজ ২ ৮ ডিসেম্বর রবিবার, সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুস সাদাত রত্নের নিকট রাজশাহী–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা আনারুল ইসলাম চৌধুরী, সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা মাহাবুবুর রহমান বিপ্লব,

    গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বিএনপি নেতা আব্দুল মালেক, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সদর উদ্দীন,

    কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর, রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা, কর্মী, সমর্থকগন উপস্থিত ছিলেন।

    এককই দিন সকাল সাড়ে ১১ টার সময় রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) অফিস, দুপুর ১ টার সময় তানোর উপজেলায় মনোনায়ন দাখিল করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
    আসন্ন ১২ ফেব্রুয়ারী ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে সংসদীয় আসন( ৫২) রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন। গত ৩ নভেম্বর দলীয় ঘোষণায় তাকে এ আসনে নমিনেশন দেওয়া হয়।

    পরবর্তীতে মেজর জেনারেল শরীফ উদ্দীনকে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি যদি নির্বাচিত হন তাহলে গোদাগাড়ী -তানোর আসনের জন্য কি কি উন্নয়ন করবেন ঐ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি অর্থাৎ এ আসনে ধানের শীষের বিজয় হয় তাহলে গোদাগাড়ী তানোর আসনের জনগণের জন্য মাদক মুক্ত পরিবেশ করবো, সন্ত্রাস মুক্ত সমাজ গড়বো,
    চাঁদাবাজ মুক্ত পরিবেশ বজায় রাখবো,
    পদ্মা নদীর বাঁধ পূর্ণ নির্মাণ করবো, বেকারত্ব সমস্যা দূর করতে শিল্প কারখানা নির্মাণ করবো, উপরে উল্লেখিত উন্নয়নসহ আরো গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নতি করার জন্য যা যা করা লাগে সব করবো। উপজেলার কার্যক্রমে কোন প্রকার বিঘ্ন না ঘটে সে দিক বিবেচনা করে সকল নেতা কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কয়েক জন নেতা কর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনায়ন ফরম জমা দেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • সাংবাদিকতায় বিশেষ অবদানে- সুমন খানকে সম্মাননা স্মারক প্রদান

    সাংবাদিকতায় বিশেষ অবদানে- সুমন খানকে সম্মাননা স্মারক প্রদান

    স্টাফ রিপোর্টার:

    মানবাধিকার লঙ্ঘন, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক সুমন খান-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সত্য অনুসন্ধানে আপসহীন অবস্থান ও জনস্বার্থে সাহসী প্রতিবেদন প্রকাশের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি ও দৈনিক ঢাকার ক্রাইম-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “মানবাধিকার রক্ষা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা স্মারক২০২৫অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা প্রদান করা হয়।শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন,
    “যখন মূলধারার অনেকেই নীরব, তখন কিছু সাংবাদিক ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরছেন—সুমন খান তাদেরই একজন।”
    অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত
    সাংবাদিক সুমন খান দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, সরকারি দপ্তরের অনিয়ম, দালালচক্র, রাজনৈতিক সহিংসতা ও সাধারণ মানুষের বঞ্চনার চিত্র অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেছেন। তার প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার বাস্তব চিত্র—যা সংশ্লিষ্ট মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, বরং রাষ্ট্র ও সমাজকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর হাতিয়ার।বক্তাদের মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা বলেন,সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার রক্ষায় সবচেয়ে বড় বাধা হলো ভয় ও নীরবতা। সাংবাদিক সুমন খান সেই ভয় উপেক্ষা করে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন।তারা আরও বলেন,অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।স্পষ্ট বার্তাএই সম্মাননা শুধু একজন সাংবাদিকের স্বীকৃতি নয় এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকতার প্রতি রাষ্ট্র ও সমাজের প্রত্যাশার প্রতিফলন। বক্তারা সতর্ক করে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা দমনে কোনো অপচেষ্টা চললে তা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় কমিটি।উদ্বোধক ও প্রধান আলোচক
    অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ জুয়েল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, লিগ্যাল পাইলিং অ্যান্ড কনস্ট্রাকশন। আলোচক হিসেবে বক্তব্য দেন ,নাদিম চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কেন্দ্রীয় কমিটি।সভাপতির বক্তব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আনোয়ার হাসান আকাশ, চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ডপ্রেস সোসাইটি ।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) সংসদীয় আসন থেকে বেশ কয়েকজন প্রার্থী রোববার (২৮ ডিসেম্বর) তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে যারা স্বাক্ষর করে ছিলেন তারাও উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

    গোপালগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (উপসচিব) মো: আরিফ-উজ-জামানের নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিগণ প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম.আনিসুল ইসলাম। এছাড়াও গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ খান মঞ্জু নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানোনয়নপত্র জমা দিয়েছেন।

    এদিকে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাভোকেট হাবিবুর রহমানও সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখেই বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলীয় মনোনীত প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন। সকালে জেলা প্রশাসন ভবনে আগত সাংবাদিক সহ সকলের শরীর তল্লাশি করে ভবনের ভিতরে প্রবেশের অনুমতি দেন। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়ন দাখিল

    বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়ন দাখিল

    সাব্বির হোসেন, বানারীপাড়া//
    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
    রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় তার সঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ বায়েজিদুর রহমান মনোনয়ন ফরম গ্রহণ করেন।
    মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
    দীর্ঘদিন পর নির্বাচনমুখী এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মনোনয়ন দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    মোঃ সাব্বির হোসেন।