Blog

  • তারেক রহমানের বিরু-দ্ধে মি-থ্যাচারের প্রতি-বাদে  মাদারীপুরে শ্রমিকদলের বিক্ষো-ভ

    তারেক রহমানের বিরু-দ্ধে মি-থ্যাচারের প্রতি-বাদে মাদারীপুরে শ্রমিকদলের বিক্ষো-ভ

    আরিফুর রহমান মাদারীপুর: 

    সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অপপ্রচার ও মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার যড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

    বিকেলে  এআর হাওলাদার জুট মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে মাদারীপুর সদর থানার সামনে গিয়ে শেষ হয়। 

    পরে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা শ্রমিক দলের কামরুল হাসান বাদল,যুগ্ম সম্পাদক দিপু আহমেদ,দপ্তর সম্পাদক কামাল হোসেন আলতাফ প্রমুখ।

    আরিফুল রহমান,মাদারীপুর।।

     

  • মোরেলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে কু-পিয়ে জ-খম

    মোরেলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে কু-পিয়ে জ-খম

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে পাওয়া টাকা চাইতে গিয়ে নাসির হাওলাদার(৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমীকে রবিবার রাত ১০টায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে।
    এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই সোবাহান হাওলাদার বাদি হয়ে কাওসার হাওলাদার ও পারভেজ হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের মৃত. ইমান উদ্দিন হাওলাদারের ছেলে ব্যবসায়ী নাসির হাওলাদার ঘটনার দিন রবিবার রাত ৮টার দিকে একই গ্রামের প্রতিবেশী পারভেজ হাওলাদারের নিকট পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

    হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, প্রতিবেশী পারভেজ হাওলাদার দুই মাস পূর্বে তার নিকট থেকে চিংড়ি ঘের করার জন্য দেড় লাখ টাকা ধার বাবদ নেয় পরবর্তীতে টাকা না দিয়ে ঘুরাতে থাকে। রবিবার রাতে টাকা চাইতে গেলে পারভেজ ও তার ভাই কাওসার হাওলাদার আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই।

    এ বিষয়ে পারভেজ হাওলাদার বলেন, আমার কাছে নাসির হাওলাদার কোন টাকা পাবে না। কথা কাটাকাটির সময়ে দোকানের ঝাপ পড়ে গিয়ে নাসির হাওলাদারের মাথায় আঘাত লেগেছে। আমিও আহত হয়ে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছি।

    এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, জিউধরায় মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। #

    ** ছবি সংযুক্ত আছে।

  • বেলনগরের হাসমত আলী শিকদারের ই-ন্তেকাল — আগামী শুক্রবার দো-য়া ও কুল-খানি

    বেলনগরের হাসমত আলী শিকদারের ই-ন্তেকাল — আগামী শুক্রবার দো-য়া ও কুল-খানি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের সিকদার পরিবারের প্রবীণ সদস্য হাসমত আলী শিকদার আর নেই। গতকাল রাত ১২টায় ঢাকার বিজিবি হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। তিনি ছিলেন গফুর শিকদার ও ফুল জান বেবির চতুর্থ সন্তান।

    হাসমত শিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    তাঁর জীবনে দুই কন্যা, তিন পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।

  • শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী  প্রতি-রোধ  কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

    শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী প্রতি-রোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।।
    ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্মএলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
    প্রশিক্ষণ কক্ষে ( জিবিভি) প্রতিরোধ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্ম পরিকল্পনায় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী যতিন্দ্রনাথ ম্রিস্ত্রি। ব্র্যাক শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা এই প্রকল্পটি ‘ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলা তেলিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষে এবং অনলাইন প্লাট ফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
    সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক মন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং- এর মত অপরাধক মানো যায় সে বিষয়ক কর্ম পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।

  • বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন স-ম্পন্ন

    বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন স-ম্পন্ন

    বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন সম্পন্ন হয়েছে ২১ শে জুলাই রোজ সোমবার বিকাল ০৩ ঘটিকার সময় নিজস্ব কার্যালয়ের শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত কমিটির সম্পন্ন হয় সভানেত্রী মিসেস কাসপিয়া তালুকদার এবং সাধারণ সম্পাদিকা মিসেস কল্পনা রানী নির্বাচিত হয়েছেন,অন্যান্য কমিটির সদস্যরা হলেন সহ-সভানেএী মিসেস পূজা বিথী হাওলাদার,যুগ্ম সম্পাদিকা শিরীন সুলতানা, কোষাধ্যক্ষ মিসেস চান্দা ওয়েন ও প্রচার সম্পাদিকা শিমা রানী প্রমূখ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস,মো: হুমায়ুন কবির ও মি:সুবাস হাওলাদার। উল্লেখিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী ০৩ বছর দায়িত্ব পালন করিবেন। উক্ত ফাউন্ডেশনে মোট সদস্য সংখ্যা ৩৫ জন।

    বরগুনা প্রতিনিধি।।

  • ভূঞাপুরে যৌথবাহিনীর অভি-যানে  মা-দকসহ আ-টক -১

    ভূঞাপুরে যৌথবাহিনীর অভি-যানে মা-দকসহ আ-টক -১

    স্টাপ রিপোটার, টাঙ্গাইল :-
    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজাসহ গ্রেফতার হয়েছেন মো: সাহেব আলী মণ্ডল (৬৫) নামের একজন।
    উপজেলার খানুবাড়ী এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও মো: সাহেব আলী মণ্ডলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০০৮ ও ২০১৭ সালে দুটি মামলা ছিলো। সাহেব আরী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
    এই ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, মাদকসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

    এবিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান জানান গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে মোঃ সাহেব মন্ডল (৬০) নামের একজন মাদকসেবিকে আটক করা হয়। গাঁজা সেবনের সরঞ্জামাদি এবং উদ্ধারকৃত ৫ পুরিয়া গাঁজা জব্দ করে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

  • সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

    সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

    সংবাদ বিজ্ঞপ্তি

    ঢাকা, ২০ জুলাই ২০২৫ (রবিবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (২০ জুলাই ২০২৫) সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

    পদোন্নতি পর্ষদের মূল্যবান বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের, যাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। এছাড়াও, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সকল আহত ও শহীদ সেনা সদস্যদের। একই সাথে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে। মাননীয় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সে সকল অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দূর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাননীয় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি এবং চীফ অব জেনারেল স্টাফ। শত কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

  • কুমিল্লা কোটবাড়ি র বার্ডে বি-রল প্রজাতির রুটি ফলের স-ন্ধান

    কুমিল্লা কোটবাড়ি র বার্ডে বি-রল প্রজাতির রুটি ফলের স-ন্ধান

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    রুটি ফলের দৃশ্য দর থেকে দেখে মনে হবে কাঁঠাল, পাতায় চোখ রাখলে মনে হবে সবুজের মধ্যে লুকিয়ে আছে সবুজ রংগ্ঙের কাঁচা পেঁপে। কিন্তু আসলে এটি কোনো কাঁঠাল বা পেঁপে নয়। এর নাম রুটিফল। কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ক্যাম্পাসের সম্মেলন কক্ষের পশ্চিমাংশে দাড়িয়ে আছে বিরল প্রজাতির এই বিদেশি ফলগাছে এবার ব্যাপকভাবে ফল ধরেছে।
    ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন বার্ড প্রাঙ্গণে

    ঘুরতে আসলেই তখন চোখ ঘুরিয়ে

    সরেজমিনে দেখা যায়, বার্ডের মহাপরিচালক দপ্তরের উত্তর পাশে একটি, ডাকঘর এলাকায় একটি এবং ময়নামতি অডিটরিয়ামের সামনে দুটি রুটিফল গাছ রয়েছে। সবুজ ঘন পাতার মধ্যে শাখার অগ্রভাগে ঝুলছে কাঁঠাল সদৃশ রুটিফল। দর্শনার্থীরা গাছের নিচে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।

    বার্ড সূত্র জানায়, ১৯৮৪ সালে বার্ড ক্যাম্পাসে প্রথম রুটিফল গাছ রোপণ করা হয়। প্রায় তিন দশক ধরে গাছটি ফল দিত। ২০১৭ সালে ঝড়ে গাছটি উপড়ে গেলে ওই বছরই নতুন করে আরও চারটি গাছ লাগানো হয়। এর মধ্যে একটি মরে গেলেও বাকি তিনটিতে এবার প্রচুর ফল ধরেছে।

    বার্ডের কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “বড় গাছটি মারা যাওয়ায় আমরা দুঃখ পেয়েছিলাম। পরে নতুন গাছগুলো লাগানো হয়। এবার তিনটিতেই ফল এসেছে, আমরা খুব খুশি।” বার্ডের বাগান শাখার সামছুল হক বলেন, “গাছগুলো ছোটবেলা থেকে আমি পরিচর্যা করেছি। মাসের শেষে ফলগুলো পাড়া হবে।

    সাধারণত আমরা সবজি হিসেবে রান্না করে খাই।”

    দর্শনার্থী আব্বাস আলী বলেন, “প্রথমে শুনে অবাক হয়েছিলাম যে গাছে রুটি ধরে। ছেলে-মেয়েদের নিয়ে দেখতে এলাম। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও পাতা আরেকদম ভিন্ন।”

    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদবিদ অধ্যাপক মো. মোশাররফ হোসেন জানান, রুটিফলের বৈজ্ঞানিক নাম Artocarpus altilis, ইংরেজিতে এটি ‘ব্রেডফ্রুট’ নামে পরিচিত। স্বাদ আলুর মতো, পাউরুটির মতো কেটে খাওয়া যায়। গাছ ৫০-৭০ ফুট উঁচু হয়। মূলত আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বেশি জন্মে।

    কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, রুটিফলে সুষম খাদ্যের সব উপাদান থাকে। ওষুধি গুণও রয়েছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও চর্মরোগের উপশমে ব্যবহৃত হয়।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব মাহমুদ বলেন, “ফলটি পুষ্টিগুণে ভরপুর এবং ভেষজ গুণও আছে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে এর চাষ হয়নি। কেউ আগ্রহী হলে কৃষি বিভাগ সহযোগিতা করবে।”

    বিরল এই ফল দেখতে আগ্রহী মানুষের ভিড়ে এখন সরগরম বার্ড ক্যাম্পাস। শাখায় ঝুলে থাকা কাঁঠালসদৃশ ফল আর ঘন পাতার সৌন্দর্য যে কারও নজর কাড়বে।

  • মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার আ-ত্মসাতের অভি-যোগে শিক্ষক রাশিদুল আ-টক

    মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার আ-ত্মসাতের অভি-যোগে শিক্ষক রাশিদুল আ-টক

    আরিফ রব্বানী।।
    ময়মনসিংহের ঐতিহ্যবাহী মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক ও প্রতিষ্ঠানের স্বাক্ষর জাল করে পরীক্ষক নিয়োগ এবং আর্থিক লেনদেন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক রশিদুল ইসলাম খানের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলাটি আমলে নিয়ে শিক্ষক রশিদুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার শিক্ষক রশিদুল ইসলাম খান (৪৩) নীলফামারী জেলার রামগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তিনি মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। এ সুযোগে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে নিজের নামে আর্থিক সুবিধা আদায়ের নেপথ্যে জড়িয়ে পড়েন।

    অধ্যক্ষ জানান, বেশ কয়েকদিন আগে আরবি প্রভাষক মো. আব্দুর রউফ মৌখিক অভিযোগ করেন যে, তার স্বাক্ষর জাল করে রশিদুল ইসলাম নিজেই তাকে চলতি পরীক্ষার জন্য অবৈধভাবে পরীক্ষক হিসেবে নিয়োগ দেখান। বিষয়টি গুরুত্ব দিয়ে অধ্যক্ষ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রেরিত গোপন নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা মেলে।

    নথিপত্র ঘেঁটে দেখা যায়, মো. আব্দুর রউফ, মো. মোফাজ্জল হোসেন, শামসুল আলম, আব্দুল হাফিজ ও হারুনুর রশিদের নামসহ ১০/১২জনের নাম ব্যবহার করে, তাদের অজান্তে স্বাক্ষর জাল করে রশিদুল ইসলাম বিভিন্ন সময় অনৈতিক আর্থিক লেনদেন সম্পন্ন করেন। এসব লেনদেনের মাধ্যমে প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকার বেশি উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

    অধ্যক্ষের দাবি, দীর্ঘ ৮-৯ বছর ধরে রশিদুল ইসলাম এমন প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এ সময়ের মধ্যে প্রায় ২০ লাখ টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন তিনি।

    ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। অধ্যক্ষের ভাষ্যমতে, ঘটনায় জড়িত থাকার বিষয়ে লিখিত প্রমাণ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষকরা সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন।

    এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪৮(৭)২০২৫ ধারা -৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। মামলাটি এস আই মাসুদ জামালী তদন্ত করছেন। এই ঘটনায় জড়িত রসিদুল ইসলম খানকে গ্রেপ্তার করা হয়েছে। যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    তবে ময়মনসিংহের সুনাম অর্জনকারী এমন প্রতিষ্ঠানের একজন শিক্ষকের এমন জালিয়াতির খবর এলাকাবাসীদের মধ্যে ঘটনাটি জানাজানি হলে শিক্ষক রশিদুলের এরকম অনিয়মে জেলার সচেতন মহল, অভিভাবক এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

  • মি-থ্যা ও হ-য়রানীরমূলক ধ-র্ষণ মাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    মি-থ্যা ও হ-য়রানীরমূলক ধ-র্ষণ মাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    এস মশিউর,
    হবিগঞ্জ প্রতিনিধি ॥ পেশিশক্তি দেখিয়ে মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাদী ও ভোক্তভোগী পরিবার। আজ রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন মামলার বাদী মোছাঃ নাসিমা বেগম ও আসামী মুহিবুর রহমান মবু, খসরু মিয়া স্বাক্ষী রহমত আলী।

    সংবাদ সম্মেলনে মামলার বাদী মৃত কদর আলীর স্ত্রী ও গোজাখাইজর গ্রামের নাসিমা বেগম জানান, নবীগঞ্জ শহরের খালিক মঞ্জিলের মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর বাসায় আমি কাজ করতাম। এক পর্যায়ে উক্ত বাসার আরেক সদস্য কুহিনুর রহমান আমাকে বাসায় একা পেয়ে ধর্ষন করেন। পরবর্তী মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর কাছে বিচার প্রার্থী হলে তারা বিভিন্ন ধরণের ছলচাতুরী, মারধর ও পরামর্শে আমি আদালতে একটি মামলা করি। এতে দেখা যায়, প্রকৃত অপরাধীকে মামলার আসামী না করে নিরীহ লোকজনকে মামলার আসামী করেছে। একপর্যায়ে আমি আদালতে প্রকৃত অপরাধীর তথ্য তুলে ধরি এবং আমি এর সুষ্ঠ বিচার চাই।

    এসময় মুহিবুর রহমান মবু লিখিত বক্তব্য বলেন- মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর কথামত কাজ না করায় তারা আমাকে মিথ্যা ধর্র্ষণ মামলা দিয়ে আসামী করেছে। মামলা দায়েরের পর স্বাক্ষী রহমত আলীসহ ৩জন হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে স্ব-শরীরে হাজির হইয়া উক্ত মামলার ঘটনার সাথে আমি ও অন্যান্য আসামীগন জড়িত নহে মর্মে এফিডেভিট প্রদান করেছেন। এছাড়াও ১৬/০৭/২০২৫ ইং তারিখে মামলার বাদীনি হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে হাজির হইয়া মামলার ঘটনার তারিখ ও সময়ে বর্ণিত আসামী আমি মুহিবুর রহমান মবু, ছাও মিয়া, ও খসরু মিয়া দ্বারা ধর্ষিত হয় নাই। এমনকি আমাদেরকে চিনেন না মর্মে এফিডেভিট প্রদান করিয়াছেন। এই অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

    আমিও আমার পরিবারের কোন লোকজনের কোন প্রকার ক্ষতি হলে উক্ত মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরী এবং তাদের লোকজন দ্বারা সংঘঠিত হইবে এবং তারাই দ্বায়ী থাকবে।