Blog

  • ময়মনসিংহ নগরীতে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শিবিরুল ইসলাম

    ময়মনসিংহ নগরীতে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শিবিরুল ইসলাম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, ডাকাতি চুরি,ডাকাতি, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার প্রকৃত অপরাধীকে সহজে আইনের আওতায় আনতে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এসব সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন।

    এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি জানান- ছিনতাই, হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, ডাকাতি চুরি,ডাকাতি,
    ,মাদক কারবারি,কিশোরগ্যাং, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার বিষয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থার দারস্থ হলে প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে থাকে। অপরদিকে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিনা অপরাধে কাউকে আসামি করা থেকে মুক্তি দিতে পারে আর আসল অপরাধীকে সহজেই ধরতে সহযোগীতা করে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে ও নিরপরাধ নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দিতে নগরীকে সিসি ক্যামেরার আনা হচ্ছে।

    বক্তব্যে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ক্যামেরা গুলোর এই জন্য লাগানো হলো যাতে খুব সহজে অপরাধীদের সনাক্ত করা যায়। শহরের গুরুত্বপুর্ণ স্থান গুলোতে সিসি ক্যামেরা প্রয়োজন৷ পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন এর সকল জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি আরো বলেন-এই সিসি ক্যামেরা উদ্বোধন করার ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এর ফলে, অ’প’রা’ধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

    এসময় তিনি সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে ময়মনসিংহ নগরীর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

  • হাসিনা নিজেই মুজিববাদের ক-বর দিয়েছেন – শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    হাসিনা নিজেই মুজিববাদের ক-বর দিয়েছেন – শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    নাজিম উদ্দিন রানা:

    বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মুজিববাদের কবর দিতে হলে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই। মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে। ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ সালে এবং গত ১৭ বছর ধরে শেখ হাসিনা নিজেই মুজিববাদের কবর দিয়েছেন। আমাদের-আপনার আন্দোলনের মাধ্যমেই মুজিববাদের মৃত্যু হয়েছে।

    তিনি আরও বলেন, সকালবেলা যদি ইউএনওর গাড়ি, পুলিশের গাড়িও নিরাপত্তাহীনতায় পড়ে, তাহলে পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ কেমন হবে, তা নিয়ে গভীরভাবে ভাবা উচিত। এই পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।

    শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ্যানি চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগে সবাই হাসিনার সঙ্গে পালিয়ে যায়নি। অনেকেই অন্তত গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। গত এক বছর ধরে গোপালগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ৫ আগস্টের পর সেনাবাহিনী সেখানে গিয়ে হামলার শিকার হয়েছে। তাদের সাজোয়া যানে আগুন দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর বর্বর হামলা চালিয়েছে, অস্ত্র হাতে মিছিল করেছে এবং প্রশাসনকে উপেক্ষা করেছে।

    অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

    বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু,সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

  • যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে  বাবু – রাজ্জাক পরিষদের নিরঙ্কুশ জয়

    যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু – রাজ্জাক পরিষদের নিরঙ্কুশ জয়

    আজিজুল ইসলামঃ বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন ও মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বাবু রাজ্জাক পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বাগআঁচড়া হাইস্কুল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    ভোট গননা শেষে সন্ধায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷ মোট ১২২৬ ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজুর রহমান বাবু তার নিটকতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। ৭৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।

    এতে সহ সভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী,যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদন পদে উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম,দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক পদে তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনে জানান,সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে ১২ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন পুলিশ সদস্য দ্বায়িত্বে ছিলেন।

    এদিকে নির্বাচনের ফলফল ঘোষনার পর পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করছেন ভোটাররা।

  • ইপিজেড থানায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

    ইপিজেড থানায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

    শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম, ইপিজেড, ৩৯ নম্বর দক্ষিণ প্রশাসনিক ইমারত ওয়ার্ড:
    বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার আওতাধীন ৩৯ নম্বর দক্ষিণ প্রশাসনিক ইমারত ওয়ার্ড, সাংগঠনিক/সাইডপাড়া ওয়ার্ড, গণশিক্ষা ওয়ার্ড এবং আলিশা পাড়া ওয়ার্ডের যৌথ উদ্যোগে এক শক্তিশালী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে দায়িত্বশীলদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
    উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ আসনের সংসদীয় এমপি পদপ্রার্থী জনাব শফিউল আলম।
    তিনি বলেন,

    > “জামায়াতের প্রার্থীরা জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। নির্যাতন-নিপীড়নের পথ পেরিয়ে আমরা বিজয়ের লক্ষ্যে এগিয়ে চলেছি। জনগণের অধিকার ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য।”
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট শাহেদ আলী, যিনি বলেন,

    “এই ওয়ার্ড জামায়াতের ঘাঁটি। ইনশাআল্লাহ আগামীতেও এখান থেকেই গণজাগরণ শুরু হবে।”
    সভায় আরও উপস্থিত ছিলেন:মোজাম্মেল, থানা কর্ম পরিষদ সদস্য
    মামুন খান, ওয়ার্ড অফিস সম্পাদক,,আব্দুর রহিম বিশ্বাস, ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক,,ওয়ার্ড সভাপতি মোকাররম ইসলাম রাকিব
    ওয়ার্ড সভাপতি সাইদুল ইসলাম সবুজ

    বক্তারা তাদের বক্তব্যে বলেন,
    “সরকারের নির্বাচনই প্ল্যাটফর্ম তৈরি করে জনসাধারণের ভোট দেওয়ার সুযোগ করে দেবে আমরা আশা বাদী
    ন্যায় ইন সাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে
    ঘরে ঘরে সংগঠনের বার্তা পৌঁছাতে হবে। জামায়াত এখন আর শুধুমাত্র একটি দল নয়, এটি একটি আদর্শিক আন্দোলন।”
    বৈঠকে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা মাঠ পর্যায়ে নির্বাচনী কাজকে আরও গতিশীল করতে শপথবদ্ধ হন।

  • মোংলায়, গণঅ-ভ্যুত্থানে শহী-দদের স্মর-ণে  উপজেলা বিএনপির শো-ক র‍্যালী আলোচনা সভা ও দোয়া

    মোংলায়, গণঅ-ভ্যুত্থানে শহী-দদের স্মর-ণে উপজেলা বিএনপির শো-ক র‍্যালী আলোচনা সভা ও দোয়া

    বায়জিদ হোসেন, মোংলাঃ

    জুলায়ের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মোংলায় উপজেলা বিএনপির আয়োজনে শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌদ্ধমারী বাজারের দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালী বের হয়। র‍্যালীটি বাজার প্রদক্ষিণ করে। পরে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ, সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র-জনতা সবাই রাস্তায় নেমে আসে। তাতেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তিনি আরো বলেন, এই আন্দোলনের পিছনে বিএনপির নামে ১৭ বছরে ১ লাখ ৪৩ হাজার মামলা হয়েছে। তাতে আসামি হয়েছে ৬০ লাখ নেতা-কর্মী। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে ১৩৫টি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামেও ৩৫/৩৬টি মামলা হয়েছে। ৪৭৭১জনকে ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ ১২০৪ জনকে গুম করা হয়েছে। আর জুলাই বিপ্লবে বিএনপির ৪২২জন শহীদ হয়েছেন। সুতরাং জুলাই-আগস্টের আন্দোলনেও বিএনপির ভূমিকা রয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ মানুষকে সাথে নিয়ে শেষ পর্যন্ত মাঠে ছিল বিএনপি। এ নেতা আরো বলেন, একটি গোষ্টি সরকারে না থেকেও দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল ও শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করছে এবং অশ্লীল ভাষা প্রয়োগ করছে। এতে দেশে ফ্যাসিবাদের পুনরাবির্ভাব ঘটছে কি না—সে প্রশ্ন এখন স্বাভাবিকভাবেই উঠছে। গণতন্ত্রের পথে না গিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুষ্ঠু রাজনীতিকে বাধাগ্রস্ত করছে। তারা পরিকল্পিতভাবে অপপ্রচার ও অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের পুরোনো কণ্ঠস্বরকে ফিরিয়ে আনছে। তাই সকলে সকর্ত থাকতে হবে।
    আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির
    বিভিন্ন পর্যায়ের নেতা সহ হাজার ও বিএনপি সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  • শহী-দ আব্দুল্লাহ আল আবিরের স্ম-রণে দো-য়া অনুষ্ঠানে জেলা প্রশাসক

    শহী-দ আব্দুল্লাহ আল আবিরের স্ম-রণে দো-য়া অনুষ্ঠানে জেলা প্রশাসক

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    আজ শুক্রবার ১৮ জুলাই বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ আব্দুল্লাহ আল আবিরের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    জেলা প্রশাসক এদিন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবিরের বাড়িতে যান। তিনি সেখানে শহীদ আবিরের কবর জিয়ারত করেন, দোয়া মোনাজাতে অংশ নেন এবং কবরের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

    স্মরণীয় এ অনুষ্ঠানে জেলা প্রশাসক শহীদের বাড়ির পাশে অবস্থিত মসজিদের বারান্দা নির্মাণে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে ৩ (তিন) বান্ডিল টিন প্রদান করেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ, বাবুগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড এর দাবীতে গাইবান্ধাবাসীর মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড এর দাবীতে গাইবান্ধাবাসীর মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে সাকোয়া ব্রীজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ,গাইবান্ধা’র উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ই জুলাই শুক্রবার সকালে গাইবান্ধা পৌর শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ এর সভাপতি এ্যাড.কুশলাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড.ফারুক কবীরের আহ্বানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু,গাইবান্ধা জেলা বারের সদস্য এ্যাড.মোহাম্মদ আলী প্রামানিক,রবিদাশ ফোরামের সভাপতি সুনীল রবিদাস,রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস,আইনজীবী সহকারী আব্দুল হাই,সমাজকর্মী মনির হোসেন সুইট,সাদেকুল ইসলাম, জিহাদ প্রধান,মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক,সোমা ইসলাম,কাজি আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা।

    বক্তারা বলেন,গাইবান্ধা আজ উন্নয়ন থেকে ছিটকে পড়া এক পকেট শহরে পরিনত হয়েছে। যেখানে নেই শিল্প,নেই কর্মসংস্থান,নেই সম্ভাবনার সদ্ব্যবহার। অথচ এই জনপদের পাশে,সাঁকোয়া ব্রিজ এলাকায় যদি ইপিজেড গড়ে ওঠে,তাহলে গোটা জেলার চিত্রই বদলে যাবে। তারা বলেন,গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড.কাজী আনোয়ারুল হক এই এলাকাকে কেন্দ্র করে ইপিজেড গঠনের সুপারিশ পাঠিয়েছিলেন, যেটি গাইবান্ধাবাসী আন্তরিকভাবে সমর্থন করেছিল।
    দুঃখজনক হলেও সত্য,কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এই প্রস্তাব বাতিল করে আদিবাসী সাঁওতাল পল্লীর মত একটি বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড স্থাপনের চেষ্টা করছে,যা মানবিক ও সুশিল মানুষের আপত্তির মুখে ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। আগামীতে নির্যাতিত মানুষের পক্ষেই থাকবে গাইবান্ধার সচেতন মানুষ।

    বক্তারা বলেন,সাঁকোয়া এলাকায় ইপিজেড হলে রয়েছে সহজ যোগাযোগ,রেলপথ,রাজপথ,নৌপথ,এমনকি হেলিপ্যাডও নিকটেই। এতে বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে,কর্মসংস্থান হবে হাজারো মানুষের।
    সুন্দরগঞ্জ,সাঘাটা,ফুলছড়ি,
    পলাশবাড়ী,গোবিন্দগঞ্জসহ আশপাশের উপজেলার মানুষ ও আশপাশের জেলার মানুষ সহজেই যাতায়াত করতে পারবে। গাইবান্ধা জেলার সাথে চারিদিকে সারাদেশ ও বিশ্ব সংযোগ রয়েছে,তাই অঞ্চলটি ইপিজেড এর জন্য হতে পারে আদর্শতম স্থান।
    তারা আক্ষেপ করে বলেন, গাইবান্ধার উন্নয়নকে উপেক্ষা ও পরিবেশগত (ঊওঅ) সামাজিক প্রভাব (ঝওঅ) মূল্যায়ন ছাড়াই বর্তমান জেলা প্রশাসকের একতরফা সিদ্ধান্তে গোবিন্দগঞ্জের সাঁওতালদের দাবীকৃত বিতর্কিত উর্বরা ফসলী জমিতে ইপিজেড করার ঘোষণা শুধু অনৈতিকই নয়,গাইবান্ধাবাসীর সঙ্গে চরম অবিচার। একটি নবীন রাজনৈতিক দলের প্রভাবিত সিদ্ধান্তে জেলার ৯০% মানুষের স্বার্থ জলাঞ্জলি দেয়া হয়েছে। গাইবান্ধা চেম্বার অব কমার্স-ও প্রশ্নবিদ্ধ হয়েছে এই প্রস্তাবনায় সহযোগিতা করে।
    সমাবেশ থেকে বক্তারা গাইবান্ধার উন্নয়নে গাইবান্ধা সাঁকোয়া ব্রীজ এলাকায় অবিলম্বে ইপিজেড বাস্তবায়ন,বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল/সেতু নির্মাণ,গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা,গ্যাস সংযোগ ও আধুনিক রেল যোগাযোগ,সদর হাসপাতালের দ্রুত আধুনিকীকরণের দাবী জানান।

    সমাবেশের শেষে বক্তারা আহ্বান জানান,এসো দলমত নির্বিশেষে গাইবান্ধা উন্নয়নের লক্ষ্যে এক হই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাস্তব স্বপ্ন গড়ে তুলি। তারা বলেন,এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় এটা গাইবান্ধার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই জনপদের মানুষ উন্নয়নের আলো দেখতে চায়,কাজের সুযোগ চায়, স্বপ্নপূরণের পথ চায়। সেই পথ শুরু হোক সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের মধ্য দিয়ে।।

  • ঝালকাঠির নলছিটিতে তারেক রহমানকে নিয়ে কুরু-চিপূর্ণ বক্তব্যের প্রতি-বাদে বিক্ষো-ভ  সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠির নলছিটিতে তারেক রহমানকে নিয়ে কুরু-চিপূর্ণ বক্তব্যের প্রতি-বাদে বিক্ষো-ভ  সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নলছিটি রানাপাশা ইউনিয়নে  বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।

    শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫ :০০ টায় রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

     সমাবেশে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সাধারণ, সম্পাদক নেছাহাব আলী  কামরুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক  সিরাজুল ইসলাম সজল , সদস্য সচিব উজ্জ্বল খান, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা,  নেতা মোস্তফা কামাল,ফিরোজ মুন্সী,  ছাত্রনেতা হাসিব বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

    এ সময় বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীকে উদ্দেশ্য  করে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কোন একটি সংসদীয় আসন  তারা আজ পর্যন্ত পাইনি তাদের মুখে তারেক জিয়াকে নিয়ে আলোচনা মানায় না। 

    বক্তারা আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব রাজপথে থেকে দেওয়া হবে।

  • দায়িত্বশীল ক-র্মীবাহিনী ছাড়া সমাজ পরি-বর্তনের সংগ্রাম সম্ভব ন-য় — সভাপতি মিজান খান

    দায়িত্বশীল ক-র্মীবাহিনী ছাড়া সমাজ পরি-বর্তনের সংগ্রাম সম্ভব ন-য় — সভাপতি মিজান খান

    শহিদুল ইসলাম,
    নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইপিজেড থানার আওতাধীন ৩৯ নম্বর দক্ষিণ এমারত ওয়ার্ড এবং সাংগঠনিক দারুস সালাম ওয়ার্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য ও দৃঢ়সংগঠিত টিএস (Training & Study) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত থেকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সম্মানিত আমীর জনাব ওসমান গনি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা কর্মপরিষদের সক্রিয় সদস্য জনাব মোঃ মুজাম্মেল হক।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সালাম ওয়ার্ড জামায়াতের প্রজ্ঞাবান সভাপতি মোঃ মিজান খান।

    অদ্বিতীয় সাংগঠনিক দৃঢ়তা গড়ার আহ্বান
    প্রধান অতিথির বক্তব্যে ওসমান গনি বলেন,> “সাংগঠনিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে হলে আদর্শিক দৃঢ়তা ও ধারাবাহিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর সৈনিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রত্যেক কর্মীর মধ্যে যেন নেতৃত্ব ও তাকওয়ার সমন্বয় ঘটে।”

    সত্য ও আদর্শে সুসংগঠিত হওয়ার তাগিদ

    বিশেষ অতিথি মোঃ মুজাম্মেল হক বলেন, “সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হলে চিন্তা-চেতনা ও কর্মপদ্ধতিতে সুসংগঠিত হওয়া জরুরি। আত্মশুদ্ধি, দায়িত্বশীলতা ও দলগত ঐক্যের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব।”
    “টিএস প্রোগ্রামের মতো কার্যক্রম কর্মীদের মনন গঠনে উল্লেখযোগ্য অবদান রাখে।”

    সভাপতির বলিষ্ঠ ভূমিকা ও দিকনির্দেশনায় ,,সভাপতির বক্তব্যে মোঃ মিজান খান বলেন, “দারুস সালাম ওয়ার্ড সবসময়ই দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মের কর্মীদের চিন্তা-চেতনায় দৃঢ়তা, আদর্শিক শুদ্ধতা এবং কাফেলার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চাই।”
    “দ্বীন প্রতিষ্ঠার পথে কর্মীই হচ্ছে সংগঠনের চালিকাশক্তি। তাদের প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য।”

    প্রাণবন্ত উপস্থিতি ও দায়িত্বশীল নেতৃত্ব
    প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা সংক্ষিপ্ত বক্তব্যে কর্মীদের উদ্বুদ্ধ করেন এবং আগামীর সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

    সকল বক্তার বক্তব্যে একটাই বার্তা— আদর্শিক ও সাংগঠনিক দৃঢ়তা অর্জন ছাড়া জাহেলিয়াতের মোকাবেলা সম্ভব নয়।
    উপস্থিত কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রোগ্রামটি ছিল অত্যন্ত সফল, শৃঙ্খলাপূর্ণ এবং শিক্ষণীয়।

    অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

  • বাবুগঞ্জে তিনটি ইটভাটায় অবৈ-ধ মাটি কাটায় জরি-মানা, অভি-যান চালাল উপজেলা প্রশাসন

    বাবুগঞ্জে তিনটি ইটভাটায় অবৈ-ধ মাটি কাটায় জরি-মানা, অভি-যান চালাল উপজেলা প্রশাসন

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে দোয়ারিকাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
    আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে পরিচালিত এ অভিযানে সনি ব্রিকস, ইসলাম ব্রিকস ও রাখি ব্রিকস নামক তিনটি ইটভাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এই জরিমানা আদায় করা হয়।
    অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। এ সময় সহযোগিতা করেন এয়ারপোর্ট থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম।

    ইউএনও মোঃ ফারুক আহমেদ জানান, “আইন লঙ্ঘন করে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে যারা মাটি কাটবে, তাদের বিরুদ্ধে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।”